16/12/2024
প্রজন্ম মিরসরাই'র কমিটি ঘোষণা
সভাপতি ইমাম, সেক্রেটারি নকিব
নিজস্ব প্রতিনিধি :::
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “প্রজন্ম মিরসরাই'র কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেবাবর্ষের জন্য সভাপতি নির্বাচিত হয় মোঃ ইমাম হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয় সাজিদ হাসান নকিব।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ রহিম উদ্দিন, সহ-সভাপতি পদে তৌহিদুল হাসান, মোঃ মিনহাজ উদ্দিন, শাহেদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন, ইমতিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হোসেন রিপাত, মোঃ শরীফুল ইসলাম মুন্না, পারভেজ হাসান, মুহাম্মদ আরাফাত উদ্দিন, অর্থ সম্পাদক পদে জয় বড়ুয়া আদি, সহ অর্থ-সম্পাদক পদে জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাকিব মাহিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহাদ হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে রিয়াজ উদ্দিন নকিব, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মোঃ সাকিব, দপ্তর সম্পাদক পদে শাহ মুহাম্মদ মঈন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক পদে আজিজুল হাকিম রিয়াজ, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক পদে রাশেদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, সমাজকল্যাণ সম্পাদক পদে ওমর ফারুক শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইকবাল এইচ ইমন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে সাদেক হোসেন রোহান, কার্যকরী সদস্য পদে শাহারিয়া হোসেন আবির, রিয়াদুল হক রিয়াদ, তৌহিদুল ইসলাম নিশান, রিফাত উদ্দীন, নুর মোহাম্মদ জাকারিয়া ও ফয়সাল মাহমুদ সানজিদ নির্বাচিত হয়।
নির্বাচনে ভোট প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচারক সরওয়ার নিজামী, পরিচালক নাজিম উদ্দিন, সাঈদ হাসান অভি, মনজুরুল ইসলাম রায়হান, আছিবুল আহসান, মামুনুর রশিদ মামুন, আবদুল আউয়াল পারভেজ, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউনুচ নূরী, নিয়াজ মোর্শেদ নিপু, আব্দুর রহিম, গোলাম রাব্বানী। নির্বাচিত কমিটি ১ লা জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১ বছরের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারী নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।