উপন্যাসের উপসংহার

উপন্যাসের উপসংহার পৃথিবীর বুকে শত বিচ্ছেদের সংলাপ মুছে দিয়ে
তুমি আমার হও শুধুই আমার।🌸❤️

15/01/2025

আমরা যারা আগ্রহ চেয়ে অবহেলা পেলাম! যত্ন চেয়ে অনাদর পেলাম! থাকতে চেয়ে বিতাড়িত হলাম! জুড়তে চেয়ে আলগা হলাম! সুখ চেয়ে দুঃখ পেলাম! ভালোবাসা চেয়ে আঘাত পেলাম! একটা মনের মানুষ চেয়ে একলা হলাম! জড়িয়ে ধরার মতো একটা মানুষ পেলাম না কোত্থাও! একলা হাসলাম, একলা কাঁদলাম, একলা খেলাম, একলা হাঁটলাম, একলা কথা বললাম নিজের সাথে।।

তারপর আমি ভালো থাকতে শিখে গেলাম ❤️

14/01/2025

সবার উদ্দেশ্যে বলতেছি কর্মজীবনে আসার আগে নিজের জীবনকে যতোটুকু পারো Enjoy কর কারণ একবার কর্মজীবনে ঢুকে যাওয়ার পরে জীবন থেকে নিজেকে হারায় ফেলবে যত পারো দেশে আনাচে কানাচে ঘুরো যত পারো বন্ধুদেরকে নিয়ে দেশের এই দিক থেকে ঐ দিক travel কর নিজের দেশকে জানো কারণ এ সুযোগ আর দ্বিতীয়বার পাবে না আর বন্ধুদেরকেও পাবে না যে যার মত করে জীবন কাটিয়ে দিবে।😅

13/01/2025

'ফ্যামিলির' উপরে আর কিছুই নাই! না ভালোবাসার মানুষ,না ফ্রেন্ড, না রিলেটিভ! সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখাই দিবে!

বাট ফ্যামিলি! প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময় টা তে ফ্যামিলি' ই পাশে থাকে! ❤️

13/01/2025

কপালে কি আছে জানি না, তবে আমার আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে!

12/01/2025

জীবনের অদ্ভুত একটা সময় পার করছি।
হঠাৎ করেই প্রচন্ড হতাশ হয়ে যাচ্ছি। হঠাৎ করেই নতুন উদ্দীপনা পাচ্ছি। নিজের কি হবে তার ঠিক নাই,

সম্ভবত একা একা বাঁচতে হবে।কেউ কারো না, জীবনের গতি বাড়াতে নিজেকেই এগিয়ে যেতে হয়।একদিন সব হবে।🙂❤️

09/01/2025

টেনশন করিস না! আমি আছি। এইটুকু কথা বলার মানুষ যার আছে,সে একা না! কোনো কঠিন আঘাত’ই তাকে ভাঙতে পারে না!আমাদের সবার জীবনেই এমন দু’একটা মানুষ থাকা খুবই দরকার। ❤️

09/01/2025

প্রতিষ্ঠিত হওয়ার কারণে যেহেতু ২০ বছর বয়সে পাইনি,তাহলে দাওয়াত রইলো ২৭ বছর বয়সে!
তুমি'সহ তোমার পরিবারের...!😅💔

09/01/2025

এই ভদ্র সমাজে যে ছেলে সফল হতে পারেনি সেই ছেলের কোন মূল্য নেই ভাই,
তাই সফল হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো💝

08/01/2025

' কম্বলের নিচ থেকে বের হতে হবে' এই ভয়ে অনেকেই ক্ষুদা লাগলেও উঠে গিয়ে খায় না, শুয়েই থাকে 🙂

08/01/2025

আমাদের সবারই এমন একটা মানুষ থাকে, যার ছবি কিনা আমাদের মোবাইলে নিজের ছবির থেকেও বেশি থাকে..

মোবাইলের গ্যালারিতে আমাদের নিজের ছবি ২০ টা থাকলে তার ছবি সেখানে ২০০ টা থাকে, মোবাইলটা আমাদের হলেও গ্যালারিটা থাকে তাদের দখলে।❤️

08/01/2025

কপালে নাই নারী🤨

-আবার সামনে নাকি ১৪ই ফেব্রুয়ারি 🐸🥴

07/01/2025

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ লেখা যায় না। ফোন করে বলা যায় না, 'কেন করলে এরকম?'
ঝগড়া করা যায় না, কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, ভাঙচু'র করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না।

শুধু চুপ করে যাওয়া যায়। একদম চুপ।

©️ Amit Dittuu

কুয়াশায় ঢাকা এক বিকেলে তোমার সাথে আমার এমন একটা মুহুর্ত হোক 🥺❤️
07/01/2025

কুয়াশায় ঢাকা এক বিকেলে তোমার সাথে আমার এমন একটা মুহুর্ত হোক 🥺❤️

07/01/2025

এরেঞ্জ ম্যারেজ করতে গেলেই দেখা যাবে কার না কার চান্দের আলো নিয়া টান দিছি ভাই। 🙂

06/01/2025

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।

সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে। ❤️

©️ Jarjis arselin

06/01/2025

মাঝেমধ্যে 'ভালো' থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে 'একা' থাকা উচিত!🖤

ব্যক্তিত্তের চেয়ে মাতৃত্ব জিনিসটা বেশি সুন্দর ❤️🌸
06/01/2025

ব্যক্তিত্তের চেয়ে মাতৃত্ব জিনিসটা বেশি সুন্দর ❤️🌸

05/01/2025

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, খোঁজ নিয়ে দেখছি, যত্ন নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি, সাধ্য মতো সব কিছুই করে দেখেছি, আর আমি বারবার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বা'র্থপর মানুষদের জন্যে নিঃস্বার্থ মানুষের জন্যে দুনিয়া কঠিন।❤️

Address

Cumilla
3500

Telephone

+8801849433291

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপন্যাসের উপসংহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপন্যাসের উপসংহার:

Videos

Share

Category