MD Afnan Chowdhury

MD Afnan Chowdhury Welcome to our page

29/09/2023

of the world Best Body Builder 2016😍 MD Afnan Chowdhury

14/07/2023

কাকের গল্প 😍

যে মেয়েটি রিক্সা টানছে সে  ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা। যার ...
14/07/2023

যে মেয়েটি রিক্সা টানছে সে ২০১৮ সালের ইন্ডিয়ান আডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় প্রথম হয়েছে। যাত্রী তার বাবা। যার অক্লান্ত পরিশ্রমে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে, তাকে রিক্সায়(কলকাতার) চড়িয়ে সে শহর প্রদক্ষিণ করে। মেধাবী মেয়েটির বাবার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সন্মান জানানোর এক অভিনব প্রয়াস...সারা ভারতবাসী সহ সারা বিশ্বকে জানান দেয়া হলো।পিতার প্রতিটি ঘামের ফোটায় শ্রদ্ধা ও ভালবাসায় কণ্যার অফুরন্ত ত্যাগ ও প্রতিদান।
অবাক পৃথিবী চেয়ে চেয়ে দেখো।পিতা-কন্যার এই ভালবাসার বিনিময়ে আমরা বাকরুদ্ধ।
সংগৃহীত

 িনেমা_দিয়ে_অন্য_তারকার_ভক্তদের_নাকানি_চুবানি_খাওয়াচ্ছে_আফরান_নিশো।২০০৯ সাল পরবর্তী চঞ্চল চৌধুরী,অনন্ত জলিল,বাপ্পী চৌধুর...
12/07/2023

িনেমা_দিয়ে_অন্য_তারকার_ভক্তদের_নাকানি_চুবানি_খাওয়াচ্ছে_আফরান_নিশো।

২০০৯ সাল পরবর্তী চঞ্চল চৌধুরী,অনন্ত জলিল,বাপ্পী চৌধুরী,সিয়াম আহমেদ,আরিফিন শুভ,নিরব,সাইমন,ইমনসহ কিছু নায়ক চলচ্চিত্রে নিয়মিত/অনিয়মিতভাবে সিনেমা করলেও সত্যিকার অর্থে তাদের কেউ তেমন একটা স্ট্রং ফ্যানবেজ নিয়ে আসেনি কিংবা তৈরী করতে পারেনি।কিন্তু,নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এসেছে ক্রেজি এক ফ্যানবেজ নিয়ে।সেটা স্যোসাল মিডিয়া ঘাটলে বুঝা যায়।তারা প্রতিপক্ষকে রীতিমত ইটের জবাব যেন পাথর দিয়ে দিচ্ছেন।

আমি ব্যক্তিগতভাবে নিশোর কয়েকটা ভক্তের কর্মকান্ডে খুব অবাক হয়েছি।সেদিন নিউজে দেখলাম নিশোর এক ভক্ত সিনেমা রিলিজের আগে একটি সিনেমা হলের পুরো একটি শো(২০০ টিকেট) প্রায় ৪০-৫০ হাজার টাকা দিয়ে একাই কিনে নিয়েছেন।অনেক দূর থেকে আরেক ভক্ত 'সুড়ঙ্গ' এর পোস্টারের গেটাপ(কোদাল হাতে/কসপ্লের মত) নিয়ে সিনেমা হল এ এসেছেন।ফ্যানদের এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো একজন তারকার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে হয় আমার কাছে।

তবে,আফরান নিশো তার এই ফ্যানবেজ ১/২ বছরে তৈরী করেনি কিংবা তিনি নিজেও এতো সহজে জনপ্রিয়তা পেয়ে লাইমলাইটে আসতে পারেনি।তাকেও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ কয়েক বছর।পরিশ্রম সাফল্য এনে দেয় তাই নিশো ব্যর্থ হননি।

আফরান নিশোর একটি সাক্ষাৎকার দেখে ভালো লাগলো,তিনি তথাকথিকত হিরো কিংবা হিরোইজম থেকে অভিনেতা হওয়াটাকে বেশি প্রাইরোটি দেন কিংবা নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তোলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।ব্যাখ্যাটাও তিনি অবশ্যই খুব সুন্দরভাবে দিয়েছেন।একজন তারকা একটা নির্দিষ্ট সময় পর নায়ক থেকে নিজেকে বের করে অভিনেতা হওয়ার দিকে মনোযোগ দেন।হিরো/নায়কের একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে।ঐ নির্দিষ্ট সময় পর দর্শক একজন হিরোকে ভিন্ন রুপে দেখতে চান যেমনটা বর্তমান(আরো কয়েক বছর আগে থেকে) শাকিব খানকে দেখতে চেয়েছেন।তাই বয়সের সাথে তাল মিলিয়ে নিশোও হাটছেন ভিন্ন পথে।

আমি প্রেডিকশন দেবো না নিশো ভবিষ্যৎ মহা কিছু হয়ে যাবে।তবে এতটুকু বলা যায় তাকে নিয়ে নিয়মিত সিনেমা বানালে সেই অনেক দূর এগিয়ে যাবে।কারণ তার অভিনয়ে ঘাটতি নেই।তার উপর রয়েছে বিরাট ভক্তকুল।

বাংলা চলচ্চিত্রের দর্শকের রুঁচির যে পরির্বতন হয়েছে সেটা সবাই বুঝতে পারতেছে নাটক রুপী(কিছু মানুষদের ভাষায়) সিনেমাও মাসের পর মাস ধরে হলেগুলোতে চলার দ্বারা।
©বাংলা সিনে লাভারস

উত্তম ও অধম- সত্যেন্দ্রনাথ দত্তমূলঃ শেখ সাদীকুকুর আসিয়া এমন কামড়দিল পথিকের পায়কামড়ের চোটে বিষদাঁত ফুটেবিষ লেগে গেল ত...
12/07/2023

উত্তম ও অধম
- সত্যেন্দ্রনাথ দত্ত
মূলঃ শেখ সাদী

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?
কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

06/05/2023

I've received 600 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

28/04/2023

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Today,s best photo❤
27/04/2023

Today,s best photo❤

21/04/2023
19/04/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

বাংলাদেশের আসল হিরো ❤️❤️❤️
18/04/2023

বাংলাদেশের আসল হিরো ❤️❤️❤️

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... 🇧🇩
28/03/2023

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... 🇧🇩

23/03/2023

🕌🌙 রমজান মোবারক 🕌🌙🕋🤲
রমজান মাস সবার জন্য বরকতময় হোক🥰 Amin 🥰

লোকটা মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটা উপদেশ দিয়ে গেল....😴😴😴১. ঘরের বউকে কখনও মনের কথা বলবি না!!🤐😶২. বাড়ির সামনে কখনও বড়...
22/03/2023

লোকটা মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটা উপদেশ দিয়ে গেল....😴😴😴
১. ঘরের বউকে কখনও মনের কথা বলবি না!!🤐😶
২. বাড়ির সামনে কখনও বড়ই এর গাছ লাগাব না!!✌😑
৩. পুলিশের সাথে কখনও বন্ধুত্ব করবি না!!🙃🤐
দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা। দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল? নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো, সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে, এবং দেখবে কী ঘটে!😴😴🤥
যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা...🤭🤭🤭
সে বসে বসে প্লান করলো, বউকে মনের কোন কথাটা বলা যায়...😑
সে বাজারে গেল। তিনটা ডাব কিনলো। তিনটা গামছা কিনলো। তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেচিয়ে ফেললে যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা...🥴🥴🥴
তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ভং ধরে বউকে বললো, আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলছি! তুমি এই কথা কাউকে বইলো না প্লিজ...😰🙏
তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো, সেই গর্তে তিনটা ডাব ( পড়ুন কাটা মাথা ) পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল। কোনো প্রকার সমস্যায় হল না...😯😯
নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুইড়া সবই তো করলাম। কিছুই তো হল না। হা হা হা....😂🤣
সবকিছুই ঠিকঠাক যাচ্ছিলো। ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হল। রেগে গিয়ে বউ বললো, তোর গোপন কথা ফাঁস করে দিবো ওয়েট...🥴😐😐
বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো...🤒
পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বললো, এখানে তিনজন মানুষের মাথা আছে, আমার স্বামী এদের খুন করছে...
গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো তিনটা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল, তিনটা ডাব! বউ তখন বললো, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেইঞ্জ করে ডাব পুঁতে রাখছে! আমি সাক্ষী...
পুলিশ সঙ্গে সঙ্গে বললো, এরেস্ট হিম!
লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। পালাতেও পারলো না...
পুলিশ তাকে ধরে ফেললো, মারতে মারতে জিজ্ঞেস করলো, বল! মুন্ডু গুলা কোথায় লুকিয়ে রাখছিস?
লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বললো, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে!! আমারে বাঁচাও!!😬😬😬

28/02/2023

Leo Messi 7th FIFA World Player of the Year Award.🎗️🇦🇷

THE MOST IN THE WORLD.🌍🐐

ফিফা বর্ষসেরা পুরস্কার এর সেরা ফুটবলার, সেরা গোলকিপার, সেরা কোচ এবং সেরা ফ্যান বেজ সব আর্জেন্টিনার দখলে।🫶🇦🇷💙

Leo Messi

😌🏆

হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।২। আ...
21/02/2023

হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন।

১। আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।

২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?

৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷

৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।

৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।

৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।

৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।

৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?

৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।

১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে।

দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিবো।

আপনি হিরো আলমকে অপছন্দ করতে পারেন, কিন্তু তার কথাগুলো কিন্তু বাস্তব!

24/01/2023

আমি জন্মগত মাতাল নাটকের ইমোশনাল কিছু কথা 💔

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when MD Afnan Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share