Fast Time

Fast Time news & articles
(2)

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারকুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থ...
07/11/2024

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ৬ নভেম্বর রাতে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখে মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে বিশেষ করে কোমর ও অন্যান্য জায়গায় থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, এটি আত্মহত্যা। তারা জানায়, তাওহীদ দুপুর ২টায় টয়লেটে গিয়ে নিখোঁজ হয় এবং রাত ৮টার দিকে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ থাকা সত্ত্বেও মাদ্রাসার শিক্ষকরা তা খেয়াল করেননি, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা মনে করছেন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, “নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু আমাদের প্রতিষ্ঠানটির নাম নষ্ট করছেন।”

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

যুবদলকর্মীর নেতৃত্বে কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে হামলাকুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মা...
06/11/2024

যুবদলকর্মীর নেতৃত্বে কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে হামলা

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারীরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০ টি বাড়ি ভাংচুর করেছেন। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদারে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারীদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ এর বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

স্থানীয়রা জানায়, মৌলভীপাড়া এলাকার জুম্মন এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতরও দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদল কর্মী, সে যদি কোন অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতারকুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২নং ওয়ার্ডের সাবেক ক...
04/11/2024

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতা বিল্লাল গ্রেফতার

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ওসি মহিনুল বলেন, “যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে তাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

লাকসাম দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধারলাকসামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) ...
03/11/2024

লাকসাম দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

লাকসামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

গৃহবধূ হাসিনা আক্তার বৃষ্টি (২৭) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।

বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন বলেন, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরোয়ার কাইয়ুম আমাকে ফোন দেয়। আমি তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজাখুঁজি করলে তারা আমাকে শান্ত হতে বলেন। এক পর্যায়ে বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাকে জানায়। বিষয়টি সন্দেহ হলে আমি থানায় খবর দেই। আমাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরোয়ার কাইয়ুম।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরোয়ার কাইয়ুম মাছের ব্যবসা করে। রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে সন্দেহ করা হচ্ছে তার স্বামীকে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

02/11/2024

আজগরা ইউনিয়ন, ৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা বক্তব্য রাখছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ

লাকসামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারলাকসামে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) গ্র...
01/11/2024

লাকসামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লাকসামে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) গ্রেপ্তার মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেনকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

লাকসাম থানার ওসি নাজনিন সুলতানা জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটায় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ ডাক্তার সাব (৩৯) রাজঘাট উত্তর পাড়ার বাদশা মিয়ার ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাজঘাট উত্তরপাড়া শিন্নি ঘরের সামনে মাদক বিক্রিকালে এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লাকসাম ও চৌদ্দগ্রাম থানায় আরও ৩টি মাদক মামলা রয়েছে।

মনোহরগঞ্জে ১০ মামলার পলাতক আসামি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তারমনোহরগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ...
31/10/2024

মনোহরগঞ্জে ১০ মামলার পলাতক আসামি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার

মনোহরগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজা ও ৩০পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁ গ্রামের রফিক মিয়ার ছেলে মো.জহিরুল ইসলাম-(৪৫)কে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে এবং সে পলাতক আসামি।

পুলিশের সূত্র জানায়, বুধবার (৩০অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মনোহরগঞ্জ থানার এসআই মো.আবুল কালাম ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাইশগাঁও (পূর্ব পাড়া) সাকিনের জমাদ্দার বাড়ীর জনৈক জহির এর বসত ঘরের সামনে উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আসামীর দেহ তল্লাশীর একপর্যায়ে তাহার ডান হাতে থাকা একটি সাদা সিনথেটিকের তৈরী বাজারের ব্যাগে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ০১ (এক) কেজি গাঁজা ও তাহার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি সাদা ছোট প্লাস্টিকের কোটায় রক্ষিত ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।মো.জহিরুল ইসলামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় আগেই ১০টি মাদক মামলা রয়েছে এবং সে একজন পলাতক আসামি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মো.জহিরুল ইসলামের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)ধারায় আজ বৃহস্পতিবার আরো একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং-৯/১০২।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকার বাইশগাঁ গ্রামের মো.জহিরুল ইসলাম দীর্ঘ দিন থেকে গাঁজা ও ইয়াবা বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় ১০টি মাদক মামলা রয়েছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জহির তার ঘরের সামনে উঠানে গাঁজা ও ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে (জহিরকে) গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার তাকে কুমিল্লার বিজ্ঞআদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে শিবিরের সঙ্গে ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে...
30/10/2024

নোয়াখালীতে শিবিরের সঙ্গে ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ সময় ছাত্রদলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম (২৭) পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহেশপুর ও কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় দফায় দফায় এ পাল্টাপাল্টি হামলা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে মহেশপুরে জামায়াতের সমর্থক মো. সোহেলকে (৪০) ছাত্রদলের কিছু কর্মী মারধর করে। এরপর বিকেলে শিবিরকর্মী মো. রাশেদের ওপরও হামলা চালায় ছাত্রদল কর্মীরা। এর জেরে শিবির কর্মীরা কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম পায়ে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।

গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম বলেন, ‘দুপুরের দিকে একই এলাকার মো. সোহেলকে ইয়াবা সেবনকালে ছাত্রদলের কয়েকজন হাতেনাতে আটক করে। এ সময় এলাকার মুরুব্বিরা তাঁকে হালকা মারধর করে তাঁর পরিবারের কাছে সোপর্দ করেন।’

ইব্রাহিম মাসুম আরও বলেন, ‘সোহেল একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত ৫ আগস্টের পর তিনি স্থানীয় জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে চলাফেরা করেন। যার কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর পক্ষ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান।’

উপজেলা জামায়াতের আমির আবু জাহের বলেন, ‘ছাত্রদলের কর্মীরা ৫ আগস্টের পর থেকে আমানউল্যাহপুরে তাঁদের অনেক নেতা-কর্মীকে মারধর করে। মঙ্গলবার বিনা কারণে মারধর করা হয় জামায়াতের সমর্থক মো. সোহেলকে ও শিবিরকর্মী মো. রাশেদকে (২৪)। হামলায় রাশেদ অচেতন হয়ে যান। তাঁদের কর্মীরা যখন রাশেদের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন তৃতীয় কোনো একটি পক্ষ ছাত্রদলের নেতা মাসুমের ওপর হামলা করে।’ তবে তারা শিবিরের কি না, তিনি এখনও নিশ্চিত হতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, কাঁচিহাটা বাজারে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুলাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলি হোসেন (৫০) নামে এক ...
28/10/2024

লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলি হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার স্থানীয় লোকজন জানায়, নিহত আলী হোসেন ওই গ্রামের কৃষক খালেক মিয়ার ছেলে। সকালে ঝাড় থেকে বাঁশ কাটার সময় পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের উপর বাঁশ পড়ে। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে নিজ বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে আলী হোসেন বাঁশ কাটছিলেন। এ সময় ঝাড়ের পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের বৈদ্যুতিক তারে কাটা বাঁশ স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাকসামে একদিনে দুই খুন: গ্রেপ্তার ৩লাকসামে একদিনে পৃথক স্থানে দুটি খুনের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কান্দিরপাড় ইউ...
28/10/2024

লাকসামে একদিনে দুই খুন: গ্রেপ্তার ৩

লাকসামে একদিনে পৃথক স্থানে দুটি খুনের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা এবং রাতে পৌরসভার মিশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে নিজ নিজ গ্রামে নিহতের দাফন করা হয়।

রোববার (২৭ অক্টোবর) রাত ১১টায় লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামে মোঃ মোখলেসুর রহমান (৫৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, একই গ্রামের হকার সুজন (৩০) ও বিডিআর মানিকের বাসার ভাড়াটিয়া মোখলেছুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক মোখলেসুর রহমানকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মোখলেসুর রহমানের বাড়ি সিলেটে। তিনি ওই গ্রামের বিডিআর মানিকের বাসায় ভাড়া থাকতেন।

একই দিন সকাল দশটায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে প্রতিবেশীর ঘুষিতে শহীদ উল্ল্যা সরু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত সরু ওই গ্রামের আলী মিয়া দরবেশের পুরান বাড়ির মৃত ছৈয়দ আহমদের ছেলে।

নিহতের ভাতিজা আমানুল্লাহ জানান, সকাল দশটার দিকে পার্শ্ববর্তী বাড়ির শহিদুল্লাহ ড্রাইভার আমাদের জায়গা থেকে মাটি কেটে তাদের বাড়ির রাস্তায় ফেলছিল। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে তেড়ে আসে। পরে সরু চাচাকে খবর দিলে চাচীসহ তারা ঘটনাস্থলে এলে শহিদুল ইসলাম ড্রাইভার (৫৩) ও তার ছেলে তাজুল ইসলাম (২৯)সহ ১০/১২ জন নারী-পুরুষ তেড়ে এসে চাচিকে ধাক্কা দেয় এবং সরু চাচাকে কিলঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে ঘটনাস্থলে সরু চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, ওই জমি নিয়ে শহীদদের সাথে আমাদের বিরোধ ছিল। আমরা শহীদের পূর্বপুরুষদের কাছ থেকে ৮০ বছর আগে এই জায়গা কিনেছি। কিন্তু তারা নিজের বলে দাবি করছে।

এদিকে, অভিযুক্ত শহিদুল ইসলাম ড্রাইভার বলেন, এটা আমাদের পৈতৃক জায়গা। বন্যায় বাড়ির রাস্তা গর্ত হয়ে মাটি সরে ওই জায়গায় জমা হয়। আমরা সামান্য মাটি কেটে রাস্তায় ফেলেছি। এ নিয়ে তারা বাধা দিলে সামান্য কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। শহীদ উল্ল্যা সরু হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হতে পারে। আমরা তাকে মারধর করিনি।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, রাতে মিশ্রী গ্রামে মোখলেসুর রহমান নিহতের ঘটনায় জড়িত সন্দেহে হকার সুজনকে গ্রেফতার করা হয়েছে। আর সকালে আমুদা গ্রামে শহীদ উল্ল্যা সরু নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামি তাজুল ইসলাম ও তার পিতা শহিদুল ইসলাম ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমাই বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ‘প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা’লালমাই পছন্দের তরুণকে বিয়ে করতে না পারার অভিমানে একে-...
28/10/2024

লালমাই বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ‘প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা’

লালমাই পছন্দের তরুণকে বিয়ে করতে না পারার অভিমানে একে-অপরকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন সদ্য বিবাহিত এক কিশোরী (১৬) ও তার প্রেমিক (২২)।

এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তাদের একই কবরস্থানে দাফন করার অনুরোধ করে গেছেন তারা।

শনিবার সন্ধ্যায় লালমাই উপজেলার বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাত ১১টায় পুলিশ স্বামীর বাড়ি থেকে নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্বজনেরা জানিয়েছেন, বাল্যবিবাহের শিকার ওই কিশোরীর স্বামীর বাড়ি থেকে শনিবার রাত ১১টার দিকে ঝুলন্ত লাশ ও চিরকুট উদ্ধার করে পুলিশ। অন্যদিকে তার প্রবাসী প্রেমিক ওমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। রোববার ঘটনাটি জানাজানি হয়।

মেয়েটির বাবার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। প্রবাসী তরুণের বাড়ি একই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

১৪ অক্টোবর লালমাইয়ের এক ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেয় পরিবার। ঘরোয়াভাবে গোপনে এই বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।

নিহত কিশোরীর মা নুরুন্নাহার জানান, তার মেয়ের সঙ্গে এক প্রবাসী ছেলের সম্পর্ক ছিল। ১৪ অক্টোবর মেয়ের সম্মতিতেই তাদেরই এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর স্বামীর বাড়িতে হাসি-খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি উর্মি ও তার প্রেমিক সাফায়েত ভিডিও কলে আত্মহত্যা করেছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, কদিন আগেই মেয়েটির বিয়ে হয়েছে শুনেছি। প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। শুনেছি প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নববধূর ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে ২৭ লাখ টাকা ছিনতাইর‍্যাব পরিচয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে কর্মর...
28/10/2024

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে ২৭ লাখ টাকা ছিনতাই

র‍্যাব পরিচয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত দুই প্রতিনিধিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ২৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় রবিবার ২৭ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে।

রবিবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলার বিকাশ এর পরিবেশক কুতুব উদ্দিন শাওন জানান, আমাদের চৌদ্দগ্রাম পয়েন্টের দুইজন প্রতিনিধি নবুু মিয়া ও মহাসিন ২৭ লক্ষ টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কুমিল্লা আসছিলেন। পথে মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর মিরশ্বানী এলাকায় র‍্যাব এর স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে, মাইক্রোবাস থেকে নেমে আসা ৫-৬ জন লোক তাদের র‍্যাব পরিচয় দেয় এবং নবু মিয়া ও মহসিনকে ২৭ লাখ টাকা সহ তাদের সাথে গাড়িতে উঠিয়ে নেয় এবং চান্দিনার একটি নির্জন এলাকায় নবু মিয়া ও মহসিনকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান বিকাশের দুইজন প্রতিনিধি ছিনতাই এর বিষয়ে থানায় এসেছেন। আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামীমনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা অবস্থায় আইরিন আক্তার নামে এক গৃহ...
28/10/2024

মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী

মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা অবস্থায় আইরিন আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর তার স্বামী সেলিম মিয়া আইরিনের খোঁজ চেয়ে প্রচার চালান।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

আইরিন আক্তার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় নয় বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সাথে তার বিয়ে হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়ির পাশে নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা মাটিচাপা অবস্থায় লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে পুলিশ গিয়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরই সেলিম পালিয়ে যান। তাদের ধারণা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে আইরিনকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে সেলিম পলাতক থাকায় পুলিশ শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আইরিনের মা ছায়েরা খাতুন বলেন, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম ফোন করে জানান যে, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর সেদিনই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানান, এই ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পরে তাদের হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

লাকসাম বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহতের অভিযোগলাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নি...
27/10/2024

লাকসাম বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহতের অভিযোগ

লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে বিরোধে শহীদ উল্ল্যা সরু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সরু উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের আলী মিয়া দরবেশের পুরান বাড়ির মৃত ছৈয়দ আহমদের ছেলে।

নিহত শহীদ উল্ল্যা সরু দীর্ঘদিন ধরে লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় ব্যবসা করতেন।

নিহতের ভাতিজা আমানুল্লাহ জানান, সকাল দশটার দিকে পার্শ্ববর্তী বাড়ির শহিদুল্লাহ ড্রাইভার আমাদের জায়গা থেকে মাটি কেটে তাদের বাড়ির রাস্তায় ফেলছিল। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে তেড়ে আসে। পরে সরু চাচাকে খবর দিলে চাচীসহ তারা ঘটনাস্থলে এলে শহিদুল ইসলাম ড্রাইভার (৫৩) ও তার ছেলে তাজুল ইসলাম (২৯)সহ ১০/১২ জন নারী-পুরুষ তেড়ে এসে চাচিকে ধাক্কা দেয় এবং সরু চাচাকে কিলঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে ঘটনাস্থলে সরু চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, ওই জমি নিয়ে শহীদদের সাথে আমাদের বিরোধ ছিল। আমরা শহীদের পূর্বপুরুষদের কাছ থেকে ৮০ বছর আগে এই জায়গা কিনেছি। কিন্তু তারা নিজের বলে দাবি করছে।

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম ড্রাইভার বলেন, এটা আমাদের পৈতৃক জায়গা। বন্যায় বাড়ির রাস্তা গর্ত হয়ে মাটি সরে ওই জায়গায় জমা হয়। আমরা সামান্য মাটি কেটে রাস্তায় ফেলেছি। এ নিয়ে তারা বাধা দিলে সামান্য কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। শহীদুল্লাহ সরু হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হতে পারে। আমরা তাকে মারধর করিনি।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাজুল ইসলাম ও তার পিতা শহিদুল্লাহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ করার পর রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
24/10/2024

নিষিদ্ধ করার পর রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

23/10/2024

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সূত্র: -যমুনা টিভি

23/10/2024

=বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ==

জাঙ্গালিয়া ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্রে জরুরী সংরক্ষণ ও মেরামত কাজের জন্য লাকসাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিয়ন্ত্রাধীন এলাকায় আজ ২৩/১০/২৪ ইং তারিখ রোজ বুধবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদচ্যুতি ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
22/10/2024

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদচ্যুতি ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Address

Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Fast Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fast Time:

Videos

Share


Other Media/News Companies in Cumilla

Show All