02/04/2023
"এক ব্যক্তি একটি পাঠাকে মন্দিরে বলি দিতে গিয়েছে,তখন পাঠা হেসে উঠলো।ঐ ব্যক্তি পাঠাকে বলল,আমি তোকে বলি দিতে এনেছি আর তুই হাসছিস....!!
"তখন পাঠা বলল,আমি এই চিন্তা করে হাসছি যে,আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করেছি,এর পরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি।কিন্তু আমার মত অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে,পরম ভক্ত সেজে বীরত্ব দেখিয়েছিস।তোর মৃত্যু যে কত ভয়ানক হবে,তুই কল্পনাও করতে পারবি না....!!
"আসল কথা হচ্ছে,আমরা ঈশ্বরকে মনে করি ঘুষখোর অফিসার,তাই গৃহপালিত পশুদের বলি দেই নিজের স্বার্থ আদায়ের জন্য....!!
"আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম,কেন এই নিরীহ পশু বলি দেওয়া হয়....!!
"অনেকে বলেছে,স্বপ্নে দেখেছে,কেউবা মানত করেছে।আমার কথা হচ্ছে,যদি কেউ স্বপ্নে দেখেন নিজের শরীরের একটি অঙ্গ,কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পূজা দিতে।কতজন ভক্ত পূজা দেবেন?এটা কখনোই কেউ স্বপ্নে দেখে না....!!
"বলি যদি দিতেই হয়,তাহলে নিজের অহংকার,ক্রোধ,হিংসাকে বলি দিন।নিরীহ পশুকে না....!!
"তাই সকলের কাছে বিনম্র অনুরোধ,আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ গড়ে তুলি।যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবেনা,কোন নিরীহ পশুর রক্তের চিহ্ন....!!
"আগামী দূর্গাপূজা ও কালীপূজাতে যেন বলিদান না করা হয়,সেদিকে সবাই সতেচন হতে হবে....!!
(সংগৃহীত)