RB Creation

RB Creation Entertainment House 🙂
(12)

সকলের বোঝার জন্য দিলাম 🙂ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ বলে কেনা কোরবানির পশুর ছবি ‘রিয়া’-এর অন্তর্ভুক্ত।(রিয়া মানে প্রকাশ্য ...
15/06/2024

সকলের বোঝার জন্য দিলাম 🙂

ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ বলে কেনা কোরবানির পশুর ছবি ‘রিয়া’-এর অন্তর্ভুক্ত।

(রিয়া মানে প্রকাশ্য ইবাদত, যার মধ্যে শিরক রয়েছে)
ফেসবুকে পোস্ট করা হয় শুধুমাত্র লোক দেখানোর জন্য, আর নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য, অন্য কোন যৌক্তিক কারণ নেই..!!

কিন্তু কোরবানি করা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। (আমিন :)

কোনো এক বাবা মেয়ের জন্য সুখ পাঠাচ্ছে! 💔🙂
13/06/2024

কোনো এক বাবা মেয়ের জন্য সুখ পাঠাচ্ছে! 💔🙂

09/06/2024

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন!
এটাই উত্তম ইবাদত। পরে কোরবানি করুন।

ধন্যবাদ 🙂

08/06/2024

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে 💔🏞️

06/06/2024

শৈশব আমার রঙিন ছিল ❤️

03/06/2024

২০০৮ সাল রাত ১০ টা , কারেন্ট চলে গেছে , জেনারেটর নেই , নেই কোনো আইপিএস , সব বাচ্চারা বাইরে চলে গেছে , উঠানে বসে একজন আরেকজনকে ভূ' তের গল্প শোনাচ্ছে , কেউ দৌড়াচ্ছে , কেউ বা চোখ পলানি খেলছে ! সুন্দর সময় ছিলো !❤️🌸

31/05/2024

বক্তব্য শুনে আমি শিহরিত! 🐸🫡
📍 কক্সবাজার জেলা টিকটক পরিবার 🙄🤣🙏

30/05/2024

মিয়া খলিফা Vs জাহাঙ্গীর হুজুর 🤣🙏

🙂
27/05/2024

🙂

25/05/2024

হে আমার রব,

হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।

কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়— এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।

আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং, আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন আল্লাহ❤️

25/05/2024

ওরা হয়তো জানে না যে, ওরা ওদের জীবনের সেরা মুহূর্তগুলো কাটাচ্ছে! 🥺❤️

মালদ্বীপের মতো অল্প কিছু জনসংখ্যা নিয়ে ক্ষুদ্র আকারে ২০-৩০ দেশে ভাগ হয়ে দোয়া করা উচিত,যাতে বাঙ্গিরপুতেরা ম্যাচ হারার নতু...
24/05/2024

মালদ্বীপের মতো অল্প কিছু জনসংখ্যা নিয়ে ক্ষুদ্র আকারে ২০-৩০ দেশে ভাগ হয়ে দোয়া করা উচিত,যাতে বাঙ্গিরপুতেরা ম্যাচ হারার নতুন এক্সকিউজ বের করতে পারে!

24/05/2024

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি! আলহামদুলিল্লাহ ♥️🌸

ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর মৃত্যু বাংলাদেশে 😃
23/05/2024

ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে
আর মৃত্যু বাংলাদেশে 😃

যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠ...
23/05/2024

যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে!!!

সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!!

আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!

23/05/2024

বেশি লাফাচ্ছেন…
ভাবছেন, নিজে খুব বড় কিছু হয়ে গেছেন…

যদি এই অহংকার বোধ আপনার মধ্যে চলে আসে, শুধু কিছুটা সময় অপেক্ষা করুন।

আপনার পতন অনিবার্য, ইতিহাস তাই বলে।

কারণ, নিজেই নিজেকে অনেক উপরে নিয়ে গেছেন। এর উপরে আর জায়গা নেই। শুধুমাত্র, নিচের দিকের পথটাই খোলা আছে।

23/05/2024

হারিয়ে ফেলা সোনালী দিন, সোনালী শৈশব 🥹

23/05/2024

Friend Circle এ এমন একজন থাকবেই থাকবে 😁
তারে মেনশন দিয়ে দৌড় দেন 🏃‍♂️

22/05/2024

কুকুর আঘাত পেয়ে ও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাস ঘা*তকতা করে।🖤

22/05/2024

যাদের জন্ম ১৯৯৫-২০০৫ এর মধ্যে, তারাই শেষ জেনারেশন যাদের শৈশব সুন্দর ও স্মৃতিমধুর ছিলো!' 🖤

22/05/2024

মা বাবার দোয়া টিকটক টিম এন্টারপ্রাইজ! 🙈😁

19/05/2024

আমরা যেটাকে Photo upload বলি, কিছু আত্মীয়স্বজন সেটাকে বলে "নেটে ছাইরা দিছে!" 🙃

18/05/2024

এই সাউন্ডটা আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়...l 🥺💔

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
18/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

লজ্জা ও ঈমান পরস্পরের সঙ্গী। যার লজ্জা নেই তার ঈমানও নেই। সকল মেয়েদের গার্জিয়ানরা সাবধান।
18/05/2024

লজ্জা ও ঈমান পরস্পরের সঙ্গী।
যার লজ্জা নেই তার ঈমানও নেই। সকল মেয়েদের গার্জিয়ানরা সাবধান।

Review of BLU Lemon Rizz: কি খাইলাম, কেনো খাইলাম, কি কারণে খাইলাম?তো এই জিনিসের হাইপ অনেক। আর আমরা সবাই জানি এটার কাহিনী...
17/05/2024

Review of BLU Lemon Rizz: কি খাইলাম, কেনো খাইলাম, কি কারণে খাইলাম?

তো এই জিনিসের হাইপ অনেক। আর আমরা সবাই জানি এটার কাহিনী কি? যাইহোক এত বেশী আলাপ করবো না এসব নিয়ে কোনো কথা বলবো না। সরাসরি রিভিউ দেই।

দেখেন ভাই কোনো সন্দেহ নাই এটার প্যাকেজিং আর বোতল অনেক ভালো দেখতে। অনেকটা প্রাইমের কপি..........😒😒😒😒

তাও এসব নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরের টেস্ট বলে কিছুই নাই। প্রায় অনেক রকমের ইলেক্ট্রোলাইট ড্রিংক খাওয়া হইসে। বিদেশী Gatorade আর Powerade ও খাইসি। তাই কষ্ট করে আমারে শেখানো লাগবে না এই জিনিস কি, কেনো, কিভাবে খাইতে হবে। এটা নাকি লেমন ফ্লেভারের ড্রিংক। কিন্তু খেয়ে মনে হইতেছিলো নাপা সিরাপ। এর থেকে বড় কথা এই জিনিসের দাম ৬০ টাকা!!!! এর থেকেও বড় কথা এই জিনিস ফুড পান্ডায় রিলিজ করছে, যেখানে অন্তত ১৫০ টাকার জিনিস না কিনলে অর্ডার নেয় না।

ভাই, তোমার পরিবার ঋণখেলাপি বলে আমাদেরও বানাইতে হবে নাকি? 😒😒😒😒

যাইহোক সরাসরি রেটিং: ২/১০(সব মার্ক বোতল পাইসে)

এখন সিদ্ধান্ত আপনি কিনবেন কি কিনবেন না? দেখেন ভাই আপনার ইচ্ছা হইলে আপনি ট্রাক ভরে আনেন, আপনার ব্যাপার। টেস্ট করার ইচ্ছা থাকলে আনেন সেটাও আপনার ব্যাপার। কিন্তু এটা আমার ভালো লাগে নাই বলে আমারে ক্ষ্যাত বলার কোনো অধিকার নাই। কারণ আমার ভালো লাগে নাই, তাই বলে জোর কইরা ভালো লাগাইতে হবে এরকম কথা নাই। অনেকেই নেগেটিভ রিভিউ দিছে আর সবারই এক কমেন্ট পাইতে হইসে যে ক্ষ্যাত বলে খাইতে পারে না। না মানে কি এর সাথে শাক পাতা ধুয়ে খাইলে টেস্টি লাগবে? নাকি এটা মুখ দিয়ে খাওয়া যাবে না?

Anyways it's my opinion. And please try to respect my opinion. We live in a democracy(which is partial), so please give respect and take respect. Thank you very much.

৪টা ব্লু অর্ডার দিছিলাম, ৩টা কোনো মতে শেষ করছি। একটা শেষ করতে হবে... 😓

কিছুক্ষন আগে খুব দামাদামি করলাম।।বাড়ি বিক্রি হবে ৩৬ কোটি টাকায়।।আমি ৩৪ কোটি পর্যন্ত বললাম।। উনি বললেন ভাই পরে কিন্তু আফস...
17/05/2024

কিছুক্ষন আগে খুব দামাদামি করলাম।।

বাড়ি বিক্রি হবে ৩৬ কোটি টাকায়।।

আমি ৩৪ কোটি পর্যন্ত বললাম।।

উনি বললেন ভাই পরে কিন্তু আফসোস করবেন। মাত্র ২ কোটির জন্য কিনলেন না! ৩৬ কোটি দারুন অফার ছিলো।।

আমি বললাম আপনিও ৩৪ কোটিতে বিক্রি না করে পরে আফসোস করবেন। দারুন অফার ছিলো! তাও পুরাই ক্যাশ।
ভাববেন লক্ষ্মী কাস্টমার হাতছাড়া হয়ে গেলো!

ব্যাটা কিছুক্ষন আগে থেকে ফোন করা শুরু করেছে।। সে রাজি।। আমি আর ফোন ধরি না।। থাকুক ব্যাটা টেনশনে।।

এদিকে ক্রেডিট কার্ডের দুই হাজার টাকা দিতে পারছি না দেখে ওরা ফোন দিচ্ছে।।

সে আরেক টেনশন।। আমার টেনশন আরেকজনকে ট্রান্সফার করে দিলাম।

আমার দুই হাজার টাকার টেনশন ঐ ব্যাটার ৩৪ কোটি টাকার টেনশন!😉😉

- Raz Babo

Address

Cox’s Bazar View
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when RB Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RB Creation:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All

You may also like