ABRAR Assalamualaikum
Everyone.
(2)

Big shout out to my new rising fans! Mst Nafesa Akter Borsha
01/02/2025

Big shout out to my new rising fans! Mst Nafesa Akter Borsha

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Khairul Sarder, Md Monirul Zaman, Md Musa Ibrahim, SN ...
01/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Khairul Sarder, Md Monirul Zaman, Md Musa Ibrahim, SN Sojib Ahmed, Susanta Skd, Mariya Noor, Orpa Rahman, Md Hossain Khan, Samima Islam, MD Tanim Ali, Md Juyel, T Samim, MD Shihab Islam, MD Jakir Mir, H M Juwel Rana, Rabby Patouwary, Trisha Akther, Yusup Ali, Bisakto Sele

একটা বিড়াল, একটা হাসি, আর এক নতুন শুরু… গতকাল রাতে কল্পনার ফোন—“ভাইয়া, আমাদের ছুটি হয়ে গেছে। কালকে বাড়ি চলে যাবো… আপনে ব...
30/01/2025

একটা বিড়াল, একটা হাসি, আর এক নতুন শুরু…

গতকাল রাতে কল্পনার ফোন—

“ভাইয়া, আমাদের ছুটি হয়ে গেছে। কালকে বাড়ি চলে যাবো… আপনে বিড়ালটা নিয়ে আসবেন না?”

কল্পনার কথা মনে আছে আপনাদের? সেই ছোট্ট কল্পনা, যে বসুন্ধরা আবাসিক এলাকায় ভ-য়া-ব-হ নি-র্যা-তনের শি-কার হয়েছিল। চার বছরের দুঃসহ য-ন্ত্র-ণা শেষে, তিন মাসের চিকিৎসা আর স্নেহ-মমতার পর, সে এবার বাড়ি ফিরছে। কিন্তু যাওয়ার আগে তার একটা ছোট্ট চাওয়া— একটা বিড়াল!

একটা বিড়াল, যে কল্পনাকে নির্যাতনের অতল গহ্বর থেকে উদ্ধার করতে বড় ভূমিকা রেখেছিল। সেই ঘটনার পর থেকে বিড়ালের প্রতি তার এক অন্যরকম টান তৈরি হয়। পরিচয়ের পর থেকে গত তিন মাসে কল্পনা আমার অসংখ্য আবদার করেছে, আমরাও চেষ্টা করেছি সবটুকু পূরণ করতে । তাই এই শেষ আবদারটাও পূরণ হবে— এই বিশ্বাস নিয়েই সে ফোন করলো।

কিন্তু আমি তখন চট্টগ্রামে… জানালাম, বিদায়ের মুহূর্তে তার কাছে যেতে পারবো না। মন খারাপ হলো কল্পনার, গলায় অভিমান ঝরে পড়লো। সান্ত্বনা দিয়ে বললাম, “আমি হবিগঞ্জে আসবো কল্পনা, তোমাকে স্কুলে ভর্তি করাবো। তুমি মন খারাপ করোনা।”

ফোন রাখার পরেই ছোটভাই মনিরকে ফোন দিলাম। জানতাম, মনির নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। মনিরও আশ্বস্ত করলো— “ভাইয়া, চিন্তা কইরেন না। আজ রাতেই কল্পনার কাছে বিড়াল পৌঁছে যাবে!”

রাত ১২টার দিকে মনির রনিকে সাথে নিয়ে তার বাসার ছোট্ট বিড়ালছানাটি কল্পনার হাতে তুলে দিলো…
আর বিড়ালটা পেয়েই কল্পনার মুখে রাজ্যের হাসি!

কিন্তু ফোনে যখন কথা বলতে এলো, ওর গলা ধরে এলো, কান্না যেন বেরিয়ে আসতে চায়… তবে এই কান্না কষ্টের নয়, আনন্দের… ভালোবাসার…

ভালো থেকো কল্পনা, আমরা সবাই তোমার পাশে আছি।❤️

আপনার মতামত কি??
29/01/2025

আপনার মতামত কি??

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Khairul Sarder, Md Monirul Zaman, Md Musa Ibrahim, JM ...
29/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Khairul Sarder, Md Monirul Zaman, Md Musa Ibrahim, JM Rakib Khan, SN Sojib Ahmed, Susanta Skd, Mariya Noor, Orpa Rahman, Md Hossain Khan, Samima Islam, MD Tanim Ali, Md Juyel, T Samim, MD Shihab Islam, MD Jakir Mir, H M Juwel Rana, Rabby Patouwary, Trisha Akther, Yusup Ali, Bisakto Sele

28/01/2025
এই যে ইবতেদায়ীর শিক্ষক-শিক্ষিকারা যে মার খেয়েই কনকনে ঠান্ডা,এই শীতের মধ্যে এখনো শাহবাগে পড়ে আছে, এদের নিয়ে কথা বলার ...
28/01/2025

এই যে ইবতেদায়ীর শিক্ষক-শিক্ষিকারা যে মার খেয়েই কনকনে ঠান্ডা,এই শীতের মধ্যে এখনো শাহবাগে পড়ে আছে, এদের নিয়ে কথা বলার কেউ নেই 😓😢

শিক্ষা উপদেষ্টা, সচিব, অন্যান্য উপদেষ্টা, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, কেউ কি কথা বলবে না?

আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর....😓😢

শিক্ষা গুরুর মর্যাদা
আমার শিক্ষকরা এভাবেই অবহেলিত হবে?
আর ছাত্ররা ক্ষমতায় গিয়ে মহান শিক্ষকদের কথা ভুলে গেছেন....?

এতো অবহেলা, এতো ঘৃণা!


©

জীবন নাটকের চেয়েও নাটকীয়মাত্র ১৫ দিনের পরিচয়ে ১৬ বছর অপেক্ষা!!! 🥰বিডিআর জোয়ান মোতাহার হোসেন মানিক,, ৬ মাসের চাকরি ট্রেনি...
27/01/2025

জীবন নাটকের চেয়েও নাটকীয়

মাত্র ১৫ দিনের পরিচয়ে ১৬ বছর অপেক্ষা!!! 🥰
বিডিআর জোয়ান মোতাহার হোসেন মানিক,, ৬ মাসের চাকরি ট্রেনিং শেষে বাড়িতে আসলে বাবা বায়না করে বিয়ের জন্য,,, বিয়ে করে মাত্র ১৫ দিনের সংসার করে যোগদান করে চাকরিতে, তারপরেই বিডিআর হত্যাকান্ডে যেতে হয় জেলে,,,,।১৫ দিনের পরিচয়ে ১৬ বছর অপেক্ষা করেন স্বামীর জন্য, ববি আক্তার।।।
হাজারো পরকীয়ার যুগে এমন ভালোবাসা বিরল,,,হাজারো সালাম আপনাকে ❣️ আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখী ও সুন্দর করুক💝💝

মিডিয়া স*ন্ত্রাস কাকে বলে দেখুন। সবগুলো মিডিয়া এই ছবিগুলো এড়িয়ে গেছে। অথচ অন্যান্য দলের কর্মসূচীতে মহিলাদের গায়ে একটা টো...
27/01/2025

মিডিয়া স*ন্ত্রাস কাকে বলে দেখুন। সবগুলো মিডিয়া এই ছবিগুলো এড়িয়ে গেছে। অথচ অন্যান্য দলের কর্মসূচীতে মহিলাদের গায়ে একটা টোকা লাগলেও বিশাল আকারে ফ্রন্ট পেইজে এই ছবিগুলো ছাপানো হতো।
মিডিয়ার কথা বাদেই দিলাম। রাস্তায় নারীদেরকে নির্মমভাবে লাঠিপেটা করা হয়েছে, অথচ কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া তো দূরের কথা, দুঃখ প্রকাশ করতেও সাহস দেখাচ্ছেনা। এ কেমন স্বাধীনতা? নারীর অধিকার নিয়ে যাঁরা সোচ্চার, আজ তাঁরা কি চুপ থাকার অঙ্গীকার নিয়েছেন?
উপদেষ্টা, নেতা, বা তথাকথিত নারীর পক্ষে দাঁড়ানো সংগঠনগুলোর কেউই এ ঘটনার নিন্দা জানাতে পর্যন্ত সাহস পাচ্ছেনা। তাঁদের মৌনতা কি প্রমাণ করে না যে এরা কেবল মুখে প্রতিবাদের গান গায়, অথচ বাস্তবের সংগ্রামে নেই,,,? এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকেই প্রতিবাদ করতে হবে।

-©সোলাইমান খান

I got 41 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you...
24/01/2025

I got 41 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ঘুম কেড়ে নিলেন মেজর ডালিম!

এইভাবেই আমরা আম মানুষ নিজেদের ক্ষতি করি, কারণ আগামীকাল সকালে যদি আমাদের ফজরের নামাজ মিস হয় এর জবাব কিন্তু ডালিম আংকেল দিবেন না।

আমরা কিছুক্ষণ কান সুখ করেছি মাত্র, এরপর দু'এক দিন এইসব নিয়ে মাতামাতি হবে। নতুন ট্রফিক আসলেই ডালিম চাচ্চুর কথা আমরা ভুলে যাব, কারণ আমরা ভুলে যাই।

আমাদের কি মনে আছে কেন এত্তগুলা মানুষ নিজের জীবন দিয়ে ৭১ থেকে ২৪ এর যুদ্ধ করেছিলো? এখন সব ভুলে আমরা আমরা ক্ষমতা নিয়ে মারামারি করছি, একদল অন্য দলকে কাঁদা ছোঁড়াছুড়ি করছি!

মিলিয়ে নিন ০৫ আগস্টের পরের গত পাঁচ মাসের প্রত্যাশা আর প্রাপ্তি, তাহলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যতক্ষণ আমরা নিজেরা ঠিক হবো না ততক্ষণ আমরা সরকার, দেশ, ইতিহাস থেকে কিছুই প্রত্যাশা করতে পারবোনা।

দেশ নিয়ে ষড়যন্ত্র, আলোচনা, সমালোচনা, ইতিহাস পাতিহাঁস যাইহোক না কেন দিন শেষে আমরা বাংগালি সুযোগ সদ্ধানি জাতি। সুযোগের অভাবে আমরা আম পাব্লিক সত, আর যারা সুযোগ পেয়েছে তাদের আমল নামা সবাই জানেন। দূরনিতি, সব্জন প্রীতি, দখল সব অবাদে চলছে... চলবেই!!

24/01/2025

I gained 16,619 followers, created 761 posts and received 1,424,653 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন...
23/01/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চায়।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"
©

Address

Cottogram
Cox's Bazar
7851

Alerts

Be the first to know and let us send you an email when ABRAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABRAR:

Videos

Share