Is Creation

Is Creation দয়া করে সবাই ফলো দিবেন।
(1)

28/08/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

 #হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকে...
17/06/2023

#হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!
অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।
সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।
বোর্ড পরীক্ষার আগে প্রত্যাশা ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।
মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা,শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।
#সংগৃহিত

13/06/2023

Night out 😁

04/06/2023

অনেকেই বলেন বিদ্যুৎ বিল তো বাকি নাই কয়লার বিল বাকি কেন??
ধরেন,
আপনি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন।
আপনার এনার্জি বিল (ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া ছাড়া) প্রথম ৭৫ ইউনিট*৪.৮৫ = ৩৬৩.৭৫
পরবর্তী ২৫ ইউনিট*৬.৬৩ =১৬৫.৭৫
মোট বিদ্যুৎ বিল = ৫২৯.৫০
১০০ ইউনিট বিদ্যুৎ গড় উৎপাদন খরচ
১০০ ইউনিট *১৬.০০= ১৬০০.০০
আপনি পরিশোধ করেছেন ৫২৯.৫০ টাকা
উৎপাদন খরচ - বিক্রি বাবদ প্রাপ্য= লোকসান
১৬০০.০০-৫২৯.৫০= ১০৭০.৫০ লোকসান
সরকার মাসে আপনাকে ১০০ ইউনিট বিদ্যুৎ দিতে ১০৭০.৫০ লোকসান মানে সাবসিডি দেয়। তাহলে আপনার জন্য সরকার বৎসরে ১২,৮৪৬.০০ সাবসিডি দেয় কারন আপনি এ দেশের নাগরিক। এই সাবসিডি দিতে গিয়ে কয়লার বিল বাকী পড়ে।
* সরকার লক্ষ লক্ষ সেচ গ্রাহককে বিলের শতকরা ২০ টাকা রেয়াত দেয়। ৫০০০.০০ বিল হলে ১০০০.০০ মওকুফ।
* লক্ষাধিক মসজিদ, মন্দির, প্যাগোডাকে বিনা মূল্যে বিদ্যুৎ দেয়।
* সরকার যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের ২০০ ইউনিট পর্যন্ত বিনা মূল্যে বিদ্যুৎ দেয়।
একটু ধৈর্য ধরুন।
সরকারের উপর আস্থা রাখুন।

NID থাকলেই কর দিতে হবে ২০০০ টাকা - এটি একটি গুজব ‼️ গুজব নয়, সত্য জানুন ‼️  যাদের TIN নাম্বার নেওয়া আছে, এবং বিভিন্ন সেব...
03/06/2023

NID থাকলেই কর দিতে হবে ২০০০ টাকা - এটি একটি গুজব ‼️
গুজব নয়, সত্য জানুন ‼️

যাদের TIN নাম্বার নেওয়া আছে, এবং বিভিন্ন সেবা খাতে সেই TIN নাম্বারের অনুকূলে বিভিন্ন সরকারী ও ব্যাংকিং এর ক্ষেত্রে সুবিধাদি গ্রহন করেন তাদের ক্ষেত্রে ২০০০ টাকা ন্যূনতম কর প্রযোজ্য। NID এবং TIN নম্বর - একই বিষয় নয়।

১৭ কোটি মানুষের দেশে -
👉 করদাতা শনাক্তকরণ নাম্বার (TIN) আছে প্রায় ৮৫ লক্ষের মতো।
👉 আয়কর রিটার্ন জমা দেয় ২৫ লাখের একটু বেশি।

অতিরিক্ত e-TIN নম্বরধারী ব্যক্তি কোনো ইনকাম না দেখালেও ২০০০ টাকা মিনিমাম কর দিতে হবে এক বছরে। অথচ গুজব ছড়ানো হচ্ছে এমনভাবে যে ১৭ কোটি মানুষকেই কর দিতে হবে বা যাদের NID আছে তাদের কর দিতে হবে।

এই ঘোষণাটা শুধুই e-TIN নম্বর ধারীদের জন্য। যাদের e-TIN(টিন) নাম্বার নাই তাদের কোনো কর দিতে হবে না।

আর যারা e-TIN নিয়েছেন অনলাইনে কিন্তু কোন কাজে ব্যবহার করেন না, তারা অনলাইনেই এপ্লাই করে সেটি ক্যান্সেল করতে পারবেন।

িন #বাজেট #কর #ট্যাক্স #জাতীয়_পরিচয়_পত্র #বাংলাদেশ #ফেসবুক #গুজব #গুজবকে_না_বলুন

01/06/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/05/2023

Time Count

উৎসাহ পেলে আরো আঁকব 😑
15/05/2023

উৎসাহ পেলে আরো আঁকব 😑

10/05/2023
বিড়ালকে ব্লেন্ডারে ভিডিওটা দয়া করে প্লিজ আরে আপলোড দিয়েন না। 😐খুব খারাপ লাগছে। 😢
07/05/2023

বিড়ালকে ব্লেন্ডারে ভিডিওটা দয়া করে প্লিজ আরে আপলোড দিয়েন না। 😐
খুব খারাপ লাগছে। 😢

"১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকোলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🥀বন্ধুদের "নিচে আয...
05/05/2023

"১ টাকায় ৫ টা চকোলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকোলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🥀

বন্ধুদের "নিচে আয়" থেকে "অনলাইন আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজ হাতে "অ্যালার্ম বন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂🌸

"খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে" দেওয়া থেকে "মন ভেঙে চুরমার" হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!💔🙂

"চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

"আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি বুঝার আগেই অনেক বড় হয়ে গেলাম!🙂

05/05/2023

তোমার কথা ভাবার জন্য যদি টাকা পেতাম...!! 😾

তাহলে আজ আমি কোটিপতি হতাম..!!🙂🐸

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️ ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ...
04/05/2023

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️
ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।
বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।
মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-
👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।
👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।
👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।
👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।
👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।
👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।
এই লেখাটি আমার নয়।এটি একটি সংগৃহীত পোস্ট। লেখাটা দেখে মনে হলো আমার পেইজে শেয়ার করলে অনেকেই জানতে পারবেন।তাই সবাইকে সচেতন করার উদ্দেশ্যে লেখাটি শেয়ার করলাম।
ডাঃ মোঃ ফেরদৌস রায়হান
সহকারী অধ্যাপক,( অর্থোপেডিক সার্জারী)।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বরিশাল।

ভরসা সবসময় আল্লাহর উপর রাখাই উত্তম। 🙂তিনিই সবকিছুর কারিগর । 💰🖤
01/05/2023

ভরসা সবসময় আল্লাহর উপর রাখাই উত্তম। 🙂

তিনিই সবকিছুর কারিগর । 💰🖤

-- একজন মানুষের সফলতায় প্রমাণ করে সে কতটুকু পরিশ্রমী! -- পরিশ্রম কখনো বেইমানি করে না।শ্রম দিবসের শুভেচ্ছা।
01/05/2023

-- একজন মানুষের সফলতায় প্রমাণ করে সে কতটুকু পরিশ্রমী!
-- পরিশ্রম কখনো বেইমানি করে না।
শ্রম দিবসের শুভেচ্ছা।

01/05/2023

১০০ কোটি টাকা থাকলে ৫০ কোটি ব্যাংকে রাখতাম। ২৫ কোটি ব্যবসায় লাগাইতাম। ৫ কোটি দিয়া বাড়ি কিনতাম।

বাকি রইলো ২০ কোটি। এই ২০ কোটি টাকার ১কোটি দিতাম আব্বুর একাউন্টে, ১ কোটি দিতাম আম্মুর একাউন্টে আর ছোটবোনের নামে ১ কোটি উইল করতাম। ৩ কোটি দিয়া একটা বাড়ি কইরা দিতাম ওদের, সাথে ৩ কোটিতে দুইটা মিডরেঞ্জের গাড়ি আর একটা মিনিবাস। আর ১ কোটি টাকায় গ্রামে জমি কিনা রাখতাম।

এখনো ১০ কোটি বাকি। আমার জন্য একটু দামী গাড়ি কিনতাম, ৩ কোটিতে। ৩ কোটি দিতাম জামাই এর একাউন্টে। ১ কোটি টাকা দিয়া জামাকাপড় আর স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতাম। ২ কোটি দিয়া ওয়ার্ল্ড ট্যুর দিতাম। আর ১ কোটি টাকা দিয়া ঢাকায় কোনো ছিমছাম এলাকায় একটা ছোট্ট কফিশপ দিতাম।

হ, ভাই, এম্নেই ডে ড্রিমিং করি সারাদিন।

একজন সচেতন পরীক্ষার্থী সব সময় তার প্রয়োজনীয়  কাগজপত্র ও তবারুকের ব্যাপারে সচেতনতা বজায় রাখে!! 😋
30/04/2023

একজন সচেতন পরীক্ষার্থী সব সময় তার প্রয়োজনীয় কাগজপত্র ও তবারুকের ব্যাপারে সচেতনতা বজায় রাখে!! 😋

🤣🤣 থ্রেড 😅
30/04/2023

🤣🤣 থ্রেড 😅

আপনি আমি অন্য কাউকে ভালো ভাবলে, তাদের কাছ থেকে ভালো কিছুই আশা করা যাবে!
29/04/2023

আপনি আমি অন্য কাউকে ভালো ভাবলে, তাদের কাছ থেকে ভালো কিছুই আশা করা যাবে!

14/04/2023

Boom boom

14/04/2023

টেকনাফ নাফ নদী...

12/04/2023

Dear সূর্য মামা ☀️

রাতে কি মামির সাথে ঝগড়া হয়! 😹😹

দিনে এসে এতো গরম দেখাও!😒😒😢

12/04/2023

🖤

Happy Birthday my inspiration Mr. Imran Nazir  🖤Best wishes for you 💙May Allah Bless you 🤗   💙Keep me in your prayers 🥺
11/04/2023

Happy Birthday my inspiration Mr. Imran Nazir 🖤
Best wishes for you 💙
May Allah Bless you 🤗
💙
Keep me in your prayers 🥺

11/04/2023

হালোগাইট্টে মুরির টিন!

11/04/2023

Don't Disturb

10/04/2023

সেতু! 🤣

06/04/2023

যারে নিয়ে মানুষ দুঃখ প্রকাশ করবে, তার কথায় মানুষ আবার হাসবেও!
কেন??

আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গৌরব। 🖤
04/04/2023

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের গৌরব। 🖤

আলহামদুলিল্লাহ
দুবাই বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগীতায়
প্রথমস্থান অধিকার করেছে স্নেহের সালেহ আহমাদ তাকরিম।

04/04/2023

আল্লাহ মাফ করুক সবাইকে!
এমন ভয়াবহ দৃশ্যের সাথে আর কাউকে মুখোমুখি না করুক।
#ঢাকা #বঙ্গবাজার_আগুন 😢

Address

Teknaf Highway
Cox's Bazar
4750

Telephone

+8801700872542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Is Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Is Creation:

Videos

Share


Other Cox's Bazar media companies

Show All