জাতীয় দৈনিক আজকের পেপার

জাতীয় দৈনিক আজকের পেপার আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে জানান যোগাযোগ করুন +8801819881751এই নাম্বারে

01/02/2025
29/01/2025

ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ বাসক।
পাতা
সর্দি কাশি এলার্জি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে ব্যবহার করা যায় তাই বেশি বেশি করে আপনার পাশের খালি জায়গায় একটি বাসক গাছ লাগান

22/01/2025

চট্টগ্রাম সিইপিজেড এ ৩টি বাচ্ছার বিষয় নিয়ে রণক্ষেত্র

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক...
18/01/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি
জিতেছিলেন।

❒ আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

❒ বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

❒ বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি
টিকেছিলেন।

❒ বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

❒ অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

❒ বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে
সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় ঈশ্বরকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন।
😌❤️😌

সংগৃহীত

কক্সবাজার - চট্রগ্রাম রুটে চালু হচ্ছেনতুন দুটি আন্তনগর ট্রেন,,,,নতুন অনুমোদিত ট্রেন দুটির নাম হবে ৮২১/৮২৪সৈকত এক্সপ্রেস ...
18/01/2025

কক্সবাজার - চট্রগ্রাম রুটে চালু হচ্ছে
নতুন দুটি আন্তনগর ট্রেন,,,,

নতুন অনুমোদিত ট্রেন দুটির নাম হবে
৮২১/৮২৪সৈকত এক্সপ্রেস
৮২২/৮২৩ প্রবাল এক্সপ্রেস
একই রেক দিয়ে চলা ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এসব কোচের মোট আসন সংখ্যা হবে ৭৪৩টি। এর মধ্যে ৮২১ নম্বর ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। ৮২২নম্বর ট্রেনটি সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে দুপুর ২টা ১৫ মিনিটে। ৮২৩ নম্বর ট্রেনটি দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায় এবং ৮২৪ নম্বর ট্রেনটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

তথ্য ও ছবি সংগ্রহকৃত

16/01/2025

দয়া করে পোস্টটি শেয়ার করুন
এই মহিলা মহস্থান অ্যাক্সিডেন্ট করেছে বর্তমানে জ্ঞানহারা মাজা কেটে গেছে ভুরি বের হইছে জরুরিভাবে সন্ধান দিন ওনার আত্মীয়-স্বজন বর্তমানে সে মেডিকেলে পোস্টটি দুত্তগতিতে শেয়ার করে দেন খোঁজ পাওয়ার জন্য

ওনার সাথে সন্তানও ছিল সে সন্তানের লাস্ মস্তানে পড়ে আছে যদি আপনারা কেউ চিনে থাকেন আমার নিম্ন নম্বরে যোগাযোগ করেন আমরা কেউ যদি সন্ধান করতে পারেন নাম্বারে যোগাযোগ করেন

৷৷৷৷ 01318 251186
কপি পেস্ট

একসময় ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দিনশে...
14/01/2025

একসময় ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দিনশেষে কারোই মন ভরাতে পারে না, না স্বামীর, না সন্তানের আর না অন‍্যকারো! অথচ সেই নারীই গোটা জীবন শেষ করে দেয় স্বামী, সন্তান আর সংসারের পিছেই

14/01/2025

কাছের মানুষের মুখোশ এর আড়ালের রোপ
সম্ভবত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা।সব জেনেও না জানার ভান করে থাকা।

❤️ প্রচণ্ড কষ্ট পাবার পর,আঘাত পাবার পর,বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে রাগারাগি করতে পারে না,হাউমাউ করে কেঁদে চোখ লাল করতে পারে না, ক্ষমা করে দেওয়ার মত উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মত আশ্চর্য ক্ষমতাও সবার থাকে না।কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান।ভাষাহীন, চিৎকারহীন,অপ্রকাশ্য খুব গোপন অভিমান।নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতহীন এক শীতল যুদ্ধ।

এ যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত। নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে উঠার মত বেদনা,নিজেকে নিজেই বোঝাতে বোঝতে ক্লান্ত হওয়ার মুহূর্ত।মনের মাঝে খচখচ করা বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাত।যখন এ যুদ্ধে তুমি জয়ি হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্ক থেকে,ওরা তখন সমস্ত অপরাধের দ্বায়বার তোমায় দিবে।নুন্যতম অনুতপ্তবোধ তাদের চোখে থাকে না তখন। এমন আচরণ করববে ওরা যেন তুমি প্রতারক।

অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন সৃষ্টিকর্তার কাছে যার বুকে ঠাঁই চেয়েছি,সেই বুক থেকে সমস্ত মায়া,মমতা,স্নেহ, ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে।তারা বোঝে না সরে আসার পর অ-মানসিক যন্ত্রণার কথা,শক্তিহীন দিনগুলোর কথা, জেগে থাকা রাতগুলোর ব্যাথা, শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন,বুক চিড়ে বেড়ানো আর্তনাদের ভাষা,হাসি মুখ নিয়ে সবার জীবনে একটু হলেও খুশি নিয়ে আসা মানুষটার বদলে গিয়ে নিথর দেহে প্রাণ থাকতেও প্রাণহীন মানুষ হয়ে ওঠার কথা।কিচ্ছুই বোঝে না,বুঝেতে চায়ও না কখনো।

কারও বুকে ঝাঁপিয়ে পড়ে হুহু করে কাঁদতে ইচ্ছে করে।বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতের কথা।একটু ভরসা পেতে ইচ্ছে করে,ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙুলে গুঁজে মাথায় হাত বুলিয়ে দিক,হৃদয়ে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ায় নিভিয়ে দিক,অনেকদিন নির্ঘুম থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশাতুর ঘুম।

অথচ,বিচ্যুত নক্ষত্রের মতোন কিছুর সাথেই আমাদের আর দেখা হয় না।না গল্পের সাথে,না প্রেমের সাথে,না সম্পর্কের,না মানুষের। শুধু জীবনের পথে পথে তীব্র বেদনাতুর সুঘ্রাণ নিয়ে শিউলি ফুলের মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর অপার শূন্যতা..
#সাজ্ঞেস্তফর‍
@ভালো লাগলে লাইক কমেন্ড সিয়ার করুন
@সেরা ফ্যান

10/01/2025
একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়... #বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন...
09/01/2025

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝
🥀❤️🥀

Address

Chittagong

Telephone

+8801817679779

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় দৈনিক আজকের পেপার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাতীয় দৈনিক আজকের পেপার:

Videos

Share