06/01/2024
আমি বলবো এটি একটা পরিকল্পিত ঘটনা, এবং এটি আমাদের দেশের নোংরা রাজনীতির চাল,এখন আওয়ামী লীগ বলবে তা বিরোধী দলের কাজ,আর বিরোধী দল বলবে এটি ক্ষমতাশীন দলের কাজ। আগুন যেভাবেই লাগুক না কেন এখানে অনেক গুলো মানুষের জীবন শেষ তা কেউ দেখবে না। নির্বাচন উপলক্ষে এটা জাষ্ট সাধারণ মানুষকে চুনা লাগানো ছাড়া আার কিছুই না। এখানে কে মরলো কে বাঁচলো তাতে কারো কিছু যাবে আসবেনা কারণ আমাদের মতো সাধারণ মানুষের জীবনের বিনিময়ে হলেও প্রত্যেকটা দল তাদের ক্ষমতা চায়। সো যারা নিজের পরিবারকে ভালোবাসেন এবং নিজের জীবনকে ভালোবাসেন তারা আগামী দু - দিন একটু সাবধানে থাকুন এবং নিজের পরিবারের সঙ্গে থাকুন। 😔