Cox’s Bazar Sports 24

Cox’s Bazar Sports 24 পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রথম খেলাধুলার সংবাদ চ্যানেল।

16/07/2023

Congratulations Bangladesh cricket team

🇧🇩

এই এক "হৃদয়" বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে এনেছে আনন্দের খোরাক। বাংলাদেশের সুপারম্যান তাওহীদ হৃদয়। একেবারে চোখে চোখ রেখে...
14/07/2023

এই এক "হৃদয়" বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে এনেছে আনন্দের খোরাক।

বাংলাদেশের সুপারম্যান তাওহীদ হৃদয়।
একেবারে চোখে চোখ রেখে কথা বললো বিশ্ব সেরা বোলিং লাইন আপের মুজিব, রশিদ, নবীদের। উইকেটে যতক্ষণ ছিল একেবারে আত্মবিশ্বাস যেন তার সাথেই ছিল, ম্যাচ জিতবো এবং এই ম্যাচ আমিই জিতাবো,ঠিকই শেষটা তেমনই হয়েছে।

যত্ন নিলে ঠিকই একদিন বিশ্বসেরাদের তালিকায় অবস্থান করবে এই হৃদয়।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম
অভিনন্দন তাওহীদ হৃদয়।

শুভ কামনা লাল সবুজের জন্য 🇧🇩
14/07/2023

শুভ কামনা লাল সবুজের জন্য 🇧🇩

ছেলেটা একদিন বাংলাদেশের ফুটবলের সুপার স্টার হবে। সেদিন হয়তো বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে যাবে।
28/06/2023

ছেলেটা একদিন বাংলাদেশের ফুটবলের সুপার স্টার হবে। সেদিন হয়তো বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে যাবে।

Congratulations Mehidy Hasan Miraz. Photo Credit: The Analytics Desk
07/12/2022

Congratulations Mehidy Hasan Miraz.

Photo Credit: The Analytics Desk

09/11/2022

অভিনন্দন পাকিস্তানকে সবার আগে
ফাইনাল নিশ্চিত করার জন্য।

আরমান। হ্নীলার রঙ্গে ইলাহীর এক ১৬ বছরের ছেলে।সারা দেশকেই মাতিয়ে দিল এই মৌসুমে। তিনি চলতি বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অধ...
19/10/2022

আরমান।
হ্নীলার রঙ্গে ইলাহীর এক ১৬ বছরের ছেলে।সারা দেশকেই মাতিয়ে দিল এই মৌসুমে। তিনি চলতি বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অধিনে অনু-১৫ পায়ুওনিয়ার লীগে খেলে চমক দেখার পরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের ঘরোয়া লীগের অন্যতম সেরা ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।আস্থার প্রতিদান ও দিয়েছেই যথাযথ। বরাবরই সবকইটি ম্যাচে সেরা ১১জনেই থাকতো।বলা যায় শেখ জামাল দূর্ঘের এক মানবদেওয়াল।অভিনন্দন আরমান ঘরোয়া লীগের শ্রেষ্ঠতের মান চিনিয়ে আনার জন্য। অভিনন্দন তোমাকে এবং তোমার ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
Cox’s Bazar sports 24 পরিবারের পক্ষ থেকে।

যেখানে দলে জায়গা পাকাপোক্ত করতে খেলতে হয় ওখানে ম্যাচ জিতার জন্য খেলা টা একটু ডিফিকাল্ট!ক্রিকেট!
08/10/2022

যেখানে দলে জায়গা পাকাপোক্ত করতে খেলতে হয় ওখানে ম্যাচ জিতার জন্য খেলা টা একটু ডিফিকাল্ট!

ক্রিকেট!

আটলান্টা ওপেনে ব্যাট হাতে বোলারদের উপর তান্ডব চালিয়েছেন ক্যারিবিয়ান দানব রাহকিম কর্নওয়াল।গতকাল মাত্র ৭৭ বলে ২০৫* রান করে...
06/10/2022

আটলান্টা ওপেনে ব্যাট হাতে বোলারদের উপর তান্ডব চালিয়েছেন ক্যারিবিয়ান দানব রাহকিম কর্নওয়াল।
গতকাল মাত্র ৭৭ বলে ২০৫* রান করে তিনি, ইনিংসটি সাজানো ছিল ২২টি ছক্কায় এবং ১৭টি চারে।
তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ২০ ওভার শেষে দলের সংগ্রহ দাড়ায় ৩২৬/১।

শেষ হাসিটা কে হাসবে??? বাংলা ওয়াশ
05/10/2022

শেষ হাসিটা কে হাসবে???

বাংলা ওয়াশ

👉👉Update
26/09/2022

👉👉Update

বিকেএসপিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি (প্রথমআলো- ২৫/৯/২০২২ ও দৈনিক বাংলা - ২৩/৯/২...
25/09/2022

বিকেএসপিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি (প্রথমআলো- ২৫/৯/২০২২ ও দৈনিক বাংলা - ২৩/৯/২০২২)

https://m.facebook.com/story.php?story_fbid=10158573425236599&id=21741891598

সাবাস বাংলাদেশ 🇧🇩💪শক্তিশালী কম্বোডিয়ার বিপক্ষে দারুণ একটা জয় উপহার দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন 🌿অধিনায়কত্বের যথাযথ প্রমাণ ...
22/09/2022

সাবাস বাংলাদেশ 🇧🇩💪
শক্তিশালী কম্বোডিয়ার বিপক্ষে দারুণ একটা জয় উপহার দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন 🌿

অধিনায়কত্বের যথাযথ প্রমাণ দিল কক্সবাজারের সন্তান আনিছুর রহমান জিকু।বলতে গেলে সবারই মনোমুগ্ধকর পারফর্ম ছিল।বিশেষ করে রাখিব, বিশ্বনাথ, তারেক গাজীদের🥰

হ্যা আমরা বাংলাদেশী! আমরা এখন এভাবেই বড় হয়।যার কাঁদে হাত রেখে নিজের পরিচয় দিয়ে যায়, দিন শেষে তাদের কোন সম্মান নেই! নির্ল...
21/09/2022

হ্যা আমরা বাংলাদেশী! আমরা এখন এভাবেই বড় হয়।যার কাঁদে হাত রেখে নিজের পরিচয় দিয়ে যায়, দিন শেষে তাদের কোন সম্মান নেই!

নির্লজ্ব বেহায়ার দল।

ফুটবলের সবচেয়ে বৃহৎ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার রেফারিদের তালিকায় কক্সবাজারের সন্তান নাসির উদ্দিন। এমন সাফল্য নিসন্দেহে আনন্দ...
20/09/2022

ফুটবলের সবচেয়ে বৃহৎ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার রেফারিদের তালিকায় কক্সবাজারের সন্তান
নাসির উদ্দিন।

এমন সাফল্য নিসন্দেহে আনন্দের।আগামীর জন্য নিরন্তর শুভকামনা https://www.facebook.com/profile.php?id=100009043935744

উখিয়া টেকনাফ বিজয় বাংলা ফুটবল টুর্নামেন্ট-২০২২
18/09/2022

উখিয়া টেকনাফ বিজয় বাংলা ফুটবল টুর্নামেন্ট-২০২২

02/09/2022
ব্রেকিং নিউজ
26/08/2022

ব্রেকিং নিউজ

ইউরোপীয়ান ফুটবলের মহাদেশীয় সংস্থা UEFA এর পক্ষ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশরেন অনুকূলে UEFA Assist Infrastructure Projec...
24/08/2022

ইউরোপীয়ান ফুটবলের মহাদেশীয় সংস্থা UEFA এর পক্ষ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশরেন অনুকূলে UEFA Assist Infrastructure Project 2021-22 এর আওতায় একটি বাস উপহার হিসেবে প্রদান করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন উক্ত বাস প্রাপ্তিতে UEFA এবং AFC এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। অদ্য ২৪-০৮-২০২২ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনে উক্ত বাস উদ্বোধন করা হয়।

❝এডমিশন পোস্ট ❞

ভারতকে নিষিদ্ধ করল ফিফা৭৫তম স্বাধীনতা দিবসের পরের দিন-ই বড়সড় এক দুঃসংবাদ পেল ভারত। দেশটিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ...
16/08/2022

ভারতকে নিষিদ্ধ করল ফিফা

৭৫তম স্বাধীনতা দিবসের পরের দিন-ই বড়সড় এক দুঃসংবাদ পেল ভারত। দেশটিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

শুভ জন্মদিন,কক্সবাজার জেলার ক্রীড়াঘর নামক পরিবারের সাইফ মুন্না!🖤তিনি রেখে গেছেন সরাসরি খেলোয়াড় হিসাবে নিজের কৃতিত্ব যেমন...
15/08/2022

শুভ জন্মদিন,কক্সবাজার জেলার ক্রীড়াঘর নামক পরিবারের সাইফ মুন্না!🖤

তিনি রেখে গেছেন সরাসরি খেলোয়াড় হিসাবে নিজের কৃতিত্ব যেমন ফুটবলার হিসেবে খেলেছেন বাংলাদেশ ফুটবলের ঘরোয়া লীগের অন্যতম বড় দল চট্টগ্রাম আবাহনীর হয়ে, এমনকি অধিনায়কের দায়িত্বেও ছিল ২০০৫-২০০৬ মৌসুমে । খেলেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ফেডারেশন কাপ-২০০৭ মৌসুমে! ঠিক তারই ধারাবাহিকতায় এখন ফুটবলের রেফারিং হিসেবে নিজেকে নিয়ে গেল অনন্য উচ্চতায়! এখন তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের একজন ১ম শ্রেনির রেফারিও বটে।

আজকে তাহার জন্মদিনে Cox’s Bazar Sports 24 পরিবারের পক্ষ থেকে রইলো অভিনন্দন এবং দোয়া

আগামীর দিন যাক সাফল্যের সাথে এই দোয়া রইলো

15/08/2022

শোকাবহ ১৫-ই আগস্টের সকল শহিদের প্রতি রইলো
Cox’s Bazar Sports 24 পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ের লম্বরি পাড়া এলাকার গণমানুষের কোলাহল বা খেলাধুলার মাঠটা আজ ভূমিদস্যুদের হাতে বন্দী! কেন...
13/08/2022

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ের লম্বরি পাড়া এলাকার গণমানুষের কোলাহল বা খেলাধুলার মাঠটা আজ ভূমিদস্যুদের হাতে বন্দী!

কেন?কেউ ত ছিল না যখন জায়গা টা পানির নিচে তলিয়ে গেছিলো! ঠিক সেই সময় এলাকার মানুষের সার্বিক সহায়তা এবং নিজেদের মধ্যে আলোচানার মাধ্যমে মাঠ রক্ষা করার জন্য প্রস্তাব বা পরিকল্পনা হাতে নেন ঐ এলাকার শিক্ষিত এবং ছাত্ররা মিলে।
যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন উখিয়া কলেজের শিক্ষক জনাব জালাল খান এবং ঐ এলাকার আরও কয়েকজন। যেমন রাহামত উল্লাহ, জাফর আলম সহ আরও অনেকেই!

ওনারা ওনাদের মত করে ভালো করে এগিয়ে নিয়ে যাচ্ছিলো এমনকি সাফল্যের সাথে ২-৩ টা উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট সফলতার সাথে সমাপ্তিও করছিল!কিন্তু আজ?কোথায় সেই মাঠ?

আমরা সাধারণত জানি একটা জাতি বা গোষ্ঠী কে সঠিক উপায়ে গড়ে তুলতে শিক্ষার সাথে ক্রীড়ার গুরুত্ব ও অপরিসীম। যার ধারাবাহিকতায় এগিয়েও যাচ্ছিলো লম্বরি নামক গ্রামটা হঠাৎ করে ভূমিদস্যুদের কবলে আজ মাঠ টা!

এই মাঠ রক্ষা করতে না পারলে হেরে যাবে সমাজ জিতে যাবে ভূমিদস্যুরা!

এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাহায্য চেয়েছেন অত্র এলাকার অধিকাংশ জনগণ।

এডমিন পোস্ট।

06/08/2022

সোনাইছড়ি অলিম্পিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পশ্চিম পাইন্যাশিয়া ২ গোলে মরিচ্যা সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে স্থান করে নিয়েছে।
গোল স্কোরার
সাইফু ১ গোল
সোহেল ১ গোল

06/08/2022

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্হার সহযোগিতায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭/০৮/২০২২ইং তারিখ সকাল ৯.০০টা থেকে শুরূ হতে যাচ্ছে বয়স ভিত্তিক অ ১৪,১৬,১৮ জেলা দলের প্রাথমিক বাছাই পর্ব । বাছাই পর্বটি উন্মুক্ত থাকবে । বয়স সীমার মধ্যে থাকা যে কেউ বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে ।
আগ্রহীদের নিম্নে উল্লেখিত কাগজ পত্র এবং খেলার প্রয়োজনীয় সরঞ্জাম সাথে নিয়ে উপস্হিত থাকার জন্য বলা হচ্ছে । বাছাই পর্বটি বিসিবির এইচপি কোচ নুরুল আবেদিন নোবেলের তত্ত্ববধানে পরিচালিত হবে ।
বয়সসীমা : অ -১৪- ১/০৯/২০০৮
অ -১৬-১/০৯/২০০৬
অ -১৮- ১/০৯/২০০৪
বয়স প্রমানের জন্য মূল জন্ম নিবন্ধন সনদ এবং স্কুল সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।

এম আশরাফুল আজিজ সুজন
জেলা কোচ
প্রয়োজনে :০১৬১৫২৪৭৯৩১

চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন! শেষ টি-টোয়েন্টির অধিনায়ক মোসাদ্দেক, আবার দলে মাহমুদউল্লাহনুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় ...
01/08/2022

চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন!

শেষ টি-টোয়েন্টির অধিনায়ক মোসাদ্দেক, আবার দলে মাহমুদউল্লাহ

নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় নাটকীয় সিদ্ধান্ত নিল বিসিবি।

কিছু দিন আগে এফডিসি'র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে মানুষ ব্যাপক বিনোদন পেয়েছিল। আর এখন সেই শূন্যতার অনেকটাই পূরণ করছে বিসিবি, বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক নির্বাচন দ্বারা!


মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিং।
31/07/2022

মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিং।

অভিনন্দন বাংলাদেশ অ-২০ফুটবল দল।সাপ এ মালদ্বীপকে ৪-১হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।
29/07/2022

অভিনন্দন বাংলাদেশ অ-২০ফুটবল দল।

সাপ এ মালদ্বীপকে ৪-১হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

কক্সবাজার জেলার সবচেয়ে বৃহৎ ফুটবল লীগবঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২২ইং এঅলস্টার ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হল কক্সবাজার জেলার ...
27/07/2022

কক্সবাজার জেলার সবচেয়ে বৃহৎ ফুটবল লীগ
বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২২ইং এ
অলস্টার ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হল কক্সবাজার জেলার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় উখিয়া উপজেলার কৃতি সন্তান সরওয়ার আলম সেরু💙

দল এবং নিজের জন্য Cox’s Bazar Sports 24 পরিবারের পক্ষ থেকে শুভ কামনা💚

27/07/2022

সাফ এ বাংলার যুবাদের জয়ের ধারা অব্যাহত।
নিজেদের ২য় ম্যাচে ২-১ভারতকে হারিয়ে
শিরোপার কাছাকাছি বাংলাদেশ।

অভিনন্দন বাংলাদেশ অ-২০ জাতীয় ফুটবল দল।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox’s Bazar Sports 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like