30/01/2024
দিনে দিনে যে ভাবে মাদরাসা হচ্ছে
এখন স্কুলে কেউ ছেলে মেয়ে দিচ্ছেন না
তার কারণ ছেলেটা যেন ভালো মানুষ হয় মেয়েটা যেন
ভালো মা হয় কিন্তু দেখেন আগের থেকেও এখন কার মানুষ বেশি অশ্লীল শব্দোচ্চারণে কথা বলে আর দুই বন্ধু একসাথে যা বলে তা কারোর সামনে উচ্চারণ করার মতো না। এখন মোটামুটি ৯০ ভাগ মানুষই শিক্ষিত তারপর ও আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন শেষ জামানায় জাহেলিয়াত বর্ষণ হবে তাহলে কি রাসুল (সাঃ) ভুল বলেছেন না। তা কোনদিন সত্যি হতে পারে না শেষ জামানায় সত্যিই মূর্খতা বেড়ে জাবে। মানুষ শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়ার জন্য কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করেও মূর্খ হচ্ছে আফসোস 🥲
আমার ছোট ভাই টা কুরআনে হাফেজ অথচ সে নিজে বুঝতেও পারছে না সে কি মুখস্থ করেছে যার কারণে এই এক বছরে সে সব কিছুই ভুলে গেছে এখন নামাজেও চুরি করে। তাই বলি জোর করে কারো উপর কোনকিছু ছেপে দেওয়া ঠিক না জোর করে হাফেজ বানিয়ে কি লাভ হলো এই হাফেজ জাতির কিছুই করতে পারে নি তাই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিযাহুল্লাহ বলেছেন এই হাফেজ খানা বন্ধ করতে হবে
যারা এই ছেলেদের হাফেজ বানায় তারা তো শুধু নিজের পেট চালানোর জন্য চাকরি করে হাফেজ বানার জাতির উন্নতির জন্য হাফেজ বানায় না একটা হেফজখানার হুজুর যতোবার আনতে হয় আর বাদ দিতে ততোবার মনে হয় আমার জীবনে আমি বাজারও করতে পারিনি
বি দ্র : যোক্তিক মন্তব্য করবেন অযৌক্তিক কমেন্ট করবেন না