07/11/2024
নফ্ছকে চিনলে রবকে চিনা যায়ঃ
========================
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ
-“রাসূলে পাক (ﷺ) বলেছেন: যে নিজকে নিজে চিনল সে রবকে চিনিল।”
*আল্লামা ইমাম ইসমাঈল হাক্কী: তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ড, ২৭১ পৃ: ও ৩০৮ পৃ:, ৫ম খন্ড, ২২৭ পৃ:, ৬ষ্ঠ খন্ড, ৩৯৩ পৃ:;
*ইমাম ফখরুদ্দিন রাজী: তাফছিরে কবীর শরীফ, ৩০তম খন্ড, ২০১ পৃ: সূরা কিয়ামা’র শুরুতে, ৯ম খন্ড, ১১৭ পৃ:;
*তাফছিরে ছা’লাবী, ১ম খন্ড, ২৭৯ পৃ:; তাফছিরে ওয়াছিত লিল ওয়াহেদী, ১ম খন্ড, ২১৪ পৃ:;
*তাফছিরে রাগেব ইস্পাহানী, ১ম খন্ড, ৫৫ পৃ:; তাফছিরে বাগবী, ১ম খন্ড, ১৬৯ পৃ:;
*তাফছিরে খাজেন, ১ম খন্ড, ৮৩ পৃ:;
*আল লুভাব ফি উলুমিল কিতাব, ২য় খন্ড, ৪৯৮ পৃ:;
*তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ১৭৫ পৃ:;
*তাফছিরে সিরাজুম মুনীর, ১ম খন্ড, ৯৪ পৃ:;
*তাফছিরে আবু সাউদ, ৯ম খন্ড, ১৭৫ পৃ:;
*তাফছিরে মাজহারী, ১ম খন্ড, ১৩২ পৃ:;
*ইমাম গাজ্জালী: এহইয়াউল উলুমুদ্দিন, ৩য় খন্ড, ২২৪ পৃ:;
*গাউছে পাক: ছেররুল আছরার, ৫৯ পৃ:;
*হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী: যিয়াউল কুলুব, ৭১ পৃ:;
*ইমাম মোল্লা আলী ক্বারী: মউজুয়াতুল কবীর, ১২২ পৃ:;
*ইমাম আজলুনী: কাশফুল খফা, ২য় খন্ড, ২৩৪ পৃ:;
*তাফছিরে বায়দ্বাবী, ২য় খন্ড, ২৮০ পৃ:;
লক্ষ্যনীয় যে, এই হাদিসটি দুই রকমে উল্লেখ আছে, প্রথমতঃ
قال امير المؤمنين على بن ابى طالب رضى الله عنه مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ
#অর্থাৎ, হযরত আলী (رضي الله عنه) হতে, যা তাফছিরে রুহুল বয়ানে, ৬ষ্ঠ খন্ডে ৩৯৩ পৃ: উল্লেখ আছে।
দ্বিতীয়তঃ قال عليه السلام مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ
#অর্থাৎ, রাসূলে পাক (ﷺ) হতে, যা তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ডে ও ৫ম, ৬ষ্ঠ খন্ডে উল্লেখ আছে।
ইহার সমর্থনে আরেকটি রেওয়ায়েত ইমাম আবুল হাছান আলী ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাবিব বাছরী বাগদাদী মাওয়ারদী (رَحْمَةُ الله عليه) ওফাত ৪৫০ হিজরী তদীয় কিতাবে উল্লেখ করেছেন,
وَقَدْ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا يَا رَسُولَ اللَّهِ، مَتَى يَعْرِفُ الْإِنْسَانُ رَبَّهُ؟ قَالَ: إذَا عَرَفَ نَفْسَهُ
-“অবশ্যই হযরত আয়েশা (رضي الله عنه) বলেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষ কখন রব তা’আলাকে চিনতে পারে? রাসূল ( ﷺ) বললেন: যখন সে নিজেকে চিনতে পারে।”(আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, ১ম খন