সীরাহ্ Quran

সীরাহ্ Quran আমি একদিন কিংবা একাংশের প্রেমিক নয় আমি তো সারাজনমভর রাসূলের প্রেমিক হই ( স. )
(10)

08/09/2024

তরুণ প্রজন্মকে বলছি....

আমরা আমাদের গন্তব্যের মাঝপথে এসেছি মাত্র। আমাদের সামনের বাকী পথটুকু আরো চ্যালেঞ্জিং হবে। মনে রেখো, আমাদের লক্ষ্য ইসলামী বিপ্লব। সেই বিপ্লব ঘটানোর আগ পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না।

আমরা এখন কিছুটা স্বাধীনতা পেয়েছি ঠিক আছে।
তবে সাইয়েদ কুতুব শহীদ র. ভাষায় বলছি- "কেবল ইসলামই সভ্যতা বাকি সব জাহেলিয়াত"।

তাই পরিপূর্ণ ইনসাফ, কল্যাণ কায়েমের জন্য আমাদের মূল ফোকাস ইসলামী বিপ্লব। তার জন্য কখনো শত্রুর সাথে, কখনো বন্ধুর সাথে নেগোসিয়েট হবে, কখনো হবে লড়াই।

ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত আমাদের ক্লান্ত হওয়ার সুযোগ নাই।

লেখা: মাসুদ রানা সাগর।

03/09/2024

আমি শিবিরের ভাইদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দোয়া পড়ে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না, এই সভ্যতা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে। যেমনটি আল্লাহর রাসুল সা: করেছিলেন তায়েফে ,যেমন করেছিলেন বদরে এবং উহুদে। আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য এবং নতুন সভ্যতার বিজয়ী সৈনিক হবার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

- শহীদ মীর কাসেম আলী রাহি:
প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি

*সদস্য সম্মেলন ২০০৫

(আর্কাইভ থেকে)

10/08/2024

দু- চারটা সত্য বললে_
দু- চারজন দূরের মানুষ বাড়ে,,
সমস্যা নাই।

30/07/2024

❝পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে,
তার লাল বর্ণ আমাদের রক্ত।
তার সুগন্ধ আমাদের নি:শ্বাস বায়ু ❞

- কবি আল মাহমুদ

13/07/2024

হলদে ডানার সেই পাখিটি
এখন ডালে ডাকে না
মনের কোনে রঙিন ছবি
এখন সে আর আঁকেনা।

13/07/2024

দালালী নাকি রাজপথ!??

রাজপথ রাজপথ ✊✌️

11/07/2024

কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে।কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়..!🙂

11/07/2024

আপনার আত্মসম্মান; আপনার আবেগের চেয়ে বেশি হওয়া উচিত 🖤🌸

08/07/2024

যদি মন স্বপ্ন দেখা ভুলে যেত
যদি বেদনার বুকে সুখ মুখ লুকাতো,
কিছু হতো না তবে কিছু হতো না
জীবনের সন্ধান কেউ পেতো না

07/07/2024

'হাসি' মূলত একটি আবরণ।
এই আবরণ দিয়ে আমরা অনেককিছু আড়াল করি।
মান অভিমান, রাগ, ব্যর্থতা, অবহেলা, তাচ্ছিল্য।
সবচেয়ে বেশি আড়াল করি দুঃখ। এইজন্যই আমি বলি;

হাসির আবরণে দুঃখকে
আড়াল করার কৌশলটা আয়ত্ত করতে
পারলেই– আপনি একজন সুখী মানুষ।

লেখা- সালমান জারিফ

02/07/2024

চলছি অমুসলিমদের মতো, এরপরেও গর্ব করে বলি— আমরা মুসলিম!

02/07/2024

আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য
প্রস্তুতি নেয়ার কথা বলছি
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল
বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন
তেমনি একাগ্রতা নিয়ে
আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।
-কবি আসাদ বিন হাফিজ

29/06/2024

তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি
তোমার প্রকৃত সফলতা কি
একবার শুধু ভেবে দেখ প্রিয়
তারপর দ্বিধাহীন বলো আমাকে
আখেরাত নাকি এই পৃথিবী শ্রেয়।

29/06/2024

#দ্বীনের পথে ফেরা হোক।
অব্যক্ত কথাগুলো শুধুই রব্বে কারীমই জানুক। একান্ত মুনাজাতে অবিরত অশ্রু ঝরুক, আর মন কেঁদে কেঁদে বলুক "প্রভু আমি পাপিষ্ঠ কিন্তু আমার অপরাধে হয়ো না অতিষ্ঠ।"

- লেখা || আদিব সালেহ হাফি.

29/06/2024

#আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎপথে পরিচালিত করবেন।

আস-সাফফাত, আয়াত ৯৯

29/06/2024

নিজের সিচুয়েশন' কাউকে বুঝাতে না পারার মতো মানসিক অশান্তি আর কিছুই নাই!😢

29/06/2024

আমি একটা ছুটি চাই, লম্বা ছুটি...!
যেখানে কেউ কাউকে অভিযোগ করবে না।

শুধু আমিই থাকতে চাই। স্বার্থপরতা থেকে অনেক দূরে থাকতে চাই!

ছুটিটা যেনো দুনিয়ার সফর শেষ করে পরকালের যাত্রা শুরু হয়.... 🤲

ইয়াছিন আরফাত

29/06/2024

"মানুষের কটু কথাই তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে তাঁদেরকে ত্যাগ করে চলো।"

সূরা আল মুজ্জাম্মিল (৭৩)

29/06/2024

❝"দ্বীন কায়েমের পথে দৃপ্ত শপথ
এগিয়ে চলি সদা হৃদয়ে মেখে

29/06/2024

আপনার যা চাওয়ার, দোয়াতে চাইতে থাকুন। সম্ভব, অসম্ভব এইসব মানুষের ধারণা মাত্র। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছুই নেই; নিঃসন্দেহে সবই সম্ভব।'❤️✨

29/06/2024

প্রচণ্ড ক্লান্তিতে ব্যথা-বেদনায় পর ..

ব্যথাহত মনটারে দেখাও আকাশ
কী করে বিহানে হয় আলোর প্রকাশ...!🫴

29/06/2024

এতো দিন আপনি সঠিক ছিলেন কিন্তু আমি ভুলের মধ্যে ছিলাম ভাই।

ভাই আপনি আমাকে কয়েকবার বলছিলেন, আমি আরো আপনাকে ভুল মনে করতাম, আপনার কাছ থেকে সরে এসেছি, দিন শেষে আপনিই সত্যি ভাই।

আসলে বাস্তবতা হচ্ছে এই শহরটা যারা সবসময় সত্যি কথা বলে তাদের জন্য না, যারা নিজের কথা আরেকজন বলছে বলে কথা নেওয়া, আবার নিজেই ভালো হওয়া। সব মিলিয়ে নিজেকে সবকিছু থেকে দূরে নিয়ে, নিজের একলা একটা জগৎ তৈরি করব, সেখানে শুধু আমিই আমিই।

এতো পথচলায় ভুল হয়, ভুল করেছি ভুলে মাশুল ও দিতে হবে আল্লাহ সহজ করে দিক আমিন ,🤲 সংশোধন হিসেবে নিয়েছি।

আল্লাহ হাফেজ, ইয়াছিন চেঞ্জ ❤️

রাসুল (স:) বলেছেন: যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত পেল।

©️❤️

29/06/2024

কাউকে এখন কিছু বলার আগে একটা কথা খুব মনে পড়ে

সবাই তো আর আমার মত না

কেন যে চাওয়া-পাওয়াগুলো কখনো কখনো
শূন্যতায় স্বপ্নহীন আকাশে হারিয়ে যায় !!

29/06/2024

#জীবন মানে বহতা নদী। থেমে থাকা যার সাথে যায় না।থেমে থাকলে সে তো নদী হতে পারে না। জীবন মানেও তাই। চলমান ও বহমান। ভালো ও খারাপ দুটিই উপভোগ করতে হয়।

জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা :-

বহতা নদীর মতো আমার এ জীবন
হে আমার রব তুুমি করো গো গ্রহণ।

জীবনের গতি দাও জড়তা কেড়ে নাও।
শুধু যেন থেমে থাকি
এলে গো মরণ।

29/06/2024

👉 —যাকে চাইতে গিয়ে বহুবার অশ্রু'সিক্ত হয়েছি.!
এই ফিতনা'ময় পরিবেশে যে মানুুষ টা কে খুব করে চেয়েছি...!!

— দেখা হোক সেই ফুলে'র সাথে, ভুলের সাথে নয়। অপেক্ষার প্রহর শেষ হোক, না দেখা সেই মানুুষটির সাথে খুব শিঘ্রই দেখা হোক।😊

— সে আসুক হালালের শুভ্র চাঁদরে, সব টুকু সুন্নাহ গায়ে জরিয়ে। সে আসুক হৃদয় ভরা হিদায়াহ নিয়ে"!💜

Address

Chakoria
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when সীরাহ্ Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies