Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ ২৪ ঘন্টা ক্যাম্পাসের যে কোনো নিউজ পেতে পেইজে লাইক কমেন্ট করে সাথে থাকুন।

24/01/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ৮৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

বহিষ্কৃতদের বিষয়ে অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, অভিযুক্তদের এই সংবাদ তাদের বিভাগের পৌঁছে দেয়া হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবে। যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বহিষ্কারের কারণে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে। এমনকি পরীক্ষা হয়ে গেলে সনদ বাতিল হয়ে যাবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার জন্য ৭৩ জন আর এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও তদন্ত করে যদি গুরুতর অপরাধের প্রমাণ পান তাহলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।

বহিষ্কৃতরা হলেন, খালেদ মাসুদ (২০১৭-২০১৮) আইন, আকিভ জাভেদ (২০১৮-২০১৯) বাংলা, সৌরভ ভূঁইয়া (২০১৮-২০১৯) ইতিহাস, ইয়াসীন আরাফাত (২০১৫-২০১৬)আইন, হাসান মাহমুদ (২০১৭-২০১৮) সমাজতত্ত্ব, এস. এম. ফয়সল (২০১৭-২০১৮) অর্থনীতি, মামুন মিয়া (২০১৮-২০১৯) সাংবাদিকতা, তানভীর আলম তুষার (২০১৮- ২০১৯) সমাজতত্ত্ব, অনুপ সরকার আকাশ (২০১৮-২০১৯) ইতিহাস, ইসহাক আলম ফরহাদ (২০১৫-২০১৬) অর্থনীতি, মাহিন রুবেল (২০১৭-২০১৮) সাংবাদিকতা, সৌমেন দত্ত (২০১৫-২০১৬) স্পোর্টস সায়েন্স, নাইম আরাফাত (২০২০-২০২১) উদ্ভিদবিজ্ঞান, খালেদ মাসুদ (২০১৭-২০১৮) আইন, আরাফাত রায়হান (২০১৮-২০১৯) সমাজতত্ত্ব।

মোহাম্মদুজ্জামান ওমর (২০২০-২০২১) আইন, রনি ইসলাম (২০২১-২০২২) মনোবিজ্ঞান, রাকিবুল হাসান দিনার (২০১০-২০১১) নাট্যকলা, তাসনীমুল বসর সাদাফ (পিতা-শফিউল বশর) এইচআরএম, মাহির মোহাম্মদ মাহফুজ (২০১৪-২০১৫) ফারসি ভাষা, আব্দুল মালেক (২০০৮-২০০৯) সমাজতত্ত্ব, ছালেহ আকরাম বাপ্পি (২০১৪-২০১৫) ইতিহাস, রায়হান রেজা (২০১৩-২০১৪) মার্কেটিং, প্রদীপ চক্রবর্তী দূর্জয় (২০১০-২০১১) ইসলামের ইতিহাস, মোহাম্মদ ইলিয়াছ (২০১০-২০১১) ইসলামিক স্টাডিজ, সাদাফ খান (২০১৪-২০১৫) আইন, আবরার শাহরিয়ার (২০১৩-২০১৪) অর্থনীতি, মিজান শেখ (২০১৩-২০১৪) আইন, সাদেক হোসেন টিপু (২০১২-২০১৩) সাংবাদিকতা।

সামছুজ্জামান চৌধুরী সম্রাট (২০১২-২০১৩) আইন, পার্থ প্রতিম বড়ুয়া (২০১৩-২০১৪),৩ ইংরেজি, আবরার নোবেল (২০২২-২০২৩) বাংলাদেশ স্টাডিজ, ওয়াহিদুল ইসলাম (২০১৬-২০১৭) সাংবাদিকতা, শাকিল আহমদ (২০১৮-২০১৯) ডেভেলপমেন্ট স্টাডিজ, শিবলু চৌধুরী (২০১৪-২০১৫) আইইআর, বখতেয়ার (২০১৬-২০১৭) আন্তর্জাতিক সম্পর্ক, মোঃ রমজান হোসাইন (২০১৫-২০১৬) আন্তর্জাতিক সম্পর্ক, আরিফুল ইসলাম (২০১৫-২০১৬) সমাজতত্ত্ব, মাহফুজুল হুদা লোটাস (২০১৪-২০১৫) নাট্যকলা, শফিকুল ইসলাম শাওন (২০১৫-২০১৬) পদার্থবিদ্যা, মনছুরুল আবেদীন মনছুর (২০১৫-২০১৬) ইসলামের ইতিহাস, নয়ন মোদক (২০১৫-২০১৬) সংস্কৃত, শফিকুল ইসলাম (মেরিন সায়েন্সেস), আহসান হাবীব সোপান (২০১২-২০১৩) ইতিহাস, মাশরুর কামাল অনিক (২০১৫-২০১৬) উদ্ভিদবিজ্ঞান, সাখাওয়াত হোসেন (২০১৫-২০১৬) নৃবিজ্ঞান, হাবিবুর রহমান সুমন (২০১৭-২০১৮) বাংলা, মোঃ শহিদুর রহমান স্বপন (২০১৮-২০১৯) রাজনীতি বিজ্ঞান, সৌরভ ভূঁইয়া (২০১৮-২০১৯) ইতিহাস, আকিব জাভেদ (২০১৮- ২০১৯) বাংলা, শরীফ উদ্দীন (২০১৩-২০১৪) ইসলামিক স্টাডিজ, আফ্রিদী নিটু (২০১৭- ২০১৮) ম্যানেজমেন্ট।

জর্জ মিয়া (২০১৭-২০১৮) লোকপ্রশাসন, তানভীর আলম তুষার (২০১৮-২০১৯) সমাজতত্ত্ব, আল-আমিন শান্ত (২০১৫-২০১৬) নৃবিজ্ঞান, ইমন চন্দ্র বর্মণ (হিমাদ্র) (২০২০-২০২১) ইতিহাস, প্রবাল পাল (২০১৬-২০১৭) ম্যানেজমেন্ট, আজিজুল ইসলাম ওরফে (আজিজ ওয়েসী) (২০২১-২০২২) সমাজতত্ত্ব, মামুন মিয়া (২০১৮- ২০১৯) সাংবাদিকতা, সাইদুল ইসলাম সাঈদ (২০১১-২০১২) লোকপ্রশাসন, ওয়াহেদ জিহান (২০২১-২০২২) ইংরেজি, সাজেদুল ইসলাম পিয়াল (২০২০-২০২১) আইইআর, মোঃ আপেল মিয়া (রিয়াদ) (২০২০-২০২১) ইসলামের ইতিহাস, মোবারক হোসেন (২০২০-২০২১) ইতিহাস, ফয়সাল (২০১৭-২০১৮) লোকপ্রশাসন, আলফাত রাব্বাকিয়ান মামুন (২০১৮-২০১৯) সাংবাদিকতা, রাকিব মাহাদী (২০২০-২০২১) পরিসংখ্যান।

সোর্স: চ্যানেল ২৪ ।

ক্লাস ও অফিস ছুটির বিজ্ঞপ্তি
22/01/2025

ক্লাস ও অফিস ছুটির বিজ্ঞপ্তি

23/12/2024

তাহারেই পড়ে মনে....

দৈনিক কালবেলা পত্রিকায় বিশেষ সাক্ষাৎকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়ে নিজের ভাবনা-পরিকল্পনা তুলে ধরেছেন মাননীয় উপা...
15/12/2024

দৈনিক কালবেলা পত্রিকায় বিশেষ সাক্ষাৎকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিয়ে নিজের ভাবনা-পরিকল্পনা তুলে ধরেছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

10/12/2024

★_★চবির ভর্তি পরীক্ষার সর্বশেষ ★_★

★ আবেদন শুরু ০১ জানুয়ারি, শেষ ১৫ জানুয়ারি।

★ টাকা জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

★ আবেদন ফি পূর্বের মতোই ১ হাজার টাকা।

★ মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের জন্য প্রযোজ্য হবে। যা সাধারণ আসনের ৫ শতাংশ।

★ অন্যান্য কোটা আগের মতোই থাকছে।

★ এবার পাস মার্ক সবার জন্য (সাধারণ + কোটা) ৪০।

★ কয়েকটি ইউনিটে আসন সংখ্যা কমানো হয়েছে।

★ সমুদ্রবিজ্ঞান বিভাগে ৫ টা আসন বাড়ানো হয়েছে।

★ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে কলা অনুষদের অধীনে, ভর্তি নেওয়া হবে শিক্ষা অনুষদে।

©Tuhin's Content

06/12/2024

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম....

23/11/2024

বাংলাদেশের অনেক বড় আলেম তাদের ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ান না। এবং তাদের মত আলেম বানান না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক শীর্ষ আলেম আল্লামা গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে ঢাকা মেডিকেলে পড়েন। যিনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমাদ আলী স্যারের সন্তানরাও জেনারেল লাইনের।

এভাবে প্রায় বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলাম শিক্ষার আলেমদের সন্তানরা ৯০ ভাগ জেনারেল শিক্ষায় পড়েন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়া শীর্ষ আলেমের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে পড়ার খবর বের হয়েছে। একটা প্রখ্যাত মাদ্রাসার প্রিন্সিপালের মেয়ে নাকি মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুল হলি ক্রসে পড়ে।

জামায়াত চরমোনাই এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের মেয়েদের বিয়ে দেয়ার ক্ষেত্রে দুনিয়ার লাইনে প্রতিষ্ঠিত ছেলে খোঁজেন। অথবা কমপক্ষে দুনিয়া আখেরাত দুই লাইনে এগিয়ে থাকা প্রতিষ্ঠিত ছেলে। মানে দ্বীনদার বিল গেটস আরকি। এক্ষেত্রে আখেরাত একটু কম থাকলেও তারা মাইনে নেন। নিজ দলের ডেডিকেটেড এবং নিরেট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ক্যারিয়ার সেক্রিফাইস করে তাদের পিছে জান কোরবান করা বিপ্লবী ছেলেদের পাত্র হিসেবে তারা যোগ্য মনে করেন না। এই বিষয়টার ব্যাখ্যা কী? অথচ রসুলের সুন্নত হচ্ছে তার বিপ্লবের এবং আন্দোলনের একনিষ্ঠ অনুসারী আলী ওসমানের কাছে কন্যাকে বিয়ে দেয়া। ইসলামী দলগুলোর নেতাদের ভিতর এই সুন্নতের আমল নাই কেন?

ইসলামি শিক্ষার জন্য আজীবন সংগ্রাম করা মাওলানা সাঈদি রহিমাহুল্লার ৪ ছেলের তিনজনই সম্ভবত স্কুল কলেজ শিক্ষিত। জামাত নেতাদের অধিকাংশ ছেলে মেয়েরা স্কুল কলেজ ও বিদেশে শিক্ষিত। আর চরমোনাই পীরের জামাই, এমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ৯০ পারসেন্ট মার্ক পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সেখানে ই বছরে ১ কোটি ২০ লাখ টাকা দামের জব করেন। এটা তিনি বেশ গর্ব সহকারে সংবাদ সম্মেলন করে জাতিকে জানান যে তার জামাই এমন এমন।

মাদ্রাসা শিক্ষা এবং ইসলাম শিক্ষার প্রতি খোদ শীর্ষ আলেমদের অনীহা এবং অনাস্থা? তাহলে এই শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক কর্মমুখী এবং দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার মত গড়ে না তোলার ব্যর্থতা কি তাদের কাঁধে বর্তায় না? তারাই তো মাদ্রাসা শিক্ষার হর্তাকর্তা। তাহলে কি তারা এটা বুঝাতে চাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষা অকার্যকর এবং দুনিয়াতে কাজে লাগে না? এবং তারা আলেম হয়ে মাদ্রাসায় পড়ে ঠকে গেছেন। নিজের ছেলে মেয়েদের আর ঠকাতে চান না?

সারাদিন যারা মানুষকে ইসলাম মার্কেটিং করে; ইসলাম যাদের ধ্যান জ্ঞান, আমেরিকা ইউরোপ পশ্চিমকে যারা গালি দেয়, ব্লেইম দেয়, এটা কি তাদের পশ্চিম অনুসরণ নয়? এটাকে কি আমরা দ্বিমুখী নীতি বললে ভুল হবে? হুজুরদের এই প্রবণতার কারণ কি হুজুরী বিদ্যার প্রতি অবিশ্বাস?

দেখবেন হুজুরদের গর্ব হচ্ছে তাদের ছেলেপেলেরা জামাইরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার কিংবা পশ্চিমে ইউরোপে এমেরিকায় কোথাও সুযোগ পেলে তা নিয়ে। জনগণকে ধর্ম ও মাদ্রাসার আফিম খাইয়ে, আখেরাতের দোহাই দিয়ে দুনিয়া ত্যাগের দিক্ষা দিয়ে তারা কিন্তু তলে তলে নিজেদের সন্তানদের ক্যাডেট কলেজ ইংলিশ মিডিয়ামে মেডিকেলে বুয়েটে চুয়েটে পাঠায় ‌। দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। এটার ঠিক মাজে জা কী নিখিলেশ?

---

©Jia Al Haider

17/11/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসব ২০২৪

© SH SOHEL

অনলাইনে ফি জমা দিতে চুক্তি সইচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদর  সকল প্রকার ফি অনলাইনে পরিশোধ করতে সোনালী ব্যা...
06/11/2024

অনলাইনে ফি জমা দিতে চুক্তি সই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদর সকল প্রকার ফি অনলাইনে পরিশোধ করতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি সই করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে এ চুক্তি করা হয়।

© Tuhin's Content

ব্যর্থতাকে এভাবে মুছে ফেলা যায়?
01/11/2024

ব্যর্থতাকে এভাবে মুছে ফেলা যায়?

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বাসা থেকে অর্থনীতি বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হ.....

28/10/2024

দুই ডজন নারীর সঙ্গে চবি শিক্ষার্থীর প্রতারণার অভিযোগ
(বিস্তারিত কমেন্ট বক্সে)

চবি মেডিক্যাল সংস্কার করতে হবে।
25/10/2024

চবি মেডিক্যাল সংস্কার করতে হবে।

25/10/2024

শোক সংবাদ

পরিসংখ্যান বিভাগের ২১-২২ সেশনের নাইমা নির্মা কিছুক্ষণ আগে সিএমসি নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ছোট বোনটার জন্য দোয়া করবেন।🤲😥

মাত্র ৩০ টাকায় পোলাও, মুরগী, ডালমানি না ভাই 😃ছাত্ররা পারেনা এমন কিছু নাই। আজ থেকে চবির ইতিহাসে প্রথমবারের মত "মেস" সিস্ট...
25/10/2024

মাত্র ৩০ টাকায় পোলাও, মুরগী, ডাল

মানি না ভাই 😃

ছাত্ররা পারেনা এমন কিছু নাই। আজ থেকে চবির ইতিহাসে প্রথমবারের মত "মেস" সিস্টেম চালু হল সোহরাওয়ার্দী হলে।

পরিচালকের সদিচ্ছা থাকলে খাবারের মান কতোটা ভালো করা সম্ভব তা আজকে আমাদের পরিচালকরা দেখিয়ে দিলো।

23/10/2024

এখন থেকে ছাত্রলীগ একটি নিষিদ্ধ স-ন্ত্রা-সী সংগঠন।

বিস্তারিত কমেন্টে...
23/10/2024

বিস্তারিত কমেন্টে...

টি-টুয়ান্টিতে ৩৪৪ রান? 😯😯 হাউ ইজ পসিবল!
23/10/2024

টি-টুয়ান্টিতে ৩৪৪ রান? 😯😯 হাউ ইজ পসিবল!

23/10/2024

কতটা নির্লজ্জ আর বেহায়া হলে ফেল করা বিষয়ে অটো পাস চায়! 😬😬

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share