Islamic Media

Islamic Media It's a Islamic page .I share here Islamic video .

29/12/2024

খুব পরিতাপের বিষয়, ইদানিং আমার ধর্মীয় আচরনগত পরিবর্তন আমার আত্তিয় সজন কারোর জন্য উপহাস করার একটা উপলক্ষ তৈরি হয়েছে। আরও হাস্যকর আশ্চর্যের বিষয় আমার কিছু ধর্মীয় উপলব্ধিমুলক পোস্ট এ হাসির রিএক্ট দিচ্ছে আবার।

My humble request; even if you dont like, kindly follow being silent, may Allah grant you Hidayet shortly in shah Allah. You are kindly requested not to follow otjerwise, you are open to remove me as well. I dont want to take the lead on this.

ইসলামে এমন মানুষদের ব্যাপারে সুস্পষ্ট সতর্কতা দেওয়া হয়েছে, যারা আল্লাহর পথে দাওয়াত দেওয়া বা সত্যের কথা বললে তাতে হাসাহাসি করে বা উপহাস করে। এ ধরনের আচরণকে কুরআন ও হাদিসে তিরস্কার করা হয়েছে এবং তাদের জন্য কঠোর পরিণতির কথা বলা হয়েছে।

কুরআনের নির্দেশনা:
১. উপহাসকারীদের প্রতি সতর্কতা:
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন,
"আর যখন তাদেরকে বলা হয়, 'আল্লাহ যা নাজিল করেছেন, তার অনুসরণ করো,' তারা বলে, 'বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি, সেই পথ অনুসরণ করব।' যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই বুঝত না এবং সঠিক পথে ছিল না।"
(সূরা বাকারা: ১৭০)

২. সত্য অস্বীকারকারীদের চিত্র:
আল্লাহ বলেন,
"যারা মুমিনদেরকে উপহাস করে, তারা জেনে রাখুক যে, আল্লাহ তাদের উপহাস করেন এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।"
(সূরা তওবা: ৭৯)
---

হাদিসের বক্তব্য:
১. সত্য উপহাস করা কুফরি:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"একজন মানুষ যখন তার কথা বা কাজের দ্বারা আল্লাহ ও রাসূলের নির্দেশ নিয়ে ঠাট্টা-তামাশা করে, তখন সে ঈমান থেকে বেরিয়ে যায়।" (তিরমিজি)

২. হেদায়েতের কথা শুনে উপহাস করা বড় গুনাহ:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি অন্যকে হেদায়েতের পথে ডাকবে, তার জন্য যারা সেই পথে চলবে তাদের সমান সওয়াব হবে। আর যে ব্যক্তি পাপের দিকে ডাকবে, তার জন্য সেই পাপের সমান গুনাহ হবে, যারা তা করবে।" (মুসলিম)
---

উপহাসকারীদের শাস্তি:
১. কঠোর পরিণতি:
উপহাসকারীদের জন্য আল্লাহ বলেছেন:
"তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের মধ্যে যারা মসজিদে বা আল্লাহর বিধানে উপহাস করে, তারা নিজেদের জন্যই কষ্টের শাস্তি তৈরি করছে।"
(সূরা আনআম: ১০)

২. তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে:
"আর তারা (উপহাসকারীরা) পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।"
(সূরা গাশিয়াহ: ২২-২৩)
---

উপদেশ:
যারা হেদায়েতের কথা শুনে উপহাস করে, তাদের জন্য সঠিক পথে দাওয়াত দেওয়া উচিত, কিন্তু তাদের আচরণ নিয়ে বিচলিত হওয়া যাবে না। কারণ, ইসলামে সত্য প্রচার করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।

আল্লাহ বলেন:
"তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।" (সূরা যারিয়াত: ৫৫)
---

সারমর্ম:
ইসলামে যারা হেদায়েতের কথা শুনে হাসাহাসি বা উপহাস করে, তারা আল্লাহর নিকট অপছন্দনীয় এবং তাদের জন্য কঠোর পরিণতির ঘোষণা দেওয়া হয়েছে। মুসলিম হিসেবে আমাদের উচিত ধৈর্যের সঙ্গে সত্য প্রচার করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা।

14/12/2024

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম,
"আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

04/09/2024

"পৌনে তিন বছর মা আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে আমাকে না দেখেই দুনিয়া থেকে চলে গেছেন।"

"আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশ অক্ষত অবস্থায় আমার মা, স্ত্রী, সন্তান পরিবারের কাছে পৌঁছে দিও হে আল্লাহ।"

“আমি গেল আট বছর সেখানে বন্দি থাকা অবস্থায় আকাশ দেখিনি, সূর্য দেখিনি। মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধতো, মনে হত আমার চোখের মনি ফেটে যাবে। হাতকড়া পরা থাকতে থাকতে হাতে ঘা হয়ে যেত। আট বছর আমি এক অন্ধকার ঘরে ছিলাম, পৃথিবীর কিছুই আমি দেখতে পাইনি এ সময়।”

"দক্ষিণ দিকে ছোট দুইটা ভেন্টিলেটর ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত, আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম। তারা ওটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে।"

" আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই"

"আজান হলে আরও বেশি সাউন্ড তারা তৈরি করে, যাতে আমি আজান না শুনতে পারি।"

"আমার মা মারা গেছেন, ছয় ছেলের একজনও সামনে ছিল না। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো মাকে এভাবে কাঁদতে না হয়, আপনারা এর ব্যবস্থা করেন"

গুমের ভিক্টিম ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর রিসেন্ট প্রেস কনফারেন্সে বলা আয়নাঘরের এইরকম বিভৎস বর্ণনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং হাইলাইট করার বিষয় হয়ে দাঁড়ালো তার "রবীন্দ্রনাথের জাতীয় সংগীত পরিবর্তন করতে চাওয়ার স্পর্ধা"। সেজন্য এই আট বছর ধরে গুম হয়ে থাকা মজলুমের উপর আপনার ঝাঁপায়ে পরতে হবে।চারিদিকে এত প্রতিবাদী থাকার পরেও আয়নাঘর কিভাবে এতবছর টিকে ছিল, ভাবলে আর অবাক লাগে না।

Ishrak Ahmed

30/08/2024

মানুষ এত নিষ্টুর হয় কি করে।

25/08/2024

আজ রবিবার সকাল ৮টায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি স্পীলওয়ে গেইট।এতে করে প্রতিটি গেইট থেকে ৬ ইঞ্চি করে পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।এতে করে আতংকিত না হবার পরামর্শ।
📸Anis

24/08/2024

অনেক প্রতিষ্ঠান নিজ কর্মচারীদের ১/২ দিনের বেতন বন্যা দুর্গতদের জন্য দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রবাসীরদের এরকম ঘোষণা অনেক ফ্রুটফুল হবে। এক দিন, আধা দিন বা এক ঘন্টার বেতন দিতে পারেন।

কিভাবে দিবেন?
পারিবারিক মাধ্যমে অথবা সুযোগ থাকলে সরাসরি বিশ্বস্ত সংস্থার কাছে দিতে পারেন।

পানি কমে গেল দুর্যোগ কমে আসবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পূনর্বাসন। অনেক ফ্যামিলি আছে যারা সব কিছু হারিয়ে নিঃস্ব।

চলুন হাত বাড়াই, পাশে দাঁড়াই।

24/08/2024

একজনকে এতগুলো জুতা মারা বৈষম্য! আজ সিলেট আদালতে মানিক্যা।

মোরাল! পরিণতি দেখে শিক্ষা নেয়া।

24/08/2024

ফেনিতে মসজিদে আশ্রয় নিলেন হিন্দু ভাই বোনেরা

23/08/2024

বেসে যাওয়া ছেলেটা কে যেভাবে উদ্ধার করলো

23/08/2024

#হে আমার আল্লাহ সবাইকে রক্ষা করেন। আমাদের ভাইদের মাফ করেন এই করুন অবস্থায় সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন 🤲😭🤲

23/08/2024

ওরা ও আমাদের পরিবারের অংশ। আল্লাহ তাদের হেফাজত করুক

22/08/2024

এইটা বোনদের প্রতি ভাইদের ভালোবাসা

22/08/2024

ঢাকা- চট্টগ্রাম - ফেনী মহাসড়কের বর্তমান অবস্থা
বিকাল ০৫:১০

22/08/2024

ফেনি কুমিল্লার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে চট্টগ্রাম থেকে শত শত বুট যাচ্ছে।

19/08/2024

মেজর বজলুল হুদাকে নাকি শেখহাসিনা জবাই করে হত্যা করে।

17/08/2024

রেপিস্টকে ধরে পিটালেন মেয়েরা।পরে তুলেদিলেন সেনাবাহিনীর হাতে

17/08/2024

রফিকুল ইসলাম মাদানি কে যেভাবে ডিবি হেফাজতে উলঙ্গ করে নির্যাতন করা।

17/08/2024

আমাদের সবার এই ভিডিও টা দেখা উচিৎ। দলাল ইনফ্লুয়েন্সারেরা কিভাবে আমাদের ইউটিউবারদের জিম্মি করে। সরকারের পক্ষে ভিডিও বানাতে চাপদে।

Address

Cox's Bazar
1234

Telephone

+8801820431348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media:

Videos

Share