Belal Hosen

Belal Hosen Assalamualikum..I am Belal Hosen.. I am a professional digital marketer. I am Belal Hosen. Wants to be a digital creator in future in sha Allah

07/10/2024
আজ বিশ্ব শিক্ষক দিবসে আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই❤️🥰🥰💚💛❤️‍🩹❤️
05/10/2024

আজ বিশ্ব শিক্ষক দিবসে আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই❤️🥰🥰💚💛❤️‍🩹❤️

Life is enjoyable ❤️💚💝So You have to a lot of chill & masti  in life🤟✌️
03/10/2024

Life is enjoyable ❤️💚💝
So You have to a lot of chill & masti in life🤟✌️

জীবনে প্রচুর ভ্রমণ করতে হবে (Family Tour)💚❤️💝
03/10/2024

জীবনে প্রচুর ভ্রমণ করতে হবে (Family Tour)💚❤️💝

আলহামদুলিল্লাহ ৫ম বছরে পা রাখলো আমার আম্মু টা💝আরও অনেক বছর হায়াত পাও আম্মু,, নেক্কার সন্তান হিসেবে গড়ে উঠো এই দুয়াই রইল ...
30/09/2024

আলহামদুলিল্লাহ ৫ম বছরে পা রাখলো আমার আম্মু টা💝
আরও অনেক বছর হায়াত পাও আম্মু,, নেক্কার সন্তান হিসেবে গড়ে উঠো এই দুয়াই রইল তুমার জন্য 💚❤️💛🤲

30/09/2024

অহংকার ছেড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
আপনার মৃত্যুর পর ব্যবহারটাই থাকবে।
টাকা-পয়সা-গাড়ি-বাড়ী- ধন সম্পদ
সবইতো অন্যেরা ভোগ করবে।।

মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে।তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না।তোমার বিশ্রামের গভীর রাত গুলোকে সন্ধ...
23/09/2024

মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে।

তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না।

তোমার বিশ্রামের গভীর রাত গুলোকে সন্ধ্যেতে পরিণত করেছে।

একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রীন স্ক্রোল করে চলেছো।

খেয়াল করে দেখবে, তুমি আগের মতো পেপার পড়ছো না, বই ওল্টাচ্ছো না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছো।

তুমি আগের মতো কথাও বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না।

তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে।

আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছো।

আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছো।

তোমার যেন নতুন আর কিছুই করার, শেখার বা জানার নেই।

এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছো, যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে।

আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না, জাস্ট একটা কাজ করো। একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে ২৪ ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বড়। আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছো, যখন থেকে থেকেই মনে হবে ফোনটা দেখলে ভালো হয়।

পরীক্ষা করে দেখে নিতে পারো। কারণ এভাবে জীবনকে অসাড়ভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল। পরে নেশামুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেসেন্ট বানিয়েই ছাড়বে। তোমাকেও তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে।

সেটা যাতে এই জন্মে না করতে হয়, এখন থেকেই সচেতন হও।

এটা একটু শেয়ার করে দিও। সামান্য হলেও যদি সচেতনতা আসে, সেটাও অনেক।

আসুন সবাই মন থেকে চেস্টা করি 💖💚❤️🇧🇩
16/09/2024

আসুন সবাই মন থেকে চেস্টা করি 💖💚❤️🇧🇩

08/09/2024

লেখাটা এতো ভালো লাগে যে শেয়ার দিলাম.......😍😍🤔🤔🤔আল্লাহ যা করেন ভালর জন্যই করেন💛💝🤲

১) সুইডেনে একজন দিনমজুরের খুব ইচ্ছা ছিলো সে টাইটানিকে চড়বে।
এই উদ্দেশ্যে সে ওভারটাইম করতো। টাইটানিক যাত্রা শুরু হওয়ার মাত্র এক মাস বাকি, পরিবারের সকলেই তাদের ভ্রমণ নিয়ে খুব উৎসাহিত ছিলো। হঠাৎ তার ছেলেকে কুকুর কামড় দেওয়ার ফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছেলেকে ৬ মাস বাইরে কোথাও নেওয়া যাবে না।

পরিবারের সকলেই খুব কষ্ট পেলো। তাদের এতদিনের ইচ্ছার জন্য সে দিনরাত পরিশ্রম করেছিলো। এখন সব পানিতে।

১৯১২ সালে টাইটানিক যাত্রা শুরু করে, দিনমজুরটি প্রতিদিন তার সন্তানকে বকা দিতো, তার স্বপ্ন ভাঙার জন্য অভিশাপ দিতো। ১২ দিনের মাথায় টাইটানিক ডুবি হয়। এরপর দিনমজুরটি তার সন্তানের কাছে ক্ষমা চায়।

২) প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ ডুবে যায়, জাহাজের সকল যাত্রী মারা যায়,কেবল একজন ছাড়া।
মানুষটা অনেক কষ্টে একটি দ্বীপে আশ্রয় নেয় এবং সেখানে থাকতে শুরু করে। ঘরবাড়ি বানিয়ে এবং ফল খেয়ে সে বেঁচেছিল অনেকদিন।

হঠাৎ একদিন তার ঘরে আগুন লেগে যায় এবং সে
কান্নায় ভেঙে পরে, সৃষ্টিকর্তাকে সে অপবাদ দিতে শুরু করে, '' আমার সবকিছু কেড়ে নিলে,এখন আমার এইটুকুও কেড়ে নিলে তুমি''

একটি জাহাজ তার হই হুল্লোরের শব্দ এবং আগুন দেখে তাকে উদ্ধার করতে আসে, সে সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে।

৩) একটি গ্রামে সকল মানুষ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো। তখনকার রীতি অনুযায়ী, সম্মানী ব্যক্তি মানেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হবে।

লোকটা গ্রাম থেকে শহরে গেল চাকরি পাওয়ার আশায়। এতো শিক্ষিত না হওয়ার কারণে সে বেশি সুবিধা করতে পারছিলো না। পরবর্তীতে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সুইপারের কাজ পায়।
সব ফর্মালিটি শেষ, এখন কেবল জয়েন করবে।
কোম্পানি তাকে তার ইমেইল এড্রেস দিতে বলে।
তখনকার সময় সকল কর্মকর্তাদের ইমেইল এড্রেস ছিলো বাধ্যতামূলক। তার কোনো ইমেইল ছিলো না, ফলে সে চাকরিতে জয়েন দিতে পারেনি। রাগে দুঃখে সে পণ করে বসে সে আর চাকরিই করবে না।

গ্রাম থেকে নিয়ে আসা টাকা দিয়ে টমেটো কিনে ব্যবসা শুরু করে। ব্যবসায় প্রচুর পরিশ্রমের ফলে সে ভালো টাকা ইনকাম করছিল। একদিন একজন শিল্পপতি তার পরিশ্রম দেখে তাকে সাবানের কারখানা দিতে বলে।
সে ঋণ গ্রহন করে এবং তার জমানো টাকা দিয়ে সাবানের কারখানা স্থাপন করে।

কয়েকবছর পর তার সাবানের কারখানা দেশের প্রতিটি রাজ্যে শাখা খুলে ফেলে এবং তাকে বানিয়ে দেয় কোটিপতি।

এলিকো নামের একটি বীমা কোম্পানি তার বীমা করানোর জন্য তার কাছে যায়। এলিকোর এজেন্ট তাকে ফর্ম পূরণ করতে বললে তিনি বলেন, আমার কোন ইমেইল এড্রেস নেই। এই কথা শুনে এজেন্ট অবাক হয়ে যায়, তিনি বলেন, আপনার ইমেইল এড্রেস ছাড়া আপনি কোটি টাকার মালিক। আপনার ইমেইল এড্রেস থাকলে তো আপনি বিশ্বের এক নাম্বার ধনী ব্যক্তি হয়ে যেতেন।

তিনি হেসে জবাব দেন ''আমার ইমেইল এড্রেস থাকলে আমি হতাম সুইপার। তাই আজ পর্যন্ত ইমেইল খুলিনি''।

হোয়াট গড উইলস ইজ ফর গুড।
সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন।

জলাতঙ্ক রোগাক্রান্ত না হলে দিনমজুরটি হয়তো তার গল্প বলার জন্য বেঁচে থাকতেন না।

বেড়ার ঘরে আগুন না লাগলে মানুষটি হয়তো কখনও উদ্ধার পেতেন না।

ইমেইল আইডি থাকলে লোকটি হয়তো শিল্পপতি না হয়ে সুইপারের চাকরি করতো।

সৃষ্টিকর্তা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আপাত দৃষ্টিতে সেটা খারাপ মনে হলেও ভবিষ্যতে হয়তো এর পিছনে বড় কোন মঙ্গল লুকিয়ে আছে। যা কেবল সৃষ্টিকর্তাই জানেন। আমরা জানি না।

05/09/2024

আল্লাহ তায়ালা আমাকে ভালোবাসেন,অবশ্যই অনেক ভালোবাসেন।এমন অনেক সময় গেছে আমি উনাকে ডাকিনি,কিন্তু তিনি আমাকে ফেলে দেননি,আমার রিজিক বন্ধ করে দেননি,তাঁর নিয়ামত থেকে আমাকে দূরে রাখেননি।
আলহামদুলিল্লাহ। 💞

27/08/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত ভাই/বন্ধুদের কারো কি ঢাকা আদ দ্বীন হাসপাতালে ( মগবাজারে) পরিচিত কেহ আছে কিনা,,অর্থোপিডিক্স ( শহিদুল ইসলাম) কে দেখাইতাম আমার আম্মাকে কস্ট করে জানাইলে উপকার হইত,,সিরিয়ালের নাম্বার টা দিলেও ভাল হইত,,,অগ্রিম ধন্যবাদ 💖❤️‍🩹💝🤲

যারা প্রশ্ন করেছেন, প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস কোথায়?এই যে তিনি ৪৪টা এনজিও এর সাথে মিটিং করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাস...
25/08/2024

যারা প্রশ্ন করেছেন, প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস কোথায়?
এই যে তিনি ৪৪টা এনজিও এর সাথে মিটিং করে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য এক হাজার কোটি টাকার রিলিফ ফান্ড গঠনে ব্যস্ত সময় পার করছিলেন।

এদিকে এক বছর পর আজ ৩০০ কোটি ব্যয়ে নয়,মাত্র ৪০ কোটি ব্যয়ে মেট্রোরেল চালু হলো।
এখানেও ২৬০ কোটি টাকা সরকারের ফান্ডে গচ্ছিত থাকলো।

৩৭ দিনে বছর পার হয় যেদেশে,সেই দেশ নিশ্চয়ই ড. মুহাম্মদ ইউনুস কোথায় প্রশ্ন কারীরা চান নি।
তাইনা?

23/08/2024

বুড়িচং উপজেলা খাড়াতাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদে পাশে একটি ছাদে আমরা ৩০ জন মানুষ + ১৫ টা গরু নিয়ে খুব বিপদে আছি।
যদি পারেন উদ্ধার করেন।
(০১৬১২৪৪৭২৩৬)
প্লিজ সবাই তাদের হেল্প করুন🤲

22/08/2024

হে মহান আল্লাহ,
বানভাসি স্বজনদের রক্ষা করুন
নিশ্চয় আপনি ই উত্তম হেফাজতকারী।

18/08/2024

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন।

কিভাবে?

খেয়াল করে দেখুন, আপনার বাবা-মায়েরা ৪-৫ টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন?
তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়েছিলেন।

এদিকে এক দু'টো বাচ্চা নিয়ে আপনার সংসারের টানাটানি ফুরায়ই না। কেন?
কারণ, আমরা কোন লিমিট নিয়ে চলি না। আনলিমিটেড মানেই ওয়েস্টেজ, অপচয়, ধ্বংস, নষ্ট।

মনে করে দেখুন, আপনার বাবা-মায়েদের সময় একটা মুরগী রান্না হলো, বাড়িতে ৫ ভাই বোন, কাজের লোক সহ মোট সদস্য ৮ জন। আপনার মা সবার জন্যে বাটি সিস্টেম করে রেখেছেন। তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মুটামুটি এক কড়াই করে তরকারি করে ফেলতেন।

এই এক মুরগিতে আপনারা ৮ জন মানুষ দুপুরে এবং রাতে খাবেন। সেইভাবে বাটি সিস্টেম হতো। দুপুরে দু পিস মাংস, ঝোল, আলু। রাতের বেলায় হাড় গোড় থেকে এক পিস, সাথে ভাজা, ডাল এরকম। এটা খুব জরুরী শিক্ষা।

এদিকে আমাদের এখন কি হয়?
তরকারি রান্না হলে, পুরোটা একসাথে টেবিলে নিয়ে আসা হয়।

বাচ্চাকে আগেই রান থানের পিস দিয়ে একাকার অবস্থা। রান বাদে মুরগীতে আর যে কিছু আছে, অনেকের বাচ্চারা জানেও না বোধহয়। একটা মুরগী রান্না করলে একবেলা থেকে দুইবেলায়ও যায় না।

আপনার মায়ের সংসারে যেখানে ছিলো বাটি সিস্টেম, সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে, খেয়াল করে দেখুন, আপনার মা হয়তো, তার ভাগ থেকে এক পিস মাংস আপনাকে এক্সট্রা দিয়েছেন, তিনি খাননি। একসময় আপনিও আবদার করা ছেড়ে দিয়েছেন।

এখান থেকে বাবা-মায়ের সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে। আপনার বাবা-মা আপনার জন্যে ত্যাগ করেছেন, মানে আপনিও সেটা শিখলেন।

এখন ত্যাগের তো কিছু নাই, সবই তো অপরিমাণ। বাবা-মা লোন করে হলেও আনছে তো। লোন করে ঘি তো খাচ্ছি, কাজেই বাবা-মায়ের কোন স্ট্রাগল বা কোন কষ্ট তো বাচ্চার চোখে পড়ে না। তারাও ধরে নেয়, লোনের এই ঘি টাই গ্রান্টেড। তাদের ভেতরে এতো ফিলিংস এখন আর কাজ করে না।
ব্যাপারটা মিলিয়ে দেখতে পারেন।
💚everyone❤️

Address

Cumilla
3500

Opening Hours

Monday 15:00 - 23:00
Tuesday 15:00 - 23:00
Wednesday 15:00 - 23:00
Thursday 15:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 15:00 - 23:00

Telephone

+8801813128747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belal Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belal Hosen:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All