Riyanto

Riyanto আমি অদ্ভুত,
কিন্তু বহুরূপী নয় 😊
03/01/2021❤️
02/05/2024💔
(মায়াবতী)

15/12/2024

শুভ জন্মদিন আমার না হওয়া মায়াবতী Riyanto 🥀💔(12:00am)
সময়টা ছিল ০৩/০১/২০২১ যেদিন থেকে আমাদের পথ চলাচল শুরু। তবে পরিচয় ছিল আরো আগে থেকেই। তার সাথে কাটানো আমার প্রায় ৪ বছর ভাবতেই কেমন যেন লাগে। তার সাথে কাটানো ৪ বছরে অনেক কিছু বুঝতে পারছি। ভালোবাসা কাকে বলে সেটা শিখেছি। সে ছিলো আমার লাইফের প্রথম ভালোবাসা। পাগলের মতো ভালবাসি তাকে সে ছিলো আমার খুব শখের কথায় আছে না খুব শখের কিছু পাওয়া যায় না। তার সাথে কাটানো ৪ টি বছর কখনও ভুলার না।আমরা আমাদের ছেলে মেয়ের নাম ঠিক করে রাখছিলাম।
৪ বছর সে আমার জন্য অনেক বকা মার খেয়েছে কিন্তু কখনও ছেরে যাইনি। সে সত প্রমিস করেছিল আমাকে কখনও ছেরে জাবে না প্রমান করে দিবে সবাই ছেরে যায় না। কই গেল সেই কথা ,কথায় আছে না সঙ্গ দোষে লোহা ভাশে বিষয় টি সেরকম। তাকে আমি একটা কথা সব সময় বলতাম কার কথা শুনে কখন কিছু কর না। কিন্তু সে মানুষের কথা শুনে আমাকে ছেরে অনেক দুরে। আপনাকে নিয়ে বলতে গেলে সারাদিন শেষ হবে না। আপনার উপর কোন অভিযোগ নেই।
আপনি আমাকে যে পরিমান ভালোবাসছেন পৃথীবিতে আমাকে এতো কেউ ভালোবাসে নাই, আবার আপনি আমাকে যে পরিমান কষ্ট দিয়েছেন এতো কষ্ঠ পৃথিবীতে আমাকে কেউ দেয় নাই।
০২/০৫/২০২৪ তারিখ আপনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলছেন। সেই দিন টার কথা কখনও ভুলার না।

লাইফে ভালো থাকলে গেলে কি টাকা অনে প্রয়োজন।
শুধু টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছেন। বেটার পেয়ে একটা বার বলতেন শুধু আমাকে আপনার ভালো লাগে না, যেই অভিনয়টা করছেন যাক আলহামদুলিল্লাহ, কিছু বলবো না আর।
আপনি তো সব সময় কান্না করে বলতেন আমি আপনাকে কখনো ছেড়ে চলে যাবো না তো, কিন্তু সেই আপনিই হাসতে, হাসতে আমাকে ছেড়ে চলে গেছে😊।

২০২৪ সাল এই যুকে এসেও কখনো কি শুনছেন ছেলের gf এর জন্য কোনো মা কান্না করে, হ্যা আপনার জন্য আমার আম্মু কান্না করছে, আপনি তো জানতেন আমার ফ্যামিলি আপনাকে কতেটা ভালোবাসতো আমার মায়ের প্রিতিটা চোখের পানির হিসাব আপনাকে দিতে হবে।

আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

তবে কখনও কার টাকা পয়সা দিয়ে জাস করবেন না।
টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে।

আমার কিছু ছিলে না, এখনও নাই আল্লাহ দিতে কতক্ষণ বাবা মায়ের দোয়া আর নিজে পরিশ্রম করলে।

(আমার লাইফে আপনি ছাড়া কখনও কেউ ছিল না আর আসবে না আপনি শেষ। 💔🥀

10/12/2024

Riyanto

26/11/2024

যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে,তবে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি "আমি" হয়ে জন্মাও।

তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষ'টা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কত'টা যন্ত্রণার।

তুমি টের পাও কয়েক'শো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজ গুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে। সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে, অবহেলার স্বাদ কেমন
ছোট খাটো দুঃখ গুলোও কেমন ভয়ানক মনে হয়।কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে।

যদি পুনর্জন্ম বলে কিছু থাকে,তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকাবোকা ফিলিংস, যা ভেতরটা গুড়িয়ে দেয়। কারো কাছের মানুষ, আপন মানুষ হতে না পারা, কারো ভালোবাসা পাওয়ার জন্য তড়পাতে কেমন লাগে তা তুমিও টের পাও।

তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার মতোই ভালোবেসে ক্ষয়ে যাও, মরে যাও ভেতরে ভেতরে। কারো বুকে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে "ও আমায় ভালোবাসে নি কেনো?"

পরজন্ম বলে কিছু থাকলে,সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও...

Riyanto

12/11/2024

Riyanto

11/11/2024

তোমাকে আমার লাগবেই, তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে !
- যৌবনে আমরা প্রচুর ঝগড়া করবো, ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো, বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো, কেউ কারও দিকে তাকাবো না, কথাও বলবো না !

- তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে, বাইরে বৃষ্টি পড়তে শুরু করবে, ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো, আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলবে তোমার হাত !

- একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরবো, হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি, আমি তখন বুক পকেটের কোণা থেকে লাল টকটকে একটি গোলাপ বের করে তোমার হাতে দিবো, তুমি আচমকাই হেসে ফেলবে সেদিন !

- একদিন এক্সিডেন্ট করে বাসায় ফিরবো, আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুউব, রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি, তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন !- একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে, তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কন্ঠ শুনে মন খারাপ করে বসে থাকবে, অভিমানে সারাদিন আমার সাথে কথা বলবে না,

আমি ছাদে গিয়ে সিগারেট খাবো, তুমি যখন বুঝবে নাম্বারটা সত্যিই রং ছিল তখন দৌড়ে এসে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিবে, তোমাকে জড়িয়ে ভালবাসি বলবো সেদিন !

- যৌবনে তোমাকে ভালবাসার চাইতে ঝগড়া ই বেশি করবো, ঝগড়া করতে করতেই একদিন যৌবন থেকে বৃদ্ধাতে গিয়ে ঠেকবো, তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে, আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে, চোখে ছানি পড়ে যাবে, চশমার আড়াল থেকে সেদিনও ঝাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকবো !

- "বিশ্বাস করো" রক্তের জোরে কোনো না কোনো ভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন বোঝা হয়ে যাবো, বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে, সেদিন তোমাকে আমার লাগবেই, সেদিন এক হাতে লাঠিতে ভর করে, আরেক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাবো !
- একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখবো, পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসবো, "বিশ্বাস করো" বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমার মতো একজন বুড়ির খুব দরকার আমার, তোমার মতো একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিবো, তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে?

Riyanto

03/11/2024

বুকের পাঁজর ভাঙ্গে বিধি
নয়ন বলে শুধুই কাঁদি, হারাই যখন আপনজনারে 😅
Riyanto

২১০ রাত তাকে দেখিনা Riyanto
27/10/2024

২১০ রাত তাকে দেখিনা
Riyanto

26/10/2024

26/10/2024
29/09/2024

তুমি একদিন আমাকে বলেছিলে ;
যানো, মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়।
আমি অবাক হওয়ার চেষ্টা করে তোমাকে জিজ্ঞেস করেছিলাম ; কেনো?
তুমি বলেছিলে ; তার প্রিয় মানুষটি তাকে দেখতে চাইলে যেনো দেখতে পারে!

একদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে।
কিন্তু আমাকে বলে গেলে না, কেউ কাউকে ছেড়ে গেলে, সে কী হয় ?
তাকে দেখতে ইচ্ছে করলে কোথায় খুঁজবো ?
বৃষ্টির মধ্যে ? ঝর্ণার মধ্যে ? নাকি গভীর অন্ধকারে ?

এখন তোমাকে দেখতে ইচ্ছে করলে
আমি তোমাকে কোথায় খুজবো? কোথায়?
~~~ শেষ ইচ্ছে ~~~
Riyanto

27/06/2024

আলহামদুলিল্লাহ,
আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আজকে আমার এই পেজে ১ হাজারের পরিবার হয়েছে, যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ❤️
যেই মানুষ টা এই নামটা দিয়েছে, সেই মানুষ টা আজ আমার নাই😊।
"কিন্তু তার দেওয়া কথা গুলা, তার সাথে কাটানো সৃতি গুলা, আজও চোখের সামনে ভেসে বেরায়।
সে নাই, কিন্তু তার দেওয়া এই নামটাকে Riyanto আগলে দরে বাঁচতে চাই।

সে যেখানেই থাকুক যার সাথেই থাকুক ভালো থাক😊
সবাই আমার জন্য দোয়া করবেন, এই ভাবেই সাপোর্ট দিয়ে যাবেন যেনো আপনাদের জন্য ভালো ভালো টি-শার্ট নিয়ে আসতে পারি।

Address

Cumilla

Telephone

+8801890113647

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riyanto:

Videos

Share