Unique Teac

Unique Teac �Freelancing Marketer�
�Digital Creator �
(1)

ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব?বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি কোর্স করার চেয়েও হাজ...
05/09/2022

ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইনে কোর্স করব?

বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিজিক্যালি কোর্স করার চেয়েও হাজারগুন ভালো অনলাইন কোর্স করা।

কারন-

🔴 OFFLINE COURSE: ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করিয়েছিল তা মনে রাখা প্রায় অসম্ভব। আপনি মার্কেটপ্লেস এ একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে আপনি এই কাজটা করবেন।
⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্স করলে আপনি সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেন ই! সাথে সাথে ঐদিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।
যার ফলে আপনি এক বছর বা দশ বছর পরেও কোন ক্লাসে স্যার কি পড়েছিল আপনি যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারেন।

🔴 OFFLINE COURSE : কোর্স চলাকালীন কোন একটা সমস্যার কারণে আপনি একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আপনাকে আলাদা ভাবে কখনোই করানো হবে না।

⚫ ONLINE COURSE: কিন্তু অনলাইন কোর্সে আপনি কোন সমস্যার কারণে একটা ক্লাস মিস করলে আপনার ফ্রী সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকআপ করা সহজ।

🔴 OFFLINE COURSE: অনেক সময় ঝড়-বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক সমস্যার কারণে আপনি হয়তো ক্লাসে উপস্থিত হতে পারবেন না।

⚫ ONLINE COURSE : কিন্তু অনলাইন কোর্সে আপনি যেকোন প্রতিকূলতার মধ্যে ঘরে বসে ক্লাস চালিয়ে যেতে পারবেন।

তাছাড়া আপনার কাছে রেকর্ডিং থাকায় আপনি একটা ক্লাস বারবার টেনে টেনে দেখতে পারবেন এর ফলে ছোটখাটো বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।

আরো অনেক সুবিধার কারণে বর্তমান সময়ে ফিজিক্যালি কোর্স করার চেয়েও অনলাইন কোর্স করা অধিকতর সহজ এবং দ্রুত সাফল্যের উপায়।

👉যারা ফ্রিল্যান্সিং শিখার আগে কিছু কথা বলে.....কবে থেকে ইনকাম করতে পারবো?Salary কতো? ইত্যাদি... বিভিন্ন সমস্যা দেখান...🌐...
04/09/2022

👉যারা ফ্রিল্যান্সিং শিখার আগে কিছু কথা বলে.....
কবে থেকে ইনকাম করতে পারবো?Salary কতো? ইত্যাদি... বিভিন্ন সমস্যা দেখান...

🌐আগে নিজেকে দক্ষ করে তুলুন,কাজ শিখুন, কাজের অভাব থাকবে না।
যারা কোর্স করার আগেই এই ধরনের কথা বলে তারাই ঝরে পরে।
অনেকে এই বিষয়টা বুঝে না, শুধু মনে আগ্রহ দেখায়..
👉লেখাপড়া সব করছে,বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কোচিং করছে,কেউ কি বলতে পারেন এসব কিছু টাকা ছাড়া আপনাকে শিখিয়েছে?
👉সব কিছুই "Give and Take" এর উপর, তাই কোনো কিছু পেতে হলে আগে দিতে হয়।
👉যারা ভাবেন YouTube থেকে সব কিছু শিখতে পারেন তাহলে তাদের কাছে প্রশ্ন Available কেন প্রতিষ্ঠানগুলো আছে যাদেরকে সরকার অনুমোদন দিচ্ছে Freelancing করার জন্য?

যাদের মানসিকতা কাজ শিখার মত আছে তারা একদিন Success হবেই❣️❣️❣️


👉 ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী ?👨‍💻ডিজিটাল মার্কেটিং  । যেমনঃ- ফেসবুক মার্কেটিং, 📩ইমেইল মার্কেটিং, এসইও (সার্চ ইঞ্জিন ...
03/09/2022

👉 ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী ?

👨‍💻ডিজিটাল মার্কেটিং । যেমনঃ- ফেসবুক মার্কেটিং, 📩ইমেইল মার্কেটিং, এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), লিড জেনারেশন, 🎥ভিডিও মার্কেটিং যা এনালগ মার্কেটিং এর চেয়ে অনেক বেশি এবং কম খরচে 🥰আপনাকে তৈরি করে দিবে দীর্ঘস্থায়ী প্রচারনার সুযোগ । যারা অনলাইনে চাকরী বা 📚পড়াশুনার পাশাপাশি 🏡ঘরে বসে অর্থ 💵উপার্জন করতে চান তাদের জন্য অনেক ভাল সুযোগ আছে এই সেক্টরে। ⏰সময়ের সাথে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটারদের চাহিদাও বাড়ছে। তাই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ 🥰উজ্জ্বল ও সুদূর প্রসারী।

📌যেভাবে রেজিস্ট্রেশন / ভর্তি হবেন:
📩ইনবক্সে মেসেজ করুন

👉👉(সফলতা,) ধৈর্য এবং পরিশ্রম ব্যাতিত কখোনো আপনার জীবনে আসবেনা। কোর্স করে ফাইভারে গিগ খুলে কাজ পাচ্ছেন না? ভেঙে পড়েছেন? ন...
03/09/2022

👉👉(সফলতা,) ধৈর্য এবং পরিশ্রম ব্যাতিত কখোনো আপনার জীবনে আসবেনা। কোর্স করে ফাইভারে গিগ খুলে কাজ পাচ্ছেন না? ভেঙে পড়েছেন? নিলয় আইটি, অমুক আইটি খারাপ! তাদের কোর্স কাজের না!?

💡সত্যিই কি তাই? যদি সত্যিই তাই হতো বাঘা বাঘা হিউজ এমাউন্টের সাক্সেস রেটেড ফ্রিলান্সার নিলয় আইটি থেকে বের হতোনা।

🌟একজন সফল ফ্রীলান্সার হতে হলে আপনাকে আপনার দক্ষতার পাশাপাশি যোগ্যতায় ও প্রমাণ করতে হবে। আরও কয়েকটি গুণ আপনার থাকতে হবে যেমন, পরিশ্রম করার মন মানুষিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা এবং সততা।

✅লেগে থাকলে সফলতা একদিন আসবেই। আপনার একাউন্ট থেকে শত শত ডলারের পেমেন্ট আমাদের গ্রুপে এবং মাইডে তে থাকবে ইনশাল্লাহ।😌

 #ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেশি কেন?🤔এই প্রশ্নটির উত্তর অনেক সোজা😊। কারণ আমরা দেখছি, বর্তমানে সবকিছুই ডিজিটাল অর্থ...
01/09/2022

#ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেশি কেন?🤔

এই প্রশ্নটির উত্তর অনেক সোজা😊। কারণ আমরা দেখছি, বর্তমানে সবকিছুই ডিজিটাল অর্থাৎ অনলাইন এর অধীনে চলে আসছে🤳। আর বিজনেসও এর ব্যতিক্রম নয়🖨️। যেহেতু বিজনেস ডিজিটালি হচ্ছে, তাই এর মার্কেটিং ও এখন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচার করা হচ্ছে। একই কারণে দিন যতই এগুচ্ছে অনলাইন মার্কেটিং এর চাহিদাও বিপুল পরিমানে বৃদ্ধি পাচ্ছে💁

আপনি যদি ফ্রিল্যান্সিং এ একজন বিগিনার হিসাবে ডিজিটাল মার্কেটিং পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে স্বাগতম । কেননা আগামী কয়েক দশক পর্যন্ত এই সেক্টরে কাজের চাহিদা ফুরাবে না😱😱😍😍

তাহলে আর দেরি কেন এখনই শুরু করে দিন আপনার পছন্দের ক্যারিয়ার 🫵

01/09/2022

আপনার কোর্স ফি এতো বেশি কেন?
👇
এই কারনেই আমার কোর্স ফি বেশি।

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে এগিয়ে যেতে হবে ধৈর্য্য এবং সাহসের সাথে - অন্যরা শুধু  ছায়ার ...
31/08/2022

নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে নিজের সপ্ন পূরণ করার লক্ষে এগিয়ে যেতে হবে ধৈর্য্য এবং সাহসের সাথে - অন্যরা শুধু ছায়ার মতো কখনো পাশে থাকবে -আবার মেঘাচ্ছন্ন দিনে হারিয়ে যাবে এটাই বাস্তব -💛💛



💁‍♂️ ❝ ফেসবুক এ্যাডস ক্যাম্পেইন (Facebook Ads Campaign) কি?  🤷‍♂️🤷‍♂️ ফেসবুক এডস ক্যাম্পেইন হচ্ছে অর্থের বিনিময়ে ফেসবুকে...
21/08/2022

💁‍♂️ ❝ ফেসবুক এ্যাডস ক্যাম্পেইন (Facebook Ads Campaign) কি? 🤷‍♂️

🤷‍♂️ ফেসবুক এডস ক্যাম্পেইন হচ্ছে অর্থের বিনিময়ে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করা। ফেসবুক এডস ক্যাম্পেইন ফেসবুকের একটি পেইড ভার্সন। 🧏‍♂

❝ এখানে বিজ্ঞাপন দিতে হলে ডলার বা টাকা ব্যয় করতে হয়। ফেসবুক এডস ক্যাম্পেইনে বিজ্ঞাপন প্রচার করতে হলে আপনার পেপাল, পাইনিয়র কার্ড বা মাষ্টার কার্ড থাকতে হবে।❞

✨ এককথায় অনলাইনে যার মাধ্যমে বিজ্ঞাপনের ব্যয় নির্বাহ করতে পারবেন এমন ধরনে কার্ড থাকতে হবে। অনলাইনে ব্যবসা বা পন্যের প্রচার করতে হলে বিজ্ঞাপন দিতে হয়।👈

🤔 আর এই বিজ্ঞাপন দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক এডস ক্যাম্পেইন। ফেসবুক এডস ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন ধরনে সার্ভিস বা পন্যের তথ্য লাখ লাখ মানুষের কাছে পৌছানো সম্ভব। 👨‍💻👩‍💻

🙋‍♂️ তাই ফেসবুক এডস ক্যাম্পিইন সবার কাছে একটি জনপ্রিয় মাধ্যম। আপনিও চাইলে এই ফেসবুক এডস ক্যাম্পেইন করে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। 🙋‍♂️

20/08/2022

আমাদের স্বপ্ন এতো ছোট কেন ? এর শেষ কোথায় ? এভাবে মৃত্যুর মিছিল আর কতদিন চলতে থাকবে ? আমরা কি মানুষিক যায়গা থেকে কোনদিন পরিবর্তন হতে পারবো না ??

আমরা চাইলেই নিজেদের কে পরিবর্তন করতে পারি।
আমাদের যুব-সমাজ যদি পড়াশুনার পাশাপাশি কর্ম ব্যস্ততার মাঝে থাকতে পারে তাহলে কোন রকম, দুঃচিন্তা ভালো না লাগা, হতাশা , এসব কিছুই আমাদের কাছে থাকবে না।

সুস্থ দেহে সুন্দর মন,
কর্ম ব্যস্ত সুখি জীবন

19/08/2022

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪ট...
31/07/2022

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
--
১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰

✅একজন চটপটি বিক্রেতা যদি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারেন।তাহলে আপনি আমি কেন পাবো না?✅আপনি আমি শিক্ষি...
31/07/2022

✅একজন চটপটি বিক্রেতা যদি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ টাকা ইনকাম করতে পারেন।

তাহলে আপনি আমি কেন পাবো না?

✅আপনি আমি শিক্ষিত মানুষ।

✅আর কতো বাবার উপর ভরসা করে চলবেন

✅আপনার মন কী চাই না এখন বাবা মায়ের জন্য কিছু করি।
✅নিজের মন মতো চলাফেরা করি।

✅তাহলে আর বসে আছেন কেন।

✅ঘরে বসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনিও বুঝিয়ে দেন আমিও পারি।

✅ফ্রিল্যান্সিং করি বেকারমুক্ত হয়।

✅আপাতত বাবা মাকে একটা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা আপনার আমার নেই।

✅যদি বাবা মাকে একটা র্শাট এবং একটা কাপড় দেই তাহলে কী পরিমাণ খুশি হবে ধারণার বাইরে।

✅তাই আর ফেইসবুকে অযথা সময় নষ্ট কইরেন না।

✅আজ থেকেই শুরু করে দেন ফ্রিল্যান্সিং।

✅কিছু জানতে চাইলে এবং ফ্রিল্যান্সিং করতে চাইলে ইনবক্সে করোন।

31/07/2022

"সিদ্ধান্ত নিতে পারলে ভেসে যাও,
স্রোত আঁটকে গতি নষ্ট করো না"
Eran Skill, be productive ✊✊

🌅“একটি ইচ্ছা কিছুই বদলাতে পারেনা, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে”💪🤦‍♀️🤔🤦...
29/07/2022

🌅“একটি ইচ্ছা কিছুই বদলাতে পারেনা, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে”💪

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
👉👉ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছাশক্তি।
যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻

আমার ফ্যামিলি তো রাজি হবে না !
👉👉 ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে

আমার কাছে তো কোনো টাকা নাই ! 🥰
👉👉 না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন।

🤔“যেইসব মানুষরা তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করেন না, তারা কোনো কিছুই বদলাতে পারবেন না”🎈

#দক্ষতা_অর্জনের_গুরুত্ব
#ক্যারিয়ার_গড়ুন



#শুরু_করুন

 #ফ্রিল্যান্সিং_কেন _করবেন?ফ্রিল্যান্সিং করার একটি বড় কারণ হলো আপনি নিজের ফ্রিডম নিজের কাছেই পাবেন এবং নিজের চাহিদা অনুয...
29/07/2022

#ফ্রিল্যান্সিং_কেন _করবেন?
ফ্রিল্যান্সিং করার একটি বড় কারণ হলো আপনি নিজের ফ্রিডম নিজের কাছেই পাবেন এবং নিজের চাহিদা অনুযায়ী ইনকাম করার সুযোগ রয়েছে।
ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এজন্য ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়।

এছাড়াও সব থেকে বড় সুবিধা আপনি আপনার নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ধরেন আপনি কোন কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় মত অফিসে জেতে হবে,সময় মত কাজ শেষ করতে হবে, এবং কাজ শেষে বাসায় ফিরতে হবে। অনেকের কাছে এই ভাবে চাকরি করাটা বিরক্তিকর লাগে। এমন কি আমার কাছেই খুব বিরক্তকর লাগে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন।

আপনাকে কোন অফিসে জেতে হবে না। আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এ জন্য আমি মনে করি ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে আপনি আপনার জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।


#ফ্রিল্যান্সিং_কেন
#ডিজিটালমার্কেটিং

গতকালকে যমুনা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে....ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা ২০৩১ সালে এখন থেকে আরো ৪৩% বৃদ্ধি পাবে। ...
29/07/2022

গতকালকে যমুনা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে....
ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা ২০৩১ সালে এখন থেকে আরো ৪৩% বৃদ্ধি পাবে। এখানে আরো বলা হয়েছে দক্ষিণ এশিয়াতে ডিজিটাল মার্কেটিং তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
তাই এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই ফ্রিল্যান্সিং। যা নাকি আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

Address

Companiganj

Telephone

+8801632765144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Teac posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Teac:

Videos

Share


Other Digital creator in Companiganj

Show All