রাজশ্রী বার্তা

রাজশ্রী বার্তা "সত্যের সন্ধানে আমরা"

"চুনারুঘাট একডালায় জগবন্ধু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ"সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেহবিগঞ্জের চুনারুঘাট উপজে...
11/03/2024

"চুনারুঘাট একডালায় জগবন্ধু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ"

সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একডালা গ্রামে শ্রীশ্রী জগবন্ধু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় মহাপ্রভুর জয়ধ্বনি মাধ্যমে উৎসবের শুভ সূচনা, দুপুর ১২টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, রাত ৮.৩০ মিনিট সময়ে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তনের শুভাধিবাস। বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুভারম্ভ, সকাল ৯টায় বাল্যভোগ, দুপুর ১টায় শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ, তৎপরে মহাপ্রসাদ বিতরণ। শুক্রবার (১৫ মার্চ) প্রাতঃকালে সংকীর্তনসহ মন্দির প্রদক্ষিণ ও নগর পরিক্রমা, সকাল ১১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিলুট, তৎপরে উৎসব সমাপনান্তে কণিকা প্রসাদ বিতরণ।উক্ত অনুষ্ঠানে পুরোহিত করবেন বিমল কৃষ্ণ গোস্বামী শ্রীশ্রী জগবন্ধু চক্র দেবতা ও বিশ্বম্ভর দেবতা মন্দির একডালা। শ্রীমদ্ভগবদগীতা পাঠকবৃন্দরা হলেন- কাব্যতীর্থ তরুণ ভট্টাচার্য্য, মানিক চন্দ্র দেব, দেবদাস উরাং চুনারুঘাট। অধিবাস কীর্তনীয়া দীনেশ চন্দ্র দেবনাথ হবিগঞ্জ। আয়োজিত এ উৎসব অঙ্গনে স্ব-বান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন উৎসব উদযাপন কমিটি।

'শুভ উদ্বোধন হয়েছে রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন'প্রেস বিজ্ঞপ্তিঃ 'দিন পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় স্বচ্ছ, পরিস্কার-পরিচ্ছন...
01/01/2024

'শুভ উদ্বোধন হয়েছে রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন'

প্রেস বিজ্ঞপ্তিঃ 'দিন পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় স্বচ্ছ, পরিস্কার-পরিচ্ছন্ন "রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন" এর শুভ উদ্বোধন হয়েছে আজ (১ জানুয়ারী) সোমবার। "রাজশ্রী হেয়ার ফ্যাশন সেলুন" ছিমছাম, নান্দনিক রুচিশীল তরুণ ও যুবকদের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এই সেলুন গড়ে তোলা হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে এই সেলুনে তরুণ ও যুবকরা সেবার মান পাবে। এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে দীর্ঘক্ষণে......

ঠিকানা - আব্দুল জলিল কমপ্লেক্স, রুম নং- ২০, ডিসিপি হাই স্কুল সংলগ্ন, গুচ্ছগ্রাম রোড, চুনারুঘাট পৌরসভা, হবিগঞ্জ।
মোবাঃ ০১৭৫৬-৩৭২০৫৪।

চুনারুঘাটে বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন আখড়ায় মহানাম যজ্ঞ সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা...
17/11/2023

চুনারুঘাটে বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন আখড়ায় মহানাম যজ্ঞ

সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে।

আজ (১৭ নভেম্বর) বিকালে শ্রীমদভগবদগীতা পাঠ, রাত ৯.৩০ মিনিটে নাম সংকীর্তনের শুভাধিবাস, শনিবার ব্রাহ্মমুহূর্তে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুভারম্ভ, রোববার দুপুরে শ্রীমনমহাপ্রভুর ভোগরাগ, তৎপর মহা প্রসাদ বিতরণ, সোমবার ঊষালগ্নে নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন তৎপরে উৎসব সমাপন।

এ উৎসব অঙ্গনে আপনারা পরিবার -পরিজন নিয়ে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সনাতনী শীল যুব সংঘের চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছাসৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার...
09/11/2023

সনাতনী শীল যুব সংঘের চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার "সনাতনী শীল যুব সংঘ" এর চার প্রবাসী যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে এই সংগঠন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় "সনাতনী শীল যুব সংঘ" এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীলের পরিচালনায় প্রবাসী যোদ্ধা সভাপতি সমীরণ চন্দ্র শীল,সহ-সভাপতি মিঠুন চন্দ্র শীল,সহ-সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র শীল ও সদস্য প্রার্থ চন্দ্র শীলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন - সহ-সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র শীল, অর্থ সম্পাদক ভানু চন্দ্র শীল, নয়ন মনি শীল,
প্রচার সম্পাদক শংকর চন্দ্র শীল, অসীম চন্দ্র শীল, সদস্য সুজন চন্দ্র শীল প্রমূখ।

Address

Chunarughat
CHUNARUGHAT

Alerts

Be the first to know and let us send you an email when রাজশ্রী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজশ্রী বার্তা:

Videos

Share