Anisul Islam

Anisul Islam A content creator on voice art and motivation. I love to spread out positivity. Hi, this is Anisul Islam, a content creator on voice art and motivation.
(27)

I love to spread out the positivity of life.

21/12/2023

নতুন বছরের ৫ পদক্ষেপ আপনার জীবন বদলে দেবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনায়। আজকের অতিথি ছিলেন - চট্টগ্রাম অ...
20/12/2023

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনায়। আজকের অতিথি ছিলেন - চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন কর্মকর্তা - মোঃ ইউনুচ আলী।

আমার জলরংঙে আঁকা ছবি ~ নয়নতারা ফুল।
18/12/2023

আমার জলরংঙে আঁকা ছবি ~ নয়নতারা ফুল।

17/12/2023

কিছু কার্টেসি শিখি

16/12/2023

আপনার কাছে স্বাধীনতা মানে কী?

16/12/2023

বিজয় দিবসকে কেউ যদি ভালোবাসা দিবস বানিয়ে ফেলে তাতে কোনো সমস্যা দেখি না! ভালোবাসলেইতো বিজয় আসে। ভালোবাসাহীন পৃথিবী চাই না। ভালোবাসাময় হোক দেশ থেকে দেশান্তর!

16/12/2023

খুব অল্প বয়সে বাবা সুকুমার রায়কে হারিয়ে সত্যজিৎ রায় মা সম্পর্কে লিখেছেন - মা'কে এত কাছ থেকে দেখেছি, কিন্তু তখন বুঝতে পারিনি আমার জন্য তিনি কী করেছেন। এখন যতই ভাবি, ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়। মায়ের জীবনটা স্ট্রাগলে ভরা। আমাদের ব্যবসা উঠে গেল, পৈত্রিক বাড়ি ছাড়তে হল, কিছুই নেই। ছোট মামা দয়া করে একটু আশ্রয় দিলেন। স্যার জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসুকে ধরে মা চাকরি নিলেন বিদ্যাসাগর ভবনে। সেলাইটা জানতেন, তাই রক্ষে। এম্ব্রয়ডারি করে আমাকে খাইয়ে-পরিয়ে মানুষ করার জন্যে মা ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন। আমার মায়ের গুণের শেষ নেই। মডেলিং শিখেছিলেন নিতাই পালের কাছে। সস পেন্টিং শিখেছিলেন, চামড়ার কাজ শিখেছিলেন। চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কাজ করার আদর্শ মা'র কাছ থেকে পেয়েছি।

15/12/2023

স্বাধীনতা ও বিজয় দিবসের ১০টি ছড়ার আবৃত্তি

14/12/2023

সন্তানের সামনে ঝগড়া করার ৬ ক্ষতি

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিনআজ ওই চোখে সাগরের নীলআমি তাই কি গান গাই কি?বুঝি মনে মনে হয়ে গেল মিল...
14/12/2023

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ওই চোখে সাগরের নীল
আমি তাই কি গান গাই কি?
বুঝি মনে মনে হয়ে গেল মিল...

13/12/2023

দেখো, তুমি যদি ভালো কাজ করো, কোয়ালিটি কাজ করো, মানুষ তোমার পাশে দাড়াবেই। এই কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। কেবল নিয়মিত তোমাকে কাজ করে যেতে হবে। নেগেটিভ মার্কেটিং করে, পাবলিকের গালি খেয়ে ভাইরাল হবার চিন্তা কখনো করো না। দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কী উত্তর দেবে? কেবল কিছু ভিউজ আর অর্থ আয়ের জন্য মানুষকে তুমি বিভ্রান্ত করেছিলে? অর্থ আয়ের জন্য খারাপ পথ বেছে নিয়েছো!
সেটা কি পাপ নয়?
তোমার মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে, সৃজনশীলতা ও তার প্রয়োগ করার ক্ষমতা থাকে তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। নিজের প্রতি ও নিজের ইতিবাচক কাজের প্রতি বিশ্বাস রাখো।

~ আনিসুল ইসলাম

13/12/2023

আপনার বলা কথাগুলোই প্রকাশ করবে আপনার অন্তরের গভীরে কী আছে।

~ কবি জসীম উদ্দিন

11/12/2023

ফেসবুক ব্যবহার করে আলহাজ্বের জনপ্রিয় ইংরেজি শিক্ষক হয়ে ওঠার গল্প Alhaz Mia

11/12/2023

জীবনকে সহজ করতে ৭ কথা মনে রাখুন

10/12/2023

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নমুনা ভাষণ

09/12/2023

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে | অনুষ্ঠান উপস্থাপনার নমুনা

08/12/2023

মানুষ আটকায় শুধু ভালোবাসায়!

08/12/2023

সহজ কাজগুলো সবাই করতে পারে কিন্তু যে কাজগুলো কঠিন সেই পথেই হাঁটা উচিত, তাতে জীবনের অনন্যসাধারণ রূপটি হাতের মুঠোয় ধরা দেয়।
সেই পথের পথিক সবাই হয় না।

~ আনিসুল ইসলাম

07/12/2023

সকালের যে ১০ অভ্যাস আপনার জীবন বদলে দেবে

06/12/2023

বাংলা ভাষায় ব্যবহৃত ভিনদেশী শব্দের শুদ্ধ উচ্চারণ

06/12/2023

জীবনে উন্নত মানুষদের সান্নিধ্য পাওয়া সৌভাগ্যের।
তারা হলো আমাদের আত্মার আলো। ভালোবাসা, আন্তরিকতা, যত্ন দিয়ে সেই আলোকে ধরে রাখতে হয়।

~ আনিসুল ইসলাম

05/12/2023

এমন একজনকে মেনশন করুন যার সাথে কথা বললে আপনি মানসিক শান্তি পান ☘️

04/12/2023

যে মানুষ সুন্দরভাবে কথা বলতে জানে না, সে কিছুই জানে না।

~ও হেনরি

03/12/2023

ছোটবেলায় কোন উপহার পেতে বেশি ভালো লাগতো?

আমার আঁকা জলরঙের রিয়েলিস্টিক কাজ।
02/12/2023

আমার আঁকা জলরঙের রিয়েলিস্টিক কাজ।

02/12/2023

চট্টগ্রামে একটু আগে ভুমিকম্পে হয়ে গেলো,
সেই ঝাঁকুনি দিয়ে গেলো 🤲

ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ❤️
29/11/2023

ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ❤️

26/11/2023

১৫ পদক্ষেপের মাধ্যমে ৬ মাসের মধ্যে নিজেকে আমুল বদলে দিন

22/11/2023

স্মার্টলি কথা বলতে শিখুন | How to talk smartly

20/11/2023

জীবনের শেষ বয়সে এসে যা মনে হবে

18/11/2023

বয়স ৩০ পার হলে যে ৭ বিষয়ের যত্ন নেবেন

16/11/2023

এই সমাজে ভালো ও উন্নত মানুষের সান্নিধ্য পাওয়াটাও অনেক সৌভাগ্যের। সেই সম্পর্কগুলোর যত্ন নিতে হয়।

16/11/2023

মুখস্থ না করে পড়া মনে রাখার উপায়

15/11/2023

নতুন করে শুরু করতে কখনো লজ্জা পাবেন না, নতুন করে শুরু করা মানে নিজেকে আরো বড় সুযোগ দেয়ার ক্ষেত্র প্রস্তুত করা। ব্যর্থ হচ্ছেন বলে বারবার ব্যর্থ হবেন তা কিন্তু নয়, হতে পারে আরো সুন্দর কিছু অপেক্ষা করছে আপনার জন্য।

~ আনিসুল ইসলাম

14/11/2023

বরেণ্য অভিনেত্রী সুবর্না মুস্তাফা সেদিন বললেন - ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বড় আর্টিস্ট হওয়া যায় না। হুমায়ুন ফরিদী, ববিতা, শাবানাদের মতো আর্টিস্ট হওয়া যায় না। কথাটি একদিক থেকে ঠিক আছে, একজন শিল্পী হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, মঞ্চে কাজ করতে হয়, লেগে থাকতে হয় কিন্তু ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের মোটেও ছোট করা উচিত নয়! কয়জন মিডিয়াতে সুযোগ পেয়েছে আপনাদের সময়? এত সহজ ছিলো মিডিয়াতে সুযোগ পেয়ে কাজ করা? অনেককে অবৈধ পন্থা অবলম্বন করতে হতো, সেই কারণে অনেক গুণী মানুষ হারিয়ে গেছে সেই খবর কেউ রাখে! মিডিয়াতে কাজ করতে হলে যে পরিমাণ পলিটিক্সের স্বীকার হতে হয়, এই কথা কেউ বলবে না? অমুত-তমুক, হোমরাচোমরারা পরিচিত না হলে কয়জন মিডিয়াতে সিন্ডিকেটের বেড়াজালে স্থান পায়? কিন্তু সোশ্যাল মিডিয়া আপনাদের সেই কুক্ষিগত করে রাখা, সিন্ডিকেটে আবদ্ধ জায়গাটিকে ভেঙে দিয়েছে, এখন নিজের কোনো প্রতিভা থাকলে আর মেইন স্ট্রিমের মিডিয়ার দিকে চেয়ে থাকতে হয় না। নিজেকে প্রতিষ্ঠা করতে টেলিভিশন চ্যানেলে মুখ দেখানোর প্রয়োজন পড়ে না। নিজের জায়গা থেকে নিজেকে মেলে ধরার সুযোগ এখন অবারিত, মেইন স্ট্রিমের মিডিয়ার প্রশংসাপত্র পাওয়ার দরকার পড়ে না আগেরমতো। একজন শিল্পী যেমন একদিনে গড়ে উঠে না তেমননি শিল্পীকে তার কাজের জায়গাটা করে দেয়ার প্রয়োজনও পড়ে নাহলে শিল্পীসত্তা একটা সময় বিলুপ্ত হয়ে যায়! যেটা করে দিয়েছে সোশ্যাল মিডিয়া! সময় বলে দেবে কে টিকে থাকবে বা থাকবে না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে যেসকল অসাধারণ প্রতিভাবান মানুষেরা কাজের মাধ্যমে নিজের জাত চেনাচ্ছেন, সেই সাধুবাদটাও আপনাদের মতো গুনী মানুষদের কাছ থেকে প্রাপ্য!

~ আনিসুল ইসলাম

13/11/2023

মানুষ চেনার ৮ উপায়

13/11/2023

কাউকে আপনার কোনো খুশির সংবাদ শেয়ার করে যদি দেখেন সেই মানুষটি আপনার সুসংবাদে তেমন একটা খুশির প্রতিক্রিয়া দেখাচ্ছে না বা তেমন একটা খুশি হয়নি তবে এরপর থেকে নিজের কোনো সুসংবাদ তাকে শেয়ার করবেন না। সুসংবাদ তাকেই শেয়ার করবেন যে আপনার আনন্দে আনন্দিত হয়।

~ আনিসুল ইসলাম

নওগাঁর আবৃত্তি সংগঠন উচ্চারণ পাঠশালা কর্তৃক ফুলেল শুভেচ্ছা গ্রহণ। শহর থেকে অনেক দূরে থেকেও যে সংগঠনগুলো প্রমিত উচ্চারণ, ...
13/11/2023

নওগাঁর আবৃত্তি সংগঠন উচ্চারণ পাঠশালা কর্তৃক ফুলেল শুভেচ্ছা গ্রহণ। শহর থেকে অনেক দূরে থেকেও যে সংগঠনগুলো প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনার মতো বাচিকশিল্পগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তাদের জন্য নিরন্তর শুভকামনা ❤️

12/11/2023

জেগে আছেন কেন?

12/11/2023

আজকাল অনেক বড় বড় তারকা যারা একসময় চলচ্চিত্র বা মিডিয়াতে দাপিয়ে বেড়িয়েছেন তারা প্রায়ই বলছেন তারা নাকি পলিটিক্সের শিকার! হতেই পারেন পলিটিক্সের শিকার কিন্তু জীবনে যেটুকু পেয়েছেন তা নিয়ে কি কোনো আত্মতুষ্টি নেই! কাজের প্রতি শিল্পীর কখনো তৃপ্তি মেটে না সেই অপ্রাপ্তি থেকেই অনেকে দীর্ঘশ্বাস ফেলেন কিন্ত কী পেলাম না তার হিসেব না কষে কী পেলাম জীবনে তার হিসেব কষলে জীবনের প্রতি এত অভিযোগ থাকবে না। পলিটিক্স কোথায় নেই! সব জায়গায় কমবেশি আছে! মানুষের অবস্থান আজীবন এক জায়গায় থাকে না। সময় ফুরিয়ে গেলে বিদায় নিতে হয়। এইতো জীবন! তাই জীবনের প্রতি এত অভিযোগ না ছুড়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

~ আনিসুল ইসলাম

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Anisul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisul Islam:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All