মনটা খুব উদাস। মানুষের মাঝ থেকে হারিয়ে যাবো কোনো এক বিশাল এক অন্ধকার ঘরের, সিগারেটের ধোঁয়া কলিজা পড়ার গন্ধ মানুষ বুঝাবে হয়তো বা মৃত্যু মানুষ গান গাইছে গুনগুন করে
confession no 113
From : তুমার পরিচিত কেও।
অন্য দের মতো এটা বলবো না যে আমি তুমাকে প্রথম দেখাতেই প্রেমে পরে গেছি। কিন্তু হে তুমাকে আমি যখন প্রথম দেখে ছিলাম তখন মনে হয়ে ছিলো তুমি অনেক রাগি। আর এখনো আমার এটাই মনে হয়। কিন্তু আমি যে তোমর ছোট এটায় প্রবলেম যার করনে তুমি আমায় বাবু,পিও,বাচ্চা বলে ডাকো এমনে এগুলা ভালোয় লাগে।
তোমার বাবরী চুল পছন্দ তাই আমি চুল কাটা বন্ধ করে দিয়েছি যার করনে স্কুলে আমার লাস্ট বেঞে বসে লুকে থাকতে হয়।
তুৃমি একটু রাগী কিন্তু তুমি সুন্দর মনের মানুষ
তুমি আমাকে ছোট বলে যে স্নেহ ভালোবাসা দেখাও সত্যি বলতে অনেক ভালো লাগে।
তুৃমি একজন সুন্দর মানের মানুষ তোমার মনের সব আশা যেনো পূরণ হয়
আর হ্যা আরেকটা কথা আমি কিন্তু পাগল নাহ।
confession no ১০৮
maria Rahman Mishu
প্রিয়,,, হয়তো চিঠি দেওয়া মানুষটাকে চিনবেনা,,
তবে এই যে আমার হুটহাট সবকিছু স্বাভাবিক থাকার পরেও অস্বস্তি অনুভব হয় এর কারণ টা তুমি। হাসতে হাসতে হাসির মাঝখানে হঠাৎ থেমে গিয়ে চুপ হয়ে যাওয়ার কারণ টা তুমি।
তোমার কথা মনে পড়লে কেমন যেনো এলোমেলো হয়ে যাই আমি৷ ভালো লাগে এই ভালো লাগার মাঝে আবার আচমকা শূন্যতা অনুভব করি। তোমার নাম শুনলে এখনও চলতি অবস্থায় দাঁড়িয়ে যাই।
এই যে তোমাকে ঘিরে এতকিছু ঘটে, অথচ তুমি আমার জীবনের ছিটেফোঁটা তেও নেই। তুমি জানোই না তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কতবার কত ভুল পথে ঢুকে পরেছি। মস্তিষ্কে কত জ্যামজট লেগে আছে তুমি মানুষ টা ঘিরে, ★তুমি জানোই না।
আচ্ছা অসুবিধে নেই, এইসব নাহয় তোমার অজানাই থাকলো। কিন্তু তোমাকে কতটা ভালোবাসি তা নির্ঘাত তোমার জানা। এত ভালোবাসার পরেও কি তোমার কখনো "আমার" হতে মন চায়নি, বাহ জানতে চাওনি কেন এতো কথা বলার ইচ
To : mishu
Aakho ka aitbar na krna!
kee aakho ka aitbar na krna..
uthe toh katal e aam krti h*
Koi inki nigaaho Pe pehra lgao yaro ! Ye
nigaaho se hie dakeiti ka kam krti h
পরিচয় আমি দিবো না,,কারণ আমাদের পরিচয় এর মধ্যে লুকিয়ে আছে হাজার ও খুনসুটি
তুমি মেয়েটাকে আমি এতো ভালোবাসি কারণ তোমার সরলার জন্য একটা মেয়ে এতো ভালো আর সহজ সরল হতে পারে কেমনে তা আমার জানা নেই
যার কারণে আমি বার বার তোমার প্রেমে পরি
তুমি যেমন মিষ্টি তেমন সুন্দর,, আর তোমার এই মন খারাপেও মিষ্টি হাসিটা তো একদম মন চুরি করে ফেলে আমার😊💗
তুমি সবসময় এভাবে ই হাসিখুশি থাকো
তোমার এভাবে হাসতে দেখে আমার অনেক ভালো লাগে আর আমি অনেক টা শান্তি ও পাই
তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে ই মনের ঘন্টা টা বেজেছিলো
আজকে তো প্রায় কয়েক মাস ই হয়ে গেলো
তাও ভালোবাসি কত টা বলা হয়নি
আমি এই সরলতার জন্য ই ভালোবাসি
তুমি আমার আকাশের বুকে বিশালতার উপমা মিসসসসসসসসসসসসসসসসসসসসসসুুু 😭🤍