Ripon Goswami

Ripon Goswami জয় রাধা-মাধব��

"ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার,জন সমুদ্রে পরিণত হয়েছে ✊🚩"জয় শ্রী রাম 🚩
04/10/2024

"ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার,জন সমুদ্রে পরিণত হয়েছে ✊🚩

"জয় শ্রী রাম 🚩



13/05/2023

🌷"এক বার কৃষ্ণ নামে যত পাপ হরে,
পাপীর সাধ্য নাই তত পাপ করে"।।

🌷এই কথাটি কোন শাস্ত্রে বলা হয়েছে,,,,,,,,,

🌷 মূলশাস্ত্র শ্রীবৃহদবিষ্ণুপুরাণে বলা হয়েছে–

"নাম্নো হি যাবতী শক্তিঃ পাপনির্হরণে হরেঃ ।
তাবৎ কর্তুং ন শক্নোতি পাতকং পাতকী নরঃ" ।।

#অর্থাৎ,,পবিত্র শুদ্ধ হরিনাম উচ্চারণের ফলে যে পরিমাণ পাপ মানুষ উদ্ধার লাভ করে, তত পরিমাণ পাপ করার ক্ষমতা কার ও নেই।
কৃষ্ণনামে বহুল পুঞ্জীভূত পাপরাশি ভস্মীভূত হয়। নাম-অপরাধ সম্পূর্ণে এড়িয়ে চলতে হবে। উপরউক্ত বাংলা শ্লোকটি মূল সংস্কৃত শ্লোকের অনুবাদ মাত্র।

🌷"সমস্ত রকমের পাপ কর্মে পটু জগাই ও মাধাই নাম প্রচারক শ্রীনিত্যানন্দ প্রভুর কপালে কলসী দিয়ে ভয়ংকর আঘাত করে বসল। জানা যায়, তাদের পাপের হিসাব চিত্রগুপ্তের খাতায় লিপিবদ্ধ করে শেষ করা যায়নি।
"তবু ও পরম করুণাময় নিত্যানন্দ প্রভু বললেন, তোমরা কেবল একটি বার হরিনাম কর। দস্যু জগাই মাধাই সমস্ত পাপ কর্ম সম্পূর্ণ রূপে বর্জন করে।
"পরম করুণাময় প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ পূর্বক হরিনাম উচ্চারণ করতেই তাদের সমস্ত পাপ দূরীভূত হল।তারা পরম ভক্ত হয়ে উঠল।

🌷 কিন্তু কেউ যদি মনে করে যে, যত ইচ্ছা পাপ কর্ম করে যাই, তারপর হরিনাম করেই পাপ মুক্ত হয়ে যাব-এইরূপ ব্যক্তি নামাপরাধী।
"দশবিধ নামাপরাধের মধ্যে সাত নম্বরটি হল নাম-বলে পাপ আচরণ করা।
এটি একটি মহা অপরাধ। এতে শ্রীনামের চরণে কেবল অপরাধই হয়,নাম হয় না।

🌷"নাম অপরাধ থেকে সাবধান থাকতে হবে।
”অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণনাম”।

🌷"এই জন্য আমাদের হৃদয়ে যদি কোনো প্রকার পাপ না থাকে এবং আর যদি পাপ কাজ না করি তাহলে ভগবানের নাম একবার মাত্র উচ্চারণ করি তাহলে ভগবান আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়।

🌷হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🙏🙏🙏

03/05/2023

কুরুক্ষেত্র কি ? কুরুক্ষেত্র কি, কেবল ফাঁকা এক মাঠ ? পান্ডব কে ? দুর্যোধন কে ? ভীষ্ম কে ? শ্রীকৃষ্ণ কে ?
মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম- সেই সব কিছুর চরিত্রায়নই হলো মহাভারত।

১) কুরুক্ষেত্র কি ?
মানুষের চিন্তার চারণভূমি।সেই চিন্তার চারণভূমিতে, প্রতিদিন- লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ইত্যাদি ঘটছে।

২) কৌরব কারা ?
মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী।

৩) পান্ডব কারা ?
মানুষের যত গঠনাত্মক গুণাবলী।

কৌরব শক্তি:
১) দুর্যোধন কে?
আমাদের লোভ আর দম্ভ।

২) দুঃশাসন কে ?
কামনা আর লাম্পট্য।

৩) ধৃতরাষ্ট্র কে ?
আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা।

৪) শকুনি কে ?
আমাদের কুটিলতা।

৫) কর্ণ কে ?
আমাদের অভিমান।

৬) ভীষ্ম কে ?
আমাদের গর্ব আর প্রতিজ্ঞা।

৭) দ্রোণাচার্য্য কে ?
আমাদের শিক্ষা ব্যবস্থা।

৮) শিখন্ডি কে ?
আমাদের দুর্বলতা।

৯) কর্ণের রথের "চাকা" বসে যাওয়া কি ?
আমাদের দুর্ভাগ্য।

পান্ডব শক্তি:
১) যুধিষ্ঠির কে ?
আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ।

২) ভীম কে ?
আমাদের পৌরুষত্ব আর বীরত্ব।

৩) অর্জুন কে ?
আমাদের নিষ্ঠা আর শ্রম।

৪) অভিমন্যু কে ?
আমাদের যৌবন শক্তি।

★ বিদূর কে ?
আমাদের বিবেক।

★ কৃষ্ণ কে? আমাদের আত্মা।যা পরমাত্মার অংশ।যা আমাদেরকে আলোর পথে চালিত করে।

★ দ্রৌপদী কে?
আমাদের আত্মার সন্মান।

★ দ্রৌপদীর বস্ত্রহরণ কি ?
আমাদের আত্মার লাঞ্ছনা।

★ কুন্তীর কুমারী মাতৃত্ব কি ?
সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।

কি দেখছো তাহলে...? মহাভারতে,মানুষের সব দোষ আর গুনগুলোকে,এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।

তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী।যাতে জীবনের দর্শনকে, টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।

সব মানুষই জন্মগতভাবে পশু।তাকে যদি মনুষত্বে উত্তীর্ণ হতে হয়- তাহলে তাকে পান্ডব হয়ে,কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে।সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে? মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে,আর জীবনে তা প্রয়োগ করতে হবে।

👏👏হরে কৃষ্ণ 🙏🙏

03/05/2023

🕉️❤️🙏-!!..‘‘হরে কৃষ্ণ’’..!!-🙏❤️🕉️

- ভগবান বলেছেন:-

- যিনি নিরন্তর তাঁকে স্মরণ করেন,তাঁর কাছে তিনি অত্যন্ত সহজলভ্য হন ..!

- যিনি কৃষ্ণভাবনার পন্থা অবলম্বন করেছেন,তার কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু,সব চাইতে দূর্লভ বস্তু,অত্যন্ত সুলভ হয়ে যায় ..!!

💦👉-!!.‘‘আমাদের উচিত’’..!-🤗🌺

❤️🙏🏻!!..‘‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কীর্তন করা’’..!!🥰🙏🏻

💦👉- আমরা দিনের ২৪ ঘন্টাই কীর্তন করতে পারি.‼️
- এই মহামন্ত্র উচ্চারণের কোনো বিধিনিষেধ নেই..‼️

- রাস্তার মাঝখানেই হোক অথবা রেলের কামরাতেই হোক, বাড়িতে হোক অথবা অফিসে হোক, আমরা এই মহামন্ত্র কীর্তন করতে পারি এবং সেজন্য কোন পয়সা খরচ করতে হয় নাহ বা কোনো মূল্য দিতে হয় না...‼️

💦👉- এইভাবে আমরা নিরন্তর ভক্তিযোগে যুক্ত থাকতে পারি ..!!🥰🙏🏻🌺

🌺💟🙏❝⋆⃝‘‘জয় শ্রী কৃষ্ণ’’⋆⃝𝄞🙏💟🌺

“পরমাত্মা কোন শব্দ নয়,যে তুমি বইতে পাবে।পরমাত্মা মূর্তি নয়, যে তুমি মন্দিরে পাবে।পরমাত্মা মানুষ নয়,যে তুমি তার খোঁজ সমাজ...
02/05/2023

“পরমাত্মা কোন শব্দ নয়,
যে তুমি বইতে পাবে।
পরমাত্মা মূর্তি নয়,
যে তুমি মন্দিরে পাবে।
পরমাত্মা মানুষ নয়,
যে তুমি তার খোঁজ সমাজে পাবে।
পরমাত্মা সাক্ষাৎ জীবন,
যা তোমার ভেতরে আছে।

24/04/2023

"যদি সময় পাও,একটু গীতা পাঠ করো...!
"যদি না পারো,তবে গীতা শ্রবণ করো...!
"তাও যদি না পারো,তবে গীতাকে স্পর্শ করো...!
"আর যদি কিছুই না করতে পারো,তবে গীতা দর্শন করো...!
"এর মধ্যে অপার স্বর্গীয় সুখ পাবে...!
"জয় শ্রী গীতা"

14/04/2023

"নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে...!!

"শুভ নববর্ষ ১৪৩০💅

"বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ,বিদায়ী বসন্তের হরিৎ ভালোবাসায় নতুনের আহ্বান,মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা।অগ্নি স্নানে শুচি হোক ধরা...!!

"নববর্ষ,নবরূপে রাঙিয়ে দিক সকলের প্রতিটি মূহুর্ত।সুন্দর ও সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।দেশ এবং প্রবাসের সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা...!!

"নতুন বছর নতুন দিন,
শুভ কাটুক প্রতিটা দিন।
নতুন বছর নতুন আলো,
নতুন স্বপ্ন জাগিয়ে তোলো।
নতুন বছর নতুন সাজ,
নতুন বছর কাটুক ভালো।

"বসন্তের আগমনে কোকিলের সুর।গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।বর্ষার আগমনে সাদা কাঁশফুল,তাই তোমাদের উইশ করতে মন হলো ব্যাকুল...!!

🍭💖শুভ নববর্ষ 🥰💖🍭

02/04/2023

"এক ব্যক্তি একটি পাঠাকে মন্দিরে বলি দিতে গিয়েছে,তখন পাঠা হেসে উঠলো।ঐ ব্যক্তি পাঠাকে বলল,আমি তোকে বলি দিতে এনেছি আর তুই হাসছিস....!!

"তখন পাঠা বলল,আমি এই চিন্তা করে হাসছি যে,আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করেছি,এর পরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি।কিন্তু আমার মত অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে,পরম ভক্ত সেজে বীরত্ব দেখিয়েছিস।তোর মৃত্যু যে কত ভয়ানক হবে,তুই কল্পনাও করতে পারবি না....!!

"আসল কথা হচ্ছে,আমরা ঈশ্বরকে মনে করি ঘুষখোর অফিসার,তাই গৃহপালিত পশুদের বলি দেই নিজের স্বার্থ আদায়ের জন্য....!!

"আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম,কেন এই নিরীহ পশু বলি দেওয়া হয়....!!

"অনেকে বলেছে,স্বপ্নে দেখেছে,কেউবা মানত করেছে।আমার কথা হচ্ছে,যদি কেউ স্বপ্নে দেখেন নিজের শরীরের একটি অঙ্গ,কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পূজা দিতে।কতজন ভক্ত পূজা দেবেন?এটা কখনোই কেউ স্বপ্নে দেখে না....!!

"বলি যদি দিতেই হয়,তাহলে নিজের অহংকার,ক্রোধ,হিংসাকে বলি দিন।নিরীহ পশুকে না....!!

"তাই সকলের কাছে বিনম্র অনুরোধ,আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ গড়ে তুলি।যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবেনা,কোন নিরীহ পশুর রক্তের চিহ্ন....!!

"আগামী দূর্গাপূজা ও কালীপূজাতে যেন বলিদান না করা হয়,সেদিকে সবাই সতেচন হতে হবে....!!

(সংগৃহীত)

21/03/2023

❝মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট❞......🥀
❝মহাদেবের প্রেমে পড়লে
❝জীবন শ্রেষ্ঠ❞-😇
🔱🌼হর হর মহাদেব 🌼🔱

21/03/2023

ক্ষমতার দম্ভে কাউকে ক্ষুদ্র ভাবা ঠিক নয়।💔🖤
কারণ -
ঝরে পড়া বীজ থেকে ও নতুন গাছের জন্ম হয়
🌻🍁 --হরে কৃষ্ণ-- 🍁🌻

21/03/2023

"একদিন একজন অধার্মিক লোক,একজন ধার্মিক লোককে বলছে,আচ্ছা! হরিনাম করলেও মানুষের মৃত্যু হয়,না করলেও মৃত্যু হয়।তাহলে করার চেয়ে না করাই ভালো...!!

"এটা শুনে ধার্মিক লোকটি মুচকি হেসে সুন্দর একটি কথা বললেন...!!

"হ্যাঁ মানুষ হরিনাম করলেও মরে,না করলেও মরে।তবে তা-কি জান! যারা হরিনাম করে তাদের মৃত্যু হয় একভাবে আর যারা হরিনাম করেনা তাদের মৃত্যু হয় আরেক ভাবে।তখন অধার্মিক লোকটি বলছে তা কেমন...!!

"ধার্মিক লোক বলল,শুনো তাহলে! কখনো বিড়ালের শাবক (বিড়াল ছানা/বাচ্চ) হতে দেখেছো? বিড়াল শাবকের জন্মের কয়েকদিন পর যখন স্থান (জায়গা) পরিবর্তন করে।তখন মুখে করে দাঁতে আটকে নিয়ে যায় ঠিকই।কিন্তু অতি যত্নে,স্নেহে,মমতা ও ভালবাসা দিয়ে নিয়ে যায়।বিড়াল শাবকের শরীরের কোথাও কোনো আঘাত লাগে না...!!

"আবার যখন ঐ বিড়াল একই ভাবে কোনো ইঁদুরকে শিকার করে,তখনও মুখে করে দাঁতে আটকে,আঁচড়ে,রক্তাক্ত করে আঘাতে আঘাতে নিয়ে যায়।তেমনি আমাদের মৃত্যুও এমন করেই হবে।যারা হরিনাম করবে তাদেরকে ভগবানে ঠিক বিড়াল শাবকের মতো মমতা ও ভালবাসার সহিত এই ভবসাগর হতে পার করে গোলকধামে নিয়ে যাবেন।আর যারা হরিনাম বিমুখ,হরিনাম করবে না।যমদূত তাদেরকে ঐ ইঁদুরের মতো করে আঁচড়ে,আঘাতে,অধিক যন্ত্রনা দিয়ে এই ভবসাগর হতে নরকে ফেলবেন...!!

"পরীক্ষিত মহারাজ ভাগ্যবান ছিলেন।তাই মৃত্যুর সাতদিন আগে জানতে পেরেছিলেন,আগামী সাতদিনের মধ্যে তাঁর মৃত্যু।তখন আর সময় নষ্ট না করে,আগত মৃত্যুর সাতদিন ভাগবত আস্বাদন (শ্রবণ) করে,ভাগবতধামে ফিরে গিয়েছিলেন...!!

"কলিতে মৃত্যু নামক রেলগাড়িটা কবে,কখন আসবে তা-তো জানি না।বলা-তো যায় না,আজ আছি,কাল নেই।নিশ্বাসের বিশ্বাসে নেই।তাই এখনও সময় আছে,যে যতটুকু পারি হরিনাম করি.....!!

21/03/2023

#সিঁদুর শব্দের অর্থ কি❓️

👉সিদুঁর শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য!
স্ত্রী যদি সৌভাগ্য বিধি চাই,, সেই স্ত্রীর কপালে সিদুঁর লাগানো উচিত!!
স্ত্রীর সৌভাগ্য কে❓️
= স্বামী
♥️ স্বামী থাকলে তো সাজগোজ করে ঘুরতে পারবে, স্বামী না থাকলে পারবে কি❓️❓️
স্বামী না থাকলে জীবনে সেই আনন্দ পাবে কি?

🌺 স্ত্রীর একমাত্র সৌভাগ্য হচ্ছে স্বামী!!
স্ত্রী সৌভাগ্য বর্ধনের জন্য,, সৌভাগ্য বৃদ্ধির জন্য,, স্ত্রী নিজের কপালে সিদুঁর লাগানো উচিত! সিন্দুর কোনো খেলার জিনিস নয়।
এটা কোনো পরম্পরা নয় , এটা হল সৌভাগ্যের বিষয়।
স্ত্রী যদি সৌভাগ্যের বৃদ্ধি চাই তাহলে কপালে সিদুঁর লাগানো উচিত।

যে স্ত্রী স্বামী থাকলেও সিঁদুর দেয় না,,, সেই স্ত্রীর মুখও দর্শন করতে নাই!❌
যে স্ত্রীর বিবাহের পরে সিদুঁর দিতে লজ্জা লাগে! সেই স্ত্রীর মুখ দর্শন করা মানে নরকের কুন্ডু দর্শন করা!
স্বামী খারাপ হোক বা দুষ্ট হোক বা প্রতিবন্ধী হোক বা গরীব হোক বা ভিখারি হোক তোমার স্বামী সৌভাগ্যের জন্য !
তোমার কপালে 10 টাকার সিঁদুর দিয়ে সাজিয়ে রাখো!
বিবাহের পরে অনেক কিছু হারিয়ে যায় 👉 কিন্তু তোমার স্বামীর সৌভাগ্য থাকলে ,সেই সিদুঁর কপালে থেকে যায়।
যদি কিছু ভুল বলে থাকি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏
🙏 হরে কৃষ্ণ🙏

21/03/2023

আমরা কেন হরিনাম জপ করব?

একজন কৃষ্ণ-ভক্ত তার হৃদয়কে বৃন্দাবনরুপে পরিনত করে শ্রীকৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করার জন্য, মহা উৎসাহের সঙ্গে উচ্চস্বরে কৃষ্ণ-নাম জপ করতে করতে হৃদয় মার্জন করেন। এবং হৃদয়কে নির্মল ও শান্ত করে সেখানে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করেন। ''চিত্তদর্পন পরিমার্জনকারী, কৃষ্ণ কীর্ত্তন জয় চিত্ত বিহারী''।।

16/03/2023

"জয় রাধা-মাধব 💕🙏💕

"একটা গল্প বলি....!!

"একবার ভগবান শ্রীকৃষ্ণ,এক ভক্তের গৃহে স্বয়ং আগমন করেন।ভগবানকে গৃহে প্রবেশ করতে দেখে,ভক্ত একেবারে বিগলিত হয়ে পড়লো...!!

"ভগবান শ্রীকৃষ্ণ,পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন।আর ভক্ত তাঁর পিছনে পিছনে দুহাত জড়ো করে চলতে লাগলো।একসময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলেন...!!

"এই ঘরটা কার?

"উত্তরে ভক্ত বললো,প্রভু তোমার।ভগবান আবার জিজ্ঞেস করলেন,বাইরে যে গাড়িটা রাখা আছে,ওটা কার?ভক্ত বলে,প্রভু ওটাও তোমার।তখন ভগবান ঘরে থাকা প্রত্যেকটি জিনিসের দিকে নির্দেশ করে প্রশ্ন করতে থাকেন,এমনকি ঘরের সদস্যদের কথাও।কিন্তু ভক্তের সেই একই উত্তর প্রভু তোমার...!!

"এরপর ভগবান তার পত্নি ও সন্তানের দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন এরা কার?ভক্ত উত্তর দিলো,প্রভু এরাও তোমার।তখন ভগবান বললেন,তোমার শরীরটা কার?ভক্ত বলে,তাও তোমার প্রভু...!!

"অতঃপর ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্তের পুজার ঘরে ঢুকেন।সেখানে তিনি একটি কৃষ্ণমূর্তি দেখতে পান।তখন ওই মূর্তিটির দিকে ঈশারা করে জিজ্ঞেস করলেন,এটা কার?এবার ভক্তের চোখে জল চলে এলো,সে রুদ্ধকন্ঠে বললো,প্রভু শুধু এটাই আমার,বাকী সব তোমার...!!

"ধনও তোমার,সম্পদও তোমার,মনও তোমার,প্রাণও তোমার।সবকিছুই তোমার।একমাত্র তুমিই আমার প্রভু।এই কথা বলেই অঝোরে কাঁদতে লাগলেন।ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ভক্তের,ভক্তি-প্রেম দেখে বড়োই প্রসন্ন হলো।তাকে কৃপা করেন...!!

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।

 ার্চ_বিশ্ব_নারী_দিবস....!! #বিশ্বের_সকল_নারীকে_জানাই_নারী_দিবসের_শুভেচ্ছা....!!"প্রত্যেক পুরুষের একজন নারীর প্রয়োজন হয...
08/03/2023

ার্চ_বিশ্ব_নারী_দিবস....!!

#বিশ্বের_সকল_নারীকে_জানাই_নারী_দিবসের_শুভেচ্ছা....!!

"প্রত্যেক পুরুষের একজন নারীর প্রয়োজন হয়,যখন তার জীবন ছন্নছাড়া হয়ে যায়।কারণ দাবা খেলার মতোই রানী রাজাকে সুরক্ষা দেয়....!!

"পরিস্থিতি যতই কঠিন হোক না কেন,নারীদের উৎসাহ দেওয়া,এগিয়ে যেতে সাহায্য করে।যদিও পৃথিবী দুঃখ-কষ্টে ভরা,তবুও এটি কাটিয়ে ওঠা যায় নারীদের মাধ্যমেই....!!

"নারী শব্দটাই-তো শক্তির সঙ্গে জড়িত।তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই।মেয়েদের কারও কাছে কিছু প্রমাণ করার নেই।যদি মেয়েদের শক্তি এই দুনিয়া বুঝতে না পারে,তাহলে তাঁদের বদলানোর দরকার আছে।মেয়েদের নয়।....!!

"নারীর মর্যাদা দিতে,কখনো কার্পণ্য কোরো না।ভুলে যেও না যে,একজন নারীই তোমার জন্মধাত্রী।একজন নারীই তোমার হাতে,প্রতিবছর রাখী পড়িয়েছে।একজন নারীকেইতুমি,মনে মনে তোমার প্রেয়সীরূপে কামনা করো।পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই,যা নারীকে ছাড়া সম্পূর্ণ,একজন মমতাময়ী মা,একজন যত্নশীল বোন,একজন বুঝবার স্ত্রী,একজন নম্র কন্যা।হে নারী,তোমার মধ্যে সবকিছু আছে।তাই পুরো পৃথিবী তোমাকে শ্রদ্ধা করে।পৃথিবীতে প্রতিটি পুরুষ,নারী ছাড়া অসম্পূর্ণ।তাই আজকের এই শুভদিনে সকল,নারীকে শ্রদ্ধা জানাই।আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

04/03/2023

"একবার ভগবান শ্রীকৃষ্ণ,এক ভক্তের গৃহে স্বয়ং আগমন করেন।ভগবানকে গৃহে প্রবেশ করতে দেখে,ভক্ত একেবারে বিগলিত হয়ে পড়লো...!!

"ভগবান শ্রীকৃষ্ণ,পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন।আর ভক্ত তাঁর পিছনে পিছনে দুহাত জড়ো করে চলতে লাগলো।একসময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলেন...!!

"এই ঘরটা কার?

"উত্তরে ভক্ত বললো,প্রভু তোমার।ভগবান আবার জিজ্ঞেস করলেন,বাইরে যে গাড়িটা রাখা আছে,ওটা কার?ভক্ত বলে,প্রভু ওটাও তোমার।তখন ভগবান ঘরে থাকা প্রত্যেকটি জিনিসের দিকে নির্দেশ করে প্রশ্ন করতে থাকেন,এমনকি ঘরের সদস্যদের কথাও।কিন্তু ভক্তের সেই একই উত্তর প্রভু তোমার...!!

"এরপর ভগবান তার পত্নি ও সন্তানের দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন এরা কার?ভক্ত উত্তর দিলো,প্রভু এরাও তোমার।তখন ভগবান বললেন,তোমার শরীরটা কার?ভক্ত বলে,তাও তোমার প্রভু...!!

"অতঃপর ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্তের পুজার ঘরে ঢুকেন।সেখানে তিনি একটি কৃষ্ণমূর্তি দেখতে পান।তখন ওই মূর্তিটির দিকে ঈশারা করে জিজ্ঞেস করলেন,এটা কার?এবার ভক্তের চোখে জল চলে এলো,সে রুদ্ধকন্ঠে বললো,প্রভু শুধু এটাই আমার,বাকী সব তোমার...!!

"ধনও তোমার,সম্পদও তোমার,মনও তোমার,প্রাণও তোমার।সবকিছুই তোমার।একমাত্র তুমিই আমার প্রভু।এই কথা বলেই অঝোরে কাঁদতে লাগলেন।ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ভক্তের,ভক্তি-প্রেম দেখে বড়োই প্রসন্ন হলো।তাকে কৃপা করেন...!!

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।

02/03/2023

👉 ঈশ্বরকে কেন মাতা-পিতা ডাকা হয়?

ত্বং হি নঃ পিতা বসো ত্বং মাতা শতক্রতো বভূবিথ।
অধা তে সুম্নমী মহে।।
ঋগ্বেদ, (৮/৯৮/১১)

অনুবাদ) - হে সকলের আশ্রয়স্থল, অগণিত শুভকার্য্যের সম্পাদক পরমাত্মন! তুমিই আমাদের সকলের পিতা, তুমিই মাতা, এজন্য তোমাকে আমরা উত্তমরূপে মনন করি।

Address

Cumilla
3501

Telephone

+8801890756790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Goswami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Cumilla

Show All