Maisha's Club

  • Home
  • Maisha's Club

Maisha's Club I will not stay. What could be more happy news! The world is not a place to be. প্রভু, যাপিত জীবনের উপসংহার টেনে দেয়ার পর, প্রিয়দের তালিকায় লিখে দিও আমার নাম।

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়ি...
27/08/2024

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️

পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

25/08/2024

৫ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো " বাবুকে নিয়ে আপনে আগে যান।আমি সাঁতরে পাড়ে চলে যাবো "

" না।একসাথে যাবো চলো "

" আপনে বুঝতেছেন না।যেটা বলি শুনেন,আপনে বাবুটারে নিয়ে আগে যান "

স্পিডবোটে থাকা একজন বললো " ভাই আর একজনের যায়গা আছে।দ্রুত উঠেন,আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে "

বললাম " ভাই আপনারা যান।পরেরবার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাবো "

স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বললো " আমার দিব্যি,আপনে এখনি যাবেন "

" এটা কি ধরনের পাগলামি? তোমায় একা রেখে আমি কিছুতেই যাবো না "

" বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন, আপনার পায়ে পরি,অন্য বোট আসলে আমি সেটায় করে চলে যাবো।নইলে সাঁতার দিয়ে যাবো "

" চারদিকে জলে থৈথৈ, তুমি সাঁতার দিয়ে আসবে কি করে "

" গ্রামের মেয়ে আমি,সাঁতার দিয়েই বড় হইছি "

স্ত্রী একপ্রকার জোর করেই বোটে তুলে দিলো।উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কে"টে গেলো।স্ত্রীর দেখা নেই।বোটে করে শতশত মানুষ আসলো,তাকে নজরে পরলো না।

উদ্ধার কর্মীদের জিগ্যেস করলাম " ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না? "

তিনি বললেন " চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই।যতজনকে সম্ভব নিয়ে এসছি "

" ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে! "

" দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না "

এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে।সেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকুয়েষ্ট করে এলটা ফোনের জোগাড় করলাম।শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম।স্ত্রীর বড়ভাই বললো

" তুমি ওকে একা রেখে আসলে কিভাবে? "

" দাদা আমি নিরুপায় ছিলাম।ও আমায় বাধ্য করেছে।আর ও বলেছিলো সাঁতরে পাড়ে আসবে "

" আরে ও তো সাঁতার"ই পারেনা! "

কে বলছে ভাই! আগামী প্রজন্ম দেশকে কিছু দিতে পারবে না।এই ছোট ছোট বাচ্চাগুলো.. কেউ হজ্জের জমানো টাকা অনুদান দিচ্ছে,কেউ সাইক...
24/08/2024

কে বলছে ভাই! আগামী প্রজন্ম দেশকে কিছু দিতে পারবে না।

এই ছোট ছোট বাচ্চাগুলো..
কেউ হজ্জের জমানো টাকা অনুদান দিচ্ছে,
কেউ সাইকেল কেনার জন্য তার জামানো টাকা অনুদান দিচ্ছে, কেউ তাদের খেলনা গুলো নিয়ে আসছে। কেউ কেউ নিজের ছোট ব্যাংকে জমানো টাকাগুলো নিয়ে এসেছে।

নিঃসন্দেহে আমরা সুন্দর একটা প্রজন্ম পেতে যাচ্ছি-!!❤️

22/08/2024

এক চব্বিশে ৫২,৬৯,৭১,৮৮,৯৮,২০০৪ সব দেখা শেষ!

21/08/2024

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

14/08/2024

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বো*ম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা''শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃ''ত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও 🤲

©

08/08/2024

ড. ইউনূস সরলতার সাথে আবু সাঈদ এবং বাকিদের মনে করে যেভাবে আবেগ আপ্লূত হয়ে গেলেন, এই জিনিসটাই যদি হাসিনা করতো তাহলে মেবি তার আজ দেশ ছাড়া হওয়া লাগতোনা। জনগণের প্রতি এই ভালোবাসাটাই তো আমরা চাচ্ছিলাম। যখন আবু সাঈদের প্রসঙ্গ টেনে তার কণ্ঠ ভারী হয়ে যাচ্ছিলো, তখন কেমন যেনো আমিও আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম। এটাই তো জেনুইন, যেটায় অন্যরাও ভেসে যায়!

আর আরেকটা জিনিস খেয়াল করেছেন? তার পিছনের সমন্বয়করা কেউই আদিখ্যেতা মূলক কোনো ড্রেস পরিধান করে যায়নি, টিশার্ট, স্পোর্টস টিশার্ট, পাঞ্জাবি, থ্রি পিস পরেই একজন দেশপ্রধানের সামনে বাহ! মানে কেমন যেনো তিনি ঘরেরই লোক, তার সামনে কিসের এতো রাখ ঢাক। এটা চমৎকার। আর ড. ইউনূসও তাদের এভাবেই বুকে টেনে নিচ্ছেন। কতো সুন্দর দৃশ্য বলে বুঝানো যাচ্ছিলোনা।

06/08/2024

আয়*নাঘরে গু*ম হয়ে থাকা আজমী ভাই ফিরে এসে দেখেন তার স্ত্রী ১০ বছর অপেক্ষা করে গতবছর বিয়ে করেছেন। আহারে জীবন, আহা! জীবন। এই দীর্ঘশ্বাসগুলো,আর লা*শের মি*ছিলের স্বপ্নে আপনার প্রতিদিনের ঘুম ভেঙে যাক!

সূত্রঃ ইলিয়াস হোসাইন

03/08/2024

১৫ বছর ধরে প্রতি ক্লাসে, প্রতি বিষয়ে, মুক্তিযুদ্ধ আর মুজিবের কাহিনী পড়ানোর ফলে, যে প্রত্যেক ঘরে ঘরে মুজিব আর মুক্তিযোদ্ধা তৈরি হবে, এটা উনি বুঝতে পারেন নাই।😩🔥

02/08/2024

আজকে ফের আবার সেনাবাহিনী'কে সরাসরি গু'লি করার আদেশ দিয়েছে সরকার।

আসছে ফাগুনে নয়, আজকেই আমরা চারগুণ হয়ে দেখিয়ে দিয়েছি।✊✊
02/08/2024

আসছে ফাগুনে নয়, আজকেই আমরা চারগুণ হয়ে দেখিয়ে দিয়েছি।✊✊

আজকের গণজোয়ার✊✊
02/08/2024

আজকের গণজোয়ার✊✊

অথচ পুরো দেশ দেখেছে আবু সাঈদকে কে হ/ত্যা করেছে।
01/08/2024

অথচ পুরো দেশ দেখেছে আবু সাঈদকে কে হ/ত্যা করেছে।

31/07/2024

আজকের কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম খুব সুন্দরভাবে সফল কারণ, ছাত্রদের প্রোটেক্ট করতে ওখানকার সব আইনজীবীরা ছাত্রদের পাশে ছিলেন।
সিলেট, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা অনেক আহত হয়েছে। পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। আপনারা সকল স্তরের মানুষ ছাত্রদের পাশে দাঁড়ান। তাদের ভরসা হয়ে নেমে আসুন।

ভাইকে বাঁচাতে পুলিশের গাড়ি আটকে দিলো বোন।Look at the eyes 🔥
31/07/2024

ভাইকে বাঁচাতে পুলিশের গাড়ি আটকে দিলো বোন।
Look at the eyes 🔥

চুপ করাতে চাইলেই কি চুপ করানো যায়?একমুখ চেপে ধরলে হাজার মুখ সাহস পায়।
31/07/2024

চুপ করাতে চাইলেই কি চুপ করানো যায়?
একমুখ চেপে ধরলে হাজার মুখ সাহস পায়।

31/07/2024

পুলিশ পদত্যাগ করছেন, আইনজীবীরা মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন, সাংবাদিক কথা বলছেন, কতক্ষন দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু.... বসন্ত এভাবেই আসে!

31/07/2024

আন্দোলনকারীরা একজন ড্রাইভারকে ডাক দিলো- "ভাই, গাড়ি ঘুরান। আমাদের বন্ধু আহত হয়েছে। ঢাকা মেডিকেলে নিতে হবে।"

আহতকে গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

গাড়িতে থাকাবস্থায়ই সে ইন্তেকাল করে।

গাড়ি থেকে নামানোর সময় ড্রাইভারও তাকে গাড়ি থেকে নামাতে সাহায্য করে।

গাড়ি থেকে নামানোর পর ড্রাইভার লক্ষ্য করে- এ তো তার ছেলে আমিন!

- শহীদ আমিনের বাবার স্মৃতিচারণা💔

Address

Cumilla
3531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maisha's Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maisha's Club:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share