Muhammad Hanif

Muhammad Hanif Department of Geography and environmental science. Begum Rokeya University, Rangpur

 #কেনজবাব? ১.সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।জন্ম থেকে মৃত্...
10/09/2024

#কেন

জবাব?

১.
সম্পূর্ণ নগ্ন অবস্থায় জন্মিত শিশুকে চাদরে জড়ানো হয়, আবার সম্পূর্ণ নগ্ন মৃতকেও জড়ানো হয় কাফনে।
জন্ম থেকে মৃত্যু কিংবা সৃষ্টি থেকে কিয়ামাত মহান আল্লাহ আমাদের শালীন, আবৃত ও সতর ঢাকতে আদেশ করেছেন। তাই সালটা ০০০১ হউক বা ২০২৪ নারীদের সর্বদাই আবশ্যিকভাবে পর্দা করতেই হবে।

২.
আর আমাদের প্রতিটি নারীই আমাদের রাজকুমারী, আমাদের মণিমুক্তা! আর প্রতিটি মুক্তাই নিরাপদ প্রাচীরে বেষ্টিত থাকে।

৩.
আমরা আমাদের নারীদের দেহ বেশ্যাখানার পতিতাদের ন্যায় প্রদর্শন করি না। কারণ তারাই আমাদের পোষাক, আর আমরা তাদের!

আরও শিখতে ও বুঝতে চাইলে আপনাকে পবিত্র হয়ে, জুতা খুলে, হাঁটু গেরে, মাথা নিচু করে আহলে ইলমদের মাজলিসে বসতে হবে। কারণ জ্ঞানের কাছে আসতে হয়,জ্ঞান কারো কাছে যায়না!

লেখা: আবু ত্বহা মুহাম্মদ আদনান

09/09/2024

আপনার প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই/বন্ধদের ভালোবাসা দেখে আসেন।
লিংক কমেন্টে বক্সে 👇

এটাই সেই ভা*রত❗ ভা*রত নিয়ন্ত্রিত জ*ম্মু ও কা*শ্মীরের আট বছরের মুসলিম শিশু আসিফা বানুকে ১ সপ্তাহ ধরে মন্দিরের ছোট্ট করিডো...
16/08/2024

এটাই সেই ভা*রত❗

ভা*রত নিয়ন্ত্রিত জ*ম্মু ও কা*শ্মীরের আট বছরের মুসলিম শিশু আসিফা বানুকে ১ সপ্তাহ ধরে মন্দিরের ছোট্ট করিডোরে অ|টকে রেখে ছিলো মনে আছে!?

তাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধ*র্ষণ করার পর পাথর ছুড়ে হ*ত্যার আগে আবারও ধ*র্ষণ করা হয়েছিল!

কতই না নিকৃষ্ট জাতি এরা‼️

আর মৌমিতার ❓

আন্দোলন, শপথ গ্রহণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার পরিদর্শন, গ্রাফীতি সবকিছুর পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা বলতেছে সেটার পক্ষে...
15/08/2024

আন্দোলন, শপথ গ্রহণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার পরিদর্শন, গ্রাফীতি সবকিছুর পক্ষে ছিলাম,
কিন্তু এখন যেটা বলতেছে সেটার পক্ষে নেই

Loud and clear

হুজুর হয়ে এই কাজ করছ কেন?হুজুর হয়ে ওটা করছ কেন?'হুজুর' শব্দটি কুরআন-হাদীসে আমরা কোথাও পাই না। বাংলাদেশে প্রচলিত অর্থে এই...
13/08/2024

হুজুর হয়ে এই কাজ করছ কেন?
হুজুর হয়ে ওটা করছ কেন?

'হুজুর' শব্দটি কুরআন-হাদীসে আমরা কোথাও পাই না। বাংলাদেশে প্রচলিত অর্থে এই শব্দটি দিয়ে একসময় শুধু মাদ্রাসার আলিম ও তালিবুল ইলম শ্রেণির মানুষদের বোঝানো হতো। তবে পরবর্তীকালে কিছু নির্দিষ্ট ইসলামী চিহ্নধারী সকল মানুষকেই 'হুজুর' বলে ডাকা প্রচলিত হয়ে যায়। সেসব ইসলামী চিহ্ন পুরুষদের ক্ষেত্রে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, জোব্বা ইত্যাদি। নারীদের ক্ষেত্রে বোরকা, আবায়া, হিজাব, নিকাব ইত্যাদি। তার মানে মাদরাসা বা জেনারেল শিক্ষিত-যে কেউই এখন 'হুজুর' বলে সমাজে পরিচিত হতে পারে।

তো বাহ্যিক এই চিহ্নগুলো ধারণ করা মানুষদের কাছ থেকে স্বভাবতই প্রত্যাশা থাকে যে তারা ইসলামী নিয়ম-কানুন মেনে চলবে, অন্তত অন্য আর দশজনের চেয়ে বেশি। কিন্তু সেই মেনে চলার সীমানাটা কতটুকু, তা নিয়ে আমাদের সমাজ কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি। তাই এই হুজুরদের কোনো জায়িয বা মুবাহ কাজ করতে দেখলেও অন্যেরা প্রশ্ন করে বসে, "হুজুর হয়ে এই কাজ করছ কেন?", "হুজুর হয়ে ওটা করছ কেন?" ইত্যাদি। এ ধরনের প্রশ্নের আরেকটি সমস্যা হলো, মানুষ ধরে নিচ্ছে হুজুরদের জন্য এক রকম শরিয়ত, অ-হুজুরদের জন্য আরেক রকম শরিয়ত। অথচ "হুজুর হয়ে” যেটা করা হারাম, "মুসলিম হয়ে"ই সেটা করা হারাম। "হুজুর হয়ে” যেটা করা অশোভনীয়, "মুসলিম হয়ে"ই সেটা করা অশোভনীয়।

যে বৈষম্যের কথা কেউ বলে না: কোটা-কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরো অনেক বৈষম্য বিরাজমান আছে। নতুন বাংলাদেশে...
11/08/2024

যে বৈষম্যের কথা কেউ বলে না:

কোটা-কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরো অনেক বৈষম্য বিরাজমান আছে। নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক, এই কামনা সবার।

দুঃখের বিষয় হলো, কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ-আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না। সেটি হলো, দাড়ি-টুপি-হিজাব এবং এর ধারক-বাহকদের প্রতি বৈষম্য। এদেশের মাদরাসা শিক্ষার্থী ও আলেমগণের সাথে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে।

আমাদের নবীজী সা. যে কয়টি গুরুদায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই।

বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকওয়া ও আল্লাহভীরুতা-ভিত্তিক সততার মাধ্যমে।

অথচ নবীজীর এই শিক্ষার প্রচারক ও ধারক-বাহকদের সাথেই বৈষম্য করা হয় সব থেকে বেশি।

☑️ আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতীবদের জন্য সে রকম কোনো ব্যবস্থা নেই।

☑️ অন্যদের ছোটখাটো অবদানও অনেক ফলাও করে প্রচার হয়। অথচ আলম-সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকেও অবজ্ঞার চোখে দেখা হয়। শুধু মাদরাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বা পদোন্নতি বঞ্চিত হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে।

☑️ এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে। অথচ কনসার্টের চেয়ে কয়েকগুণ বেশি লোকের উপস্থিতির মাহফিলগুলো মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে।

☑️ বাজেটের সময় সব শ্রেণি-পেশার মানুষ, এমনকি রিকশাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয়। অথচ আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে আমার জানা নেই।

☑️ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অংশগ্রহণ দেখা যায়, যারা এদেশের এক শতাংশ মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না। অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলেমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না।

☑️ সকল যোগত্য থাকার পরও একজন টুপি পরিহিত বা শ্মশ্রুশোভিত যুবক যদি সংবাদ পাঠক হতে চায়, তাকে কি সংবাদ পাঠ করতে দেওয়া হবে? এটা কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয়?

☑️ এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল, সবখানে দাড়ি-টুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন। ইসলাম ও ইসলামপন্থীদের সাথে বিমাতাসুলভ আচরণ এই সমাজের সাধারণ চিত্র। আমরা এই বৈষম্যের অবসান চাই।

নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন দিনের এই সন্ধিক্ষণে আমরা চাই, অন্যান্যদের পাশাপাশি ইসলাম ও ইসলামপন্থীদের সাথে চলা সব ধরনের বৈষম্যের অবসান ঘটুক। নতুবা বিশাল জনগোষ্ঠী এভাবে জুলুম ও বৈষম্যের শিকার হতে থাকলে জমানো ক্ষোভ এক সময় বিস্ফোরণের রূপ ধারণ করবে।

©

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল।  গল্পের খাতিরে যদিও কিছু কিছু পর...
05/06/2024

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল।

গল্পের খাতিরে যদিও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে।তবুও তো ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

কি নেই এ সিরিজে!
মায়া,মহব্বত, আবেগ,রাগ, অভিমান, রাজনীতি, ষড়যন্ত্র, কলা-কৌশল, টেনশন,বিনোদন গাদ্দারী,অফাদারী,মারামারি, হারানোর বেদনা, পাওয়ার আনন্দ,এক কথায় সব আছে সব।

হ্যাঁ, একটা জিনিস নাই।
আর সেটা হলো-নগ্নতা বা অশ্লিলতা।অশ্লিলতার রেশ মাত্র নেই

এর থেকে শেখারও কিছু আছে-

➤১/ লক্ষ্য ও চেষ্টা অটুট থাকলে যাযাবর কবিলা থেকে উঠে এসেও সম্রাজ্য প্রতিষ্ঠা করা যায়

➤২/ আমার জন্য জীবন দিতে পারে এমন মানুষের কাছেও সব কথা বলা যাবে না।

➤৩/ কিছু কথা সময় মতো বলতে হয়,সময়ের এক মিনিট আগেও না।

➤৪/ প্রচন্ড ধৈর্য ছাড়া সফলতার চেহারা থেকে নিকাব সরানো যায় না।

➤৫/ দুশমন এর চাইতে কয়েকগুণ বেশি ক্ষতি করে আমাদের আশেপাশে থাকা বন্ধুরূপী কিছু বিশ্বাসঘাতক।

➤৬/ বিপদে ভেঙে পড়তে নেই।বিপদ যত বড়ই হোক,তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।

27/05/2024
27/05/2024

Burak Ozcivit (উসমান বে) now in Bangladesh ❤

27/01/2024

Volcanic Eruption
Software uses: Illustrator & After Effects
Resources: Free pick

22/01/2024

Text Animation

21/01/2024
Earlier when I saw this picture.... didn't understand the meaning behind it... .It turns out that the cat has seen a sna...
16/09/2023

Earlier when I saw this picture.... didn't understand the meaning behind it... .

It turns out that the cat has seen a snake's tail sticking out of a small hole and the cat thought that it was a rat's tail, so he wanted to pull it and tease it until it came out... .

Then I realized that... This photo is the work of the famous Italian illustrator Marco Melgrati,

the meaning of his painting: "You never know who you're playing with, without knowing the risks, because we are packed with today's qualities like ignorance, show-off, hard work, quick solutions etc.".

In today's fast & busy life, what we see is only a tiny fraction of the truth....

If we see others suffering of health closely, their lives burdens on others, chasing hope, counting days, away from joy of celebrations, away from charm & professionalism etc. etc.

What are we doing ?? We consider health conditions as rat's tail & never guess that the real cobra behind the wall.

So give priority to your health.
Never ignore your health conditions.
Don't play with cobra's tail by considering it as a rat's tail.
Finally, life does matter, so health is important.

Remember this picture: You can't see the whole picture. If you could see the whole picture, you would understand that what we think of small, is actually much bigger than us.

So let's take care of your health conditions & stay healthy.
Hopefully by sharing this you can help build awareness of wellbeing.

Health is the new luxury of this era...

(Copied)

মাথায় রাইখেন 😎
30/07/2023

মাথায় রাইখেন 😎

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Hanif:

Videos

Share


Other Digital creator in Cox's Bazar

Show All