Nifaj The General

Nifaj The General Hey Everyone! This is Nifaj here! Welcome to "Nifaj The General"
page!

বছরের শুরুতেই ভন্ডামি 🙂
01/12/2024

বছরের শুরুতেই ভন্ডামি 🙂

28/11/2024

বান্ধুবীর যখন বিশেষ কিছু দেখে।
রিয়েকশনটা কেমন ছিল😆

23/11/2024

বৈদেশি কি বলেন😆

শাসকের ভূমিকা কি?একই হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে মানুষ মারাতে আর মানুষ বাঁচাতে।
29/08/2024

শাসকের ভূমিকা কি?
একই হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে মানুষ মারাতে আর মানুষ বাঁচাতে।

বউকে নিয়ে রাতে খাবো বুঝলে?
05/08/2024

বউকে নিয়ে রাতে খাবো বুঝলে?

জোকার এক্সপ্রেস 🤡
31/07/2024

জোকার এক্সপ্রেস 🤡

ছেলে আন্দো'লনে আর মা পাশে ছাতা নিয়ে! ❤️                               #বাংলাদেশ ✊✊✊
18/07/2024

ছেলে আন্দো'লনে আর মা পাশে ছাতা নিয়ে! ❤️








#বাংলাদেশ
✊✊✊

Uttara wifi passwords-BNS / ওইদিকে কারো Wifi লাগলে রাজউক কলেজের টা ব্যবহার করুনpass: RUMCrumc2594Amir er samne wifi "ful...
18/07/2024

Uttara wifi passwords-

BNS / ওইদিকে কারো Wifi লাগলে রাজউক কলেজের টা ব্যবহার করুন
pass: RUMCrumc2594

Amir er samne wifi "fuljhuri " Pass: 12345678
Jononir wifi Pass: jononi90
LR er wifi Pass : Lrwifi444

Azampur / ওইদিকে কারো Wifi লাগলে নওয়াব হাবিবুল্লাহ কলেজের টা ব্যবহার করুন
pass: nhmsc@108540

uttara ajumpur rajuk market e keo thakle shop er wifi name : trishafashion
passw : 12345678

সারাদেশে ইন্টারনেট সার্ভার অফ হয়ে গিয়েছে । Settings এ গিয়ে সার্চ দিন 'Access point name' অথবা যে সিমে ইন্টারনেট কানেকশন দেওয়া সেটাতে ক্লিক করুন। তারপর ওখানে থেকে Apn settings এ গিয়ে নিচে APN protocol এর অপশন দেখবেন, সেইখানে IPv4 টা কে IPv6 করে দিবেন তাইলেই ইন্টার্নেট চালু হয়ে যাবে।

16/07/2024

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা।ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনি গাঁথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ...
28/04/2024

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা।

ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনি গাঁথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে। শাহজাহান-মমতাজের ভালোবাসার কথা পৃথিবীর বুকে তাদের স্মৃতিচিহ্ন তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে।

কথাগুলো রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানির সুস্থতার জন্য নওগাঁয় ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন।

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত, অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানিকে প্রাসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানিকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানিকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন। কিছুদিন পর রানি দুরারোগ্য রোগে আক্রান্ত হন।

রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ-হাকিমকে ডেকেও কোনো সুফল পান না। পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানির রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা। শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন, ৩৬৫টি পুকুর খনন করে রানিকে প্রতিদিন একটি করে পুকুরে যদি গোসল করানো হয়, তাহলে রানি দুরারোগ্য থেকে মুক্তি পাবেন।

হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কীভাবে এত পুকুর খনন করবেন? স্ত্রী বলে কথা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানি সেখানে গোসল করেন। এক বছর পর রানি কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান।

সরেজমিনে চকচান্দিরা গ্রামে গেলে দেখা যায়, ৩৬৫টির প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন। বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। এ ছাড়া এর পাশে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নিজস্ব সবুজ বনায়ন, যেটি ভ্রমণপিপাসুদের জন্য অনেক আকর্ষণীয়। তবে যাতায়াতব্যবস্থা ভালো হলে অনেক দর্শনার্থীর ভিড় জমবে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় ব্যক্তিরা জানান, তারা তাদের বাপ-দাদাদের কাছ থেকে শুনেছেন রাজা চান্দিপাল তার ছোট রানির সুস্থতার জন্য এখানে প্রায় দেড় কিলোমিটারজুড়ে ৩৬৫টি পুকুর খনন করেন। রানি সুস্থ হওয়ার পর দুই রানি পাশাপাশি প্রাসাদে বসবাস করতেন। দুই রানির গোসলের জন্য আলাদা দুটি পুকুর খনন করা ছিল, যে দুটি এখন ‘দুই সতিনের পুকুর’ নামে পরিচিত। পুকুর দুটিতে গোসল করতে নামলে ইট-পাথরসহ অনেক মূল্যবান বস্তুর দেখা মেলে।

তারা আরও জানান, ৩৬৫টি পুকুর দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে। এখানকার যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ার কারণে অনেকেই এসে দুর্ভোগে পড়ে, অনেক আবার ফিরে চলে যায়।
সংগৃহীত।

একদম অরিজিনাল 😷
14/12/2023

একদম অরিজিনাল 😷

স্বপ্ন যাবে বাড়ি আমার..😅🤣
24/10/2023

স্বপ্ন যাবে বাড়ি আমার..😅🤣

16/10/2023

Moye Moye 😭

30/09/2023

হিসাব বরাবর 🥴

~নারী কিসে আটকায়? এই প্রশ্নে এতো মাতামাতির কি আছে?সিম্পল🤨
11/08/2023

~নারী কিসে আটকায়?
এই প্রশ্নে এতো মাতামাতির কি আছে?
সিম্পল🤨

31/07/2023

দেকে দেকে গায়যে আমার রিমিক্স কাওয়ালি😁

Address

Cumilla
3500

Telephone

+8801796361931

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nifaj The General posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nifaj The General:

Videos

Share

Category