ঈদগাঁও নিউজ টিভি

ঈদগাঁও নিউজ টিভি সত্য প্রকাশনায়
পরিচালক,,,
+8801818441954 Bloggers

01/02/2025

ঈদগাঁও ৪নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়া রাস্তার মাথায় পড়ে থাকা বেওয়ারিশ ভাই'য়ের পাশে থাকার চেষ্টা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত দেশের ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ এর তথ্যানুযায়ী কক্সবাজার জেলায় দারিদ্র‍্যের...
31/01/2025

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত দেশের ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ এর তথ্যানুযায়ী কক্সবাজার জেলায় দারিদ্র‍্যের হার ২৭.৮ শতাংশ।

জেলার নয় উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র জনসংখ্যার বাস চকরিয়াতে যেখানে দারিদ্র‍্যের হার ৪৩.৩ শতাংশ এবং সবচেয়ে কম ১০.৩ শতাংশ দারিদ্র‍্যের হার কক্সবাজার সদর উপজেলায়।

জেলার অন্যান্য উপজেলার মধ্যে দারিদ্র‍্যের হার – ঈদগাঁও তে ১১.৭ শতাংশ, টেকনাফে ২১.২ শতাংশ, পেকুয়ায় ২৫.৫ শতাংশ, উখিয়ায় ২৭.৪ শতাংশ, রামুতে ৩০.৩ শতাংশ, কুতুবদিয়ায় ৩১.৯ শতাংশ এবং মহেশখালীতে ৩২.৭ শতাংশ।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), রাজধানীর
বিআইসিসি অডিটরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরা হয়।

31/01/2025

সিরাজগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা শিপন এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ....

31/01/2025

ঈদগাঁও তে পাহাড়ে বন বিভাগে জায়গায় বাড়ী নির্মান
ফরেস্ট অফিসের নেতৃত্ব বাধা উচ্চেধ জনমত ভিন্ন প্রতিক্রিয়া।

31/01/2025

খুরুশকুলে চু'রির অভি-যোগে স'ন্দে'হে টমটম -০১ জনকে গ্যারেজে পিটি'য়ে হ'ত্যা, আ'ট'ক-০১

30/01/2025

ঈদগাঁও কবিরাজ মার্কেটে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে MD Nasir Uddin নেতৃত্ব স'ন্ত্রা'সী কর্মকান্ড দ'ল'বদ্ধ দোখানে হা'ম'লার দৃশ্য ।

29/01/2025

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জামায়াতীকরণ’ করা হয়েছে: রিজভী

বিস্তারিত কমেন্টে...

28/01/2025

ফিরে দেখা জুলাই

28/01/2025

ভয় না দেখিয়ে আপনার সব কিছু নিয়ে যাবে
শিক্ষানীয় ভিডিও

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
28/01/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।


🇧🇩✈️ড.ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিলো।ভারতের দাদাগিরির কফিনে আরেকটা  পেরেক ১জানুয়ারি ২০২৫ থেকে চালু হয়ে...
28/01/2025

🇧🇩✈️ড.ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিলো।
ভারতের দাদাগিরির কফিনে আরেকটা পেরেক ১জানুয়ারি ২০২৫ থেকে চালু হয়েছে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।

তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসেছে রাজধানী ঢাকাতে ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে 🇧🇩✈️✈️

27/01/2025

হাতি যখন সার্কাস দেখায়

27/01/2025

উকিয়া শিল্প মেলায় আসতে পারেন পরিবার নিয়ে

27/01/2025

প্রভাসী র ব্যাগ তন্য তন্য করে খুজে দিলেন,,

27/01/2025

পুলিশ এবং জনতা ভাই ভাই _ হাসনাত আব্দুল্লাহ 💪

নির্বাচন অফিসের নজরদারিঈদগাঁওতে কোন রোহিঙ্গা জনগোষ্ঠিকে ভোটার করা হবে নাআলাউদ্দিন, ঈদগাঁও। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা...
27/01/2025

নির্বাচন অফিসের নজরদারি
ঈদগাঁওতে কোন রোহিঙ্গা জনগোষ্ঠিকে ভোটার করা হবে না
আলাউদ্দিন, ঈদগাঁও। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার আওতাধীন ওয়ার্ড /ইউনিয়ন সমূহে কোন রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে ভোটার হতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর। রোহিঙ্গা জনগোষ্ঠির বিষয়ে ২৭ ই জানুয়ারি সকাল ১১ ঘটিকায় নির্বাচন অফিসারের সাথে সৌজন্যে সাক্ষাত কালে তিনি এ বিষয়ে প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়নে ভোটার হালনাগাদের দায়িত্বরত সুপারভাইজার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ মেম্বার সহ সকলের কাছে এমন বার্তা পৌঁছাতে চাচ্ছেন বলে জানান। তিনি আরো জানান, এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার এবং গোয়েন্দা সংস্থার লোকজন প্রতিনিয়ত খোঁজ- খবর নিচ্ছেন। যদি রোহিঙ্গা জনগোষ্ঠিকে কেউ ভোটার করতে সহযোগিতা করে এবং এ বিষয়ে যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠির যেদিকে বসবাস ঈদগাঁও নির্বাচন অফিস কর্তৃক সেদিকের সুপারভাইজারগণের প্রতি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সরকার চায় কোন রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে ভোটার হতে না পারে। সেবিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

কক্সবাজারে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতিবার্তা পরিবেশক:আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবা...
27/01/2025

কক্সবাজারে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

বার্তা পরিবেশক:
আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে কক্সবাজার সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। এ উপলক্ষে ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ব্যপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি। তিনি বলেন আমিরে জামায়াতের আগমন উপলক্ষে ইতিমধ্যে ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ের জনশক্তিকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব জামায়াত, পেশাজীবি সংগঠন ও ইসলামি ছাত্র শিবিরের ইউনিয়ন, ইউনিট, ওয়ার্ডসহ সকল জনশক্তিরা কর্মী বৈঠক, পরামর্শ সভা, দায়িত্বশীল বৈঠকের আয়োজন করে যাচ্ছেন।
আগামী ৪ ফেব্রুয়ারী বিশাল স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও ঝাঁকঝমক পূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করার লক্ষে ১২ হাজারের বেশী জনশক্তি নিয়ে সমাবেশে যোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা জামাতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদি। তিনি ঈদগাঁও উপজেলার সকলকে এ সমাবেশে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

মানুষের জীবনের চাওয়া-পাওয়া ❤️‍🩹🦋উকিল চান আপনি ঝামেলায় পড়ুন।ডাক্তার চান আপনি অসুখে পড়ুন।পুলিশ চায় আপনি বেআইনী কাজ ক...
26/01/2025

মানুষের জীবনের চাওয়া-পাওয়া ❤️‍🩹🦋

উকিল চান আপনি ঝামেলায় পড়ুন।

ডাক্তার চান আপনি অসুখে পড়ুন।

পুলিশ চায় আপনি বেআইনী কাজ করুন।

ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।

বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন।

মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।

ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্থ হোন।

প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়:

নদীর পাড়ের বাড়ি

ব্রেক ছাড়া গাড়ি

ঘর ছাড়া নারী।

তিনটি জিনিস একবার আসে:

মাতা-পিতা

সৌন্দর্য

যৌবন।

তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না:

বন্দুকের গুলি

কথা

আত্মা।

তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে:

সু-সন্তান

ভালো কাজ

জ্ঞান।

তিনটি জিনিস সম্মান নষ্ট করে:

চুরি

চোগলখুরী

মিথ্যা।

তিনটি জিনিস জীবনে রাখতে নেই:

হিংসা

অভাব

সন্দেহ।

তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত:

উপদেশ

উপকার

মৃত্যু।

তিনটি জিনিসকে আয়ত্বে রাখা উচিত:

রাগ

জিহ্বা

মন।

তিনটি জিনিস অভ্যাস করা উচিত:

সততা

ভক্তি

ভালোবাসা।

তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত:

মিথ্যা

অহংকার

অভিশাপ।

তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত:

কলম

কথা

কদম।

আরও কিছু ভাবনা:

নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়। টিপের দাম এক টাকা হলেও, তার স্থান কপালে।

"যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।

মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।

আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "পানি মেশাননি তো?", আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।

আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম, যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু সিংহ বললে খুব খুশি হয়!"

মানুষ বড়ই আজব প্রাণী!

Address

Cox Bazar
Cox's Bazar

Telephone

+8801844237412

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঈদগাঁও নিউজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঈদগাঁও নিউজ টিভি:

Videos

Share

Category