Md.Rokkan Uddin

Md.Rokkan Uddin "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ".কুমিল্লা।
( সরকারী সনদপ্রাপ্ত সার্ভেয়ার)

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত, ২০২৩) এর ধারা ০৭ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার স্যারের অনুমতি ব্যাতীত ব...
30/12/2024

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত, ২০২৩) এর ধারা ০৭ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার স্যারের অনুমতি ব্যাতীত ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও কোন প্রকার মাটি/বালু উত্তোলন করা যাবেনা।
উক্ত আইনের ১৫ ধারা অনুযায়ী তা দন্ডনীয় অপরাধ।

অনলাইন ভূমিসেবা সম্পর্কিত গণবিজ্ঞপ্তি
11/12/2024

অনলাইন ভূমিসেবা সম্পর্কিত গণবিজ্ঞপ্তি

নিউ সার্ভার আপডেট.........নতুন সাইটে নামজারি খতিয়ানে ডিজাইনে পরিবর্তন আসছে............★খতিয়ানের মাঝে বাংলাদেশের মানচিত্র...
03/12/2024

নিউ সার্ভার আপডেট.........

নতুন সাইটে নামজারি খতিয়ানে ডিজাইনে পরিবর্তন আসছে............

★খতিয়ানের মাঝে বাংলাদেশের মানচিত্র থাকবে।
★ খতিয়ানে উপজেলা ভূমি অফিসের নাম থাকবে।
★ ডিসিআরেও মাঝে বাংলাদেশের মানচিত্র থাকবে।

খতিয়ান ডাউনলোড এর সময় সীমা নির্ধারণ করা হইছে। আবেদন মঞ্জুরের পর ৩ মাস পর্যন্ত খতিয়ান ডাউনলোড দেয়া যাবে। তারপর থেকে DLRMS সিস্টেম থেকে অন্যান্য পর্চার মতো পেমেন্ট করে ডাউনলোড দিতে হবে।

17/11/2024
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ (নতুন ভূমি আইন) এর ৪,৫,৭ ধারায় মামলা দায়...
08/11/2024

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ (নতুন ভূমি আইন) এর ৪,৫,৭ ধারায় মামলা দায়ের। কোতোয়ালি থানাকে মামলাটি FIR হিসাবে গ্রহনের নির্দেশ।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর-

✅৪ ধারায়- ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড

✅৫ ধারায়- ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দন্ড এবং

✅৭ ধারায়- অবৈধ দখল প্রতিরোধ ও দন্ডের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

✅ পৃথিবীতে নবী-রাসূলদের আগমনের ধারা। আমরা আখেরি নবীর উম্মত সেজন্য বলি আলহামদুলিল্লাহ।🌺❤️
23/10/2024

✅ পৃথিবীতে নবী-রাসূলদের আগমনের ধারা। আমরা আখেরি নবীর উম্মত সেজন্য বলি আলহামদুলিল্লাহ।🌺❤️

30/09/2024

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ: ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল। ’

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী, কার্যসম্পাদনকারী।

’ -সূরা আল ইমরান : ১৭৩

22/09/2024

তিতাস ভ্রমণ...... মুরাদনগর, কুমিল্লা।

22/09/2024

শখের বশে নতুন মাঝি..........Just Funny.........

30/08/2024

বন্যায় কবলিত কিছু পরিবারবর্গকে খেদমতের উদ্দেশ্য।

29/08/2024

তোমার সাথে কথা বলার ইচ্ছা আর তোমাকে দেখার স্বাদ আমার এ জীবনে ফুরাবে না। বুঝলা প্রিয়.

চল চল চল!ঊর্ধ্ব গগনে বাজে মাদলনিম্নে উতলা ধরণি তল,অরুণ প্রাতের তরুণ দলচল রে চল রে চলচল চল চল।।ঊষার দুয়ারে হানি' আঘাতআমর...
17/07/2024

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।

★★★অন্যত্র বিয়ে করলে স্ত্রী কি মৃত স্বামীর সম্পদের অংশীদার হবে?ইসলামি আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর...
29/06/2024

★★★অন্যত্র বিয়ে করলে স্ত্রী কি মৃত স্বামীর সম্পদের অংশীদার হবে?

ইসলামি আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর (যদি অনাদায়ী থাকে) ও মিরাস বা পরিত্যাক্ত সম্পদের নির্ধারিত অংশ পাওয়ার হকদার হয়। বিয়ের সময় ধার্যকৃত মোহর পরিশোধ করা না হয়ে থাকলে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ বণ্টনের আগেই তা থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। এ ছাড়া স্বামীর অন্যান্য ঋণ থাকলে সেগুলো আদায় করতে হবে। মোহর ও ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে।

মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকলে তার স্ত্রী তার রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ পাবে। আর সন্তানা-সন্ততি না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। কোরআনে আল্লাহ বলেন,

لَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ اِنۡ لَّمۡ یَكُنۡ لَّكُمۡ وَلَدٌ ۚ فَاِنۡ كَانَ لَكُمۡ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ تُوۡصُوۡنَ بِهَاۤ اَوۡ دَیۡنٍ

স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের একভাগ, যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছে তা থেকে। তোমরা যে অসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। (সুরা নিসা: ১২)

আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে, স্বামীর মিরাস পাওয়ার জন্য তার মৃত্যুর পর অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া শর্ত। অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে স্ত্রী মিরাস পাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা।
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত ও তার বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেই মিরাসের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোক বা না হোক, মিরাসের সম্পত্তি থেকে কিছুতেই তাকে বঞ্চিত করা যাবে না।
স্বামীর মৃত্যুর পর বিয়ে করার কারণে অন্য ওয়ারিসরা যদি স্ত্রীকে তার প্রাপ্য সম্পদ না দেয়, তাহলে এটা অন্যায় আত্মসাৎ, আল্লাহর নির্দেশের লঙ্ঘন ও কবিরা গুনাহ গণ্য হবে।

|| রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার ||---------------------------------------------------------------------🟢  পুরন...
18/06/2024

|| রাসেল ভাইপার সাপের জেলাভিত্তিক বিস্তার ||
---------------------------------------------------------------------

🟢 পুরনো রেকর্ড
🔴 সাম্প্রতিক সময়ের বিস্তার

√ সকলের দৃষ্টি আকর্ষন করছি

রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্মক সেটাও এখন আর কারো অজানা নয়। বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি। রাত বিরাতে চলাচলের সময় ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক বা ওঝা বৈদ্যর কাছে না গিয়ে হাসপাতাল যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো...

পোস্টটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Md.Rokkan Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Rokkan Uddin:

Videos

Share