MS Gazi

MS Gazi اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
Does man think that he will be left neglected? ৭৫:৩৬
(1)

16/06/2024

السَّلَام عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ
ত্যাগ-শান্তি-সম্প্রীতির জয়গানে
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকল প্রাণে
সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জানাই পবিএ ঈদ--উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারাক🌙
মহান এই ঈদ আমাদের জীবনকে করুক সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ।
🌙🌙🌙ঈদ মোবারক।🌙🐄🐐🐪🌙 MS Gazi

13/06/2024

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।

09/06/2024

হতাশ হইও না, কোথাও না কোথাও কোনো এক উছিলায় আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন! ইনশাআল্লাহ!

03/06/2024

আমাকে নিরাশ করার জন্য লোককে
দোষারোপ করিনি, বরং তাদের কাছ থেকে বেশি
আশা করার জন্য নিজেকে নিজেই দোষী সাব্যস্ত করি.!!

31/05/2024

কথার আঘাতের কোন জবাব নেই
হয় সহ্য করো আর না হয় সরে আসো।

31/05/2024

গান লাগিয়ে স্টোরি দেয়া মানুষগুলোকে বেশ দরদ নিয়ে বলছি -

আপনার রাসূল ﷺ জাস্ট বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল চেপে ধরেছিলেন। যতক্ষণ সেই আওয়াজ শুনা যাচ্ছিলো, ততক্ষণ।

এছাড়াও তিঁনি বলেছেন,
'আমি বাদ্য-যন্ত্র ও মূ/র্তি ধ্বং/স করার জন্য প্রেরিত হয়েছি।'

আজকাল গান লাগিয়ে যারা স্টোরি শেয়ার দিচ্ছেন তারা ব্যাপারটা নিয়ে ভাবতে পারেন।
যে বিষয়টাতে আপনার প্রিয়নবীর এতটা অনীহা ছিল; আপনি সেই বিষয়টাকে খুব করে প্রচার করছেন। প্রসার করছেন।

যে বিষয়টাকে নির্মূল করার জন্য আপনার রাসূল ﷺ এসেছিলেন, আপনি সেটাকে প্রতিষ্ঠিত করছেন।
নাউযুবিল্লা-হ্!
আসতাগফিরুল্ল-হ!

আমার জানাশুনা অনেক মানুষ আছে যারা অনেক বছর যাবত হারা'ম গান বাজনা শুনেন না।
মিনিমাম মিউজিক কোথাও থাকলে সেটা এড়িয়ে চলেন।
কিন্তু আপনার স্টোরি ভিউ করতে গিয়ে ওনি গান শুনে ফেলছেন।

গান প্রচারকারীরা যদি স্টোরির সেই ২৪ ঘন্টা পার হওয়ার পর আপনাদের আমলনামা দেখতে পেতেন; তাহলে দেখতেন কি বিপুল পরিমাণ গুনাহ্ আপনার খাতায় খাতায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে।

আমরা যেই অনুপাতে দলে দলে রব্বে কারীমের অবাধ্যতায় লিপ্ত হব, ঠিক সেই অনুপাতে আমাদের ভোগতে হবে।

অথচ সেই আমরাই মহামারী, দূর্যোগ, শাসকদলের জুলুম, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দূর্নীতি, পদে পদে ভোগান্তি, সড়ক দুর্ঘটনা এগুলো হলে বলবো;
কি পাপ করেছিলাম? এত আপদ কেন?

মুসলিম সচেতন হবে।
ময়লার স্রোতে গাঁ ভাসাবে না।
দুনিয়া ও আখিরাতের লাভ ক্ষতি চিন্তা করবে। কাজটা কতটা যুক্তিযুক্ত। অনর্থক কিংবা নিরর্থক কিনা। একাজে পদস্খলন আছে কিনা।

রব্বের কারীমের সন্তুষ্টি আছে কিনা।
রাসূলুল্লাহর পছন্দনীয় ছিল নাকি নিন্দনীয়।

এগুলো ভাবতেই হবে মুসলিমকে। কারণ,
তার গন্তব্য ভিন্ন; জান্নাত..!!!.

28/05/2024

কত ঘন্টা পরে কারেন্ট পেলেন!??

27/05/2024

বাঙালি নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে,
আর অন্যের বিপদ কে বলে পাপের শাস্তি।

26/05/2024

اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
Does man think that he will be left neglected? ৭৫:৩৬

23/05/2024

কনে খোঁজা চিঠি!

কনে খুঁজতে শুরু করা ছেলেটি জানতে পারল, ওই পরিবারে বিয়ের উপযুক্ত একটি মেয়ে আছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, উপযুক্ত দীনদার পাত্র পেলে দেরি করবে না। এটাও জানা গেছে, আগের একটি প্রস্তাব মেয়ের পরিবার নাকচ করে দিয়েছে। প্রধান কারণ ছিল, পাত্র দীনদার ছিল না। ছেলেটি বুদ্ধি করে হবু শ্বশুরের কাছে ছোট্ট একটি চিঠি লিখেছে....

জনাব,
ক্লান্তিকর সফর শেষে আমার একটি মাথা গোঁজার ঠাঁই দরকার। আমার অসম্পূর্ণ সত্ত্বাকে পূর্ণ করার জন্য আরেকটি পূত পবিত্র আত্মা দরকার। আমার অর্ধেক দীন পূর্ণ করার জন্য আপনার নাড়িছেঁড়া ধনের মতো একজন মহীয়সী দরকার!

ইতি...........
~শায়েখ আতিক উল্লাহ হাফি.

19/05/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেমন আছেন?

17/05/2024

শুক্রবার রিমাইন্ডার:
👉 বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পড়া।
👉সূরা কাহফ তিলাওয়াত করা।
👉(দোয়া কবুলের অন‍্যতম সময়) শুক্রবার আসরের পর দোয়া করা।

16/05/2024

মানসিক চাপ সৃষ্টি করা মানুষগুলো হ'ত্যা'কা'রীর থেকে বেশি ভ'য়ংক'র,,
এরা জীবন্ত মানুষকে লা'শ বানিয়ে দেয়...!

16/05/2024

একজন পুরুষের প্রধান সৌন্দর্যই হলো তার মুখের দাড়ি।🥰

15/05/2024

No fighting nobody perfect in this world keep it mind set down together solved the problem very simple.

14/05/2024

অনেকসময় আপনার একটু সুন্দর হাসি বদলে দিতে পারে চারপাশের পরিবেশ।

10/05/2024

আজ শুক্রবার নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরকে আল্লাহ প্রশান্তি দান করুন।

05/05/2024

আজকের দিনটি কি আপনাদের মনে আছে?

আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি🌧️☔⛈️
02/05/2024

আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি
🌧️☔⛈️

26/04/2024

এই গরমেও পর্দা করা মা-বোনদের প্রতি শ্রদ্ধা ও সালাম! আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন৷

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/04/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/04/2024

রাসূল সা. বলেছেন: যদি আদম সন্তানের দু উপত্যকা ভর্তি সম্পদ থাকে, তবুও সে তৃতীয়টার আকাঙ্খায় থাকবে। আর ’মাটি’ ব্যাতীত আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না।

সহিহ বুখারী, হাদীস: 6436

19/04/2024

বিয়ে করছেন না কেন কিসের অভাব ?
"হাদীস মন্তব্যের ঘরে"👇

17/04/2024

ভাই!
কি খবর আপনার?

দেখেন, আমরা মুসলমান,এই মুসলমান শব্দ টা আমাদের কাছে খুবই দামী।
কেউ যখন মুসলমান হয়, তখন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এজন্য যে, মৃত্যুর পূর্বে সে সত্য খুঁজে পেয়েছে।
তবে আমরা যারা বংশ বিস্তার করে মুসলমান বনে এপর্যায় এসেছি, আমরা সবাই কি নওমুসলিমদের সমান? মোটেও না।
বর্তমানে আমাদের মুসলিম যুবক-যুবতীরা অধিকাংশ হলো মুনাফিক।
কথিত হয় যে বর্তমানে, মুসলমান মেয়েদের থেকে ভিন্ন ধর্মের মেয়েরাও ভালো পর্দা করে।(সত্যি বলতে এই কথাটি খুবই দুঃখজনক)

আর! আমাদের যুবক ভাইদের কথা আর কি বলবো!
আমার যুবক ভাইয়েরা বর্তমানে নারী আর দুনিয়া ভালো চিনেছে,যুবক ভাইয়েরা নিজেদেরকে দুনিয়ার শেখলে বন্দী করতে গভীর আগ্রহে এগিয়ে যাচ্ছে।
আর আমাদের কিছু ভাইদের তো জানাই নেই যে, জুমার নামাজ ছাড়াও আরো কোনো নামাজ আছে কিনা।
মুসলমানদের মধ্যে বর্তমানে কিছু নগ্ন পরিবেশ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি মডেল বা ট্রেন্ড।

লিখতে গেলে অনেক কিছুই লেখা যায়, কিন্তু পড়বে বা আর কয়জনে ভাই?
তবুও লিখে যাই,যদি কেহ শুধরায়।

•আমাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ।

16/04/2024

ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

14/04/2024

বরকতময় ফজর আদায় করেছেন তো আলহামদুলিল্লাহ ♥️
ইনশা-আল্লাহ ✅

13/04/2024

সমাজের দায়িত্বশীল ব্যাক্তিগন যখন পাপাচারে লিপ্ত থাকে তখন আর ভালো ও সুন্দর সমাজের আশা করা যায় না
*মুফতি আবুল কালাম *

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when MS Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies