05/09/2022
ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব?
বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি কোর্স করার চেয়েও হাজারগুন ভালো অনলাইন কোর্স করা।
কারন-
🔴 OFFLINE COURSE: ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করিয়েছিল তা মনে রাখা প্রায় অসম্ভব। আপনি মার্কেটপ্লেস এ একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে আপনি এই কাজটা করবেন।
⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্স করলে আপনি সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেন ই! সাথে সাথে ঐদিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।
যার ফলে আপনি এক বছর বা দশ বছর পরেও কোন ক্লাসে স্যার কি পড়েছিল আপনি যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারেন।
🔴 OFFLINE COURSE : কোর্স চলাকালীন কোন একটা সমস্যার কারণে আপনি একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আপনাকে আলাদা ভাবে কখনোই করানো হবে না।
⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্সে আপনি কোন সমস্যার কারণে একটা ক্লাস মিস করলে আপনার ফ্রী সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকআপ করা সহজ।
🔴 OFFLINE COURSE: অনেক সময় ঝড়-বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক সমস্যার কারণে আপনি হয়তো ক্লাসে উপস্থিত হতে পারবেন না।
⚫ ONLINE COURSE : কিন্তু অনলাইন কোর্সে আপনি যেকোন প্রতিকূলতার মধ্যে ঘরে বসে ক্লাস চালিয়ে যেতে পারবেন।
তাছাড়া আপনার কাছে রেকর্ডিং থাকায় আপনি একটা ক্লাস বারবার টেনে টেনে দেখতে পারবেন এর ফলে ছোটখাটো বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
আরো অনেক সুবিধার কারণে বর্তমান সময়ে ফিজিক্যালি কোর্স করার চেয়েও অনলাইন কোর্স করা অধিকতর সহজ এবং দ্রুত সাফল্যের উপায়।