মুরাদনগরবাসীর প্রাণের দাবী

মুরাদনগরবাসীর প্রাণের দাবী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুরাদনগরবাসীর প্রাণের দাবী, Digital creator, Comilla.

22/08/2024

সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

22/08/2024

"বন্যা আরো ভয়াবহ রূপ নিতে পারে"
===================
এই মুহূর্তে আমাদের যা করনীয় :

☑️ নফল নামাজ পড়ে বেশী বেশী আল্লাহ পাকের সাহায্য চাওয়া।

☑️ যার যার অবস্থান থেকে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানো (বন্যাকবলিত এলাকায় নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি ও খাদ্য সরবরাহ এবং সুচিকিৎসা নিশ্চিত করা)।

☑️ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা।

সবাই মিলে কাজ করলে দুর্যোগ একসময় কেটে যাবে ইনশাআল্লাহ।

22/08/2024

বন্যায় ভেসে যাচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাড়াই।

22/08/2024

ইয়া রব...!
সকল দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন, আমীন।

30/06/2024

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর, ২৫ (১) ধারায় বলা হয়েছে,
যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, এইরূপ কোনো তথ্য-উপাত্ত প্রেরণ করেন, যা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে কোনো তথ্য- উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন তাহলে ওই ব্যক্তির এ ধরনের কাজ হবে একটি অপরাধ।
যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদন্ডে বা অনধিক ৩ লাখ টাকা অর্থদন্ডে, বা উভয় দন্ডে দন্ডিত হবেন।’

Address

Comilla
3540

Telephone

+8801731227201

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুরাদনগরবাসীর প্রাণের দাবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুরাদনগরবাসীর প্রাণের দাবী:

Share


Other Digital creator in Comilla

Show All