রাজশ্রী বার্তা

রাজশ্রী বার্তা "সত্যের সন্ধানে আমরা"

'শুভ উদ্বোধন হয়েছে রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন'প্রেস বিজ্ঞপ্তিঃ 'দিন পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় স্বচ্ছ, পরিস্কার-পরিচ্ছন...
01/01/2024

'শুভ উদ্বোধন হয়েছে রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন'

প্রেস বিজ্ঞপ্তিঃ 'দিন পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় স্বচ্ছ, পরিস্কার-পরিচ্ছন্ন "রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন" এর শুভ উদ্বোধন হয়েছে আজ (১ জানুয়ারী) সোমবার। "রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন" ছিমছাম, নান্দনিক রুচিশীল তরুণ ও যুবকদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এই সেলুন গড়ে তোলা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে এই সেলুনে তরুণ ও যুবকরা সেবার মান পাবে। এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে দীর্ঘক্ষণে......

ঠিকানা - আব্দুল জলিল কমপ্লেক্স, রুম নং- ২০, ডিসিপি হাই স্কুল সংলগ্ন, গুচ্ছগ্রাম রোড, চুনারুঘাট পৌরসভা, হবিগঞ্জ।
মোবাঃ ০১৭৫৬-৩৭২০৫৪।

চুনারুঘাটে বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন আখড়ায় মহানাম যজ্ঞ সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা...
17/11/2023

চুনারুঘাটে বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন আখড়ায় মহানাম যজ্ঞ

সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে।

আজ (১৭ নভেম্বর) বিকালে শ্রীমদভগবদগীতা পাঠ, রাত ৯.৩০ মিনিটে নাম সংকীর্তনের শুভাধিবাস, শনিবার ব্রাহ্মমুহূর্তে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুভারম্ভ, রোববার দুপুরে শ্রীমনমহাপ্রভুর ভোগরাগ, তৎপর মহা প্রসাদ বিতরণ, সোমবার ঊষালগ্নে নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন তৎপরে উৎসব সমাপন।

এ উৎসব অঙ্গনে আপনারা পরিবার -পরিজন নিয়ে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সনাতনী শীল যুব সংঘের চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছাসৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার...
09/11/2023

সনাতনী শীল যুব সংঘের চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার "সনাতনী শীল যুব সংঘ" এর চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এই সংগঠন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় "সনাতনী শীল যুব সংঘ" এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীলের পরিচালনায় প্রবাসী যোদ্ধা সভাপতি সমীরণ চন্দ্র শীল,সহ-সভাপতি মিঠুন চন্দ্র শীল,সহ-সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র শীল ও সদস্য প্রার্থ চন্দ্র শীলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন - সহ-সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র শীল, অর্থ সম্পাদক ভানু চন্দ্র শীল, নয়ন মনি শীল,
প্রচার সম্পাদক শংকর চন্দ্র শীল, অসীম চন্দ্র শীল, সদস্য সুজন চন্দ্র শীল প্রমূখ।

'আগমনীর সুর'                     লেখক - চৈতালি চক্রবর্তী আকাশ জুড়ে মেঘের দল                  করছে নতুন খেলা,নদীর কূলে কা...
13/10/2023

'আগমনীর সুর'


লেখক - চৈতালি চক্রবর্তী

আকাশ জুড়ে মেঘের দল
করছে নতুন খেলা,
নদীর কূলে কাশবনেতে
লাগলো পূজার দোলা।
বিলের মাঝে নীলপদ্ম
সেজেছে নতুন সাজে,
কুমার পাড়ায় ব্যাসতো সবাই
নিত্য নতুন কাজে।
উঠলো বেজে ঢাকের কাঠি
ঢ্যাং -কুরা -কুর,
বসুন্ধরায় ছড়িয়ে পড়ে
আগমনীর সুর।
শিশির ভেজা জুই চামেলি
গাইলো নতুন গান,
শিউলি ফুল সুবাস ছড়ায়
আকুল করে প্রাণ।
ষষ্ঠীতে আসলো উমা
দশমিতে বিদায়
সকল সময় নানা কাজে
মায়ের কৃপা চাই।
পৃথিবীর সকল অসুর
বিনাশ করো মাগো,
সত্যের এই সংগ্রামে
জগতবাসী জাগো।

12/10/2023
চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররাসৌরভ শীল হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন...
07/10/2023

চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা

সৌরভ শীল

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর ৫দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলবে। উপজেলায় এ বছর ৮৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ব্যায় বহুল প্রতিমা তৈরিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কারিগররা। বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, কারিগররা চার/পাঁচজন সহকারী নিয়ে প্রতিমা তৈরীর কাজ, মাটির ফিনিসিং, রঙে - বেরঙের বিভিন্ন ডিজাইনের কাজ, প্রতিমা শুকানোসহ কারুকাজের মাধ্যমে প্রতিমা তৈরিতে দিন-রাত কাজ করে যাচ্ছে। সেই হিসাবে পূজার দুই থেকে তিন মাস আগ থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। কয়েকটি পূজা আয়োজন কমিটির সাথে কথা বলে জানা গেছে, প্রতিমার তৈরির কারিগর সংকটে মাধবপুর, শ্রীমঙ্গল ও নরসিংদী হতে ঠাকুর কিনে নিয়ে আসা হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনয় পাল জানান, এবারে চুনারুঘাটে সর্বমোট ৮৬টি পূজা মন্ডপ রয়েছে। ৭৫টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামন্ডপে অনুষ্ঠিত হবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, উপজেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ।

সংগৃহীতঃ সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে ত...
27/04/2023

সংগৃহীতঃ

সকালে একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদের মৃত্যুর সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃত্যুর কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দুর্ঘটনা থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে সবাইকে সতর্ক করেন!!

বিঃদ্রঃ এই পোস্ট সত্য কিংবা মিথ্যা জানিনা,শুধুমাত্র সতর্ক‌ করার জন্য দেয়া হয়েছে!!! শিশুদের নিরাপত্তার জন্যে কোনো কিছু ছাড় দেয়া ঠিক না!!

দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক আজকের হবিগঞ্জ ...
20/08/2022

দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত।

https://www.sylhettoday24.news/news/details/Sylhet/136669
20/08/2022

https://www.sylhettoday24.news/news/details/Sylhet/136669

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য র‍্যালী, পূজা পার্বণ ও প্রার্থ...

http://politicsnews24.com/featured/60327/
20/08/2022

http://politicsnews24.com/featured/60327/

চুনারুঘাটে ভগবান শ্রীকৃষ্ণের '৫২৪৮তম' শুভ জন্মাষ্টমী পালন

https://protidinbangladesh24.com/5528
20/08/2022

https://protidinbangladesh24.com/5528

সৌরভ শীল,চুনারুঘাট (হবিগঞ্জ) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ‘৫২৪৮তম’ শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী উপলক্ষে হবিগ....

দৈনিক সংবাদ সাংবাদিক শংকর শীল মামা হলেনপ্রেস বিজ্ঞপ্তি দৈনিক সংবাদ প্রতিনিধি, হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার শংকর শীল ম...
09/04/2022

দৈনিক সংবাদ সাংবাদিক শংকর শীল মামা হলেন

প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক সংবাদ প্রতিনিধি, হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার শংকর শীল মামা হয়েছেন।
৯ এপ্রিল রাত ১২.১৫মিঃ সময়ে দি ল্যাব এইড হাসপাতাল হবিগঞ্জে ছোট ভগ্নিপতি রিংকু ও ভগ্নী কৃষ্ণা দম্পতির কোলজোড়ে এই প্রথম পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সেই সুবাদে চুনারুঘাটের সাংবাদিক শংকর শীল মামা হয়েছেন। মা- সন্তান ভালো আছেন। তাই সাংবাদিক শংকর শীল তার ভাগনা'র মঙ্গল কামনায় চেয়েছেন দোয়া ও আশীর্বাদ।

15/12/2021
দৈনিক যায়যায়দিন, হবিগঞ্জের জননী, হবিগঞ্জের মুখ, আজকের হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত।
21/11/2021

দৈনিক যায়যায়দিন, হবিগঞ্জের জননী, হবিগঞ্জের মুখ, আজকের হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত।

Address

Chunarughat
CHUNARUGHAT

Alerts

Be the first to know and let us send you an email when রাজশ্রী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজশ্রী বার্তা:

Videos

Share

Nearby media companies