14/08/2024
হ্নীলা একাডেমী মেধা বৃত্তি-২০২৪ইং
বরাবর
অধ্যক্ষ/প্রধান শিক্ষক
---------------------------
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
শিক্ষা-দীক্ষায় অবহেলিত এবং আধুনিক সভ্যতায় পিছিয়ে থাকা বাংলাদেশের প্রান্ত সীমা টেকনাফ উপজেলার অর্ন্তগত হ্নীলা ইউনিয়ন। অত্র ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নতির লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে “হ্নীলা একাডেমী”। এ একাডেমী হ্নীলা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ও মেধার সঠিক বিকাশের লক্ষ্যে ২০১৭ খ্রি. হতে ২০২৩ খ্রি. পর্যন্ত হ্নীলা ইউনিয়নের অর্ন্তগত সকল সরকারী, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও নূরানী মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্র/ছাত্রীদের জন্য মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা চলমান রেখেছে। এ পরীক্ষা হ্নীলা ইউনিয়নের শিক্ষার গুনগত মান উন্নয়নের পাশা-পাশি বর্তমান প্রতিযোগিতার এ বিশে^ বৃত্তি প্রাপ্তরা তাদের মেধা দিয়ে যোগ্যতার পরিচয় দিচ্ছে নিঃসন্দেহে। তারই ধারাবাহিকতায় হ্নীলা একডেমী’র কার্যপরিধি প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহে ২০২৪ খ্রিঃ হতে হ্নীলা একাডেমী মেধাবৃত্তিতে ৭ম শ্রেণি অন্তর্ভুক্ত করা হলো।
বি:দ্র:- ৪র্থ শ্রেণি স্কুল ও মাদরাসা হ্নীলা ইউনিয়ন এবং ৭ম শ্রেণি টেকনাফ উপজেলা ভিত্তিক।
সভাপতি
শফিউল আলম শফি
হ্নীলা একাডেমী মেধাবৃত্তি -২০২৪
মোবাইল নাম্বার :০১৮১৯৬৬২১৬৬
সাধারণ সম্পাদক
মুফিজুর রহমান কাকন
হ্নীলা একাডেমী মেধাবৃত্তি -২০২৪
মোবাইল নাম্বার :০১৮২৩৯৬৫২১৪