Alokito Ukhiya

Alokito Ukhiya Alokito Ukhiya is a daily news paper. We work with anti corruption. The Daily Alokito Ukhiya Works against of corruption.

চট্টগ্রাম আদালতে হাজির আবদুর রহমান বদি: দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণে পর্যাপ্ত নিরাপত্তামূল প্রতিবেদন:দুর্নীতি দমন কমিশনের...
29/10/2024

চট্টগ্রাম আদালতে হাজির আবদুর রহমান বদি: দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণে পর্যাপ্ত নিরাপত্তা

মূল প্রতিবেদন:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৭ বছর আগের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে সোমবার (২৮ অক্টোবর) তাকে হাজির করা হয়। এদিন আদালত দুইজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন, যা প্রায় আধঘণ্টাব্যাপী চলে।

সাক্ষ্যদানকারী ব্যাংক কর্মকর্তারা হলেন—ইসলামী ব্যাংক টেকনাফ শাখার সাবেক ম্যানেজার এবং ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার তৎকালীন অফিসার।

দুদকের সরকারি কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাভলু সিভয়েস২৪’কে জানান, ‘পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আবদুর রহমান বদিকে আদালতে হাজির করা হয় এবং সাক্ষ্য গ্রহণ শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয়।’

মামলার পটভূমি:
২০০৭ সালে দুদক আবদুর রহমান বদির বিরুদ্ধে মোট ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ২০০৮ সালে বদির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।

মামলার শুরুর সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলাটি দীর্ঘদিন স্থগিত থাকে। তবে ২০১৭ সালে মামলাটি পুনরায় সচল হয়। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বদি উচ্চ আদালতে আপিল করলেও ২০২২ সালের জানুয়ারিতে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। একই বছরের ২২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

সাম্প্রতিক গ্রেপ্তার:
২০২৪ সালের ২৪ আগস্ট রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে র‍্যাব-৭ গ্রেপ্তার করে। তখন তাকে সরকার পতনের পর দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আবদুর রহমান বদি মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত এবং ‘মাদকের গডফাদার’ হিসেবে পরিচিত। তালিকায় বদির পরিবারের আরও ২৬ জনের নাম রয়েছে, যেখানে তার চার ভাইও অন্তর্ভুক্ত।

উল্লেখযোগ্য বিষয়:
দীর্ঘ আইনি লড়াই এবং একাধিকবার আদালতে উপস্থিতির মধ্য দিয়ে বদির বিরুদ্ধে এ মামলার বিচার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

01/09/2024

দেশে ৬০ হাজার শিক্ষকের সার্টিফিকেট জাল। উখিয়ায় কত জন ?

**উ‌খিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ৩০ আগস্ট**উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) বিক...
29/08/2024

**উ‌খিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ৩০ আগস্ট**
উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একটি বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
উপজেলা জামায়াতের আমির মওলানা আবুল ফজলের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহ্ জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

10/08/2024
01/08/2024

এখনো অনেক পথ হাঁটা বাকী হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু

খুরুশকুলে শত্রুতার জের ধ‌রে বসতবা‌ড়ি‌তে আগুনঃ ক্ষ‌তি ৪ লক্ষটাকার অ‌ধিকআ‌লো‌কিত রি‌পোর্টঃ কক্সবাজার সদর উপজেলার খুরুশকু...
15/07/2024

খুরুশকুলে শত্রুতার জের ধ‌রে বসতবা‌ড়ি‌তে আগুনঃ ক্ষ‌তি ৪ লক্ষটাকার অ‌ধিক
আ‌লো‌কিত রি‌পোর্টঃ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়াগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতঘর পুড়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে উক্ত ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৪ই জুলাই রাত তিনটার দিকে মরহুম শাহাবুদ্দিনের পুত্র আবছারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবছার জানাই, সে ‌দৈ‌নিক আ‌লো‌কিত উ‌খিয়া প‌ত্রিকায় কম্পিউটার অপারেটর হি‌সেবে কাজ ক‌রেন। রাত্রে কক্সবাজার শহরে কর্মস্থলে থাকেন ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার মা খালার বাড়িতে বেড়াতে গেছে , বাড়িতে ছিল তার বোন তানজিনা আক্তার। আবছার ঘটনা শুনতে পেয়ে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার জানামতে বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়নি, আমার ধারণা মতে কে বা কারা আমার বাড়িতে আগুন দিয়েছে বলে ধারণা হচ্ছে কারণ আমার বাড়িতে যদি আগুনের সূত্রপাত হইয়া থাকে কোনভাবে ১০০ ফুট দূরে আমার চাচার বাড়িতে আগুন লাগছে। আমার বাড়ি এবং চাচার বাড়িতে আগুন লাগা থেকে ধারণা করছি এটা উদ্দেশ্যমূলক ভাবে কেউ আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন আমার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার স্থান নেই পরিবারের। আমি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন তদন্ত পূর্বক সঠিক বিচারের সহায়তা কামনা করছি।

স্থানীয়রা জানান,রাত তিনটার দিকে আমরা আগুন দেখতে পাই কে বা কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের মরহুম শাহাবুদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে। এলাকাবাসী কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগে বাড়ির আসবাবপত্র বেশিরভাগ পুড়ে ছাই হয়ে যায়।এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে । বিদ্যুতের সংযোগের লাইন থাকার কারণে প্রথমে নিয়ন্ত্রণে আনা আমাদের সম্ভব হয়নি। পরে আমরা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে যতোটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনছি। আগুনের সূত্রপাত কোথায় থেকে হইছে আমরা এখনো কাঙ্ক্ষিত তথ্য প্রমান পাইনি। ক্ষতিগ্রস্ত পক্ষ যদি রিপোর্ট চাই আমাদের তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দিতে হবে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

শাহাবুদ্দিনের মেয়ে তানজিনা আক্তার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন তিনি তার ছেলেকে নিয়ে বাসায় ঘুমন্ত অবস্থায় ছিল।বাচ্চার চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখতে পাই বাড়িতে আগুন জ্বলছে। তৎক্ষণিক তিনি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজায় বাহির থেকে লক করা আছে, তার সু চিৎকারে পার্শ্ববর্তী লোক এসে দরজা খুলে দিলে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়ে। অভিযোগ সূত্রে অজ্ঞাতনামা আসামিরা বাড়িতে চতুর্দিকে কেরোসিন দিয়ে বাড়িতে আগুন দিয়েছিল। আরো উল্লেখ রয়েছে পার্শ্ববর্তী রাশেদা বেগম নামে এক মহিলার সাথে আমার টাকার লেনদেন রয়েছে । তার সাথে আমার বিরোধ ছিল তিনি আরও কিছু দোষ কৃতকারী কুচক্রী মহল একসাথে জড়িয়ে আমার বাড়িতে আগুন দিয়েছে বলে আমি ধারণা করছি। অভিযোগে ৪ লক্ষ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুস্থ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আজ‌কের প্রকা‌শিত দৈ‌নিক আ‌লো‌কিত উ‌খিয়া। ১৫ জুলাই সোমবার
14/07/2024

আজ‌কের প্রকা‌শিত দৈ‌নিক আ‌লো‌কিত উ‌খিয়া। ১৫ জুলাই সোমবার

Address

Green Vally Complex. Biman Bondor Road
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Ukhiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokito Ukhiya:

Videos

Share

Category

Daily Alokito Ukhiya

Our revolution newspaper goals, The voice of the revolutionary persecuted People, provides the foundation, guideline, and organizational scaffolding for the whole process of carrying out our strategy for revolution. Through publishing works of all humane right and through many different articles, interviews, letters, graphics, To keep up with current events for local news, entertainment, sports, analysis of opinion, comics , to find a job, to purchase or sell items and other features. This is an opportunity to discuss what you enjoy most current events, classifieds, international economies, global warming, information about current wars, national and local political activities, a major accident, elections, reports on celebrities’ lives, human interest stories etc.