01/09/2020
আমার চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয়ার পর চাচি জানালেন;
প্রয়োজনে মেয়েকে কেটে গাঙ্গে ভাসিয়ে দিবে কিন্তু কোন #প্রবাসীর_ছেলের_কাছে মেয়ে বিয়ে দিবে না।
যেই কথা সেই কাজ............................................!
কিছু দিনের মধ্যেই দেশীয় রত্নের কাছে আমার চাচাতো বোনের ধুম-ধাম করে বিয়ে হলো।
মাস কয়েক পর চাচী আমার,তার সেই প্রবাসী ভাতিজাকে বললেন;
#বাবা তোমার (আয়শা) বোনটির জামাইয়ের জন্য একটি ভিসার ব্যবস্থা করো!
জামাই-টা দেশে কিছুই করতে পারছে না।টাকা-পয়সার জন্য চিন্তা করো না,ভিসা হলে সব টাকা দিয়ে দিব!
বাবা,তোমার বোনটা'র জন্য এই উপকার টুকু করো;
সারাজীবন তোমার কথা মনে রাখবো।
চাচী চলে যাওয়ার পর দু-চোখে পানি ধরে রাখতে পাড়লাম না।সেই দিন আমি নিজেই চাচীকে প্রস্তাব পাঠিয়ে ছিলাম।
অতচ এই চাচী ছয়-মাস না যেতেই নিজের টাকা দিয়ে জামাইকে প্রবাসে পাঠাতে চাচ্ছেন?
কথা গুলি কাউকে ছোট করার জন্য না,পৃথিবীর সব মানুষ সবার জায়গায় সম্মানিত,
যে দেশে আছে সেও সম্মানিত এবং যে প্রবাসে আছে তিনিও সম্মানিত।যদি টাকা-পয়সার হিসেব করা হয় তাহলে কেবল প্রবাসীরাই #হালাল রুজির ইনকাম করে।অথচ জাতির সুস্থ্য বিবেকের কাছে আমরা প্রবাসীরা বিভিন্ন ভাবে অবহেলিত!
আমরা প্রবাসীরা কাউকে অসম্মান করি না।অতচ বার বার আঙ্গুল আমাদের দিকে তোলা হয়!অসম্মান করা হয় দেশের প্রতিটি সেক্টরে,আজকে প্রবাসীরা দেশীদের কাছে ভিন্ন একটা জাতিতে পরিণত হয়েছে,কিন্তু কেন?
ভাগ্যিস প্রবাসীরা আপনাদের মতো দূর্নীতিবাজ #চুরি_বাটপারী_লুট_ডাকাতি_এবং_অবৈধ কোন কাজের সাথে জড়িত নয়...!না হয় আপনারা প্রবাসীদের কি করতেন তা কেবল আল্লাহ ভাল বলতে পারেন।মহান আল্লাহ সকল প্রবাসীদের উপর সহায় হউন॥
#অন্ধকার_জীবনের_গল্প
#নিরহ_বিজয়