07/11/2024
কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ৬ নভেম্বর রাতে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখে মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে বিশেষ করে কোমর ও অন্যান্য জায়গায় থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, এটি আত্মহত্যা। তারা জানায়, তাওহীদ দুপুর ২টায় টয়লেটে গিয়ে নিখোঁজ হয় এবং রাত ৮টার দিকে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ থাকা সত্ত্বেও মাদ্রাসার শিক্ষকরা তা খেয়াল করেননি, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা মনে করছেন।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, “নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু আমাদের প্রতিষ্ঠানটির নাম নষ্ট করছেন।”
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”