Queen Soniya

Queen Soniya 💖আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।
আপনারাই আমার উৎসাহ এবং অনুপ্রেরণা। পেইজটি লাইক/ফলো দিয়ে সাথে থাকুন।💖
(2)

23/12/2023

আবূ হুরায়রা (রাঃ)-কে উপদেশ দিয়ে রাসূল (ছাঃ) বলেছিলেন,

'তোমার তাক্বদীরে আল্লাহ যা বণ্টন করে রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকবে, তাহ’লে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনী হ’তে পারবে।

[তিরমিযী হা/২৩০৫; ছহীহাহ হা/৯৩০; মিশকাত হা/৫১৭১, সনদ হাসান]।

23/12/2023

দিনশেষে নিজের বলতে কিছুই নেই
শুধুমাত্র একাকিত্ব ছাড়া😓🥀

23/12/2023

কল্পনার জগৎটা বড়ই অদ্ভুত🙂

23/12/2023

আমার হাসিটা সূর্যের মতো,
দিন শেষে আর দেখা যায় না..😅

23/12/2023

এই পৃথিবীতে কেউ আপন নয় সব স্বার্থপর।
নিজেকে ভালো রাখতে হলে সবার
আগে নিজেকেই পরিবর্তন করতে হবে।
নিজের লড়াই নিজেকে লড়তে হবে,,
কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবেনা,,
কি আছে কি নেই এসব নিয়ে ভাবলে চলবে না।নিজের যা আছে যতটুকু
তাই নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
কারণ নিজের ব্যর্থতার গল্প কেউ
শুনতে আসবেনা,বরং এসে কিছু
উপদেশ মুলক কথা শুনিয়ে যাবে,
তাই প্রয়োজনে নিজেকে পরিবর্তন
করতে হবে।🙂

23/12/2023

মস্তিষ্কে এতো এতো কথা, টেনশন, দুশ্চিন্তা কিন্তু আমি প্রকাশ করতে ব্যর্থ..।

23/12/2023

ঠকে যাচ্ছেন, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলেছেন, তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরো ঠকেন দেখবেন একদিন ঠকতে ঠকতেই, জিতে যাবেন।🌸🖤

কক্সবাজার স্টেশনের সামনের ঝিনুকের ভিতরে ঢুকে গেছে ছবি তোলার জন্য 🙂ময়লা পরিষ্কার করার জন্য পানি গুলা বের করছিলো।বাঙ্গালী ...
23/12/2023

কক্সবাজার স্টেশনের সামনের ঝিনুকের ভিতরে ঢুকে গেছে ছবি তোলার জন্য 🙂

ময়লা পরিষ্কার করার জন্য পানি গুলা বের করছিলো।
বাঙ্গালী মানেই জোস।✌️

কেউ আবার "এডিট" বলতে আসবেন না।

22/12/2023

কবি বলেছেন নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায়,
আর আমার জামাই বলেছেন নারী ভালোবাসা পেলে মথায় উঠে যায়🤣🤣

22/12/2023

যাকে চাইতে গিয়ে বহুবার অশ্রুসিক্ত হয়েছি।
এই ফিতনাময় পরিবেশে যে মানুষটাকে খুব করে চেয়েছি।

দেখা হোক সেই ফুলের সাথে, ভুলের সাথে নয়! অপেক্ষার প্রহর শেষ হোক, না দেখা সেই মানুষটির সাথে খুব শীঘ্রই দেখা হোক!

সে আসুক হালালের শুভ্র চাঁদরে, সবটুকু সুন্নাহ গায়ে জড়িয়ে। সে আসুক হৃদয় ভরা হিদায়াহ নিয়ে!!

22/12/2023

সিনেমায় নায়কারা ওড়না উড়ালে নায়কের গায়ে গিয়ে পড়ে। আজকে আমিও ওড়না উড়াইছি সোজা ড্রেনে গিয়ে পড়ছে🥴

21/12/2023

আচ্ছা যারা ইংরেজি বইয়ের রিডিং বুঝেনা তারা কিভাবে দুনিয়ার অনেক বড় বড় নেতার ইংরেজির বক্তব্য বুঝে ফেলে এবং তা আবার ফেইসবুকে শেয়ার করে খুব সুন্দর এক্সপ্রেশন ও দেয়। যেমনঃ "কথাগুলো শোনে ভালবাসা বহুগুন বেড়ে গেল" "এমন সাহসী নেতাই দরকার" "আসলেই!!" "আমাদের প্রধানমন্ত্রী ইনার মত নয় কেন???"

তাদের এই এক্সপ্রেশনগুলো দেখে মনে হয় তেনারা ইংরেজি বক্তব্যটা এমনভাবে বুঝে নিয়েছেন যে এটা নিয়ে আরো এক ঘন্টা লেকচার দিতে পারবেন।

তো বলেন,বইয়ের ইংরেজি রিডিং পড়া না বুঝে,স্যারের বাংলা টুন এর ইংরেজি না বুঝে কিভাবে ইংরেজি বক্তব্য অতি সহজে বুঝে ফেলা যায়?
জানা থাকলে কাইন্ডলি জানাবেন😫

21/12/2023

পৃথিবীটা খুব সম্ভবত মেয়েদের জন্যই খুব কঠিন...
একজন ভাল মা হতে গিয়ে সব স্বপ্ন, সারাজীবনের শ্রম ভুলে যেতে হয়।আর সমস্ত ত্যাগের বিনিময়ে পেতে হয় গৃহিনী নামক ট্যাগ যার সাথে অঘোষিত ভাবে "সে কিছুই করে না,ঘরে থাকে " এই কনসেপ্টটা চলেই আসে। এক পর্যায়ে সে সবার চোখে এত পড়াশোনা আর ভাল রেজাল্টের পর কিছুই করলনা ; এই তিরস্কার সহ্য করতে করতে অপমানে, রাগে,জিদে অপদস্ত হয়।

আর যদি নিজের স্বপ্নকে বাস্তবায়নের দিকে পা বাড়ায় তবে সে একটা খারাপ বউ, খারাপ মা অনেক সময় খারাপ মহিলা ট্যাগ পেয়ে যায়। সংসারে দুই পয়সা খরচ করতে না পারলে টাকা আসে কোত্থেকে খবর আছে?? আর নিজে ইনকাম করলে বলে অহংকারী বা ডেম কেয়ার।

স্বাবলম্বী না হলে সমস্ত গঞ্জনা সহ্য করতে হয়, স্বাবলম্বী হয়ে নিজের অধিকার চাইলে বেয়াদব...
অত্যাচার সহ্য করব না বলে সংসার ছেড়ে আসলে ডিভোর্সের কারণ হিসেবে নারীর কর্মক্ষেত্রকে বা নারীর স্বাবলম্বিতাকে আঙ্গুল দেখানো হয়।।

সন্তান, স্বপ্ন, সম্মান আর সুখ একসাথে পাওয়ার অধিকার কি আমরা রাখি না??

21/12/2023

কখনো বলি নি মুখে ভালো নেই,তারপরও যারা বুঝে নেয়।
মাবুদ তুমি তাদের যত্নে রাইখো।❤️

20/12/2023

যদি কাউকে কষ্ট দাও,আর সে যদি চুপ থাকে,তবে তার নীরবতাকে ভয় পাও।কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন!

– হযরত আলী (রাঃ) 🌸

20/12/2023

যে আপনার উপর অধিকার দেখায়, আপনাকে নিজের করে রেখে দিতে চায়, এটা ওটা নিষেধ করে, আগলে রাখতে চায়, আপনাকে অন্য মানুষের সাথে সহজে সহ্য করে না, তাকে রেখে দিন! তার এই স্বভাবটা একটু সহ্য করে নিন, তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে রেখে দিন!
এসব ছেড়ে যাওয়ার যুগে, গিরগিটির মতো রঙ বদলানোর যুগে ওরাই আসল মানুষ, যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায়! মিষ্টি কথার হাজারো লোক পাবেন হয়তো, কিন্তু এমন মানুষ সহজে পাবেন না!'🌸☺️

20/12/2023

২০১৯ সালের দিকে,,হিজাবের আইফেল টাওয়ার স্টাইল বের হইছিলো না।তখন আমিও ওই রকম মাথার উপর ৯ তলা ১০ তলা বানাইতাম।এক আকিকার অনুষ্ঠানে গেছিলাম।টানা দেড় ঘন্টা সময় নিয়ে,, অনেক সুন্দর করে মাথায় বুর্জ খলিফা বানিয়ে স্টাইল মেরে গেছি।অনুষ্টান বাড়ির গেটেই এক মুরুব্বি এসে মাথার উপর হাত দিয়ে,,,মাথাডারে ৩৬০ ডিগ্রি এঙ্গেলে একটা ঘুরান্টি দিয়ে বলে,,,নাতি কেমন আছো?? বিশ্বাস করেন মনে হয় কলিজাডা কয়েক পিস হয়ে গেছে।আমার দেড় ঘন্টার পরিশ্রম ১ মিনিটে সমতল ভূমি বানিয়ে দিল..🙂

20/12/2023

এই শীতে দয়া করে কেউ ফানি পোস্ট করবেন না॥😵 কারণ, ফাটা ঠোঁট নিয়ে হাসতে খুব কষ্ট হয়…! পোস্টকারী হয়ে ফলো কারীর কষ্ট বুঝতে শিখেন🤡

17/12/2023

কিছু মেয়েদের হাত এতোই চিকন যে বাচ্চাদের চুড়ি কিনতে হয়। আর আংটি তো খুঁজেই পাওয়া যায় না।
হ্যাঁ ভাই এটাই আমি🐸🐸

17/12/2023

আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে👀

"অনেক টাকাপয়সা থাকলে কি কি করতাম"
সেসব নিয়ে চিন্তা করা😆🙈

ঠিক আছে 🥱🥱🥱
17/12/2023

ঠিক আছে 🥱🥱🥱

17/12/2023

মাঝে মাঝে মনে হয় বাংলা
সিনেমার মতো,
গাছের সাথে ধাক্কা খেয়ে অতীত
গুলো ভুলে যাই..!🤕😝

এত বড় স্টেশনটাতে কী জায়গা কম ছিলো যে উনার এই পানিতেই নামতেই হলো ছবি তোলার জন্য 😅স্টেশন থেকে বের হয়ে ২০৳ গাড়ি ভাড়া দিলেই ...
14/12/2023

এত বড় স্টেশনটাতে কী জায়গা কম ছিলো যে উনার এই পানিতেই নামতেই হলো ছবি তোলার জন্য 😅

স্টেশন থেকে বের হয়ে ২০৳ গাড়ি ভাড়া দিলেই তো বিচ বিচে যেতে পারেনি 🤣

13/12/2023

যদি কাউকে কষ্ট দাও,আর সে যদি চুপ থাকে,তবে তার নীরবতাকে ভয় পাও।কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন।

13/12/2023

যেখানে অধিকারের যায়গা টা শূন্য 🥲
সেখানে অধিকার চাওয়া টা বোকামি 🥲

I got 898 reaction,90 replies and 144 share on my recent top post Thank you all for your continued support. I could not ...
13/12/2023

I got 898 reaction,90 replies and 144 share on my recent top post Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

12/12/2023

শীতের এর ঘরের নামতা 🥶
সবাই রেডি তো 😉
শীত×১=শীত
শীত×২=খেতা
শীত ×৩=কম্বল
শীত ×৪=লেপ
শীত ×৫=ব্লেজার
শীত ×৬=কোট
শীত×৭=মোজা
শীত×৮=মাফলার
শীত ×৯=সুইটার
শীত×১০=জেকেট
মন দিয়ে পড়বা আমি কিন্তু কালকে পড়া ধরবো 🤭😅

12/12/2023

ভাবতেই অবাক লাগে এই সেইম ব্রেইন দিয়ে এক কালে উপপাদ্য ২৩ মুখস্ত করছিলাম.!🙂

12/12/2023

তোমরা ছেলেরা যেসব বড় ভাইদের ভয় পাও, আমরা মেয়েরা সেসব বড় ভাইদের মেসেজ ইগনোর করি😎

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ, কক্সবাজার ০৩. লাভনী পয়েন্ট স...
11/12/2023

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ, কক্সবাজার
০৩. লাভনী পয়েন্ট সী বিচ, কক্সবাজার
০৪. সুগন্ধা বিচ, কক্সবাজার
০৪. ইনানী সী বিচ, কক্সবাজার
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. লাল দীঘির পাড়, কক্সবাজার

জীবনটা মুলার জুস🥂😶😐
10/12/2023

জীবনটা মুলার জুস🥂😶😐

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পুর্ন ভুল। তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ...
10/12/2023

অনেক নারীকেই বলতে শুনেছি, "নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।" কথাটা সম্পুর্ন ভুল।

তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।

সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়!❤️🌸

পূর্ণতা গুলো দেখতেও ভালো লাগে😍SSwag Cacchu SSwag Chacchi
10/12/2023

পূর্ণতা গুলো দেখতেও ভালো লাগে😍
SSwag Cacchu SSwag Chacchi

09/12/2023

পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো।

তা হলো

১. যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে;

২. সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে;

৩. সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র্য আসার আগে;

৪. অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে এবং

৫. জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।

মুস্তাদরাকে হাকেম-৭৮৪৬, বাইহাকির শুআবুল ঈমান-১০২৪৮,
সহিহুল জামে-১০৭৭

09/12/2023

জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না; জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন।
-অ্যাস্টন কুচার

09/12/2023

আমার পেইজের বেশিরভাগ মানুষ ই মৃত।এরা কবরস্থানে না গিয়ে,আমার পেইজে শুয়ে পড়েছে।🙂

09/12/2023

একটা মানুষ তার প্রিয় মানুষটার ভালোবাসা পাবার জন্য সত্যিকার অর্থে যে কাজগুলো করে সেই কাজগুলোর বিহাইন্ড দ্যা সিন যদি তার প্রিয় মানুষটা দেখতে পারতো তাহলে তাকে ভালো না বেসে পারতোই না!

09/12/2023

যে স্থান থাকলেই তোমার চরিত্র
আঁচ লাগতে পারে,
শেষ স্থান দ্রুত ত্যাগ করুন সম্মান,
অর্জন করা কঠিন,
আর সম্মান নষ্ট হওয়ার জন্য
ক্ষণিক মুহূর্ত এই যথেষ্ট...! 🥰🥰🥀

Address

Cox’s Bazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queen Soniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All