18/03/2024
সয়ে যেতে যেতে সেরে গেছে অল্প অল্প জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। শীতল করে ফেলেছি মস্তিষ্কের স্নায়ুকোষে গরম জলের প্রপাত। রক্তের হিমোগ্লোবিনে মিশে যাওয়া নাম ঘৃণার এন্টিবডিতে নিশ্চিহ্ন।আবহাওয়ার পূর্বাভাস কায়দা করে সরিয়ে দিয়েছি ঝড়ের খবরা-খবর।
বলেছিলাম না একদিন সব অবহেলার হিসাব সুদে আসলে চুকিয়ে দিবো।আমি তোমাকে ভালবাসি এই কথা শুনতে ইচ্ছে করবে তোমার কিন্তু শুনতে পাবে না। যে ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে তার চেয়ে বিশ্রী ভাবে মুখ ফিরিয়ে নিবো।
এখন তুমি যে পথে অপেক্ষা করো ছলছল চোখে।
সেই একই পথে হেঁটে পাড় হই নির্দ্ধিধায় মায়া ডিঙিয়ে।
আমি দেখেও দেখি না।
ফিরে তাকানোর সময় নেই।
তুমি মরে গেছো মনে, স্মৃতি হারানো মস্তিষ্কে।
ব্যস্ততার অগ্নি সারথি দেখতে পাচ্ছো তো?
কতটা পোড়ায় দূরে যাওয়ার আঁচ।
দরজায় কড়ানাড়া অভাবের ভিক্ষুক এসে ডাক দেয় ফেরাই না, দু'চার আনা দিয়ে খুশি করি। তোমাকে তাও দেবার নেই। তুমি স্বভাবের ভিক্ষুক। স্বভাবের ভিক্ষুক এই শহরে অভাবে মরে।
তুমিও মরবে অভাবে,অবহেলায়। একই পাড়ায় থাকি,জানাজায় ডাকবে আমি শুনতে পাবো না সে ডাক।
ক্ষমায় খু-নিরা থাকলেও,মন খু-নির ক্ষমা নেই।