29/12/2021
্সবাজার!! 🥰
্সবাজার!! 🥰
হেল্লো শুনছেন!!
হ্যা ভাই আপনারা বয়কটকারীদের বলছি আমরা স্থানীয়রাও চাই আপনারা কক্সবাজারকে যথা শীঘ্রই বয়কটের প্রস্তাবটা বাস্তবায়ন করুন!!🥰
এতে কি হবে জানেন?
শুনুন তবে কক্সবাজার বয়কট করলে সবচেয়ে লাভজনক কিন্তু আমরা স্থানীয়রাই হবো!❤️
কি বস কি মনে করেছেন,
কক্সবাজারের মানুষ পর্যটন নিয়ে বাঁচে?😁
পর্যটক না থাকলে আমরা না খেয়ে মরবো?😂
তাহলে জেনে রাখুন বস,
আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন!!😁
কি এবার ভাবছেন এমনটা কেন বললাম!!
তাহলে বলবো ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে কক্সবাজার সব হোটেল-মোটেল থেকে শুরু করে অধিকাংশ পর্যটন বিজনেসে বহিরাগতরাই জড়িত এমনকি বলতে পারেন ৯০-৯৫℅ পর্যন্ত।
তাহলে স্থানীয়রা!!
অনেকের স্ট্যাটাসে স্থানীয়দের উপার্জন নিয়ে প্রশ্ন তুলতে দেখেছি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো উপার্জন খাত রয়েছে।
এর মধ্যে প্রধান কয়েকটি মাত্র তুলে ধরলাম;
★মাছ চাষ→(নোনা ও মিঠা পানির)
★লবন চাষ→ (অন্যতম উৎপাদন)
★পান-সুপারি→ (জেনে নিয়েন কেমন)
★কয়লা বিদ্যুৎ কেন্দ্র
★বন্দর→(স্থল ও সমুদ্র উভয়)
বিঃদ্রঃ -জানেন তো আল্লাহর অশেষ রহমতে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দরগুলো কক্সবাজার তথা চট্রগ্রাম বিভাগে।যেমন,
★টেকনাফ স্থল বন্দর❤️
★কুতুবদিয়া গভীর সমুদ্র বন্দর❤️
★চট্টগ্রাম বন্দর(এটির ব্যাপারে কিছু বলতে হয়না!🥰)
এবার আসি হিসেব নিকাশে!!
যদি স্থানীদের লাভ-লোকসান হিসেব করেন দেখবেন এতে লোকসানটাই বেশি কারণ;
√পর্যটকের বিরক্তিকর ভীড়!!
√বীচে নোংরামির ভয়াবহ অবস্থা!!
√বীচের পানিসহ চারদিকের বাজে অবস্থা!!
√১০ মিনিটের রাস্তা ৬০মিনিটও লেগে যায়!!
√সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক দাম!!
√পরিবার পরিজনের সাথে বীচে যাওয়া দায়!!
√বিগত ৫ বছরে পরিবেশ ক্রমশ ধ্বংসের দিকে!!
(বিঃদ্রঃ- বলতে গেলে এরকম কতদিক বলার আছে!!)
♦আমাদের দাবী কক্সবাজারকে বয়কট করেন আর আল্লাহর ওয়াস্তে কখনো এখানে আসিয়েন না!!❤️
(বিঃদ্রঃ-দেখিয়েন আবার 31st Night-এ তিন/চার'শ টাকা দিয়ে আলুভর্তা-ডাল খাওয়ার জন্য হুমড়ি খেয়ে দলেদলে ভিড় জমাবেন!!)😄
★★তবে হ্যা আমরাও বিশ্বাস করি, একজন অপরাধী মানে সে সবসময়ই হউক টুরিস্ট কিংবা লোকাল সবার জন্য সমান ক্ষতিকর তাই সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি হউক সেটাই হউক আমাদের কাম্য কিন্তু একজন অপরাধীকে দিয়ে কোন নির্দিষ্ট কোন ধর্ম, গোত্র বা স্হানকে বিচার করা হবে সেটা কখনো কাম্য না!!
মনে রাখবেন,
কক্সবাজার আর কিছুনা বরং বিশ্বমানের একটা ব্রান্ডের নাম!!❤️
আর আমরা,
কক্সবাজারবাসী হতে পেরে সম্মানিত বোধ করি!!❤️
(We Feel Proud to Be Cox's Bazarian!!)❤️
(আমাদের প্রাণের শহর→ কক্সবাজার💚)
সু-বুদ্ধির উদয় হউক🥰
২৬.১২.২০২১
©ollected