27/08/2024
সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️
পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ
১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।
২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।
৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।
৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।
৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।