Balo Lage

Balo Lage আসসালামু আলাইকুম,
সব ধরনের নিউজ পেতে ?

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউনএমন জীবন করিও গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন।😥
14/08/2023

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন

এমন জীবন করিও গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন।😥

"গনিম-আল-মুফতাহ্" এক নতুন বিস্ময়ের নাম!"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।"কোডা...
21/11/2022

"গনিম-আল-মুফতাহ্" এক নতুন বিস্ময়ের নাম!

"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।

"কোডাল রিগ্রেশন সিনড্রোম" রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল।

তাঁর হাত ধরেই গতকাল বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দামামা। তিনিই ২০২২ সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন। তিনি গনিম-আল-মুখতাহ্।

"আল বাইয়াত ষ্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ।

তিনি এখন কাতারের একজন প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্যক্তি। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত, সমর্থকবৃন্দ। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পীকারও। তাঁর বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত, বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন।

গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন, তখনই আলট্রা-সাউন্ড মেশিনে ধরা পড়ে তাঁর শরীরের অবিকশিত অংশ।

ডাক্তার গর্ভপাতের পরামর্শ দেন।

কারণ, অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করে দেওয়া শ্রেয়।

গনিমের মাতা-পিতা এই সিন্ধান্ত মেনে নিতে পারলেন না।

কারণ, ইসলামের বিধান অনুযায়ী গর্ভপাত হলো চূড়ান্ত অপরাধ।

মাতা "ইমান-উল-আবদেলি" এবং পিতা "মুহাম্মদ-আল-মুফতাহ্" এটাকে মহান আল্লাহর সিন্ধান্ত হিসেবে মেনে নিয়ে, বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন।

মাতা পিতার উদ্দেশ্যে বলেন - "আমি হবো সন্তানের বাম পা, আর তুমি হবে তার ডান পা।

আমরা দুজনে সন্তানকে কখনো নিম্নাংশের অভাব টের পেতে দেবো না।"

5-ই মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম।

শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি।

স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপমানিত করা হতো।

তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে।

বন্ধুদের বোঝাতেন-তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন।

আল্লাহ তাঁকে যে পরিমাণ অঙ্গ-প্রতঙ্গ প্রদান করে পাঠিয়েছেন, এর জন্য তিনি কৃতজ্ঞ।

নিজের সহপাঠী, বন্ধুবান্ধব-কে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পীকার।

একদিন যাঁর ভুমিষ্ট হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিলো, তাঁর হাতেই উদ্বোধন হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর!

কাতারের ২০ বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সেদেশের শান্তির দূত হিসাবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন।

এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পীকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসাবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত।

আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন।

ধন্যবাদ, গনিম-আল-মুফতাহ্।"

শরীরের বাইরের মনের শক্তি কত যে তীব্র হতে পারে, তা বুঝিয়ে দিলেন আপনি। আমরা যারা সুস্থ হয়ে জন্মেছি, তারা আজ জানলাম, আমরা কত বেশি সক্ষম হয়েও আমরা খুব একটা শুকরিয়া আদায় করিনা। আমরা সক্ষম মানুষ হয়েও আমরা কেবল কিছুটা অলসতার কারনে বা ছোটখাটো নানা অজুহাতের দোহাই দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে ভয় পাই বা পারিনা।

(সংগৃহীত ও "বিদ্যাবাড়ি")

মানবতার উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ ইবিট লিউ !❤️❤️এই মেয়েটি ফুডপান্ডার খাবার ডেলিভারী দিত পা’য়ে হেঁটে। মেয়েটি এতিম। তার ছোট্ট...
17/11/2022

মানবতার উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ ইবিট লিউ !
❤️❤️

এই মেয়েটি ফুডপান্ডার খাবার ডেলিভারী দিত পা’য়ে হেঁটে। মেয়েটি এতিম। তার ছোট্ট একটি বাচ্চা আছে। স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। মেয়েটি ওস্তাদ ইবিট লিউ’র সাথে দেখা করে তার কষ্টের কথা জানালে তখন ওস্তাদ তাকে এ মোটরবাইকটি কিনে উপহার দিলেন। যাতে সে ভালোভাবে কর্মের মাধ্যমে তার ছোট্ট বাচ্চাটিকে নিয়ে বাঁচতে পারে। উপহার পেয়ে মেয়েটি খুশিতে কেঁদে দিলো এবং তার জন্য দোয়া করলো।

এমন ব্যক্তিকে মহান আল্লাহ আরো বেশি করে মানুষের উপকার করার তৌফিক দান করুক।

ফিরোজ ভাইয়ের ক্ষুদে বক্ত❤️️🖤🥀☘️🌷Reply Free Motion ❤️
10/11/2022

ফিরোজ ভাইয়ের ক্ষুদে বক্ত❤️️🖤🥀☘️🌷

Reply Free Motion ❤️

08/11/2022

ব্রাজিল নাকী আর্জেন্টিনা 💗🤟🇧🇷

(আহা জীবন!)রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ...
01/11/2022

(আহা জীবন!)

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।

ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।

উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-

"আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে।

এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! 😢

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!

আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?
আজান দিতে আর কতক্ষণ?

আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে।

শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।

আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😢

লেখাঃ ডাঃ মোঃ সেলিম

প্রকৃতি প্রেমিক🤎️🖤????
27/10/2022

প্রকৃতি প্রেমিক🤎️🖤????

18/09/2022

মনে কি পরে নিদাহাস ট্রফির এই ম্যাচটির কথা। অতঃপর ভুলেই গেলেন?

🤔  একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।মা...
13/09/2022

🤔 একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

09/09/2022

তেলাওয়াতটি যত শুনি ততই ভালো লাগে।

(সূরা মূলক)

খেলার পরিস্থিতি 🥲কি খবর পাপন মিয়া, 🤔চিল্লাইতাছো কি নিয়া?নাঈম-বিজয় দিয়া বন্নি করুমখেলা শুরু ডাব্বা দিয়া!মানুষ তো মনে করে ...
03/09/2022

খেলার পরিস্থিতি 🥲

কি খবর পাপন মিয়া, 🤔

চিল্লাইতাছো কি নিয়া?
নাঈম-বিজয় দিয়া বন্নি করুম
খেলা শুরু ডাব্বা দিয়া!

মানুষ তো মনে করে হুদা হুদি চেতি!

আহেন ভাই বহেন, খেলার পরিস্থিতি শুনেন

খেলার যে পরিস্থিতি, রান খুঁজি তিতি তিতি
আ.. আ তিতি তিতি
মাশরাফির আমলের স্মৃতি, ধইরা রাখতে চাই
মাগার কেমন ধরুম ভাই?

কনতো টুকুর টাকুর সিঙ্গেল নিয়া কয়টা রান জমাই!
কনতো টুকুর টাকুর সিঙ্গেল নিয়া কয়টা রান জমাই!
কনতো টুকুর টাকুর সিঙ্গেল নিয়া কয়টা রান জমাই!

কি-ও রিয়াদ ভাই
আপনের দেখি খবর নাই
ভাবতাছি হারায় গেছেন, নাকি বাল মইরা গেছেন
ধূর-ও মিয়া, কি কইতাছেন?
ধূর-ও মিয়া, কি কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
রান করার খবর নাই, রান করবেন কবে?
আজকে নাইলে কালকে
রান করবি আজকে, ডট বল খাস কে?
আজকে নাইলে কালকে আর, কালকে নাইলে পরশু
পরশু নাইলে তশশু, হালার আমরা কি নস্যু?🤭🤭

১২০টাকার পারিশ্রমিকে আধুনিক দাস!! (২০২২)চা শ্রমিক... দুপুরে ভাত খায়তেছিলো  শুধুমাত্র লবন দিয়ে।ছেলে বাটিতে ও তার বাবা ঢাক...
22/08/2022

১২০টাকার পারিশ্রমিকে আধুনিক দাস!! (২০২২)
চা শ্রমিক...
দুপুরে ভাত খায়তেছিলো শুধুমাত্র লবন দিয়ে।ছেলে বাটিতে ও তার বাবা ঢাকনায় ভাত খাচ্ছে😥

১২০ টাকা করে হলে মাসে ৩৬০০ টাকা।💔

এই যুগে ৩৬০০ টাকা দিয়ে একটা পরিবার কিভাবে সংসার চালাবে। তাদের লবণ দিয়েও ভাত খেতে পারার কথা না।তাদের চেহারার দিকে তাকালেও ত বুঝার কথা যে তারা কতটা কষ্টের সাথে জীবন অতিবাহিত করতেছে।
আমি হিসাব মিলাতে পারছিনা।🥺

তাদের নায্য মজুরি দেওয়া হোক। একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে।তাদের মুজুরী 500-1000 টাকা করা উচিৎ✅💟
CP

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Balo Lage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category