25/08/2024
গণ ত্রাণ ও অনুদান সংগ্রহের নগদ টাকায় কেন ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও ঔষধ নিয়ে বন্যাকবলিত মিরসরাই ও লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের একদল শিক্ষার্থী।
সোমবার (২৬ আগস্ট) সকালে প্রয়োজনীয় এসব ত্রাণ সহায়তা নিয়ে মিরসরাই ও লক্ষীপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন শিক্ষার্থীরা। এর আগে গেল বৃহস্পতিবার থেকে সারাদেশের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা চেয়ে 'গণ ত্রাণ ও অনুদান সংগ্রহ কর্মসূচী' পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার। যেখানে (রবিবার রাত পর্যন্ত) সাধারণ মানুষের কাছ থেলে ৩ লাখ নগদ টাকা, কাপড়চোপড়, ঔষধ সামগ্রী, স্যানিটিরী প্যাড, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার অনুদান পান শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের শিক্ষার্থী আতহার সাকিফ জানান, গেল ২৪ আগস্ট ফটিকছড়ির বন্যা দুর্গত অঞ্চলে ৪৫০ পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছে তারা। পাশাপাশি সেখানে সারাদিন মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
এছাড়াও কক্সবাজারের বন্যা কবলিত ঈদগাঁও, রামুর প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে শিক্ষার্থীরা।
সাকিফ আরো জানান, 'আমরা আমাদের কালেকশন বুথে প্রাপ্ত ত্রাণ সামগ্রী (যেখানে রয়েছে ব্যাবহার উপযোগী কাপড়, শুকনো খাবার, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মেডিসিন, স্যানিটারি প্যাড) আমাদের চট্টগ্রামে কর্মরত টিমের কাছে প্রেরণ করি।'
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে মিরসরাই এবং লক্ষীপুর এর ১০০০ পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে তাদের টিম রওনা দিবে বলেও জানান সাকিফ।
Cox's Bazar Mail.com
The right email address for you ✔ Secure ✔ 100+ domain names ✔ Up to 10 mail addresses ✔ Sync across devices ✔ 65GB email storage ✔ Sign up today!