Dainikcoxsbazar71

Dainikcoxsbazar71 সত্য প্রকাশে নিরপেক্ষ

31/07/2022

কক্সবাজার জেলা পুলিশের সাপ্তাহিক প্যারড অনুষ্ঠিত

http://dainikcoxsbazarekattor.com/archives/11485
28/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11485

আবদুল কাদের মুজিব বর্ষে একটি পরিবার ও গৃহহীন থাকবেনা এই স্লোগান বাস্তবায়ন এর লক্ষ্যে সারাদেশে ভুমিহীনদের ভুমিস.....

http://dainikcoxsbazarekattor.com/archives/11442
25/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11442

আবদুল কাদের কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল রাস্তার মাথা থেকে শুরু করে চৌফলদন্ডী হয়ে ঈদগাহ বাজার পর্যন্ত পুরো সড়....

http://dainikcoxsbazarekattor.com/archives/11414
23/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11414

আবদুল কাদের কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন এ স্থাপিত সড়ক বাতি সমুহ মিটার সংক্রান্ত জটিলতায় বন্ধ আছে বলে ...

http://dainikcoxsbazarekattor.com/archives/11400
22/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11400

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাদক সম্রাট সোহেল তার দুই সহযোগী নিয়ে ইয়াবাসহ গাজীপুরে র‌্যাবের হাতে আটক হয়েছে। .....

"আপনার পুলিশ আপনার পাশে "এই স্লোগানকে সামনে রেখে কালামারছড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ।মঙ্গলবার ১৯ জুলাই ...
19/07/2022

"আপনার পুলিশ আপনার পাশে "এই স্লোগানকে সামনে রেখে কালামারছড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ।

মঙ্গলবার ১৯ জুলাই ২২ ইং তারিখ মহেশখালী থানার উদ্যোগে কালারমারছড়া ইউনিয়ন পরিষদে অফিসার ইনচার্জ, মহেশখালী থানা, জনাব প্রণব চৌধুরী এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এখানে উপস্থিত ছিলেন মহেশখালী সার্কেলের এএসপি জনাব আবু তাহের ফারুকী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও উক্ত পরিষদের সকল সদস্যবৃন্দ। কালামারছড়া ইউনিয়ন পরিষদ ও আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিটিংয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তাদের এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিভিন্ন সমস্যার সমাধান প্রত্যাশা করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই চালু হয়েছে বিট পুলিশিং ব্যবস্থা। এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ড যেমন মাদক, চুরি-ডাকাতি দস্যুতা, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জুয়া খেলা, সহ আরো অন্যান্য অপরাধ দমন করবে নিয়োজিত বিট পুলিশিং টিম। মানুষ কোন বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়াবে। যে সমস্ত মানুষ অপরাধের সম্মুখীন হয়ে থানা সদর বা জেলা সদরে যেতে পারে না বা ইচ্ছুক নন তাদেরকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা প্রদান সেই সঙ্গে অপরাধ সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসবে। এলাকায় শিশু- কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন একটি শিশুকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমবয়সী দল তথা খেলার সঙ্গীদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। সামাজিক অবস্থান/পরিচিতি যাই হোক না কেন অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

http://dainikcoxsbazarekattor.com/archives/11337
17/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11337

বিশেষ প্রতিবেদক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী সাবেক পুলিশ পরিদর্শ....

বিস্তারিত কমেন্টে
17/07/2022

বিস্তারিত কমেন্টে

সদরের চৌফলদন্ডী থেকে এক ট্রাক লবনের বস্তা সহ ২০,০০০ পিস ইয়াবা আটকের ঘটনায় গ্রেফতারকৃত ২ আসামীর ১ দিনের রিমান্ড মন্জুর কর...
17/07/2022

সদরের চৌফলদন্ডী থেকে এক ট্রাক লবনের বস্তা সহ ২০,০০০ পিস ইয়াবা আটকের ঘটনায় গ্রেফতারকৃত ২ আসামীর ১ দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

লবণ ও ইয়াবার প্রকৃত মালিক ধরা ছোয়ার বাইরে।
একটি ট্রাক, অনেক গুলি লবনের বস্তা জব্দ হলেও
জব্দ তালিকায় উল্লেখ নাই সেগুলো।

চৌফলদন্ডী পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন ব্রীজ সংলগ্ন স্থান হইতে উত্তর রাখাইন পাড়া পর্যন্ত জায়গায় নির্মিতি ভবণ গুলো নিয়ে ব...
16/07/2022

চৌফলদন্ডী পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন ব্রীজ সংলগ্ন স্থান হইতে উত্তর রাখাইন পাড়া পর্যন্ত জায়গায় নির্মিতি ভবণ গুলো নিয়ে বিস্তারিত রিপোর্ট দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায়।

চোখ রাখুন আগামী ১৯ তারিখ মঙ্গলবার।

শুক্রবার, ১৫ জুলাই সকাল ১০ টায়, উখিয়ার ইনানী মেরিনড্রাইভ রোড মাদারবনিয়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় শহিদুল্লাহ নামের এক...
15/07/2022

শুক্রবার, ১৫ জুলাই সকাল ১০ টায়, উখিয়ার ইনানী মেরিনড্রাইভ রোড মাদারবনিয়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় শহিদুল্লাহ নামের একজন মারাত্মকভাবে আহত। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে পঞ্চম তলায় ভর্তি রয়েছেন!

কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসানুজ্জামান এর পদোন্নতি হয়ে এখন ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত উপ-পুলিশ ...
13/07/2022

কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসানুজ্জামান এর পদোন্নতি হয়ে এখন ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক।

http://dainikcoxsbazarekattor.com/archives/11242
13/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11242

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের চাঞ্চল্যকর মোর্শেদ বলী হত্যা মামলার এক আসামী নথি জালিয়াতি .....

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাস লাগিয়ে যুবকের মৃত্যুঃউখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ফৈজাবাপের পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে (ডাম...
13/07/2022

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাস লাগিয়ে যুবকের মৃত্যুঃ

উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ফৈজাবাপের পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে (ডামপার) মিনিট্রাক চালক জসিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।জানা যায়, যুবকটি রত্নাপালং ইউনিয়নের ফৈজাবাপের পাড়ার জয়নাল আবেদিন প্রকাশ জনু বলির ছেলে জসিম উদ্দিন (২৮)।

মঙ্গলবার ( ১২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ভালুকিয়া ফৈজাবাপের পাড়ায় তার নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।রত্নাপালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান আরা ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারিক সুত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ডাম্পার ( মিনি ট্রাক) চালিয়য়ে জীবন নির্বাহ করে আসছিল। তার ২ ছেলে ও একটা স্ত্রী নিয়ে সুখের সংসার চলচিল। কিন্তু হঠাৎ অন্য একটি মেয়ের ফাঁদে পড়ে তার সুখের সংসারে অশান্তিতে নেমে আসে। এই গন্ডগোল যেতে না যেতেই এতবড় দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয়রা জানায়, নারীদের ফাদঁ থেকে বাচতে পারলেও তার জীবনের ফাঁদ থেকে সে রক্ষা পেল না

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির নতুন বাজার মাঠে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেছে- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসা...
13/07/2022

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির নতুন বাজার মাঠে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেছে- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন।
উভয় পক্ষের সভা এক মাঠে একই তারিখে ঘোষণা হওয়ার কারনে আইন শৃংখলা রক্ষার্থে ১৪৪ধারা জারি করেছে প্রশাসন।

http://dainikcoxsbazarekattor.com/archives/11239
13/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11239

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থ....

http://dainikcoxsbazarekattor.com/archives/11230
12/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11230

আবদুল কাদের ঈদগাও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালি চাকার দোকান নামক স্থানে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। ১২ ...

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহাসর্বশক্তিমান আল্লাহর কাছে সার্বিক কল্যাণ কামনা এবং পশু...
10/07/2022

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সর্বশক্তিমান আল্লাহর কাছে সার্বিক কল্যাণ কামনা এবং পশু কোরবানির মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানরা রোববার (১০ জুলাই) সারাদেশে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করছে।

এদিন সকালে প্রথম ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায়ের পরেই এদিনের প্রধান অনুষঙ্গ আল্লাহর রাহে পশু কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েন ধর্মপ্রাণ মুসলিমরা। তারপর জনে-জনে সৌহার্দ্য-সম্প্রীতি আর ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন সকলে। এজন্য অনেকেই বেড়াতে যাবেন আত্মীয়-স্বজনদের বাড়িতে।

রোবার সারাদেশের মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেখানে মুসল্লিরা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা করেন।

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সরকারি বাসভবন বঙ্গভবনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন।

আল্লাহর নামে কোরবানির পশু জবাইয়ের মধ্য দিয়ে দেশব্যাপী মোনাজাত অনুষ্ঠিত হয়।

আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা প্রদর্শনের জন্য নবী ইবরাহী আ: তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হন। এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইবরাহীমকে আ: তার খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করেন। এই ঘটনাকে স্মরণ করে সারাবিশ্বের মুসলিমরা আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আযহার এই দিনটি উদ্‌যাপন করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পৃথক ঈদ বাণীতে দেশবাসীকে আত্মত্যাগের চেতনায় একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, গতবারের মতো এবারও করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবেন মুসলমানরা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস রোধে ধর্ম মন্ত্রণালয় ৮ দফা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনাগুলো বাস্তবায়নে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

করোনা মহামারীর কারণে গত দুই বছর স্থগিত থাকার পর এবারও ঈদুল আযহায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়া মাঠে ঈদের প্রথম জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো: কামরুল হাসান জানান, ঈদের দিন রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘যদিও আমাদের কাছে ঈদ উপলক্ষে সম্ভাব্য কোনো সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, তবুও আমরা কোনো ছাড় নিচ্ছি না।’

শানবার বেলা ১১টা থেকে পশুহাটের বর্জ্য অপসারণ শুরু করার প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে। এ কাজে মোট ৯ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে ঈদের দ্বিতীয় দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করি যে, অনেকেই ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। আমরা বিনীতভাবে নিবেদন করছি - তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন সকলেই কোরবানি সম্পন্ন করেন। কারণ বর্জ্য অপসারণে আমরা একটানা দীর্ঘ ৭২ ঘণ্টা কাজ করব। সেজন্য তাদেরও বিশ্রাম প্রয়োজন রয়েছে, ঈদের ছুটির প্রয়োজন রয়েছে।’

সূত্র : ইউএনবি

পাঠক নন্দিত দৈনিক কক্সবাজার ৭১ এর পক্ষ থেকে কক্সবাজার জেলাবাসী সহ দেশ ও প্রবাসের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানায় পবিত্র...
10/07/2022

পাঠক নন্দিত দৈনিক কক্সবাজার ৭১ এর পক্ষ থেকে কক্সবাজার জেলাবাসী সহ দেশ ও প্রবাসের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জানায় পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা ঈদ মোবারক।

http://dainikcoxsbazarekattor.com/archives/11155
09/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11155

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের বিতর্কিত সশস্ত্র গ্রুপ আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) নেতা ফতোয়া কমিটির ....

কক্সবাজার শহরের প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় কক্সবাজার স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ মাঠে।কক্সবাজার পৌরসভার ...
09/07/2022

কক্সবাজার শহরের প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় কক্সবাজার স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ মাঠে।
কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই জামাতে প্রায় ১০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবে বলে জানায় সংশ্লিষ্ট সুত্র।

http://dainikcoxsbazarekattor.com/archives/11165
09/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11165

৭১ অনলাইন ডেস্কঃ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ০১টি লবনবাহী ট্রাকে করে বিশেষ কায়দায় মাদক পাচারকালে ২০,...

08/07/2022

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক 🕋 🤲

হজ্বের অনুষ্ঠািনিকতা শুরু।

http://dainikcoxsbazarekattor.com/archives/11108
08/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11108

মাহবুব আলম মিনার রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে ইয়াবা কারবারি ও অবৈধ অস্ত্রদারী এদিকে পুলিশের গ্রেফতারেরও কমতি নেই। .....

http://dainikcoxsbazarekattor.com/archives/11104
08/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11104

৭১ অনলাইন ডেস্ক: বাঁচানো গেলো না জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে .....

http://dainikcoxsbazarekattor.com/archives/11095
08/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11095

আবদুল কাদের,ষ্টাপ রিপোর্টার কক্সবাজারের খুরুশকুলে আলোচিত হত্যাকান্ড সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পা.....

http://dainikcoxsbazarekattor.com/archives/11086
07/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11086

ষ্টাপ রিপোর্টার কক্সবাজারের নির্জন রিসোর্ট থেকে মুখে কাপড় বাঁধা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবা...

৭ জুলাই, বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল মোটেল জোনের নির্জন রিসোর্ট থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার।সাথে আসা কথিত স্বামী পলাতক...
07/07/2022

৭ জুলাই, বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল মোটেল জোনের নির্জন রিসোর্ট থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার।সাথে আসা কথিত স্বামী পলাতক। রিসোর্টের রেজিস্ট্রার এ কোন নাম ঠিকানা উল্লেখ নাই মর্মে জানান ম্যানেজার আবদুল আলী।

http://dainikcoxsbazarekattor.com/archives/11080
06/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11080

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার সদর উপজেলার বৃহত্তম কোরবানীর পশুর হাট খরুলিয়া বাজারে এক ভয়াবহ ছিনতাই এর ঘটনা ঘটে বলে ...

টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে বধুবেশে ইয়াবা পাচার কালে দুই ইয়াবা সুন্দরী কল্পনা ও রেশমা সহ ৪ জন বিপুল পরিমান ইয়া...
06/07/2022

টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে বধুবেশে ইয়াবা পাচার কালে দুই ইয়াবা সুন্দরী কল্পনা ও রেশমা সহ ৪ জন বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশের হাতে আটক।

http://dainikcoxsbazarekattor.com/archives/11066
06/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11066

আবদুল কাদের কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট এর মসজিদের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পু...

http://dainikcoxsbazarekattor.com/archives/11055
06/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11055

এম,এস রানা উখিয়া জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে উখিয়ায় নির্মিত বিশেষায়িত হাসপাতালটি গ...

http://dainikcoxsbazarekattor.com/archives/11058
06/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11058

টেকনাফ প্রতিনিধি। কক্সবাজার টেকনাফে অজ্ঞাত মানসিক রোগীর লাশ দাফন সম্পন্ন করলো টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন মান....

কক্সবাজার  সদর উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফায়সাল খুনের মামলার এজাহারভুক্ত -১ ও ২-নং আসামী যথাক্রমে আজিজুল হক ...
06/07/2022

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফায়সাল খুনের মামলার এজাহারভুক্ত -১ ও ২-নং আসামী যথাক্রমে আজিজুল হক (৩৪) ও -মোঃ ফিরোজ আলম-(৩৩) গ্রেফতার।

র‍্যাব- ১৫- কক্সবাজার এর প্রেস ব্রিফিং চলছে।

http://dainikcoxsbazarekattor.com/archives/11050
05/07/2022

http://dainikcoxsbazarekattor.com/archives/11050

হারুনর রশিদ ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদে...

05/07/2022

আবদুল কাদের আগামী ১০ জুলাই ২০২২ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের প্রবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মুসলমা.....

Address

শহীদ স্মরনী রোড
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Dainikcoxsbazar71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share