29/04/2024
যদি পারো মরুপ্রান্তরে সমবেত প্রার্থনা করে বৃষ্টি ঝরাও,প্রকৃতিস্থ মরু বৈশিষ্ট্য পাল্টে দাও।
কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই
এখানে বৃষ্টি ঝড়বে,
এটা এখানকার প্রকৃতির বৈশিষ্ট্য।
আমাদের আর কবে বোধ জাগ্রত হবে? একদিকে আমরা নির্দ্ধিধায় পাহাড়, বন কেটে উজাড় করছি, স্বার্থান্ধ হয়ে প্রতিনিয়ত খাল-বিল, পুকুর, নদী ভরাট করে যাচ্ছি আর অন্যদিকে বৃষ্টির জন্য প্রার্থনা করছি।
প্রার্থনার জন্য সমবেত হওয়া মানুষগুলোকে ইমাম সাহেব যদি গাছ লাগানোর নির্দেশ দিতেন এবং প্রত্যেকে একটি করে গাছ নিয়ে আসার কথাও বলতেন তা হলেও এই সমাবেশগুলো কিছুটা হলেও সার্থক হতো।
আমাদের এই গ্রহকে ভালো রাখতে হলে এর মধ্যে থাকা প্রকৃতিস্থ সম্পদগুলোকে রক্ষা করতে হবে। নদীনালা, খাল-বিল, পাহাড়-পর্বত, ঝর্ণা, পানিপ্রবাহ ও বনাঞ্চলসহ সকল প্রকৃতিস্থ সম্পদগুলো রক্ষা করতে হবে।
রক্ষা করতে হবে উদ্ভিদ ও প্রাণীকুলকে। প্রয়োজনে গাছ কাটার আগেই বৃক্ষরোপণ করতে হবে 1 is to 7 হারে। প্রকৃতিকে শান্ত রাখতে বনায়নের বিকল্প নাই।অ
কোনপ্রকার ধর্মীয় ইবাদত, প্রার্থনায় আকাশ থেকে বৃষ্টি ও ঝরবেনা এবং খরাও সৃষ্টি হবেনা। অতিবৃষ্টি, বজ্রপাত, ঘূর্ণিঝড়, খরা, তীব্র তাপদাহ, শৈত্যপ্রবাহ এগুলো প্রকৃতির বিরুপ প্রভাবের কারণে হয়ে থাকে আর প্রকৃতির এই পরিবর্তীত রুপের কারণ আমারা মানুষ।
প্রকৃতির উপর আমাদের নির্বিচারে আঘাতের কারণে সে তার ভারসাম্য হারিয়ে ফেলছে এবং এর ক্ষতিকর প্রভাব আমাদের দিকে ধেয়ে আসছে।
- সহজ সাঁই