Cox’s Shop

Cox’s Shop https://www.youtube.com/

contact :01815433913
(1)

Cox’s shop   আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত জাতের, পার্সিয়ান বিড়াল।★location :Cox's Bazar. ★female.★pure persian★age:3mon...
13/12/2024

Cox’s shop আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত জাতের, পার্সিয়ান বিড়াল।

★location :Cox's Bazar.
★female.
★pure persian
★age:3month
Potty trained in litter
★food habit:cat food, boil chiken,fish.
★colour:cream
(Price jante get messeage)
অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের শপের নাম্বার:01815433913 / send messeage..

আসসালামু আলাইকুম,, Cox’s shop আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নতমানের নিজস্ব পণ্য,, portable LED Flax100% Original১২ ঘন্টা পা...
08/12/2024

আসসালামু আলাইকুম,,
Cox’s shop আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নতমানের নিজস্ব পণ্য,,
portable LED Flax
100% Original
১২ ঘন্টা পানি গরম রাখবে, আবার Display তে দেখতে পারবেন কত হলো তাপ 😎
Modern Style Hot & Cold Flask With Led Temperature Monitor

Smart portable LED Flax

এই শী‌তে গরম পা‌নি , চা- ক‌ফি দীর্ঘক্ষন ধ‌রে পান কর‌তে "LED Temperature Cup" এর জ‌ু‌ড়ি মেলা ভার।

এটি গরম পা‌নীয় দীর্ঘক্ষন ধ‌রে রাখ‌তে পা‌রে।

পা‌নীয়র স‌ঠিক তাপমাত্রা LED Display এর মাধ‌্যমে দে‌খি‌য়ে দেয়। এ‌তে উন্নতমা‌নের ফুড গ্রেডের ষ্টেইন‌লেস ষ্টিল ব‌্যাবহ‌ার করা হ‌য়ে‌ছে।

ওয়াটা‌র প্রুফ ও লি‌কেজ প্রুফ।

এ‌টি সহ‌জে বহন যোগ‌্য হওয়ায় যখন তখন যেখা‌নে খু‌শি নি‌য়ে যাওয়া যায়।

500 ml

Steelness steel

Bottle & Flax 2 tai Cary korte parben

Size-23* 6.5cm
★আর অপেক্ষা কীসের এখনই অর্ডার করুন এবং জিতে নিন ভালো মানের পণ্য।
★আপনি যদি flax পণ্যটিরনএর প্রথম ১০জন ক্রেতার মধ্যে হন তাহলে আপনি পাবেন ১০% ডিসকাউন্ট।
★price:549৳ একটি।
★যোগাযোগ করুন ০১৮১৫৪৩৩৯১৩
★Get message..

07/12/2024

🎯 চলুন, সময়ের মূল্য জেনে জেনে আসিঃ

একদিন এক কৌতূহলী ছেলে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করল, “জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী?”

বৃদ্ধ ধীরস্থিরভাবে উত্তর দিলেন, “জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়।”

ছেলেটি ভ্রু কুঁচকে বলল, “সময়? টাকা, খ্যাতি, কিংবা ক্ষমতা নয়?”

বৃদ্ধ হেসে বললেন, “না, কারণ টাকা তুমি উপার্জন করতে পারো, খ্যাতি অর্জন করতে পারো, ক্ষমতাও পেতে পারো। কিন্তু সময়? একবার চলে গেলে, তা আর ফিরে আসে না।”

ছেলেটি ভাবল, তারপর বলল, “কিন্তু টাকা দিয়ে কি সময় কেনা যায় না?”

বৃদ্ধ আরও হাসলেন। “টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারো, কিন্তু সময় নয়। এবং যদি সময় কিনতে পারতে, তার কোনো মূল্য থাকত না যদি তুমি এটি সঠিকভাবে ব্যবহার করার বুদ্ধি না রাখতে।”

“তাহলে আমি কীভাবে আমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাব?” ছেলেটি জিজ্ঞেস করল।

বৃদ্ধ একটু থেমে বললেন, “সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মূলমন্ত্র হলো এটি এমন কাজে ব্যবহার করা যা তোমার চারপাশের মানুষ এবং পৃথিবীকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করো। এমন কিছু শিখো যা তোমাকে আরও সমৃদ্ধ করবে। তোমার আবেগ আর স্বপ্নের পেছনে ছুটো। আর সব সময় মনে রেখো, প্রতিটি মুহূর্তই একটি উপহার। এটিকে অপচয় কোরো না।”

ছেলেটি গভীরভাবে চিন্তা করল। “সময়কে কীভাবে উপহার হিসেবে দেখা যায়?”

বৃদ্ধ বললেন, “প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ, প্রতিটি দিন তোমার অমলনামার একেকটি পৃষ্টা। তুমি কীভাবে এটি লিখবে, সেটি তোমার হাতে। তুমি যদি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারো, যদি অন্যদের জন্য কিছু করে যাও, তবে প্রতিটি দিনই তোমার কাছে বিশেষ হয়ে উঠবে।”

সেদিন থেকে ছেলেটি তার সময়কে নতুন দৃষ্টিতে দেখতে শিখল। সে প্রতিটি দিন এমনভাবে কাটাতে লাগল যেন সেটি তার জীবনের সেরা দিন। সে মানুষের পাশে দাঁড়াল, নতুন কিছু শিখল, নিজের স্বপ্ন পূরণে এগিয়ে গেল।

বছর শেষে, বৃদ্ধ তাকে দেখে বললেন, “দেখো, তুমি সময়কে যেভাবে ব্যবহার করেছ, সেটিই তোমার জীবনের গল্পকে বিশেষ করে তুলেছে। এটা চালিয়ে যাও। কারণ জীবন সত্যিই সুন্দর, যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি।”

তোমার প্রতিটি মুহূর্তই মূল্যবান। এটি এমন কাজে ব্যয় করো যা তোমার হৃদয় ও আত্মাকে পূর্ণ করে, এবং পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করে। সময়ের সঠিক ব্যবহারই জীবনকে অর্থপূর্ণ করে।

07/12/2024

এই মূহুর্তে এই পেইজের মালিক তার ব্যাবসায় সফলতা পেয়েছে,, এবং এই পেইজের মালিক একজন সফল উদ্দোক্তা হয়েছে । Cox’s shop এর মালিক তার সপ্ন পূরণ হয়েছে।।।

07/12/2024

Mistry box অর্ডার করার জন্য ধন্যবাদ,,,
Promise Das,, আমাদের সততা আমাদের একতা।।

Cox’s shop আপনাদের জন্য নিয়ে এসেছে mistry box এখনই অর্ডার করুন এবং জিতে নিন ভালো মানের পণ্য।বক্সের পাবেন ১০টি পণ্য।।★Pri...
07/12/2024

Cox’s shop আপনাদের জন্য নিয়ে এসেছে mistry box এখনই অর্ডার করুন এবং জিতে নিন ভালো মানের পণ্য।

বক্সের পাবেন ১০টি পণ্য।।
★Price :150৳
যোগাযোগ করুন মেসেঞ্জারে।

07/12/2024

আসসালামু আলাইকুম,,
Cox’s shop এর প্রথম পোডাক্ট ক্রিকেট ব্যাট আজ ডেলিভারি হয়েছে,, Cox’s shop . 200জম ক্রেতাট মধ্যে ৩০% ডিসকাউন্টে ক্রিকেট ব্যাট টি অর্ডার করেন
সেই ভাগ্যপতি Omor Faruk,, ধন্যবাদ আপনি আমাদের ২০০জনের মধ্যে প্রথম ক্রেতা।।

•Cox’s' shop আপনার একমাত্র বিশ্বস্ত পেইজ।।

06/12/2024

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন,

Mercedes ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।”

BMW বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।”

The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।”

তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন।

পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল।

Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল।

পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়:
ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন।

কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন।

এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল।

সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা Tesla-কে পরিত্যাগ করতে পারো৷”

ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো:
• প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩
• তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০
• বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক

এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল।

এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে,
“Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন।

প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল:
• ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা
• বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ
• শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন
• গভীর রাজনৈতিক সংযোগ

আর আজ?

টেসলার মূল্যায়ন Toyota, GM, Ford এবং BMW-এর একত্রিত মূল্যের চেয়েও বেশি।

কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং দৃষ্টি (ভিশন) পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে। 👑

Cox’s shop,, hamim brand এর প্রথম পোডাক্ট ক্রিকেট ব্যাট,, কাটার বলের জন্য ভালো মানের ব্যাট Cox’s shop এ,, ★আপনি যদি Cox’...
06/12/2024

Cox’s shop,, hamim brand এর প্রথম পোডাক্ট ক্রিকেট ব্যাট,, কাটার বলের জন্য ভালো মানের ব্যাট Cox’s shop এ,,
★আপনি যদি Cox’s shop এর প্রথম ২০০ক্রেতা মধ্যে হন তাহলে আপনি পাবেন ৩০% ডিসকাউন্ট।।
★স্বল্প মূল্যে ভালো মানের ব্যাট।।
★price 1000৳
★contact 01815433913
★ এখনই অর্ডার করুন এবং জিতে নিন ভালো মানের
ব্যাট।।
★শুধু মাত্র একটি ব্যাট রয়েছে তাই এখনই অর্ডার
করুন।।
•Cox’s shop আপনার একমাত্র বিশ্বস্ত shop″

06/12/2024

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।👍

05/12/2024

Hi everyone,,

আসসালামু আলাইকুম,,
জনাব,,

আমাদের নতুন পোডাক্ট পেইজে আপনাকে স্বাগত,, আপনি আমাদের পেইজে ফলো দিয়ে,, আমাদের নৃত্য -নতুন পোডাক্ট পছন্দ করে অর্ডার করবেন।। আপনি যদি আমাদের নতুন ফেইজের প্রথম ২০০ জন ফলোয়ারদের মধ্যে হন,, তাহলে আমরা আপনার পছন্দের অর্ডারের পোডাক্টিতে ৫০% ডিসকাউন্ট দিয়ে থাকব।। আর দেরি কিসের এখনই ফলো দিয়ে Cox’s shop এর সাথে থাকুন এবং পোডাক্ট অর্ডার করোন এবং নিয়ে নিন ৫০% ডিস্কাউন্টে স্বল্প মূল্যে জিতে নিন Cox’s shopএর পোডাক্ট।।
Cox’s Bazar এর নামে cox's shop।।
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করুন।।

ধন্যবাদ।।

Cox’s shop, আপনার একমাত্র বিশ্বস্ত পেইজ।।✌️

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cox’s Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share