চবিয়ান

চবিয়ান We're Bangladesh❤️ সৃষ্টিশীলদের প্লাটফর্ম
(8)

ক্রাশ অ্যান্ড কনফেশানের নামে সাইবার বুলিংয়ের বিচার চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
21/12/2024

ক্রাশ অ্যান্ড কনফেশানের নামে সাইবার বুলিংয়ের বিচার চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

18/12/2024

জুলাই বিপ্লবোত্তর #চবি প্রশাসনের অভাবনীয় সাফল্যের একঝলক-

– চবি ক্যাম্পাসের আশপাশের কটেজসমূহের ভাড়া ৫০% কমানো (২৯ সেপ্টেম্বর)

– চবি ক্যাম্পাসে রিকশা চলাচলের নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর (২৭ অক্টোবর)

– চবির যাবতীয় ফি সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু (৬ নভেম্বর)

– চবির অভ্যন্তরে ও আশপাশের এলাকায় সকল খাবার হোটেলের কার্যকরী মূল্য তালিকা নির্ধারণ (২৭ নভেম্বর)

– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নীতকরণ কমিটি গঠন (২৭ নভেম্বর)

– ৩ দিনে জরুরি সনদ তুলতে ইমেইলিং সার্টিফিকেশন সেবার উদ্বোধন (৮ ডিসেম্বর)

– চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু (৯ ডিসেম্বর)

– ডোপ টেস্ট ব্যবস্থা চালু (৯ ডিসেম্বর)

– বহুল প্রতীক্ষিত নিউ মার্কেট-চবি ক্যাম্পাস দ্রুতযান বাস সার্ভিস চালু (১১ ডিসেম্বর)

– জানুয়ারিতে চবি ক্যাম্পাসে জোবাইক চালুর ঘোষণা

– জানুয়ারিতে সম্পূর্ণ ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু ঘোষণা

– লাইব্রেরির পরিবেশ আরো স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হয়েছে, প্রশাসন শাটল ট্রেনের শিডিউল বাড়িয়েছে আরও ৪টা।

– চবির শিক্ষক নিয়োগে শুধু ভাইভা নেয়ার প্রথা সংস্কার করে লিখিত ভাইভা ও প্রেজেন্টেশন এর মাধ্যমে কয়েকটি ধাপে চূড়ান্ত করে নিয়োগ নিশ্চিত করার প্রাথমিক সিদ্ধান্ত।

– চবি ক্যাম্পাসে ইলেকট্রনিক গলফ কার্ড চালু করতে যাচ্ছে চবি প্রশাসন

– শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চারুকলা ইনস্টিটিউটকে চবি মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত।

– ভিসি'র নিজস্ব তত্ত্বাবধানে হলের খাবারের উন্নতি।

– আইইআর, যা একটি ইনস্টিটিউট হলেও এতদিন শুধুমাত্র একটি বিভাগের মতো পরিচালিত হচ্ছিল, সেটিকে এখন পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য বাজেট বরাদ্দসহ কাজ করছে চবি প্রশাসন।

তাছাড়া আগামী বছর সম্ভাব্য চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হলের বৈধ সিট বরাদ্দ সম্পন্ন হয়েছে। পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে—ময়লা, আবর্জনা, আগাছা সবকিছু পরিষ্কার করা হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বহিরাগত বাইক প্রবেশে কঠোরতা আরোপ করা হয়েছে। ১ নং ও ২ নং গেট ছাড়াও ক্যাম্পাসে প্রবেশের অন্যান্য পকেট গেটগুলোতে গার্ড নিয়োগ ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনেকগুলো হলে ডাইনিং সিস্টেম বন্ধ করে শিক্ষার্থীরা মেস সিস্টেমে মিল চালাচ্ছে, যার ফলে হলের খাবারের মানোন্নয়ন হয়েছে। ২৩০০ একরের বিশাল ক্যাম্পাসে জমি লিজ নিয়ে কৃষিকাজ করতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর চবির বর্তমান উপাচার্য ইয়াহহিয়া স্যার নিয়োগের পরেই এ পদক্ষেপগুলো নেয়া হয়েছে। যেভাবে আগাচ্ছেন দায়িত্ব শেষ হওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিঃসন্দেহে বহুদূর নিয়ে যাবেন।

৯০% তথ্যই চবির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া। আরও কিছু কার্যকরী পদক্ষেপ বাদ যেতে পারে, চবিয়ানরা কমেন্টে উল্লেখ করতে পারেন।
#চবি

টিউশন ছেড়ে উদ্যোক্তা চবিয়ান কানিজ ফাতেমাসাহসের প্রশংসা করতেই হয়। BiteHut এর সত্ত্বাধিকারী মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থ...
13/12/2024

টিউশন ছেড়ে উদ্যোক্তা চবিয়ান কানিজ ফাতেমা

সাহসের প্রশংসা করতেই হয়। BiteHut এর সত্ত্বাধিকারী মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থী।

ঘরোয়া খাবারের স্বাদ দেওয়ার উদ্দেশ্যে নিয়মিত স্টেশনে দুপুরে ক্লাসের পর থেকে সন্ধ্যারাত পর্যন্ত খাবারের স্টল দেন। শুক্রবারে শহীদ মিনারেও স্টল থাকে। এখন শাহী ফিরনি, স্যান্ডউইচ, চটপটি, ডোনাট, ফ্রুট কাস্টার্ড এগুলো নিয়ে কাজ করছেন।

সবার সাপোর্টে উদ্যোগকে বড় করার ইচ্ছা কানিজের। তার জন্য অনেক শুভ কামনা।

শীত থাকবে না 😁
13/12/2024

শীত থাকবে না 😁

যোগ্যতা থাকলে অ-শ্লী/লতার আশ্রয় নিতে হয় না,তার জ্বলন্ত প্রমাণ হলো উনারা। যারা সাবলীলভাবে কনটেন্ট তৈরী করেন❤️ Umma Kulsum...
12/12/2024

যোগ্যতা থাকলে অ-শ্লী/লতার আশ্রয় নিতে হয় না,তার জ্বলন্ত প্রমাণ হলো উনারা। যারা সাবলীলভাবে কনটেন্ট তৈরী করেন❤️ Umma Kulsum Popi Dr Tasnim Jara Nadir On The Go - Bangla

জিজ্ঞেস করলাম, ভাই কোথায়? বললো, উপরে...😰Khan Talat Mahmud Rafy
10/12/2024

জিজ্ঞেস করলাম, ভাই কোথায়?
বললো, উপরে...😰
Khan Talat Mahmud Rafy

ভিসি স্যারের সাথে কয়েকবার হুটহাট দেখা হয়েছে কিন্তু আজকের অভিজ্ঞতা একদম ভিন্ন। আজকে স্টল বন্ধ ছিল, কাজ ভিসি স্যারের সাথে ...
10/12/2024

ভিসি স্যারের সাথে কয়েকবার হুটহাট দেখা হয়েছে কিন্তু আজকের অভিজ্ঞতা একদম ভিন্ন। আজকে স্টল বন্ধ ছিল, কাজ ভিসি স্যারের সাথে দেখা করা আর ১২তারিখের এক্সামের প্রিপারেশন নেয়া। যথারীতি স্যারের সাথে দেখা করতে গেলাম, অনেকক্ষণ কথা বলার পর আমার কোনো কাজ আছে কিনা জানতে চাইলেন। আমার কাজ নাই সেটা বললে দুপুরে কি খাবো সেটা জানতে চাইলেন। যে খাবার রান্না করা আছে সেটা পরে খাওয়া যাবে বললে স্যার উনার সাথে গাড়িতে করে বাসভবনে নিয়ে গেলেন। একসাথে খেলাম, স্যার নামাজ পড়তে পড়তে আমি স্যারের বাসভবনের আশেপাশে ঘুরে ছবি ও ভিডিও নিলাম একটা ভাইয়াকে সাথে নিয়ে। তারপর আবার অফিসে গেলাম। বের হবার সময় বললাম, "স্যার আপনার সাথে ছবি তুলবো🙂" স্যার অফিসের ভেতরে ভালো ছবি আসতো সেটা বললেন এবং পরে আমরা ব্যাংকে গিয়ে এই ছবিটা তুলি স্যারের ফোনে🙂 কিন্তু স্যারের কাছে ছবি চাইবো কিভাবে? ☹️ বিকেলে দেখি স্যার ছবি পাঠিয়ে দিয়েছেন😳🤗
আমি খুব সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। ভিসি স্যারের ওয়াইফ আমার সাথে কথা বলে যেই খুশি হয়েছে তা দেখে আমি হতবাক 🫶ম্যামের খুশিটা বলে বুঝাতে পারবো না🥹
ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেয়ার জন্য 🥹🫶

সদ্য টিউশন বাদ দিয়ে নিজেই পিঠার স্টল দিয়ে আলোড়ন ফেলানো
©Somaiya Akter

২ দিনের প্রদর্শনী গড়িয়েছে ৩ দিনে। ছিলো আপামর জনতার উপচে পড়া ভীড়। মেধাবীদের সংগঠন  #ছাত্রশিবির দেখিয়ে দিলো এভাবেও আয়োজন ক...
09/12/2024

২ দিনের প্রদর্শনী গড়িয়েছে ৩ দিনে। ছিলো আপামর জনতার উপচে পড়া ভীড়। মেধাবীদের সংগঠন #ছাত্রশিবির দেখিয়ে দিলো এভাবেও আয়োজন করা যায়❤️

09/12/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে শতভাগ ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ প্রশাসনের। ঠিক আছে?

09/12/2024

আর নয় দিল্লি। ইউরোপের ৮ দেশের ভিসা মিলবে এখন ঢাকাতেই।

09/12/2024

ডিএমপি কমিশনার জানিয়েছেন, গত ১৫ বছরে পুলিশে ৯০ হাজার আ.লীগের লোক নিয়োগ হয়েছে।

08/12/2024

আলহামদুলিল্লাহ
দীর্ঘ ৯ বছর পর সি°রি°য়া°র এক মসজিদে
আজান হয়েছে। বাবরী মাসজিদেও
একদিন আজান হবে, ইন শা আল্লাহ❤️

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আ-হতদের স্মরণে আলোচনা সভা ❤️
08/12/2024

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আ-হতদের স্মরণে আলোচনা সভা ❤️

স্যালুট চবিয়ান ❤️যিনি পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাসেই খাবারের স্টল দিয়ে স্যান্ডউইচ, ফিরনি ও চটপটি বিক্রি করছেন।আমরা কি করি...
08/12/2024

স্যালুট চবিয়ান ❤️
যিনি পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাসেই খাবারের স্টল দিয়ে স্যান্ডউইচ, ফিরনি ও চটপটি বিক্রি করছেন।

আমরা কি করি মাস শেষ হলেই বাবা মা কে কল দেই টাকা পাঠানোর জন্য, সেই জায়গায় আপুটা স্বাধীন ভাবে ব্যাবসা করছে আর নিজেই স্বাবলম্বী হচ্ছে,
দৃষ্টিভঙ্গি বদলানো উচিত তবেই সুন্দর হবে বাংলাদেশ 🇧🇩
💙
© Rajib Khan

সার্টিফিকেট উত্তোলনের ঝক্কি-ঝামেলার অবসান ঘটছে চবিতে❤️
08/12/2024

সার্টিফিকেট উত্তোলনের ঝক্কি-ঝামেলার অবসান ঘটছে চবিতে❤️

শাহবাগ জাতীয় জাদুঘরে  #ছাত্রশিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী।
07/12/2024

শাহবাগ জাতীয় জাদুঘরে #ছাত্রশিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী।

"সবাই চলে আসুন ষোলশহর" এভাবে আর ডাক দিবে না আমাদের শহীদ ওয়াসিম❤️😰শুভ জন্মদিন স্বৈরাচারের বন্দুকের সামনে দেশের জন্য বুক প...
06/12/2024

"সবাই চলে আসুন ষোলশহর" এভাবে আর ডাক দিবে না আমাদের শহীদ ওয়াসিম❤️😰
শুভ জন্মদিন স্বৈরাচারের বন্দুকের সামনে দেশের জন্য বুক পেতে দেয়া বীর চট্টলার বীর, আমাদের শহীদ ওয়াসিম আকরাম।
আমরা তোমায় ভুলিনি। আমরা তোমায় ভুলবো না। তুমি থাকবে চব্বিশের প্রত্যেক মুক্তিকামী, প্রত্যেক স্বাধীনতাকামী বাংলাদেশীর স্মরণে, শ্রদ্ধায়, ভালোবাসায়।
"সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।"

হয়তো এমনি একজনের অপেক্ষায় ছিল চবি❤️ #চবি
06/12/2024

হয়তো এমনি একজনের অপেক্ষায় ছিল চবি❤️
#চবি

Address

Chittagong

Undefined variable: isMonitored
    Return to your account

Alerts

Be the first to know and let us send you an email when চবিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চবিয়ান:

Videos

Share