চৌফলদন্ডী কক্সবাজার

চৌফলদন্ডী কক্সবাজার ইউনিয়নের নির্ভূল আপডেট পেতে আমাদের সাথে থাকুন�

17/12/2024

Chairman হিসাবে কার
নাম দিবেন জানতে চাই।আর যোগ্যতা?

11/12/2024
মুজিবুর রহমান চেয়ারম্যান দায়ীত্বে অনুপস্থিত থাকায় আজ থেকে চৌফলদন্ডী ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক দায়ীত্ব পরিচালনা করবেন উ...
11/12/2024

মুজিবুর রহমান চেয়ারম্যান দায়ীত্বে অনুপস্থিত থাকায় আজ থেকে চৌফলদন্ডী ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক দায়ীত্ব পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার।

আজকের দিনে একজন লবন বর্গা চাষীর লাভ লোকসান হিসেব করিএকজন চাষী আড়াই কানি (এক একর)পর্যন্ত লবন চাষ/উৎপাদন  করতে পারে,সেই হি...
09/12/2024

আজকের দিনে একজন লবন বর্গা চাষীর লাভ লোকসান হিসেব করি

একজন চাষী আড়াই কানি (এক একর)পর্যন্ত লবন চাষ/উৎপাদন করতে পারে,সেই হিসাবে আমার ক্যালকুলেশান

জমির মূল্য-(২.৫*৫০,০০০)=১,২৫,০০০/
কামলা (খাবার সহ ছয় মাস)=১,৫০,০০০/
পলিথিন(কানি প্রতি চার হাজার)=১০,০০০/
পানির মেশিন খরচ(ঐ)=১০,০০০/
মাঠে নামার সময় অতিরিক্ত কামলা খরচ-৫,০০০/
সর্বমোট খরচ=৩,০০,০০০/(তিন লক্ষ টাকা)ক্ষেত্রভেদে এই খরচ ১০/২০ হাজার কম বেশি হতে পারে।

সম্ভাব্য সর্বমোট আয়

মৌসুম ভাল হলে কানি প্রতি ৩০০ মণ লবন উৎপাদন হলে বর্তমান বাজার দরে আয়
৩০০মণ লবন*২.৫ আড়াই কানি=সর্বমোট লবন ৭৫০মণ।
২৫০ টাকা হিসেবে ৭৫০ মণ লবনের মূল্য =১,৮৭,৫০০/
সর্বমোট আয় =১,৮৭,৫০০/
এই হিসেবে বর্তমান বাজার দরে মৌসুম শেষে প্রত্যেক চাষীর লোকসান গুনতে হবে ১,১২,৫০০/।
যদি প্রতি কানিতে উৎপাদন ৩০০ মণের কম হয় তবে এই লোকসান আরো বেশি হবে।

যদি প্রতি মন লবনের বাজার মূল্য ২৫০ টাকার নিচে হয় তাহলে লোকসান আরো বাড়বে।

যদি এভারেজ প্রতি মণ লবনের বাজার দর ৪০০ টাকা হয় তবে লাভ লোকসান কিছুই হবে না।

মাঠ পর্যায়ে লবণের মূল্য উঠানামা করলেও অর্থাৎ মন প্রতি ২৫০/ টাকা বা ৫০০/ টাকা হলেও ভোক্তা পর্যায়ে কেজি প্রতি কমপক্ষে ৩০ টাকা কিনতে হচ্ছে। মিল মালিকরা প্রতি মন লবন প্রসেস করে বিক্রি করছে ১,২০০/ টাকা(মিলের ধরন অনুযায়ী কিছু তারতম্য থাকতে পারে)।

এই যদি হয় অবস্থা তার ওপর লবণ আমদানি করা হবে চাষীদের মরার উপর খড়ার ঘায়ের মত।
সরকারিভাবে লবন আমদানি বন্ধ করে মিল মালিকের অতি মুনাফার প্রবণতা বন্ধ করে চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

মৌসুম খারাপ হলে লবন চাষীদের প্রণোদনা দিতে হবে।বন্যা বা অনাবৃষ্টিতে ফসলের ক্ষতি হলে সরকার প্রণোদনা দেয় কিন্তু লবনের ক্ষেত্রে তা করা হয় না।

মোঃশাফায়েত আজিজ রাজু
সাবেক উপজেলা চেয়ারম্যান
পেকুয়া, কক্সবাজার।

বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সময় আশির দশকে রাগাদ আল তাতারি নামে এক পাইলট প্রতিবাদীদের মিছিলে বোম্বিং করতে অস্বীক...
09/12/2024

বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সময় আশির দশকে রাগাদ আল তাতারি নামে এক পাইলট প্রতিবাদীদের মিছিলে বোম্বিং করতে অস্বীকার করায় কারান্তরীণ হন, ৪৩ বছর পর মুক্তি পেলেন আজ।

এই সেই কুখ্যাত কারাগার যেখানে হাফিজ আল আসাদের সময়ে প্রতিবাদ করে আটক হওয়া বহু বন্দীরা জানতেনও না সেই ২০০০ সালে তার মৃত্যু হয়েছে।

এত বছর ধরে তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায়। তারিখ, সময়ের কোনও হিসেব ছিল না। সেই থেকে প্রতিনিয়ত অসংখ্য বিরোধিতাকারীকে এখানে বন্দী করে রাখা হয়েছে।

এই সেই সিদনায়া কারাগার। এর ভিতরেই গণকবরও হত। আজকে বিদ্রোহীরা যখন গেট খুলে দিচ্ছিল, অসংখ্য বন্দী নারী ও শিশুও সেখান থেকে বের হয়ে আসে। যারা বন্দী অবস্থায় ক্রমাগত ধর্ষণের শিকার হয়েছে।

যারা সিরিয়ার মানুষের আনন্দকে বুঝতে পারছেন না, তারা এই ছবিকে দেখুন। মানুষের মুখ দেখে বিস্মিত, আঁতকে উঠা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ছোট্ট প্রকোষ্ঠে থাকা এই বন্দীর মুখটাকে দেখুন।

হায় দুনিয়া! জুলুম কি জিনিস!
(সংগৃহীত)

Congratulations বাংলাদেশ।
08/12/2024

Congratulations বাংলাদেশ।

পর্যটনকেন্দ্র সেন্টমার্টিনে এতোদিন পর্যটক যায়নি।তাই সেখানকার অবলা প্রাণী কুকুর গুলোও অনাহারে প্রায় মরণাপন্ন।
02/12/2024

পর্যটনকেন্দ্র সেন্টমার্টিনে এতোদিন পর্যটক যায়নি।তাই সেখানকার অবলা প্রাণী কুকুর গুলোও অনাহারে প্রায় মরণাপন্ন।

৩টি গল্পঃ০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্য...
02/12/2024

৩টি গল্পঃ
০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।
০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।
০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্যামেরাকে।

শিক্ষাঃ
০১. ঝুঁকি নিতে হয়।
০২. পরিবর্তনকে গ্রহণ করতে হয়।
০৩. সময়ের সাথে পরিবর্তিত হতে না-চাইলে, বাতিল হয়ে যেতে হয়।

আর ২টি গল্পঃ
০১. ফেসবুক নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামকে।
০২. দক্ষিণপূর্ব এশিয়ায় গ্র‍্যাব নিয়ে নিয়েছে উবারকে।

শিক্ষাঃ
০১. অতো ক্ষমতাধর হতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বীরা মিত্রতা করতে আগ্রহী হয়ে ওঠে।
০২. শীর্ষে উঠে যেতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতাকে বিনাশ করে দিতে হবে।
০৩. নতুন আইডিয়ায় মনোযোগ দিতে হবে।

আরও ২টি গল্পঃ
০১. কর্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠা করেছেন ৬৫ বছর বয়সে।
০২. জ্যাক মা, যিনি 'কেএফসি'-তে চাকরি পাননি, প্রতিষ্ঠা করেছেন 'আলিবাবা' এবং ৫৫ বছর বয়সে অবসরে চলে গেছেন।

শিক্ষাঃ
০১. বয়স একটি সংখ্যা মাত্র।
০২. যারা চেষ্টায় থাকে, শুধুমাত্র তারাই সফল।

শেষ, কিন্তু শেষ নয়ঃ
০২. ল্যামবোর্ঘিনি প্রতিষ্ঠা করেছেন একজন ট্রাক্টর-নির্মাতা, ফেরারি'র প্রতিষ্ঠাতা তাকে অপমান করেছিলো বলে এবং এর প্রতিশোধ হিসেবে।

শিক্ষাঃ
কাউকে তুচ্ছ ভাবতে নেই, কক্ষনো না।
স্রেফ পরিশ্রম করে যেতে হবে,
সময়কে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে,
ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।

24/11/2024

চৌফলদন্ডী কোথাও কি গাড়ি থেকে চাঁদা উঠানো হয়?

🥲🥲
24/11/2024

🥲🥲

পাখির চোখে আমাদের  চৌফলদন্ডী। PC: HM Azizur Rahman Aziz
18/11/2024

পাখির চোখে আমাদের চৌফলদন্ডী।
PC: HM Azizur Rahman Aziz

16/11/2024

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নতুন ভবন এতদিনেও না হওয়ার কারনটা কি কারো জানা আছে?

13/11/2024
প্রতিবেশির কাছে বাচ্চা সেইফ না,হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ছেলের কাছে মা সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও ছেলেটা সেইফ...
13/11/2024

প্রতিবেশির কাছে বাচ্চা সেইফ না,হাসবেন্ডের কাছে ওয়াইফ সেইফ না, ছেলের কাছে মা সেইফ না, ভালোবাসার মানুষের কাছেও ছেলেটা সেইফ থাকল না।
আসলে কেউ কোথাও সেইফই না...💔
কেমন যেন মনে হচ্ছে জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করতাছি🥲🥲🥲
আল্লাহ সবাইকে হেদায়েত কর...

Address

চৌফলদন্ডী, কক্সবাজার সদর
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when চৌফলদন্ডী কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চৌফলদন্ডী কক্সবাজার:

Videos

Share

Category