15/05/2024
ভর্তি চলছে...!! ভর্তি চলছে...!!
বেসিক কম্পিউটার
কম্পিউটার বেসিক কোর্সে সাধারণত কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয় গুলো শিখানো হয়; যা প্রত্যেক মানুষের শেখা উচিত। আইটি জ্ঞান সবার থাকা দরকার। কারণ, যে কোন প্রতিষ্ঠানে কম্পিউটারের বেসিক কাজ করতেই হয়। তথ্য প্রযুক্তি উন্নতির সাথে সাথে আইটি সেক্টর সমৃদ্ধ হচ্ছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির বিকল্প নেই। মানুষ দিন দিন প্রযুক্তি নির্ভর হচ্ছে, সেই সাথে এইসব কাজের প্রতি ঝুঁকছে মানুষ। প্রতিটি প্রতিষ্ঠানে এখন আইটি সেক্টরের বিভিন্ন কাজ হচ্ছে। তাই, সবার ক্যারিয়ার গড়ার প্রথম ধাপে কম্পিউটার বেসিক জনা খুবই দরকার।
বেসিক কম্পিউটার কোর্সে যা শেখানো হয়- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, বেসিক হার্ডওয়্যার, বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং, ইত্যাদি।
স্পোকেন ইংলিশ
সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারা এই যুগে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। স্পোকেন ইংলিশ স্কিল থাকলে জীবনের প্রতিটি পর্যায়েই এগিয়ে থাকা যায়। পড়াশোনা, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি বলার বা ইংরেজির সঠিক উচ্চারণের দক্ষতা অর্জন বেশ জরুরি।
স্পোকেন ইংলিশ কোর্সে করে যা শিখবেন - স্কুল-কলেজ কিংবা আড্ডায়-অফিসে অনায়াসে সঠিক উচ্চারণে ইংরেজি কথা বলা। প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলা। ইংরেজিতে কথা বলার সংকোচ ও জড়তা দ্রুত কাটিয়ে ওঠা। এতদিন ভুল জানতেন এমন অনেক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ। জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা - ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা।
ডিজিটাল প্রযুক্তি (একাডেমিক কোর্স নবম ও দশম শ্রেণি)
এখন থেকেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দৃঢ় প্রস্তুতি নেওয়া জরুরি। অন্যান্য বিষয়কে যথাযথ গুরুত্ব দিলেও অনেকেই ডিজিটাল প্রযুক্তি অনেকটা অবহেলা করে। তাই দেখা যায় প্রতি বছর দেখা যায় প্রচুর ছাত্র-ছাত্রী ইন্টারমিডিয়েটে এসে বেসিক না থাকার কারণে রেজাল্ট খারপ করে। নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণির বইটিতে সবকিছু এত ভালভাবে দেওয়া হয়েছে যে, একজন শিক্ষার্থী বেসিক স্কিল যেন দক্ষ হতে পারে। প্রতিটা সেশন ব্যাবহারিক মাধ্যমে দেখানো হয়েছে। তাই নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বেসিক ধারনা হাতে কলমে জানতে ও শিখতে পারবে। নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক এবং ডিজিটাল স্কিল আরও জোরদার করতে সঠিক দিকনির্দেশনা এবং গোছানো কোর্স প্ল্যানের আলোকে "টেকপ্লাস একাডেমি" এর আয়োজন- "ডিজিটাল প্রযুক্তি" নবম ও দশম শ্রেণির সম্পূর্ণ একাডেমিক ও ব্যাবহারিক কোর্স
এই কোর্সে শিক্ষার্থীরা সম্পূর্ণ ব্যাবহারিক হাতে-কলমে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, গ্রাফ তৈরী, বেসিক ভিডিও এডিটিং, ওপেন সোর্স ওয়েবসাইট বানানো, পাইথন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং শিখতে পারবে।
আজই যোগাযোগ করুনঃ
TechPlus Academy :: টেকপ্লাস একাডেমি
এস. এস. মমতাজ প্লাজা (২য় তলা) বখশগঞ্জ বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা।
01736-193198, 01755575291