21/09/2024
বরুড়ায় কাজী ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাজে উপহার বিতরণ
বিএম মহসিন
বরুড়ায় কাজী ফাউন্ডেশন এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছে।
কাজী ফাউন্ডেশন সংগঠনটি শুরুতেই
একটানা ৮-১০ দিন ধরে কুমিল্লা'র বুড়িচং চৌদ্দগ্রাম ,মনোহরগন্জ, শাহরাস্তি উপজেলা সহ ৫টি উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপহার পৌঁছাতে সক্ষম হয়েছে।
বরুড়া উপজেলায় বড়ধরনে তেমন কোন সমস্যা না হলেও কাজী ফাউন্ডেশন শুক্রবার-বিকাল বরুড়া উপজেলার, দোঘই আরিফ বাবলু শহীদ সৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
কাজী ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ কাজী শামীমের সঞ্চালনায় বিশিষ্ট আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট
কাজী নাজমুস সা'দাত (সাদন)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
নু-এমং-মারমা মং,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানার অফিসার ইনচার্জ
কাজী নাজমুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজকামডা আশ্রাফিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম মজুমদার এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী মহিউদ্দিন(লেদু) সভাপতি-কাজী ফাউন্ডেশন,কাজী আক্তার হোসেন-সিনিয়র সহ সভাপতি-কাজী ফাউন্ডেশন,কাজী আব্দুর রেজা(তুহিন)সাধারণ সম্পাদক-কাজী ফাউন্ডেশন,খন্দকার হুমায়ুন কবির সাধারণ সম্পাদক পয়ালগাছা ইউনিয়ন বিএনপি,
কাজী আব্দুল বাকি-সহ সভাপতি- কাজী ফাউন্ডেশন,কাজী নূরুল হুদা(আজাদ) আব্দুল মান্নান ড্রাইভার,কাজী মিনার,সহ সাধারণ সম্পাদক-কাজী ফাউন্ডেশন কাজী আজিম,কাজী অনয়,কাজী যুবায়ের,শফিকুল ইসলাম,জুন্নুন হোসেন,কাজী টিপু সুলতান,কাজী মিনহাজ,ইমান আলী,এতে সবাই এ মানবতার সংগঠনের জন্য দোয়া চেয়েছেন,আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন।