
11/03/2024
"চুনারুঘাট একডালায় জগবন্ধু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ"
সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একডালা গ্রামে শ্রীশ্রী জগবন্ধু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় মহাপ্রভুর জয়ধ্বনি মাধ্যমে উৎসবের শুভ সূচনা, দুপুর ১২টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রাত ৮.৩০ মিনিট সময়ে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনের শুভাধিবাস। বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুভারম্ভ, সকাল ৯টায় বাল্যভোগ, দুপুর ১টায় শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ, তৎপরে মহাপ্রসাদ বিতরণ। শুক্রবার (১৫ মার্চ) প্রাতঃকালে সংকীর্তনসহ মন্দির প্রদক্ষিণ ও নগর পরিক্রমা, সকাল ১১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিলুট, তৎপরে উৎসব সমাপনান্তে কণিকা প্রসাদ বিতরণ।উক্ত অনুষ্ঠানে পুরোহিত করবেন বিমল কৃষ্ণ গোস্বামী শ্রীশ্রী জগবন্ধু চক্র দেবতা ও বিশ্বম্ভর দেবতা মন্দির একডালা। শ্রীমদ্ভগবদগীতা পাঠকবৃন্দরা হলেন- কাব্যতীর্থ তরুণ ভট্টাচার্য্য, মানিক চন্দ্র দেব, দেবদাস উরাং চুনারুঘাট। অধিবাস কীর্তনীয়া দীনেশ চন্দ্র দেবনাথ হবিগঞ্জ। আয়োজিত এ উৎসব অঙ্গনে স্ব-বান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন উৎসব উদযাপন কমিটি।