With Saikat

With Saikat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from With Saikat, Digital creator, Cox Bazar'Link Road, Cox's Bazar.

14/08/2023

যার সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটবেই। এটা আল্লাহ তাআলার শাশ্বত চিরন্তন বিধান। এ অমোঘ বিধানের কোনো পরিবর্তন-পরিবর্ধন নেই।

তোমরা যেখানেই থাকো (একদিন না একদিন) মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন।
(সুরা : নিসা, আয়াত : ৭৮)

সাইদি হুজুরকে আল্লাহ্ আপনি, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন।

11/08/2023

বৃষ্টি নামার আগে কক্সবাজার আইকনিক রেলস্টেশন।

11/08/2023

🗣️কৃষকলীগ🥵

29/07/2023

হ্যাল বন্ধু এক মা**চু আমাকে মারবে তুই সবাইরে নিয়া আই।

হ্যাপি ফ্রেন্ডশিপ ডে🥵🖕

28/07/2023

ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সংগঠনের দায়বদ্ধতা সব কিছুর উর্ধ্বে।
আজকে কুমিল্লাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ভাই এর আপন ছোট বোনের বিয়ে ছিলো কিন্তু ঢাকাতে আজকে শান্তি সমাবেশ থাকায় শয়ন ভাই দলীয় প্রোগ্রাম শেষ করে সময় মত বোনের বিয়েতে উপস্থিত হতে পারেনি।তাই তো বরযাত্রী চলে যাওয়ার সময় মাঝপথে রাস্তায় দাঁড়িয়ে আদরের বোনকে বিদায় দিতে হয়।ছাত্রলীগ এর প্রতিটা নেতা কর্মীর পরিবার কতটা ত্যাগ স্বীকার করে আদরের সন্তানকে সমর্থন দিয়ে যায় সেইটা বাহিরের লোকজন কখনো অনুধাবন করতে পারে না।

আবেগ আর অনুভূতির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

©

22/07/2023

আমার এইসব একদমই ভালো লাগে না।
এই ঘর,
নগরীর দেয়াল,
রাস্তা,
মানুষ কিছুই না।

সমস্যা হলো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।
পৃথিবীটা মাঝেমধ্যে অনেক ছোট।

আমার এইসব একদমই ভালো লাগে না।
এই দুঃস্বপ্ন,
না পাওয়া,
পিছুটান,
ভালোবাসা কিছুই না।

আমার শুধু আকাশ ভালো লাগে।
সমস্যা হলো, আকাশে শুধু মৃতরা যেতে পারে।

© Hisam Himu

18/07/2023

আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেস্তা পাঠাবে, আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য- মেয়র মুজিব

17/07/2023

kabir singh from Daraz.exe

18/02/2023

ধ্বংসস্তূপের নীচে 150 ঘন্টা আটকে থাকা এক সিরিয়ান যুবকের আশ্চর্য ঘটনা:
" চতুর্থ দিন, আমি আল্লাহর কাছে নিঃসংকোচ এবং নির্ভয়ে প্রার্থনা করলাম, হে আল্লাহ! আমি আর তৃষ্ণা সহ্য করতে পারছিনা। আপনি যদি আমার রুহ বের করে নেন তা আমার জন্য অধিক সন্তুষ্টির কারন হবে।আমি প্রার্থনা করার পরে অল্প কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি এমনভাবে জেগে উঠলাম, আল্লাহর কসম! যেন আমি পরিপূর্ণ তৃপ্ত হওয়া পর্যন্ত পৃথিবীর সমস্ত নদী থেকে পানি পান করেছি। অতঃপর আল্লাহ উদ্ধারকারীদের দৃষ্টি উদ্ভাসিত করলেন, তারা আমাকে খুঁজে পেল.. এটা এজন্য ঘটেছে যে, আমি আল্লাহকে অন্তর দিয়ে ডেকেছিলাম এবং বিভিন্ন দোয়া ও কুরআন থেকে যা মুখস্ত করেছি তা পড়েছিলাম।"

সংগৃহীত 📍

মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে ।বলছিলাম  ১৯২৩...
15/02/2023

মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।
যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে ।
বলছিলাম ১৯২৩সালের সেই কাঠ মিস্ত্রী ইলমুদ্দিনের কথা।
বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠ মিস্ত্রি " ইলমুদ্দিনের " মতো একজন খাঁটি আশেকে রাসুল এর খুবই অভাব।
যিনি ১৯২৩ সালে প্রিয় রাসুল সাঃ কে নিয়ে অবমাননাকরী " রঙ্গিলা রাসুল " বই প্রকাশ করার কারনে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন । রাস্ট্রের সকল এডভোকেটগণ তার পক্ষে, তারা বলল ইলমুদ্দীন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না,, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বলল
আমি স্বচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল (সাঃ)কে, রাঙ্গিলা রাসূল বলার কারনে,,,
পরে যখন এডভোকেটগণ জিজ্ঞেসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন,, তিনি বলেন আমাকে স্বপ্নে রাসূল (সাঃ) বলছেন, ইলমুদ্দীন তারাতারি আস আমি তোমার জন্য অপেক্ষায় আছি,
তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলি খান , খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড , ইকবাল । কবরে লাশ শায়িত কল্পে অশ্রুস্বজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন " এই মুৰ্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেলো।
©

13/02/2023

তুর্কীর একটি চ্যানেল ৫ বছরের এক বাচ্চার সাথে কথা বলে যাকে ১১২ ঘন্টা পর ধ্বংস স্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি এত দীর্ঘ সময় অনাহারে থাকনি?

সে উত্তরে বলে একজন সাদা পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত।

আল্লাহ তা'আলা বলেনঃ

আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। (সূরা হুদ: ৬)

~আব্দুল করিম আল মাদানী🌸

10/02/2023

কুরুলুস উসমান সিরিজের প্রধান চরিত্র Burak Özçivit
উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে আত্মহারা হয়ে যান।

বাস্তবতা
আসলে এটি একটি নাটকের অংশ যারা মনে করতেছেন এটা উদ্ধার কাজের ভিডিও তাহলে ভূল ভাবছেন।

কিন্তু হ্যা ওনারা সবাই উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছেন এটি সত্যি।

09/02/2023

আলহামদুলিল্লাহ হাসিটা 🥰💙
৬০ ঘন্টা পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার

কিন্তু এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।

08/02/2023

একটি নবজাতক উদ্ধারের দৃশ্য।
নবজাতক বাচ্চাটি জীবিত আলহামদুলিল্লাহ।

শেষ খবর পাওয়া অবধি মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে।
আল্লাহ্ সহায় হোন।

08/02/2023

সুবহানাল্লাহ্ ! আলহামদুলিল্লাহ্_ আল্লাহ আকবর
ধসে যাওয়া এক বিল্ডিং থেকে এক পরিবারের ভাই বোন সকলেই জীবিত উদ্ধার হয়েছে 🖤

বিশাল এই বিল্ডিং এর নিচ থেকে একটুকরু হাসি যেন সবার খুশির কারন হয়ে পড়েছে__ শুকরিয়া মহান রবের 🤲

08/02/2023

তুর্কি এবং সিরিয়ার ভূমিকম্প কতটা ভয়ংকর ছিল দেখুন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮০০ ছাড়িয়েছে।
এখন পর্যন্ত অনেক জায়গায় উদ্ধার যেতে পারে নাই,উদ্ধার কাজ চলমান।
বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ নিতে প্রস্তুত হচ্ছে।

07/02/2023

ভিডিও টি তুর্কি ভূমিকম্পের উদ্ধার কাজ চলাকালীন,
বড় বোন তার ছোট ভাইকে আগলে রাখতেছে।
বড় ভাই বোন পাওয়া এটা আল্লাহ্ বড় একটা নিয়ামত🫶

Address

Cox Bazar'Link Road
Cox's Bazar
4701

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Saikat:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All