HM Rakibul Islam Munim Khan Blogs

HM Rakibul Islam Munim Khan Blogs HM Munim Khan প্রতিশোধ নয়। - ক্ষমা হলো ইসলামের মুল আদর্শ। Amuya
kathaliya Jalokathi

প্রত্যাশা বিহীন মানুষ হয়না,সমস্যা বিহীন জীবন হয়না....তবুও জীবন মানে এগিয়ে চলা........❤️.Mohammad Rakibul Islam...
29/02/2024

প্রত্যাশা বিহীন মানুষ হয়না,
সমস্যা বিহীন জীবন হয়না....

তবুও জীবন মানে এগিয়ে চলা........❤️
.Mohammad Rakibul Islam...

18/10/2023

যোগাযোগ : 01763-357274
13/10/2023

যোগাযোগ : 01763-357274

তোমার শক্তি কে জাগ্রত করো ,হেরে যাও,তবু থেমে যেওনা.. জীবনের পথে বাঁধা আসবেই, কিন্তু কোনো বাঁধা তোমার পথ আটকাতে পারবে না।...
06/10/2023

তোমার শক্তি কে জাগ্রত করো ,হেরে যাও,তবু থেমে যেওনা.. জীবনের পথে বাঁধা আসবেই, কিন্তু কোনো বাঁধা তোমার পথ আটকাতে পারবে না।✅
....

সফল হওয়ার জন্য বেশি কিছুর।.... প্রয়োজন হয় না।.....শুধু ....? লক্ষ্য উদ্দেশ্য পরিশ্রম ধৈর্য যথেষ্ট।....happy freelanci...
25/09/2023

সফল হওয়ার জন্য বেশি কিছুর।.... প্রয়োজন হয় না।.....
শুধু ....?
লক্ষ্য উদ্দেশ্য পরিশ্রম ধৈর্য যথেষ্ট।....

happy freelancing.... .sylhet.. Tur chilo...✅
..( 23..9..202আবারো একতরিত হবো অক্টোবারে সাজেক টুরে।🎉🎉
ইনশাআল্লাহ। 🥰🥰

🍂 নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে করণীয়: *১। আগে সালাম দেয়া। *২। হাসিমুখে কথা বলা।*৩। শুনতে হবে বেশি, বলতে হব...
05/09/2023

🍂 নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে করণীয়:

*১। আগে সালাম দেয়া।
*২। হাসিমুখে কথা বলা।
*৩। শুনতে হবে বেশি, বলতে হবে কম।
*৪। তামাশার ছলেও কখনো মিথ্যা না বলা।
*৫। ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চাওয়া।
*৬। অকারণে বেশি হাসা ঠিক নয়।
*৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলা।
*৮। আগে অন্যের কথা শুনতে হবে, তারপর নিজেরটা বলা।
*৯। কোনো বিষয়ে তর্কে না জড়ানো।
*১০। কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা না করা।

*১১। রাগ নিয়ন্ত্রণে রাখা।
*১২। কেউ ভুল করলে ক্ষমা করা।
*১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করা।
*১৪। কথা দিয়ে কথা রাখা।
*১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখা।
*১৬। না পারলে জোর করে না খাওয়া।
*১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দেওয়া।
*১৮। মুখ ও শরীর গন্ধমুক্ত রাখা।
*১৯। চরিত্র সুন্দর রাখা।
*২০। ব্যবহারে নম্রতা বজায় রাখা।

মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন।🤲🎗️

18/07/2023

দারি।🤲🤲

18/07/2023

🤔🤔

18/07/2023

🥹🥹

💢রাস্তা ছাড়েন প্লিজ!          কই যাইবেন মিস?ওষুধ আনতে ভাই!           আজ তোরেই চাই।দোষটা কি আমার?          তুই রসের খামার...
26/06/2023

💢
রাস্তা ছাড়েন প্লিজ! কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই! আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই রসের খামার।

কইরেন না সর্বনাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়। আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু! এখানে নাই জীব-জন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জানোয়ার! মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন! চুপ! করবো কিন্তু খুন।
নরপিশাচ একটা তুই। আয় সর্বাঙ্গে তোর ছুঁই।
বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জানোয়ারটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গোঙাতে গোঙাতে বলতে লাগলো—

একটু পানি যদি পাই! হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষণ পর হবি লাশ!
জীবনটা দেন ভিক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রাণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধর্ষক বেঁচে যায়!ধর্ষণ করে যায়! এর নাম বাংলাদেশ।

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো নেই 😢😥

#ধর্ষক

অজুহাত দেখানো এই কাজটি আমরা প্রায় সবাই করে থাকি। জীবনে পরিবর্তন আনতে চাইলে এই বদ অভ্যাসটিকে বিদায় জানান। অজুহাত দেখানো আ...
25/05/2023

অজুহাত দেখানো

এই কাজটি আমরা প্রায় সবাই করে থাকি। জীবনে পরিবর্তন আনতে চাইলে এই বদ অভ্যাসটিকে বিদায় জানান। অজুহাত দেখানো আপনাকে দায়িত্ব থেকে দূরে রাখবে। যা আপনার জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই অজুহাত না দেখিয়ে কাজের দায়িত্ব নিতে শিখুন।

জীবনে উন্নতি করতে চাইলে কিছুটা চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে চলতে হবে। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রয়োজন আত্মবিশ্বাস। নিজেকে ভালোবেসে এগিয়ে চলুন, সফলতা আসবে খুব দ্রুত।

এই কাজ আমরা সবাই করি। আরেকটু সহজ করে বলতে যাকে আলসেমি বলে। সাধারণত মানুষ দুই সময়ে গড়িমসি করে। যখন করার মতো কোনো কাজ হাতে...
25/05/2023

এই কাজ আমরা সবাই করি। আরেকটু সহজ করে বলতে যাকে আলসেমি বলে। সাধারণত মানুষ দুই সময়ে গড়িমসি করে। যখন করার মতো কোনো কাজ হাতে থাকে না। আর যখন একসঙ্গে অনেকগুলো কাজ হাতে থাকে। কথা হলো, কোনো কাজ করার ক্ষেত্রে আলসেমি করলে তা একসময় স্ট্রেস বাড়িয়ে দেয়। অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।

আজ থেকে গা ঝাড়া দিয়ে কাজ শুরু করুন। কোনো কাজ ফেলে রাখবেন না। অনেকগুলো কাজ হলে কখন কোনটি করবেন তা আগেই পরিকল্পনা অনুযায়ী গুছিয়ে নিন। জীবনের প্রয়োজনে হয়তো এমন কাজও আপনাকে করতে হবে যা আপনার পছন্দ নয়। তবুও থেমে গেলে চলবে না।এই কাজ আমরা সবাই করি। আরেকটু সহজ করে বলতে যাকে আলসেমি বলে। সাধারণত মানুষ দুই সময়ে গড়িমসি করে। যখন করার মতো কোনো কাজ হাতে থাকে না। আর যখন একসঙ্গে অনেকগুলো কাজ হাতে থাকে। কথা হলো, কোনো কাজ করার ক্ষেত্রে আলসেমি করলে তা একসময় স্ট্রেস বাড়িয়ে দেয়। অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।

আজ থেকে গা ঝাড়া দিয়ে কাজ শুরু করুন। কোনো কাজ ফেলে রাখবেন না। অনেকগুলো কাজ হলে কখন কোনটি করবেন তা আগেই পরিকল্পনা অনুযায়ী গুছিয়ে নিন। জীবনের প্রয়োজনে হয়তো এমন কাজও আপনাকে করতে হবে যা আপনার পছন্দ নয়। তবুও থেমে গেলে চলবে না।

ইংরেজিতে ভয় আর নয়🤔🤔 💯মজায় মজায় ইংরেজি শেখা 💯বাংলা শিখেছি যেভাবে ইংরেজি শিখবো সেভাবে🥰স্পকেন ইংলিশ শিখার সুবিধা :১:জবের অপ...
25/05/2023

ইংরেজিতে ভয় আর নয়🤔🤔
💯মজায় মজায় ইংরেজি শেখা 💯
বাংলা শিখেছি যেভাবে ইংরেজি শিখবো সেভাবে🥰
স্পকেন ইংলিশ শিখার সুবিধা :
১:জবের অপারচুনেটি বারে
২:ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রে বায়ারের সাথে কমিউনিকেশন করতে সহজ হয়।
৩:ফ্লুয়েন্টলি কথা বলতে পারা, ইত্যাদি
JOIN OUR SPOKEN ENGLISH LIVE Class
Classes will begin on May 26
Time:03:00 PM
👉Take The Opportunity✌️
💥


07/05/2023

যারা ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের জন্য অনেক বেশি অভিনন্দন ও দোয়া। আলহামদুলিল্লাহ আমিও ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি,,, প্রতিনিয়ত শিখছি ইনকাম ও করছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব অল্প সময়ে ইনকাম করতে পারবেন। যে যেখানেই করেননা কেন আমি বলবো শুরু করে দিন,, আমি আমার জায়গা থেকে সবোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করার ইনশাআল্লাহ।
Inbox

Address

Cox's Bazar

Telephone

+8801763357274

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Rakibul Islam Munim Khan Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All

You may also like