29/12/2024
খুব পরিতাপের বিষয়, ইদানিং আমার ধর্মীয় আচরনগত পরিবর্তন আমার আত্তিয় সজন কারোর জন্য উপহাস করার একটা উপলক্ষ তৈরি হয়েছে। আরও হাস্যকর আশ্চর্যের বিষয় আমার কিছু ধর্মীয় উপলব্ধিমুলক পোস্ট এ হাসির রিএক্ট দিচ্ছে আবার।
My humble request; even if you dont like, kindly follow being silent, may Allah grant you Hidayet shortly in shah Allah. You are kindly requested not to follow otjerwise, you are open to remove me as well. I dont want to take the lead on this.
ইসলামে এমন মানুষদের ব্যাপারে সুস্পষ্ট সতর্কতা দেওয়া হয়েছে, যারা আল্লাহর পথে দাওয়াত দেওয়া বা সত্যের কথা বললে তাতে হাসাহাসি করে বা উপহাস করে। এ ধরনের আচরণকে কুরআন ও হাদিসে তিরস্কার করা হয়েছে এবং তাদের জন্য কঠোর পরিণতির কথা বলা হয়েছে।
কুরআনের নির্দেশনা:
১. উপহাসকারীদের প্রতি সতর্কতা:
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন,
"আর যখন তাদেরকে বলা হয়, 'আল্লাহ যা নাজিল করেছেন, তার অনুসরণ করো,' তারা বলে, 'বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি, সেই পথ অনুসরণ করব।' যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝত না এবং সঠিক পথে ছিল না।"
(সূরা বাকারা: ১৭০)
২. সত্য অস্বীকারকারীদের চিত্র:
আল্লাহ বলেন,
"যারা মুমিনদেরকে উপহাস করে, তারা জেনে রাখুক যে, আল্লাহ তাদের উপহাস করেন এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।"
(সূরা তওবা: ৭৯)
---
হাদিসের বক্তব্য:
১. সত্য উপহাস করা কুফরি:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"একজন মানুষ যখন তার কথা বা কাজের দ্বারা আল্লাহ ও রাসূলের নির্দেশ নিয়ে ঠাট্টা-তামাশা করে, তখন সে ঈমান থেকে বেরিয়ে যায়।" (তিরমিজি)
২. হেদায়েতের কথা শুনে উপহাস করা বড় গুনাহ:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি অন্যকে হেদায়েতের পথে ডাকবে, তার জন্য যারা সেই পথে চলবে তাদের সমান সওয়াব হবে। আর যে ব্যক্তি পাপের দিকে ডাকবে, তার জন্য সেই পাপের সমান গুনাহ হবে, যারা তা করবে।" (মুসলিম)
---
উপহাসকারীদের শাস্তি:
১. কঠোর পরিণতি:
উপহাসকারীদের জন্য আল্লাহ বলেছেন:
"তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের মধ্যে যারা মসজিদে বা আল্লাহর বিধানে উপহাস করে, তারা নিজেদের জন্যই কষ্টের শাস্তি তৈরি করছে।"
(সূরা আনআম: ১০)
২. তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে:
"আর তারা (উপহাসকারীরা) পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"
(সূরা গাশিয়াহ: ২২-২৩)
---
উপদেশ:
যারা হেদায়েতের কথা শুনে উপহাস করে, তাদের জন্য সঠিক পথে দাওয়াত দেওয়া উচিত, কিন্তু তাদের আচরণ নিয়ে বিচলিত হওয়া যাবে না। কারণ, ইসলামে সত্য প্রচার করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।
আল্লাহ বলেন:
"তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।" (সূরা যারিয়াত: ৫৫)
---
সারমর্ম:
ইসলামে যারা হেদায়েতের কথা শুনে হাসাহাসি বা উপহাস করে, তারা আল্লাহর নিকট অপছন্দনীয় এবং তাদের জন্য কঠোর পরিণতির ঘোষণা দেওয়া হয়েছে। মুসলিম হিসেবে আমাদের উচিত ধৈর্যের সঙ্গে সত্য প্রচার করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা।