SoUrovツ

SoUrovツ If you fail to fulfill your dream, you have to change your strategy, not your dream; A tree changes its leaves, not its roots.

14/01/2025

ডিপ্রেসড লাগে ।
একই সাথে নন প্রোডাক্টিভ হওয়া, একাডেমিক ডাউনফল চলা আর নট এ গুড মুসলিম হওয়া ভয়ংকর খারাপ । দুনিয়াও নাই,আখেরাত ও নাই ।

11/01/2025

"পরিবারের দায়িত্ব না নেওয়া অবধি জীবন উপভোগ করা যায় না।
তেমনি-
এই দায়িত্ব আপনাকে উপভোগ করে খেয়ে ফেলে"

06/01/2025

নিজের জন্য না, বাবা-মায়ের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগে এই মানুষ গুলোর জন্য এখনো কিছু করতে পারতেছি না।

এমন চিন্তা-ভাবনার মানুষ গুলোকে আল্লাহ সফলতা দান করুক।

22/12/2024

উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাবার দুঃশ্চিন্তা ও ক্লান্তির জীবন।
এছাড়া আমার আর কোন পৈতৃক সম্পত্তি নেই।

তবে দুনিয়াতে ভাগ্য নিয়ে এসেছি বটে!

15/12/2024

মাঝে মাঝে ইচ্ছে করে আম্মুর পায়ের কাছে হাঁটু ভেঙ্গে বসে বলি 'আমার মাথায় হাত বুলায়ে একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন না।'

13/12/2024

দোয়া কবুলের দিনে সবার দোয়াগুলো
“রাব্বে কারীমের দরবারে কবুল হোক!”❤️‍🩹

24/11/2024

আমি রিজিক চাই না, কেননা তা ইতোমধ্যে বন্টিত হয়ে গেছে ; বরং আমি তাতে বরকত চাই -
উমর (রাঃ)

19/11/2024

যে মাথায় একবার ক্যারিয়ারের চিন্তা ডুকে গেছে, সেই মাথা নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা মুশকিল।

02/11/2024

একজন পুরুষ মানুষের মৃত্যু হয় ৩ বার।

প্রথমবার সে মরে, যেদিন সে বুঝতে পারে, চাইবার আর জায়গা নেই.. নিজের প্রয়োজন নিজেকেই মেটাতে হবে।

দ্বিতীয় মৃত্যু হয়, যখন সে টের পায় মন কিংবা শরীর খারাপ হলেও, কাউকে সেটা জানাতে ইচ্ছা করছে না। কারন কারও কিচ্ছু যায় আসে না তাতে।

আর তৃতীয় মৃত্যু, যেদিন সে ঘুম থেকে জেগে দেখে আর কোথাও যাবার তাড়া নেই, কোন কাজ নেই। শুধুই অখণ্ড অবসর।

31/10/2024

জীবনে বহুবার এমন হয়েছেঃ- আমি নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত দুইটা তুলে অবিরাম শুধু চোখের পানি ফেলেছি আর বলেছি-

"আল্লাহ্! তুমি আমার চোখের পানির ভাষা বোঝো। যে যন্ত্রণায় আমার চোখে পানি সে যন্ত্রণা তুমি দূর করে দাও। সে যন্ত্রণাকে তুমি শান্তিতে পরিণত করে দাও আল্লাহ্।"

আল্লাহ্ শুনেছেনও প্রতিবার, আর কবুলও করেছেন এই প্রতিবার। আলহামদুলিল্লাহ্।❤️

31/10/2024

❝আস্তাগফিরুল্লাহ❞ বললে গু'না'হ ক্ষ'মা করা হলেও এই গু'না'হে'র কথা খাতায় লেখা থাকে। অর্থাৎ এর রে'শ থেকে যায়। ঠিক যেন What's app বা Messenger এর মেসেজ ডিলিট করার মত। মেসেজ দেখা না গেলেও লেখা থাকে "you unsent a message"
অপরদিকে,
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
❝আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুয়ুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি❞
হচ্ছে এমন ইস্তিগফার যার মাধ্যমে গোনাহ কেবল ক্ষ'মা'ই করা হয়না বরং তা আমল নামা থেকে মুছেই ফেলা হয়। ঠিক যেন Telegram এর মেসেজের মত। উভয় সাইড থেকে এমনভাবে ডিলিট করার অপশন আছে যেন এখানে কোনো মেসেজই ছিলোনা।🤍

30/10/2024

বদ নজর খুব খারাপ জিনিস।
রাসূল (সাঃ) বলেছেন বদ নজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌছে দেয়।

~হাদিস🌸

28/10/2024

ক্যান্টনমেন্ট আমতলী মসজিদের সামনে লাব্বাইক বাসের ধাক্কায় বয়স্ক মহিলা গুরুতর আহত।

22/10/2024

ছবি তুলি না, ঘুরাঘুরি করি না, আড্ডা দেই না, কারো সাথে কথা বলি না, দেখা করি না...

নিজেরে ভুলে গেছি🖤

16/10/2024

আমি অসুস্থ নই,আমি ক্লান্ত!!

13/10/2024

এতো কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়,
ভালো রাখার জন্য.!

Address

Cumilla

Telephone

+8801690221261

Website

Alerts

Be the first to know and let us send you an email when SoUrovツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SoUrovツ:

Videos

Share

Category