Azizul H Faisal

Azizul H Faisal "ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহপাক আপনাকে কোনদিনও ঠকাবেন না!! ইনশাআল্লাহ!"

21/03/2024
14/03/2024
25/02/2024
25/02/2024

টাইমলাইনে রেখে দিতে পারেন।

মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

Copa America 2024 Schedule
12/12/2023

Copa America 2024 Schedule

12/12/2023
12/12/2023
25/11/2023
25/11/2023
25/11/2023
25/11/2023
 Mahmudullah Riyad
24/10/2023


Mahmudullah Riyad

19/10/2023

মানুষ মানুষকে ভু'লে যাই -
যেমন করে ভু'লে গেছে অনেক দিন আগে পড়া কোনো উপন্যাসের গল্প!

খেয়ালি ঘুড়ি উড়িয়ে দিলাম নীলদিগন্তের বুকে,হৃদয় আকাশে কাঠগোলাপ বিরহ চিত্র আঁকে '💛🌸
17/10/2023

খেয়ালি ঘুড়ি উড়িয়ে দিলাম নীলদিগন্তের বুকে,
হৃদয় আকাশে কাঠগোলাপ বিরহ চিত্র আঁকে '💛🌸

তোমায় আমায় একসাথে,পেরিয়ে এলাম দীর্ঘসময় রেখে হাত হাতে।কতো কথা হলো কওয়া ,কতো গান হলো গাওয়া , দুজনাতেমিলিয়ে কণ্ঠ দ্ব...
16/10/2023

তোমায় আমায়
একসাথে,পেরিয়ে এলাম দীর্ঘসময়
রেখে হাত হাতে।
কতো কথা হলো কওয়া ,
কতো গান হলো গাওয়া , দুজনাতে
মিলিয়ে কণ্ঠ দ্বৈতসঙ্গীতে।
~রবীন্দ্রনাথ ঠাকুর



15/10/2023

ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে💔🌸
14/10/2023

ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে💔🌸

14/10/2023

একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ
একটি জীবনকে অনিবার্য ধ্বংসের
হাত থেকে বাঁচাতে পারে ।

14/10/2023

বিশ্বকাপ বাছাইয়ে অব্যাহত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের ধারা।

13/10/2023
বিশ্বকাপে ৪-৫ টা সেঞ্চুরি করতে চাই.🥴🗣️ সাকিব আল হাসান (T Sports)
12/10/2023

বিশ্বকাপে ৪-৫ টা সেঞ্চুরি করতে চাই.🥴

🗣️ সাকিব আল হাসান (T Sports)

31/05/2021
27/08/2020

█▒▒▒ ব্রেকিং নিউজ /Breaking News ▒▒▒█

** এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষা মন্ত্রণালয়।
** শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতেই উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না।পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরী...
25/08/2020

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না।

পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা এ বছর হচ্ছে না। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। করোনাভাইরাস পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম আল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পিইসি প্রস্তাবের সারসংক্ষেপ পাঠিয়েছিলাম; তাতে সম্মতি পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

30/07/2020

কোম্পানীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এর সম্মানিত পরিচালক (শিক্ষা) ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহাদাত হোসেন এর পিতা বার্ধক্য জনিত কারণে আজ ভোরে ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহ ওয়া ইন্নইলাহি রাজিউন), মরহুমের জানাযা আজ বাদ জোহর মরহুমের (শাহজাদপুর, ব্রাক অফিস সংলগ্ন) নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে কোম্পানীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এর সকল পরিচালক ও শিক্ষক-শিক্ষিকাগণ গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

26/07/2020
26/07/2020
15/07/2020
07/07/2020

Math Class 9-10

Address

Companiganj
3850

Telephone

+8801824947989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul H Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul H Faisal:

Videos

Share

আমাদের বৈশিষ্ট্য সমূহ-

১. প্লে থেকে কে.জি টু পর্যন্ত নূরানী পদ্ধতিতে আরবী শিক্ষা।

২. শ্রেণিকক্ষে পাঠদানের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা।

৩. একদল টেলেন্টেড ও প্রশিক্ষিত স্মার্ট শিক্ষক।

৪. সুবিশাল একাডেমিক ভবন, দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও উন্নত যোগাযোগ ব্যবস্থা।

Nearby media companies


Other Digital creator in Companiganj

Show All

You may also like