যার সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটবেই। এটা আল্লাহ তাআলার শাশ্বত চিরন্তন বিধান। এ অমোঘ বিধানের কোনো পরিবর্তন-পরিবর্ধন নেই।
তোমরা যেখানেই থাকো (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন।
(সুরা : নিসা, আয়াত : ৭৮)
সাইদি হুজুরকে আল্লাহ্ আপনি, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।
বৃষ্টি নামার আগে কক্সবাজার আইকনিক রেলস্টেশন।
🥵
#reels #trending #beachlife #camping #islamic #viral #bike #girls
হ্যাল বন্ধু এক মা**চু আমাকে মারবে তুই সবাইরে নিয়া আই।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে🥵🖕
ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সংগঠনের দায়বদ্ধতা সব কিছুর উর্ধ্বে।
আজকে কুমিল্লাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ভাই এর আপন ছোট বোনের বিয়ে ছিলো কিন্তু ঢাকাতে আজকে শান্তি সমাবেশ থাকায় শয়ন ভাই দলীয় প্রোগ্রাম শেষ করে সময় মত বোনের বিয়েতে উপস্থিত হতে পারেনি।তাই তো বরযাত্রী চলে যাওয়ার সময় মাঝপথে রাস্তায় দাঁড়িয়ে আদরের বোনকে বিদায় দিতে হয়।ছাত্রলীগ এর প্রতিটা নেতা কর্মীর পরিবার কতটা ত্যাগ স্বীকার করে আদরের সন্তানকে সমর্থন দিয়ে যায় সেইটা বাহিরের লোকজন কখনো অনুধাবন করতে পারে না।
আবেগ আর অনুভূতির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
©
🖤🫶
#reels
#Alhamdulillah
#trending
#viral #halalrelationship #islamic
#reels
#Alhamdulillah
#viral
আমার এইসব একদমই ভালো লাগে না।
এই ঘর,
নগরীর দেয়াল,
রাস্তা,
মানুষ কিছুই না।
সমস্যা হলো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।
পৃথিবীটা মাঝেমধ্যে অনেক ছোট।
আমার এইসব একদমই ভালো লাগে না।
এই দুঃস্বপ্ন,
না পাওয়া,
পিছুটান,
ভালোবাসা কিছুই না।
আমার শুধু আকাশ ভালো লাগে।
সমস্যা হলো, আকাশে শুধু মৃতরা যেতে পারে।
© Hisam Himu