স্বপ্ন ছোয়া

সয়ে যেতে যেতে সেরে গেছে অল্প অল্প জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। শীতল করে ফেলেছি মস্তিষ্কের স্নায়ুকোষে গরম জলের প্রপাত। রক্ত...
18/03/2024

সয়ে যেতে যেতে সেরে গেছে অল্প অল্প জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। শীতল করে ফেলেছি মস্তিষ্কের স্নায়ুকোষে গরম জলের প্রপাত। রক্তের হিমোগ্লোবিনে মিশে যাওয়া নাম ঘৃণার এন্টিবডিতে নিশ্চিহ্ন।আবহাওয়ার পূর্বাভাস কায়দা করে সরিয়ে দিয়েছি ঝড়ের খবরা-খবর।

বলেছিলাম না একদিন সব অবহেলার হিসাব সুদে আসলে চুকিয়ে দিবো।আমি তোমাকে ভালবাসি এই কথা শুনতে ইচ্ছে করবে তোমার কিন্তু শুনতে পাবে না। যে ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে তার চেয়ে বিশ্রী ভাবে মুখ ফিরিয়ে নিবো।
এখন তুমি যে পথে অপেক্ষা করো ছলছল চোখে।
সেই একই পথে হেঁটে পাড় হই নির্দ্ধিধায় মায়া ডিঙিয়ে।
আমি দেখেও দেখি না।
ফিরে তাকানোর সময় নেই।
তুমি মরে গেছো মনে, স্মৃতি হারানো মস্তিষ্কে।
ব্যস্ততার অগ্নি সারথি দেখতে পাচ্ছো তো?
কতটা পোড়ায় দূরে যাওয়ার আঁচ।

দরজায় কড়ানাড়া অভাবের ভিক্ষুক এসে ডাক দেয় ফেরাই না, দু'চার আনা দিয়ে খুশি করি। তোমাকে তাও দেবার নেই। তুমি স্বভাবের ভিক্ষুক। স্বভাবের ভিক্ষুক এই শহরে অভাবে মরে।

তুমিও মরবে অভাবে,অবহেলায়। একই পাড়ায় থাকি,জানাজায় ডাকবে আমি শুনতে পাবো না সে ডাক।
ক্ষমায় খু-নিরা থাকলেও,মন খু-নির ক্ষমা নেই।

18/03/2024

প্রিয়জন যদি থাকে পাশে.,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় .,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়!
Riya Munni

17/03/2024

রাগ ভা'ঙাতে না জানলে,
অন্তত কারো রাগের কারণ হতে নেই..🥀💔

17/03/2024

যার বিবেক নেই,
তার কাছ থেকে 'মায়া' শব্দটি আশা করা বোকামি!

17/03/2024

Riya Munni ছাড়া সবাই মনে হয় এখনো ঘুমায়🤷‍♀️

17/03/2024

Dear Bestu
_কেউ তোকে পাগল বললে তুই
হতাশ হবি না...!
~চুপচাপ ঘরের এককোনে গিয়ে
ভাববি ও জানলো কি করে ??

16/03/2024

চলো বদলে ফেলি কিছু এক ঘেঁয়েমী গল্প!
জানোই তো জীবনের সময় খুবই অল্প!

কিছু কথা আমি বলি, কিছু বলো তুমিও!
এবার থেকে অভিমানটা একটু -না হয় কমিয়ো!

ঝগড়া ঝাঁটি থামিয়ে দিয়ে মাঝপথে!
আঙুলে -আঙুল ছুঁয়ে হাঁটি চলো একসাথে!

হিসাব যা'তে হয়েছে জমা, ফেলে দিয়ে সেই খাতা!
ভালোবাসায় হৃদয় দেরাজ ভর্তি হোক, ভুল গিয়ে সব ব্যথা!

বিষণ্ণতার মুহূর্তগুলো এবার থেকে সামলে নিয়ে!
মন খারাপের আঁধার সাজুক ভালোবাসার আলো দিয়ে।
স্বপ্ন ছোয়া Riya Munni

তুমি হারি'য়ে যাও'য়ার পর আমি নিজে'কেই হারি'য়ে ফেলে'ছি।ক'তো রাত যে না ঘুমি'য়ে স'কাল করেছি, তবুও তোমায় না ভেবে থাক'তে ...
16/03/2024

তুমি হারি'য়ে যাও'য়ার পর আমি নিজে'কেই হারি'য়ে ফেলে'ছি।
ক'তো রাত যে না ঘুমি'য়ে স'কাল করেছি, তবুও তোমায় না ভেবে থাক'তে পা'রিনি।

জানো আজ'কাল আমার চো'খ দিয়ে আর পানি ঝড়ে না,কি'ন্তু বুকের ভিতর অ'সহ্য যন্র'ণা যা আমাকে ভী'ষণ ক'ষ্ট দেয়।

খুব মনে পরে তোমায় খুব ছুঁ'তে ই'চ্ছে করে তোমায় এক'টু কথা বলতে ই'চ্ছে করে,
কি'ন্তু কি ক'রার তুমি তো আর আমায় ভালোবাসো না।

তাই সব চাও'য়া ই'চ্ছে মা'টি চা'পা দিয়ে ক'ষ্ট নিয়ে বেঁ'চে থাকতে হবে,
তোমায় না পাও'য়ার আ'ক্ষেপ নিয়ে বাকি'টা জীবন শু'ধু তুমি ভালো থে'কো।

16/03/2024

পুরুষ মানুষ না হয়ে যদি আকাশ হতাম,
তাহলে বৃষ্টির বাহানায় কেঁদে নিতাম..😔💔

16/03/2024

- টাকা না থাকা সত্ত্বেও.!
- সারাদিন অনলাইনে জামা আর জুতার দাম দেখা আমি.!🙄

16/03/2024

শব্দের বানান ভুল হলে যেমন বুঝে নিতে হয়!
তেমনি'ই কোন কথায় সে কষ্ট পেলো খুঁজে নিতে জানতে হয়।

16/03/2024

আমি কথা গুছিয়ে বলতে পারি না সেটা হয়তো আমার ব্য'র্থতা, তুমি গুছিয়ে সুন্দর কথা বলতে পারো- সেটা তোমার যোগ্যতা!
আমি মন উজার করে ভালোবাসতে পারি সেটা আমার সফলতা, তুমি ভালোবাসার নামে বিশ্বা'সঘা'তকতা করো সেটা হলো অ'কৃ'তজ্ঞতা।

ব্য'র্থতা একদিন আবারো সফলতা পাবে,
কিন্তু যোগ্যতা বারবার অ'কৃত'জ্ঞতার প্রমাণ দেবে!

15/03/2024

একটা ভালো বই আর একটা ভালো
হৃদয় বোঝার ক্ষ'ম'তা সবার হয় না..😔💔

15/03/2024

তুমি চলে যাওয়ার ফলে, আমার ভু'লে যাওয়ার অধিকার তো ছিলো কিন্তু ভু'লে থাকার ক্ষমতা ছিলো না!

15/03/2024

একটা সময় পর আপনি সবার কাছেই পর হয়ে যাবেন। আপন মানুষদের চোখে তখন আগেকার মতন মায়াভরা দৃষ্টি আপনার চোখে পড়বে না!

15/03/2024

যে একবার সুবাহানআল্লাহ পড়ে
- তার জন্য জান্নাতে একটি ফলের গাছ হয়..🥀❤️

আমি খুব বো'কা তাই না...!কারণ ছাড়াই আপনার কাছে শত বায়না নিয়ে হাজির হই। আমি পা'গ'ল, তাই তো দিন শেষে রাতে জমানো সব কথাগুলো ...
14/03/2024

আমি খুব বো'কা তাই না...!
কারণ ছাড়াই আপনার কাছে শত বায়না
নিয়ে হাজির হই।
আমি পা'গ'ল, তাই তো দিন শেষে রাতে
জমানো সব কথাগুলো আপনাকে বলতে চাই।
আমি আপনাকে ভালোবাসি,
হয়তো আপনি আমাকে ঘৃণা করেন।
আমি আপনার মুখের একটি কথা
শুনবো বলে অপেক্ষা করি,
কিন্তু আপনি নিজের ভালোবাসার বিকল্প
মানুষকে খোঁজার জন্য ব্যস্ত থাকেন।

ভাঙা কাঁচ যেমন জোড়া নিলেও দাগ থেকে যায়,
তেমনি ভালোবাসার ক'ল'ঙ্কটাও যতই মুছার বৃথা
চেষ্টা করবে তার প্রভাব জীবনে রয়ে যায়।

কিছু ভুল মানুষকে কাঁদায়
কিছু ভুল মানুষকে হাসায়,
আবার, কিছু ভুল মানুষকে চরমভাবে ভাবায়।
কিন্তু সেই ভু'লগুলো উপড়ে ফেলা কখনো
মোদের সম্ভব নয়,
আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় জীবনের সাথে।
একতরফা ভালোবাসা বড়ই বেদনার
যা ভেতরটাকে গুড়িয়ে দেয়,
বিষণ্নতায় ভুগিয়ে অগোছালো করে দেয়
আমাদের সুন্দর এই জীবনকে।

থাকুক ভালোবাসার মানুষগুলো আজ চিরসুখে,
আমাদের মতো একতরফা ভালোবাসা মানুষগুলো
না হয় একাকী কাঁদবে ধুঁকে ধুঁকে।

'এক তরফা ভালোবাসা'
লেখা: আফরোজা

14/03/2024

অভাবী ঘরের মানুষ যখন হাসতে ভুলে যায়, তখন বুঝে নিও দায়িত্বকে সে আপন করেছে । তারমানে এই নয় মানুষটা হাসতেই জানে না।

14/03/2024

কারো মনের মাঝে জায়গা করে নেওয়ার মতো কোনো বৈশিষ্ট্য বা গুণ নেই আমার!
আমি কখনো, প্রিয় হতে চাই না কারোর।

14/03/2024

প্রত্যেকটা মানুষকে একবার হলেও শোনার দরকার..🥀💙

14/03/2024

- তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন ও পারবো না..
তবে ভুলে থাকার অভিনয়,, করতে পারবো..!!

14/03/2024

আমরা ভালো থাকার জন্য,
যে মানুষটাকে পাশে চাই সেই মানুষটা'ই আমাদের সব ভালো থাকা কে'ড়ে নিয়ে, একদিন হা'রিয়ে যায়৷

14/03/2024

তরে খুজি আকাশে, তরে খুজি বাতাসে,তরে আমি কিভাবে যে পাই।
নিঃসঙ্গ জীবনে ভালোবাসা বিহনে এই জীবন কেমনে কাটাই।
কি করে বোঝাই তুই ছাড়া আমি যে অসহায়,,
ওরে মন মনরে, মনের মানুষ কোথাই পাই..!

13/03/2024

হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন জাগবো না ভালোবাসার অজুহাতে তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না..🥲💔

13/03/2024

রাগ দেখানোর জন্য অধিকার লাগে! অধিকার দেখানোর জন্য ভালোবাসা..🥀😊

আফনার মনে থাহনের কথা না। গলার মইধ্যে যেমন কইরা মাছের কাঁটা আটকাইয়া যায়, আফনে তহন তেমন কইরা আটকাইয়া আছিলেন আমার পিরিতে। ন...
13/03/2024

আফনার মনে থাহনের কথা না। গলার মইধ্যে যেমন কইরা মাছের কাঁটা আটকাইয়া যায়, আফনে তহন তেমন কইরা আটকাইয়া আছিলেন আমার পিরিতে। নিজের যত্নের কথা ভুইলা গেলেও আফনে তহন আমার যত্ন নিতে ভুলেন নাই।

আফনের মনে থাহনের কথা না। তৃষ্ণার্ত্ব একটা কাক যেমন একফোঁটা জলের লাইগা পাগল হইয়া যায়, আফনে তহন আমার লাইগা তেমন পাগল আছিলেন। দিনে একবেলা কম খাইলেও আপনার চলতো, কিন্তু আমার লগে একবেলা কম কথা হইলে আফনের চলতো না।

আপনার মনে থাহনের কথা না। ষাট বৎসরের একজন বৃদ্ধার জগৎ যেমন চশমা ছাড়া ঝপসা লাগে, আফনেরও তহন আমারে এক নজর না দেখলে দুনিয়াদারীর বেবাক সৌন্দর্য ঝাপসা লাগতো। মনে হইতো আমি ছাড়া আফনের জগৎ অন্ধের জগতের লাহান আন্ধাইর আর আন্ধাইর।

আফনের মনে থাহনের কথা না। স্বাধীনতা পাইতে একজন সৈনিক যেমন মৃত্যুর পরওয়া না কইরা ঝাপাইয়া পড়ে শত্রুর উপর যুদ্ধের ময়দানে, আমারে পাওনের লাইগাও আফনে তেমন ঝাপ দিছিলেন প্রেম ধরিয়ায়।

আফনের মনে থাহনের কথা না। একজন মৃত পথযাত্রীরে যেমন কইরা আপনজন শেষ কথা দেয়। তেমন কইরা আফনেও আমারে কথা দিছিলেন, আমার লগে থাকবেন, আমার লগেই বাঁচবেন, বাপ-মায়ের পরে আমারে আফনে আগলাইয়া রাখবেন দারুণ মমতায়।

আফনের মনে থাহার কথা না। আফনে আমারে কথা দিছিলেন, আমি মইরা গেলেও আফনি আফনার বুকে মাথা রাহনের অধিকার আর কাউরে দিবেন না। আফনে আমারে কইলেন, আমায় এই প্রেম ধরিয়া থেইকা বাঁচাও, আমারে দিকে কদ্দুর মায়া কইরা হাত বাড়াইয়া দাও, আমারে কদ্দুর ভালোবাসো। আমি তহন আপনার চোক্ষে আমার লাইগা এত্ত পিরিত দেইখা আফনারে ভালোবাসলাম। আফনের লগে লগে আমিও ঝাপ দিলাম প্রেম দরিয়ায়।

তারপর আফনে আমারে এই দরিয়ায় ডুবাইয়া দিয়া চইলা গেলেন, ভুইলা গেলেন যত্ন কইরা। যে আফনে আমার লাইগা হা-হুতাশ করলেন, সে আফনে আমারে কইলেন, পারতাছিনা আর তোমারে নিতে, পারতাছিনা আর তোমারে নিয়া ভাবতে, পারতাছি না আর তোমারে ভালোবাসতে।

পিরিত হওনের পর পিরিত উইড়া গেলে জন্মের কান্দন কান্দা লাগে। একখান পাওয়া মানুষরে হারাইলে বুকের মইধ্যে তারে হারাইবার যন্ত্রণা পোষা লাগে, হুটহাট মইরা যাওয়া লাগে ডানা ভাঙা একটা পাখির লাহান। ছাইড়া যাওয়া মানুষরে চাওয়া পাপ হয়। বেবাককিছু জানবার পরেও আমি শুধু আফনারেই চাইয়া গেলাম খোদার কাছে। আফনে কন, এইসব পাগলামি না?

আফনে আমারে চাইড়া গেছেন, আফনের পিরিত উইড়া গেছে, আফনে অহন আর আমার হাসির দিক মুগ্ধ হইয়্যা দেহেন না একনজর, আমার চোখের জল অহন আর আফনের দয়ার সাগরে জোশ খেইলা যায় না, আমার লগে দিনের পর দিন কথা না হইলেও আফনের বুকের ভিতরে খচখচ কইরা ওঠে না,
এইসব কিছু মাইনা নিলেও আফনে আমার লগে অহন আর কথা কন না এইডা আমি মাইনা নিতে পারতেছি না। জীবন আমার বড্ড ছারখার লাগে আফনেরে ছাড়া।

আফনারে কইতে না পারা কথা জমতে জমতে বুকের মইধ্যে তৈয়ার হইয়্যা গেছে উহুদ পাহাড়। ভালোবাসতে হইবো কইতাছি না, আফনে শুধু আমার লগে কদ্দুর কথা কন। আমার বুকের মইধ্যে কথা জমতে জমতে যেই পাহাড় হইয়্যা গেছে, সেই পাহাড় থেইকা ঝাপ দিয়া জীবনের ইতি টানার আগে আফনে আমারে বাঁচান।

13/03/2024

মায়া থাকলে বিড়াল মা'রা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে। আর মায়া না থাকলে মানুষ ম*রলে ও গায়ে লাগে না।

13/03/2024

যে শহরে মানুষকে বিশ্বাস করতেও ভয় হয়;
সে শহরে ভালোবাসা মানেই নয়-ছয়।

13/03/2024

সবসময় ভালো থাকার চেষ্টা করি খুব করে। অন্যদেরকে হাসায়, সাথে নিজেও হাসি! কিন্তু মাঝেমধ্যেই এক আকাশ মেঘ জমে এই বুকে। তখন মনে হয় যেকোনো সময়ই বৃষ্টি নামবে চোখ থেকে!..

13/03/2024

কিছু মানুষ এর কথায় এত পরিমান বিষ থাকে,
যতটা বিষ একটা সাপেরও থাকে না!!

Address

Chhay Gram Bazar, Burichong
Cumilla
3192

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ছোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন ছোয়া:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All