15/12/2024
শুভ জন্মদিন আমার না হওয়া মায়াবতী Riyanto 🥀💔(12:00am)
সময়টা ছিল ০৩/০১/২০২১ যেদিন থেকে আমাদের পথ চলাচল শুরু। তবে পরিচয় ছিল আরো আগে থেকেই। তার সাথে কাটানো আমার প্রায় ৪ বছর ভাবতেই কেমন যেন লাগে। তার সাথে কাটানো ৪ বছরে অনেক কিছু বুঝতে পারছি। ভালোবাসা কাকে বলে সেটা শিখেছি। সে ছিলো আমার লাইফের প্রথম ভালোবাসা। পাগলের মতো ভালবাসি তাকে সে ছিলো আমার খুব শখের কথায় আছে না খুব শখের কিছু পাওয়া যায় না। তার সাথে কাটানো ৪ টি বছর কখনও ভুলার না।আমরা আমাদের ছেলে মেয়ের নাম ঠিক করে রাখছিলাম।
৪ বছর সে আমার জন্য অনেক বকা মার খেয়েছে কিন্তু কখনও ছেরে যাইনি। সে সত প্রমিস করেছিল আমাকে কখনও ছেরে জাবে না প্রমান করে দিবে সবাই ছেরে যায় না। কই গেল সেই কথা ,কথায় আছে না সঙ্গ দোষে লোহা ভাশে বিষয় টি সেরকম। তাকে আমি একটা কথা সব সময় বলতাম কার কথা শুনে কখন কিছু কর না। কিন্তু সে মানুষের কথা শুনে আমাকে ছেরে অনেক দুরে। আপনাকে নিয়ে বলতে গেলে সারাদিন শেষ হবে না। আপনার উপর কোন অভিযোগ নেই।
আপনি আমাকে যে পরিমান ভালোবাসছেন পৃথীবিতে আমাকে এতো কেউ ভালোবাসে নাই, আবার আপনি আমাকে যে পরিমান কষ্ট দিয়েছেন এতো কষ্ঠ পৃথিবীতে আমাকে কেউ দেয় নাই।
০২/০৫/২০২৪ তারিখ আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলছেন। সেই দিন টার কথা কখনও ভুলার না।
লাইফে ভালো থাকলে গেলে কি টাকা অনে প্রয়োজন।
শুধু টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছেন। বেটার পেয়ে একটা বার বলতেন শুধু আমাকে আপনার ভালো লাগে না, যেই অভিনয়টা করছেন যাক আলহামদুলিল্লাহ, কিছু বলবো না আর।
আপনি তো সব সময় কান্না করে বলতেন আমি আপনাকে কখনো ছেড়ে চলে যাবো না তো, কিন্তু সেই আপনিই হাসতে, হাসতে আমাকে ছেড়ে চলে গেছে😊।
২০২৪ সাল এই যুকে এসেও কখনো কি শুনছেন ছেলের gf এর জন্য কোনো মা কান্না করে, হ্যা আপনার জন্য আমার আম্মু কান্না করছে, আপনি তো জানতেন আমার ফ্যামিলি আপনাকে কতেটা ভালোবাসতো আমার মায়ের প্রিতিটা চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে।
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
তবে কখনও কার টাকা পয়সা দিয়ে জাস করবেন না।
টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে।
আমার কিছু ছিলে না, এখনও নাই আল্লাহ দিতে কতক্ষণ বাবা মায়ের দোয়া আর নিজে পরিশ্রম করলে।
(আমার লাইফে আপনি ছাড়া কখনও কেউ ছিল না আর আসবে না আপনি শেষ। 💔🥀