Mahmuda Akter

Mahmuda Akter All that is taught in school is what remains after being forgotten,That is education.Albert Einstein

03/12/2022
26/11/2022

এফিলিয়েট মার্কেটিং কেনো এতো জনপ্রিয়*-*

বর্তমানে অনলাইনে কেনাকাটার সংখ্যা প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে যার ফলে অনলাইন ব্যবসার সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে। আর তার সাথে সাথে প্রতারকের সংখ্যা ও বেড়েই চলেছে, নানাভাবে নানা কৌশলে তারা প্রতারিত করছে গ্রাহকদের। ফলে গ্রাহকরা অনলাইন কেনাকাটায় অনেক দ্বিধা-দন্দে পরে যাচ্ছে। তারা আসলে বুঝে উঠতে পারেনা কোনটা তারা বিশ্বাস করবে।

একজন গ্রাহক সবসময় প্রতারণা থেকে বাঁচতে চায় এবং ভালো জিনিস কিনতে চায় বা ভালো সেবা পেতে চায়। তাই তারা যেই প্রোডাক্ট কিনবে সবার আগে ওই পণ্যর রিভিউ দেখেনসবসময়। এর মাধ্যমে তারা প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং কোয়ালিটিসহ আর নানাদিক জেনে নেন।

যদি আপনার এমন কোনো পেজ, ব্লগ বা চ্যানেল থাকে যেখানে আপনি কোনো পণ্যের রিভিউ করে সবচেয়ে ভালো প্রডাক্টির লিংক যুক্ত করে দেন তবে গ্রাহক সেটা কেনার জন্য অনুপ্রাণিত হবে। তাহলে এখানে গ্রাহক ভালো পণ্য পেলো এবং বিক্রেতা ও বিক্রি করার ফলে তার লাভ হলো।

তাহলে আপনি ভাবতে পারেন তো আপনি কষ্ট করে লিখলেন বা বললেন তাতে আপনার কি লাভ হলো। আপনার লাভ হলো আপনার মাধ্যমে যে বিক্রেতার পণ্য বিক্রি করতে পারলেন এজন্য বিক্রেতা আপনাকে কিছু কমিশন দিবেন।

অর্থাৎ, এফিলিয়েট মার্কেটিং এর সাথে তিনটি পক্ষ যুক্ত থাকে এরা হলঃ ১. বিক্রেতা। ২. ক্রেতা। ৩. ইনফ্লুয়েনচার বা এফিলিয়েট মার্কেটার।

26/11/2022

ডিজিটাল মার্কেটিং -*
যখন কেউ নিজের প্রোডাক্ট বা ব্যবসায়ের জন্য করে তখন তাকে নিজেস অনলাইন বিসনেস বলে। কিন্তু যখন ডিজিটাল মিডিয়ায় বা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে অন্য কোন ব্যাক্তি বা অন্য কোন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করা হয় এবং বিনিময়য়ে কমিশন নেয়া হয়, তখন তাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।

আজ আমরা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণে পাবো ইনশাআল্লাহ। আমরা আজ জেনে নেবো এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য কি কি দক্ষতা প্রয়োজন? এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য আপনি প্রস্তুত কিনা? এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি কোন নিস সিলেক্ট করবেন? Affiliet Product কোথায় পাবেন? এফিলিয়েট সম্পর্কে সঠিক গাইডলাইন এবং বিস্তারিত। তো চলুন শুরু করা যাক।

26/11/2022

What is Affiliate Marketing ?

এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে শুরু করবো: যাদের এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নেই। বা কোনোরকম ধারণা থাকলে ও সঠিক প্রসেস ও কাজ সম্পর্কে সঠিক ধারণা নেই। বা সঠিক ধারণা না থাকায় যারা এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারছেন না তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি।

যদি আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে অথবা পাশাপাশি আপনার একটা ইউটিউব চ্যানেল ও থেকে থাকে তাহলে অনলাইন থেকে ইনকামের মাধ্যমগুলোর মধ্যে এফিলিয়েট মার্কেটিংই আপনার জন্য সেরা হতে পারে।

মার্কেটিং ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। ব্যবসায়ের জন্য অফলাইন মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং দুভাবেই করা যায়। অফলাইনে যখন কোনো পণ্য প্রচার করা হয় তখন তাকে ক্লাসিক মার্কেটিং বলা হয়। আর যখন এটা অনলাইনের মাধ্যমে করা হয় তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়।

আগামি পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে তার মধ্যে একটা হলো Digital Marketing. অনলাইন প্লাটফর্ম থেকে অতি সহজে দ্রুত সময়...
16/11/2022

আগামি পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে তার মধ্যে একটা হলো Digital Marketing.

অনলাইন প্লাটফর্ম থেকে অতি সহজে দ্রুত সময়ে কাজ করে ইনকাম করার একমাত্র সহজ প্লাটফর্ম ডিজিটাল মার্কেটিং।

ছাত্র কিংবা শিক্ষক, চাকরিজীবী কিংবা বেকার, কিংবা হাউজওয়াইফ, সবার জন্য এই ডিজিটাল মার্কেটিং উন্মুক্ত একটি পেশা।
তাই ভবিষ্যতের কথা ভেবে এখনি শুরু করুন ফ্রিল্যান্সিং।

এখন না পারলে কখনোই পারবেন না - চিরন্তন সত্য কথা।

শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার। 🍂👉এই সেমিনারের মধ্যে আপনি থাকলে জানতে  পারবেন। 🌿💢ফ্রিল্যান্সিং কি?💢ফ্রিল্যান...
16/11/2022

শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার। 🍂
👉এই সেমিনারের মধ্যে আপনি থাকলে জানতে পারবেন। 🌿
💢ফ্রিল্যান্সিং কি?
💢ফ্রিল্যান্সিং কি ভাবে শুরু করব?
💢ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়?
💢ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন হবে?

এই ফ্রী সেমিনারে মধ্যে থাকার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। 🌿
🥰🥰🥰
বিশেষ দ্রষ্টব্য: উক্ত সেমিনারে প্রথম ২০ জনকে কোর্স চলাকালীন সময়ে আমাদের প্রজেক্টে রেখে ইনকাম সুযোগ দেওয়া হবে।

12/11/2022

#ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং মুলত মুক্ত পেশা।যেখানে একজন ফ্রিল্যান্সার ইন্টারনেট এর মাধ্যমে অন্যকে কাজ করে অর্থ উপার্জন করে থাকে। বর্তমান ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হাজার হাজার তরুণরা অর্থ উপার্জন করতেছে। ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট হলো ডিজিটাল মার্কেটিং।
#ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য, প্রতিষ্ঠান বা ব্রান্ডের প্রচারণা করা।ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেইল, সোশ্যাল মিডিয়া, ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অডিও মার্কেটিং চ্যানেল, ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত, সেটিই হলো ডিজিটাল মার্কেটিং।অনলাইন জগতে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা সবথেকে বেশি।

Address

Cumilla
3500

Telephone

+8801634893276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmuda Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmuda Akter:

Share