Cox's Bazar Mail.com

Cox's Bazar Mail.com Online media is the medium of truth
Cox's Bazar Mail.Com
অনলাইন মিডিয়া সত্যের মাধ্যম

গণ ত্রাণ ও অনুদান সংগ্রহের নগদ টাকায় কেন ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও ঔষধ নিয়ে বন্যাকবলিত মিরসরাই ও লক্ষীপুরের উদ্দেশ্যে ...
25/08/2024

গণ ত্রাণ ও অনুদান সংগ্রহের নগদ টাকায় কেন ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও ঔষধ নিয়ে বন্যাকবলিত মিরসরাই ও লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের একদল শিক্ষার্থী।

সোমবার (২৬ আগস্ট) সকালে প্রয়োজনীয় এসব ত্রাণ সহায়তা নিয়ে মিরসরাই ও লক্ষীপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন শিক্ষার্থীরা। এর আগে গেল বৃহস্পতিবার থেকে সারাদেশের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা চেয়ে 'গণ ত্রাণ ও অনুদান সংগ্রহ কর্মসূচী' পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার। যেখানে (রবিবার রাত পর্যন্ত) সাধারণ মানুষের কাছ থেলে ৩ লাখ নগদ টাকা, কাপড়চোপড়, ঔষধ সামগ্রী, স্যানিটিরী প্যাড, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার অনুদান পান শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের শিক্ষার্থী আতহার সাকিফ জানান, গেল ২৪ আগস্ট ফটিকছড়ির বন্যা দুর্গত অঞ্চলে ৪৫০ পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছে তারা। পাশাপাশি সেখানে সারাদিন মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

এছাড়াও কক্সবাজারের বন্যা কবলিত ঈদগাঁও, রামুর প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে শিক্ষার্থীরা।

সাকিফ আরো জানান, 'আমরা আমাদের কালেকশন বুথে প্রাপ্ত ত্রাণ সামগ্রী (যেখানে রয়েছে ব্যাবহার উপযোগী কাপড়, শুকনো খাবার, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মেডিসিন, স্যানিটারি প্যাড) আমাদের চট্টগ্রামে কর্মরত টিমের কাছে প্রেরণ করি।'

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে মিরসরাই এবং লক্ষীপুর এর ১০০০ পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে তাদের টিম রওনা দিবে বলেও জানান সাকিফ।
Cox's Bazar Mail.com

The right email address for you ✔ Secure ✔ 100+ domain names ✔ Up to 10 mail addresses ✔ Sync across devices ✔ 65GB email storage ✔ Sign up today!

25/08/2024

গোমতীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে

গোমতীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে
দীর্ঘ দিন ধরে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কুমিল্লা। চোখ রাঙাচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এখনও এ নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এ কারণে অসংখ্য গ্রাম প্লাবিত হচ্ছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত সোয়া ১২টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানিয়েছেন, দিনব্যাপী পানির উচ্চতা কমলেও এই হার অনেক কম; ঘণ্টায় ১ সেন্টিমিটারের মতো। এখনও বিপদসীমার ১০০ সেন্টিমিটারেরও বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি।

তিনি বলেন, এর আগে ১৯৯৭ সালে বিপদসীমার সর্বোচ্চ ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল গোমতীর পানি। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতীর বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই একের পর এক নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বুড়িচং উপজেলায়। এ উপজেলার ষোলনল, পীরযাত্রাপুর, বাকশীমূল, রাজাপুর এবং বুড়িচং সদরসহ পাঁচটি ইউনিয়নের অন্তত ৬০টি গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে ইতোমধ্যে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। শুক্রবার (২৩ আগস্ট) দিনব্যাপী পানির উচ্চতা কিছুটা কমলেও এখন পর্যন্ত পানি পুরোনো রেকর্ডের ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। ফলে এখনও ঝুঁকি রয়ে গেছে অনেক।

25/08/2024
25/08/2024

Cox's Bazar Mail.com

Address

Chottogram
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Mail.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Cox's Bazar media companies

Show All