04/08/2023
একটি
খুব অদ্ভুত কিছু যদি থেকে থাকে— সেটা মানুষের জীবন!
ভীষণ রকম অদ্ভুত এই জীবন। ঠিক যে সুখটা পাওয়ার কথা আমরা পাই না। ঠিক যে দুঃখটা পাওয়ার কথা না, সেটাই পেয়ে বসি।
ঠিক যেখানে যাব না বলে সিদ্ধান্তে অটল থাকি, দেখা যাবে ঠিক ওখানে গিয়েই বসে আছি। কী অদ্ভুত, তাই না?!
দেখুন, জীবন এমনই। দেখবেন যে মানুষকে সহ্যই করতে পারেন না; তাকে নিয়েই কাটিয়ে দিচ্ছেন একটা জীবন।
ঠিক যে মানুষটার জন্য বুক চিনচিন করতো, যে মানুষকে পাওয়ার জন্য তাহাজ্জুদে অশ্রু ঢেলেছেন; দেখবেন সেই মানুষটা একদিন আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিংবা আপনার পাশে বসে আছে— কিন্তু, আপনার কোনো অনুভূতি হচ্ছে না!
আবার, যাকে দেখেননি তার জন্য আপনার ভালোবাসা ভরপুর। যাকে কোনোদিন পাবেন না, তার জন্য আদর আসছে। কী অদ্ভুত, তাই না?
হ্যাঁ, জীবন এমনই। অদ্ভুত। আমি, তুমি ও আমরা অদ্ভুত! আমাদের স্বপ্ন অদ্ভুত! আমাদের প্রাপ্তি অদ্ভুত!
এইসব অদ্ভুতের ভেতরেও আমরা চাই, কেউ একজন একান্ত আমাদের হোক।
আমাদের জীবন, অদ্ভুত হলেও চাই, সুখের হোক!
হ্যাঁ, এমনই জীবন। এমনই অদ্ভুত যে, হুট করে মৃত্যু দুয়ারে এসে দাঁড়ায়— আমরা টেরও পাই না!
— জয়ন্ত জিল্লু